গুনগত রসায়ন নোট ।গুনগত রসায়ন জ্ঞানমূলক ।গুনগত রসায়ন mcq। গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)

গুনগত রসায়ন নোট ।গুনগত রসায়ন জ্ঞানমূলক ।গুনগত রসায়ন mcq। গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf): এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের রসায়ন ১মপত্রের ২য় অধ্যায় গুনগত রসায়নের সবধরনের সাজেশন এখানে একসাথে সন্নিবেশিত করা হয়েছে।

গুনগত রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাঠ। রাদারফোর্ড ও বোর মডেল 

প্রশ্ন ১। আলফা কণা (a) কী?
উত্তর : দ্বি-ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নই আলফা কণা। পাঠ কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা 

প্রশ্ন ২। কোয়ান্টাম সংখ্যা কী?
উত্তর : কোনো একটি ইলেকট্রন কোন অরবিটালে আছে, অরবিটালটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘড়ির কাঁটার ন্যায় না ঘড়ির গটার বিপরীত দিকে পরিভ্রমণ করে, এসব বিষয় প্রকাশের জন্য যে কয়েকটি সংখ্যার অবতারণা করা হয় তাই কোয়ান্টাম সংখ্যা। 

Read more:

প্রশ্ন ৩। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?
উত্তর : কোনো একটি ইলেকট্রন যে প্রধান শক্তিস্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। 

প্রশ্ন ৪। অরবিট কী? 
উত্তর : নিউক্লিয়াসের চারিদিকে যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ আবর্তন করে সেই বৃত্তাকার কক্ষপথই হচ্ছে অরবিট। প্রশ্ন ৫। অরবিটাল কী? [আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ উত্তর : নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা ৯০ – ৯৫% সে অঞ্চলকে অরবিটাল বলে। 

প্রশ্ন ৬। কোয়ান্টাম কাকে বলে? 
উত্তর : কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। শক্তির এ নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলে। 

প্রশ্ন ৭। কোয়ান্টাম তত্ত্ব কী? 
উত্তর : যে তত্ত্বে আলো বা যেকোনো বিকিরণ অসংখ্য কোয়ান্টাম সমষ্টি হিসেবে বিবেচিত হয় তাই কোয়ান্টাম তত্ত্ব । 

5ার প্রশ্ন ৮। স্পিন কোয়ান্টাম সংখ্যা কী? 
উত্তর : নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে।

পাঠ কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি 

প্রশ্ন ৯। ইলেকট্রন বিন্যাস কাকে বলে? উত্তর : অরবিটালে ইলেকট্রনগুলো নিয়মমাফিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সজ্জিত থাকে। অরবিটালে ইলেকট্রনের এই সজ্জাকে ইলেকট্রন বিন্যাস বলে। 

পাঠ) আউফবাউ (Aufbau), হুন্ড (Hund’s) ও পাউলির বর্জন (Pauli Exclusion) নীতি 

প্রশ্ন ১০। হুন্ডের নীতি কী? 
উত্তর : হুন্ডের নীতিটি হলো- একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। 

প্রশ্ন ১১। পলির বর্জন নীতি কী? 
উত্তর : পলির বর্জন নীতিটি হলো— একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। 

প্রশ্ন ১২। আউফবাউ নীতি কী? [ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম] উত্তর : আউফবাউ নীতি হলো- পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন অরবিটাল পূর্ণ করতে থাকবে। 

পাঠ। তড়িৎ চুম্বকীয় বর্ণালি (Electromagnetic spectrum) 

প্রশ্ন ১৩। তড়িৎ চুম্বকীয় বর্ণালি কী? 
উত্তর : যে বর্ণালি তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে যথা, অতিবেগুনি অঞ্চল থেকে শুরু করে অবলোহিত অঞ্চল পর্যন্ত উৎপন্ন হয় তাই তড়িৎচুম্বকীয় বর্ণালি 

প্রশ্ন ১৪। তড়িৎ চৌম্বক বিকিরণ কাকে বলে?
উত্তর : সকল প্রকার বিকিরণ শক্তিকে তড়িৎ চৌম্বক বিকিরণ বলে । 

প্রশ্ন ১৫। তড়িৎ চুম্বকীয় বর্ণালিতে দৃশ্যমান অঞ্চলের ব্যাপ্তি কত? 
উত্তর : 380nm থেকে 780 nm তরঙ্গদৈর্ঘ্য পর্যন্ত। 

গুনগত রসায়ন নোট ।গুনগত রসায়ন জ্ঞানমূলক ।গুনগত রসায়ন mcq। গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf)

পাঠ। রেখা বর্ণালির সাহায্যে মৌল শনাক্তকরণ 

প্রশ্ন ১৬। বর্ণালি কী? 
উত্তর : বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির সমাহারই বর্ণালি।

প্রশ্ন ১৭। রংধনু কী ধরনের বর্ণালি?
উত্তর : রংধনু বিচ্ছিন্ন বর্ণালি। 

পাঠ। বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালি 

প্রশ্ন ১৮। লাইম্যান সিরিজ কাকে বলে? 

উত্তর : H পরমাণুর ইলেকট্রন উচ্চশক্তিস্তর, n = 2, 3, 4, 5, 6, 7 থেকে n = 1 নিম্নশক্তিস্তরে ফিরে আসলে বর্ণালীতে যে রেখাসমূহ পাওয়া যায় তাকে লাইম্যান সিরিজ বলা হয়। 

প্রশ্ন ১৯। বামার সিরিজ কী? 

উত্তর : ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থায় তার উচ্চতর যেকোনো শক্তিস্তর হতে এর দ্বিতীয় স্তরে আগমন করলে হাইড্রোজেন বর্ণালির দৃশ্যমান এলাকায় যে সিরিজের উদ্ভব হয় তাকে বামার সিরিজ বলে। 

এর প্রশ্ন ২০। রেডিও কম্পাঙ্ক কীভাবে উৎপত্তি হয়? 

উত্তর : রেডিও এন্টেনাতে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের পর্যায়ক্রমিক বিদ্যুৎ প্রবাহ দ্বারা রেডিও কম্পাঙ্কের উৎপত্তি হয়। 

প্রশ্ন ২১। রেডিও কম্পাঙ্ক অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার কত? উত্তর : রেডিও অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 108–1012nm। 

প্রশ্ন ২২। কোন রশ্মির সাহায্যে জাল পাসপোর্ট শনাক্তকরণ করা হয়? 

উত্তর : অতি বেগুনি (Ultraviolet) রশ্মির সাহায্যে জাল পাসপোর্ট শনাক্তকরণ করা হয়। 

প্রশ্ন ২৩। জাল নোট কী দ্বারা শনাক্ত করা হয়?
উত্তর : জাল নোট অতিবেগুনী রশ্মি দ্বারা শনাক্ত করা হয়। 

প্রশ্ন ২৪। পাসপোর্ট বা টাকায় কীসের জলছাপ দেওয়া থাকে?
উত্তর : পাসপোর্ট বা টাকায় UV রশ্মির জলছাপ দেওয়া থাকে। 

প্রশ্ন ২৫। অনুপ্রভা কী? 

উত্তর : UV-রশ্মি পরমাণু কর্তৃক শোষিত হয় এবং পরবর্তীতে দীর্ঘ  তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান রশ্মির নিঃসরণ ঘটে। এই ঘটনাকে অনুপ্রভা বলে । 

পাঠ। চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার 

প্রশ্ন ২৬। IR রশ্মি কী? 

উত্তর : দৃশ্যমান আলোর লাল বর্ণের অঞ্চলের পর অদৃশ্য যে অঞ্চল আবির্ভূত হয় যার তরঙ্গদৈর্ঘ্য (780–10) nm এর মধ্যে থাকে তাকে IR (Infrared) বা অবলোহিত রশ্মি বলে। 

প্রশ্ন ২৭। IR রশ্মির ব্যবহারকে চিকিৎসা ক্ষেত্রে কী বলে? 

উত্তর : চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহারকে বলা হয় অবলোহিত থার্মোগ্রাফী (Infrared Thermography)। 

53 প্রশ্ন ২৮। মানব শরীরে IR রশ্মি দ্বারা কী নির্ণয় করা হয়? 

উত্তর : মানব শরীরের কোন স্থানের অস্বাভাবিক তাপমাত্রার পরিবর্তন IR রশ্মি দ্বারা নির্ণয় করা হয়। 

প্রশ্ন ২৯। FIR Therapy চিকিৎসাক্ষেত্রে কী নামে পরিচিত? 

উত্তর : FIR Therapy চিকিৎসা ক্ষেত্রে Medical Infrared Thermography নামে পরিচিত। 

পাঠ দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি 

প্রশ্ন ৩০। দ্রাব্যতা কাকে বলে? 

উত্তর : গ্রাম এককে যে সর্বোচ্চ পরিমাণ কঠিন দ্রব কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রাবকে উক্ত দ্রবের দ্রাব্যতা বলে। 

প্রশ্ন ৩১। মোলার দ্রাব্যতা কাকে বলে? 

উত্তর : দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তার সংখ্যাকে ঐ দ্রবণের মোলার দ্রাব্যতা বলে। 

প্রশ্ন ৩২। দ্রবণ কাকে বলে? 

উত্তর : দুই বা ততোধিক পদার্থের বা রাসায়নিক উপাদানের সমসত্ত্ব মিশ্রণকে দ্ৰবণ বলে। 

পাঠ দ্রাব্যতা গুণফল 

প্রশ্ন ৩৩। সম-আয়ন প্রভাব কী? 

উত্তর : সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান আয়নসমূহের যেকোনো একটির সদৃশ আয়ন বা দ্রবণ যোগ করে দ্রবণটির আয়নিক গুণফল বৃদ্ধি করে দ্রাব্যতা হ্রাস করার প্রক্রিয়াই হলো সমআয়ন প্রভাব। 

পাঠ। ব্যবহারিক : খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের কেলাস তৈরি প্রশ্ন

৩৪। কেলাসন কী? 

উত্তর : কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন পদার্থকে কেলাস আকারে দ্রবণ হতে পৃথক করার প্রণালীই হলো কেলাসন। 

গুনগত রসায়ন অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে সৃজনশীল প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

গুনগত রসায়ন MCQ প্রশ্ন ও উত্তর

এখানে পিডিএফ আকারে সর্বশেষ সাজেশন এর আলোকে MCQ প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। তাই তোমরা অনুসরণ করতে পারো।

এই গুনগত রসায়ন নোট ।গুনগত রসায়ন জ্ঞানমূলক ।গুনগত রসায়ন mcq। গুনগত রসায়ন সৃজনশীল প্রশ্ন সাজেশন (pdf) ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page