রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ / রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক / Chemistry Non-major question bank / Chemistry Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ / রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক / Chemistry Non-major question bank / Chemistry Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

রসায়ন নন-মেজর সাজেশন ২০২২  রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক  Chemistry Non-major question bank  Chemistry Non-major Suggestion  অনার্স ১ম বর্ষ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৪ সালের(পরীক্ষা- ২০২৩) পরীক্ষার্থী তাদের জন্য ২০২১ এবং ২০১৯ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আরো পড়ুনঃ

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৪ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা- ২০২০/ ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-১২/১২/২০২১)।
(রসায়ন বিভাগ)
বিষয় : Chemistry-1
বিষয় কোড : 212807
সময় : ৪ ঘণ্টা; পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য :—একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ
১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
(ক) নিউক্লিয়ার বন্ধন শক্তি কি? (What is nuclear binding energy?)
উত্তর : কোন পরমাণুর নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট করে তা বিভিন্ন উপাদান নিউক্লিয়াকে পৃথক করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে।

(খ) আউফবাউ নীতি কি? (What is Aufbau Principle?
উত্তর : নিম্ন শক্তিস্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চশক্তিস্তরের অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আউফবাউ নীতি বলে।

(গ) আধুনিক পর্যায় সারণির একটি ত্রুটি লিখ। (Write a defect of the modern periodic table.)
উত্তর : হাইড্রোজেন অবস্থান সম্পর্কে আধুনিক পর্যায় সারণি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো দিতে পারে না। হাইড্রোজেনের বৈশিষ্ট্য ক্ষারিয় ধাতু ও হ্যালোজেন উভয় গ্রুপের মৌলের সাথে মিলে যায়।

(ঘ) ইলেকট্রন আসক্তি বলতে কি বুঝ? (What do you mean by electron affinity?)
উত্তর : গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটির বহিঃস্তরে একটি একটি করে এক মোল ইলেকট্রন সংযুক্ত করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে।

(ঙ) সম-আয়ন প্রভাব কি? (What is common-ion effect?)
উত্তর : সম-আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ একত্রে মিশ্রিত করলে উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায়। তবে দুটি পদার্থের মধ্যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলে তার বিয়োজন মাত্রা বিশেষভাবে হ্রাস পায়। একে সমআয়ন প্রভাব বলে।

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

(চ) H2O-এর অনুবন্ধী অম্লের সংকেত লিখ। (Write the formula of conjugate acid of H2O)

উত্তর : H2O এর অনুবন্ধী অম্লের সংকেত হলো : HO+

(ছ) বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কি বুঝ? (What do you mean by equilibrium of a reaction?)
উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ পরস্পর সমান হয়, সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে।

(জ) অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? (What is unsaturated hydrocarbon?)
উত্তর : দুই ও তিন বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে।

(ঝ) স্পিন কোয়ান্টাম সংখ্যা কি? (What is spin quantum number?)
উত্তর : যে কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের উপর ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে একে (S) দ্বারা প্রকাশ করা হয় ।

(ঞ) কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝ? (What do you mean by colligative properties?)
উত্তর : লঘু দ্রবণের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যের অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না বলে তাদেরকে কলিগেটিক ধর্ম বলে।

(ট) দ্রাব্যতা কাকে বলে? (What is the definition of solubility?)
উত্তর : কোন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। দ্রবের সে পরিমাণকে ঐ তাপমাত্রায় ঐ দ্রবের দ্রাব্যতা বলে। যেমন- 80°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। সুতরাং 80°C তাপমাত্রায় পানিতে NaCl এর দ্রাব্যতা 36।

ঠ) Cu-এর ইলেকট্রন বিন্যাস কর। (Write the electronic configuration of Cu.)

উত্তর :

(ক) Cu -এর ইলেকট্রন বিন্যাস : Cu(29) →1s 2 2s 2 2p 6 3s 2 3p 3d 10 4s ‘

(খ) Cr -এর ইলেকট্রন বিন্যাস : Cr(24) → Is 2s 2 2p 6 3s 2 3p°3d4s

(গ) Fe2+ -এর ইলেকট্রন বিন্যাস : Fe2 (26) → 1s2 2s 2 2p°3s 2 3p 6 3d 4s ‘

(ঘ) CI -এর ইলেকট্রন বিন্যাস : CT(17) + 1s 2 2s 2 2p 6 3s 2 3p

(ঙ) Mn এর ইলেকট্রন বিন্যাস : Mn (25) →1s 2 2s 2 2p 6 3s 2 3p 3d 4s 2

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]

২। . আয়নীকরণ বিভব কি? অক্সিজেন অপেক্ষা নাইট্রোজেনের আয়নীকরণ বিভব বেশি কেন? (What is ionization potential? Why ionization potential of nitrogen is greater than that of oxygen?)

৩। সন্নিবেশ বন্ধন বলতে কি বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর। (What do you mean by co-ordination bond? Explain with exam ple.)

৪।হাইড্রোজেন বন্ধন কি? পানিতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? (What is hydrogen bond? How is made hydrogen bond in water?)

৫। হাইব্রিডাইজেশন কি? মিথেন অণুর জ্যামিতিক গঠন আলোচনা কর। (What is hybridization? Discuss the geometrical structure of methane molecule.).

৬।পানির দশা চিত্র অঙ্কন কর। (Draw the phase diagram of water.)

৭।বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না কেন? (Why real gas does not behave like ideal gas ?

৮।রাউল্টের বাষ্পীয় চাপ অবনমন সূত্রটির গাণিতিক উপপাদন কর।(Deduce mathematical deduction of Raoult’s law of lowering of vapour pressure.)

৯। কোনো বিক্রিয়ার Kp ও Kc-এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর। (Determine the relation between Kp and Kc of a reaction.)

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) বাফার দ্রবণ বলতে কি বুঝ? অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা কর। (What is buffer solution? Describe the mechanism of acidic buffer solution.)

(খ)লা-শাতেলিয়ার নীতি কি? NH; প্রস্তুতিতে এই নীতির প্রয়োগ বর্ণনা কর। (What is Le-Chatelier’s Principle? Describe its application to produce NH3.)

১১। (ক) ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত দ্য ব্রগলী মতবাদ আলোচনা কর । (Discuss De Broglic hypothesis about dual nature of electron.)

(খ) পোলারায়ন কি? ফাজানের নিয়ম উদাহরণসহ আলোচনা কর ।(What is Polarisation? Discuss Pajan’s rule with examples.)

১২। (ক) জৈব যোগে –COOH ও > C = O মূলক কিভাবে সনাক্ত করবে? (How will you detect – COOH and > C = O radical in organic compounds?)

(খ) কার্বনিল যৌগের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী লিখ। (Write two common methods to prepare of carbonyl compounds.)

১৩। (ক) নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা কর। (Describe with examples nuclear fission and nuclear fusion reactions.)

(খ)মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কি? ব্যাখ্যা কর। (Explain the differences between precision and accuracy of measurement.)

১৪ । (ক) রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between chemical reaction and nuclear reaction.)

(খ)VSEPR তত্ত্ব বর্ণনা ও ব্যাখ্যা কর।(Describe VSEPR theory and explain.)

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

১৫। (ক) IUPAC পদ্ধতিতে নাম লিখ (যেকোনো পাঁচটি) :(Write IUPAC name (any five) 🙂

i) CICH2COOH

(ii) (CH3)3COH

(iii) CH3OCH3

(iv) CH3-CH-COOH
OH

(v) CH3CONH2

(vi) CH2=CH-CHO

15 খ) বই দেখো

১৬) ক) PCl5 = PCl3 + Cl2 বিক্রিয়াটির Kp এবং Kc নির্ণয় কর। (PCl5 = PCl3 + Cl2 Determine Kp and Kc of that reaction.)

খ ) CH3NH2 অপেক্ষা অ্যানিলিন দুর্বল ক্ষারক-ব্যাখ্যা কর।(Aniline is a weaker base than CH3NH2– Explain.)

17 (ক) সোডিয়াম কার্বোনেটের 0.1M, 250 সি.সি. দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কর্বোনেট প্রয়োজন হবে? (Calculate the amount of sodium carbonate to prepare 0-1M, 250c.c. solution.)

খ) ব্যাপন ও অনুব্যাপন বলতে কি বুঝ? (What do you mean by diffusion and effusion?)

গ) কোমল অম্ল ও কঠিন অম্ল কি? (What is soft acid and hard acid?)

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

পরীক্ষা- ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-২৩/০৯/২০১৯)।
(রসায়ন বিভাগ)
বিষয় : Chemistry-1
বিষয় কোড : 212807
সময় : ৪ ঘণ্টা; পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য :—একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) আপেক্ষিক প্রমাণ বিচুত্যি বলতে কি বোঝায়? (What do you mean by relative standard deviation?)

উত্তর : প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। একে শতকরা বা সহস্র করায় প্রকাশ করা হয়।

(খ) অরবিট কি? (What is orbit?)

উত্তর : পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিকে এক একটি শক্তিস্তর বলা হয় এই প্রধান শক্তিস্তরই অরবিট নামে পরিচিত

(গ) আইসোটোপ কি? (What is Isotopes?)

উত্তর : যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে । যেমন-হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো— H (প্রোটিয়াম), 7 H (ডিউটেরিয়ারম) এবং H (টিট্রিয়াম)।

(ঘ) আধুনিক পর্যায় সূত্রটি লিখ। (State the modern periodic law.)

উত্তর : আধুনিক পর্যায় সূত্র : ‘মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

(ঙ) NH4CI অণুতে কি কি বন্ধন বিদ্যমান? (What types of bond are present in NH4Cl.)

উত্তর : NH4CI -এ একটি আয়নিক (NH4+ CI), একটি সন্নিবেশ (H3N:→ H’) এবং তিনটি সমযোজী বন্ধন

বিদ্যমান।

K4[Fe(CN)‡l এ Fe এর জারণ সংখ্যা কত? (What is the oxidation number of Fe in Ka[Fe(CN)al.)

.উত্তর : Kı[Fe(CN).] যৌগের Fe-এর জারন সংখ্যা হল +2।

(ছ) অ্যারোমেটিক নিউক্লিয়াস বলতে কি বোঝ? (What do you mean Aromatic Nucleus?)

উত্তর : অ্যারোমেটিক যৌগে অবস্থিত নিউক্লিয়াসকে বলা হয়।

(জ) গ্যাসের সংকট তাপমাত্রা কি? (What is critical temperature of gas?)

উত্তর : প্রত্যেক গ্যাসেরই এমন একটি তাপমাত্রা আছে যে তাপমাত্রার উপরে ঐ গ্যাসকে ইচ্ছামত চাপ প্রয়োগ করে ও তরলে পরিণত করা যায় না, অথচ ঐ তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় ঐ গ্যাসকে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। তাকে সে গ্যাসের সংকট তাপমাত্রা বলে। যেমন CO, এর সংকট তাপমাত্রা হল 31.1°C।

(ঝ) অ্যালকাইল মূলক কাকে বলে? (What is called alkyl radical?)

উত্তর : CH; মূলককে বলা হয় অ্যালকাইল মূলক।

(ঞ) অনুবন্ধী অম্ল কি? (What is conjugate acid?)

উত্তর : কোন ক্ষারক প্রোটন গ্রহণের পর যে এসিডে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী এসিড বলে। যেমন NH3 -এর অনুবন্ধী এসিড হল NH4+ আয়ন।

(ট) বোর ব্যাসার্ধের মান কত? (What is the value of Bohr radius?)

উত্তর : হাইড্রোজেনের জন্য বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রায় 5.29177 x 10 m

(ঠ). M কক্ষপথে অর্বিটালের সংখ্যা কত? (How many orbitals are there in M shell?)

উত্তর : M কক্ষপথে অর্বিটালের সংখ্যা 5টি।

রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ

খ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ X ৫ = ২০

২। হুন্ডের নীতি কি? এই নীতি অনুসারে Na ও O এর ইলেক্ট্রন বিন্যাস কেমন হবে? (What is the Hund’s rule? how electronic configuration of N and O according to Hund’s rule.)

৩।ভর ক্রিয়া সূত্রের বর্ণনা ও ব্যাখ্যা কর।(Sc and Zn are d-block elements not transition elements

Explain.)

৪) স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক d-ব্লক মৌল হলেও অবস্থান্তর ধাতু নয়—ব্যাখ্যা কর।

৫।কিরূপে 1°, 2° ও 3° অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করবে। *(How do you differentiate among 1°, 2° and 3° alcohol?)

টীকা লিখ :(Write short notes 🙂

• (i) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া; (Aldol-Condensation reaction;)

(ii) R.M.S বেগ। (R.M.S velocity.)

৭। সিগমা (G) ও পাই (x) বন্ধনের মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between sigma (o) and pi (π) bond.)

৮। H2SO4 কেবল জারক হিসেবে কাজ করে—ব্যাখ্যা কর। (H₂SO4 acts, only as oxidizing agents-Explain.)

৯। জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণের দুইটি পরীক্ষা বর্ণনা কর। (Discuss the two tests to identify the unsturation in organic compounds.)

গ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। (ক) কোয়ান্টাম সংখ্যা কি n = 4 হলে। ও m এর মান হিসাব করে দেখাও। (What are quantum numbers? Calculet the value of / and m if n = 4 )

(খ)POH কি? 0.005M H2SO4 দ্রবণের pH ও POH গণনা কর। (What is POH? Calculate the pH and POH value of 0.005M H2SO4 solution.)

১১। (ক) আদর্শ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোল ভগ্নাংশ, আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর। (Deduce the relationship among mole fraction, partial pressure and total pressure of ideal gas mixture.)

(খ)সমযোজী বন্ধনের যোজনী বন্ধন তত্ত্ব বিবৃত কর।(Describe the valence bond theory of covalent bond.).

১২। (ক) গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1°, 2° and 3° অ্যালকোহল পাওয়া যায়?(What is Grignard regent? How to prepare the 19, 2° and 3° alcohol from Grignard regent? )

(খ) কার্বানায়নের সক্রিয়তা ও স্থিতিশীলতা বর্ণনা কর।

১৩। (ক) মোলারিটি ও মোলালিটি বলতে কি বোঝ?(What do you mean by molarity and molality ? Describe it with examples.)

(খ) তাপমাত্রা বৃদ্ধির সাথে তরল গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় কেন? (Why does the solubility of gages in liquids decrease with the increase of temperature?)

(গ) 10% NazCO দ্রবণের মোলারিটি কত হবে? (What will be the molarity of 10% Na2CO3.)

১৪। (ক) অ্যালকিন প্রস্তুতির দুইটি সাধারণ পদ্ধতি বর্ণনা কর। (Describe two general methods for the preparation of alkencs.)

(খ) ক্লোরো ইথানয়িক এসিড ও ইথানয়িক এসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী এবং কেন? (Between chloro ethanoic acid and ethanoic acid which one is more stronger and why?)

১৫। (ক) IUPAC নাম লিখ (যেকোনো পাঁচটি) : (Write IUPAC name (any five :))

রসায়ন নন-মেজর সাজেশন ২০২২  রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক  Chemistry Non-major question bank  Chemistry Non-major Suggestion  অনার্স ১ম বর্ষ
১৬। (ক) পরমাণুর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তির সমীকরণ উপপাদন কর। (Drive the energy expression of an electron moving in an orbit of an atom.)

(খ) 2d অর্বিটাল সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।(Explain why 2d orbital is not possible.)

(গ) পটাশিয়ামের ইলেক্ট্রন বিন্যাস লিখ।(Write down the electronic configuration of Potassium.)

১৭। (ক) গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ উপপাদন কর।(Drive the kinetic equation of gases.)
(খ) অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেনের ব্যাপন হার বেশী- ব্যাখ্যা কর। (The rate of diffusion of Hydrogen gas is greater than Oxygen gas- Explain.)
(গ) 27° তাপমাত্রায় 6.4g O2 গ্যাসের গতিশক্তি গণনা কর।(Calculate the kinetic energy of 6.4g Oxygen gas at 27°C temperature.)


এই রসায়ন নন-মেজর সাজেশন ২০২৪ রসায়ন নন-মেজর প্রশ্নব্যাংক Chemistry Non-major question bank Chemistry Non-major Suggestion অনার্স ১ম বর্ষ ছাড়াও আরো পড়ুনঃ Health tips

You cannot copy content of this page