ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion): JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

অনুশীলনী-৫
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক বিভাগ

১। ব্রায়ােফাইটা কেমন ধরনের উদ্ভিদ?
ব্রায়ােফাইটা হলাে সংবহন কলাবিহীন, স্বভােজী অতি প্রাচীন জলজ উদ্ভিদ। এছাড়া ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদও বলা হয়।

প্রশ্ন-২ : ব্রায়ােফাইটার পুংধানীর নাম কি?
উত্তর : Antheridium (এন্থেরিডিয়াম)

৩। ব্রায়ােফাইটার স্ত্রী জননাঙ্গের নাম কি?
উত্তর Archegonium (আর্কিগােনিয়াম)

প্রশ্ন-৪ ব্রায়ােফাইটার সুস্পষ্ট সংবহন কলা আছে কি?
উত্তর ; নেই।

৫। : ব্রায়ােফাইটার অন্তর্ভুক্ত কি কি?

উত্তর লিবার ওয়ার্ট, হর্ন ওয়ার্ট, এবং মস।

প্রশ্ন-৬ : ব্রায়ােফাইটা কি ধরনের উদ্ভিদ?
: লিঙ্গধর।

৭। ব্রায়ােফাইটার যৌন জনন কী ধরনের?
উত্তর : উগ্যামীয় প্রকৃতির।

প্রশ্ন-৮ : ব্রায়ােফাইটার পুংধানী কয় স্তর বিশিষ্ট?
উত্তর : এক স্তর যুক্ত।

৯। ব্রায়ােফাইটার প্রত্যেকটি পুংধানী কোষে কি কি বিদ্যমান?
উত্তর পুংধানীতে একটি দ্বিজেলা বিশিষ্ট সর্পিল শুক্রাণু বা স্পার্ম থাকে।

প্রশ্ন-১০: ব্রায়ােফাইটার স্ত্রীধানী দেখতে কেমন?
স্ত্রীধানী ফ্ল্যাক্সের আকৃতি ।

প্রশ্ন-১১ ব্রায়ােফাইটার নিষেক কোথায় সম্পন্ন হয়?
উত্তর : সর্বদাই জলের উপস্থিতিতে নিষেক সম্পন্ন হয়।

প্রশ্ন-১২ : ব্রায়ােফাইটার রেণুধর উদ্ভিদ গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তর : এ পদ্ধতিকে Exoseopic embryogeny বলা হয়।

১৩। ব্রায়ােফাইটার নবগঠিত লিঙ্গধর দুইটি উদ্ভিদের নাম লিখ।
উত্তর : Riccia, Marchantia.

প্রশ্ন-১৪ : ব্রায়ােফাইটার জীবনচক্র কি ধরনের?
: ব্রায়ােফাইটার জীবনচক্র ডিপ্লোহ্যাপ্লেটিক (Diplohaplotic) প্রকৃতির।

প্রশ্ন-১৫ : অ্যাপােস্পােরি কি?
রেণুধর উদ্ভিদ থেকে রেণুর উৎপাদন ছাড়াই অঙ্গজ জননের মাধ্যমে লিঙ্গধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপােস্পােরি বলে।

প্রশ্ন-১৬ : অ্যাপােগ্যামি কি?
লিঙ্গধর উদ্ভিদ থেকে গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের ফলে রেণুধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপােগ্যামি বলে।

প্রশ্ন-১৭ : অ্যাপােম্পােরি কোথায় দেখা যায়?
উত্তর : Anthoceros-এ দেখা যায় ।

প্রশ্ন-১৮ : ব্রায়ােফাইটার সবচেয়ে কোন শ্রেণীর উদ্ভিদ প্রাচীনতম?
উত্তর : হেপাটিকপসিডা শ্রেণীর উদ্ভিদগুলাে ব্রায়ােফাইটার মধ্যে সবচেয়ে প্রাচীন। এদের সাধারণ নাম হলাে-Liverwort.

প্রশ্ন-১৯ : হেপাটিকপসিডার কোথায় রেণু উৎপন্ন হয়?
উত্তর : ক্যাপসিউলে রেণু উৎপন্ন হয়।

botany: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

প্রশ্ন-২০: হেপাটিকপসিডার অর্ডার কয়টি ও কি কি?
উত্তর : হেপাটিকপসিডার অর্ডার সাধারণত ৫টি। যথা : (i) Sphaerocarpales; (ii) Marchantiales; (iii) Metzgeriales; (iv) Jungermenniales; (v) Calobryales; (vi) Takikiales.

প্রশ্ন-২১ : Marchantia কিসের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে?
উত্তর। গেমির সাহায্যে।

প্রশ্ন-২২ : ব্রায়ােফাইটার সংজ্ঞা দাও।
উত্তর : পরিবহন কলাবিহীন, থ্যালয়েড অথবা কাণ্ড ও পাতায় বিভক্ত মূলবিহীন, রাইজয়েডযুক্ত যা দ্রুণ উৎপন্ন করে এবং বহুকোষী জননাঙ্গ ধারণ করে এবং জননাঙ্গের চারিদিকে বন্ধ্যা কোষের আবরণ থাকে এমন স্বভােজী উদ্ভিদকে ব্রায়ােফাইট বলে। এদের স্বভােজী উদ্ভিদ গ্যামেটোফাইট এবং স্পােরােফাইট দেহটি গ্যামেটোফাইটের উপর আশ্রয় ও পুষ্টির জন্য কখনও সম্পূর্ণভাবে আবার কখনও আংশিকভাবে নির্ভরশীল।

প্রশ্ন-২৩: ব্রায়ােফাইটারকে উভচর বলার কারণ কি?

উত্তর। : উভচর অঞ্চল বলতে পানি মাটির অবস্থান্তর অঞ্চলকেই বুঝায়। ব্রায়ােফাইটের কতিপয় জলজ প্রজাতি ব্যতীত সকল প্রজাতি স্থলজ। স্থলজ হলেও এদের পানি পরিশােষণের দুর্বল ব্যবস্থা দেখা যায়। কারণ রাইজয়েডই একমাত্র অঙ্গ, যার দ্বারা পানি পরিশােধিত হয়। যে কয়েকটি প্রজাতি পানিতে জন্মে তাদের জলজ স্বভাব দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য হিসাবে অর্জিত হয়।

পানি শুকিয়ে যাবার পর এগুলাে আবার কর্দমাক্ত পরিবেশে টিকে থাকতে সক্ষম।ব্রায়ােফাইটা জাতীয় উদ্ভিদ স্থলভাগে জন্মিলেও যৌন জননের জন্য এদের প্রচুর পানির প্রয়ােজন হয়। এছাড়া অ্যান্থােরিডিয়াম হতে নির্গত শুক্রাণু পানিতে সন্তরণ করে থাকে। শুক্রাণু কর্তৃক সন্তরণ অক্ষুন্ন রাখার এ স্বভাব জলজ উদ্ভিদের একটি সুস্পষ্ট বৈশিষ্ট্য।

এছাড়া ব্রায়ােফাইট জাতীয় উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার জন্য পানি প্রয়ােজন হয়।ব্রায়ােফাইট জাতীয় উদ্ভিদ স্থলজ হলেও জীবনধারণের এক পর্যায়ে এদের জন্য পানি অত্যন্ত দরকার হয়ে পড়ে। আর এ অবস্থা শুধু উভচর অঞ্চলেই দেখা যায় । ব্রায়ােফাইট জাতীয় উদ্ভিদ মাটি ও পানির মধ্যবর্তী উভচর অঞ্চলে তথা আর্দ্র পরিবেশে স্বাভাবিকভাবে জন্মে থাকে এবং পানি ব্যতীত এরা জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না বলেই এদেরকে উভচর উদ্ভিদ (Amphibian plant) বলা হয়।

Biology: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

ক বিভাগ

প্রশ্ন-২৪ : ব্রায়ােফাইটার এর বৈশিষ্ট্য লিখ।
১. উদ্ভিদদেহ গ্যামেটোফাইট ও বহুকোষী।
২. এদের গ্যামেটোফাইট দেহটি স্বাধীন ও স্বভােজী ।
৩. গ্যামেটোফাইট দীর্ঘস্থায়ী, বিষমপৃষ্ঠ, শায়িত থ্যালাস। কখনও কাণ্ড ও পাতা দৃশ্যমান।
৪. দেহে পরিবহণ কলা গুচ্ছ নেই।

প্রশ্ন-২৫ : লিঙ্গধর জনুর প্রতিনিধির নাম কী?
উত্তর : রেণু (Spore)।

প্রশ্ন-২৬: জনুক্রম বলতে কি বুঝায়?
উত্তর : গ্যামেটোফাইটিক ও স্পােরােফাইটিক জনুর পর্যায়ক্রম।

প্রশ্ন-২৭: ক্যালিপ্টা কাকে বলে?
ক্যাপসুলের উপরের আবরণকে।

প্রশ্ন-২৮ : স্পােরােফাইট কখন গঠিত হয়?
জাইগােট উৎপন্ন হওয়ার পর।

প্রশ্ন-২৯ : ক্যাপসুল কি?
রেণুধারণ অঙ্গ।

প্রশ্ন-৩০ : ক্যাপসিউলে কি কি থাকে?
উত্তর : স্পাের, স্পাের টেট্রাড ইলেটার, কলুমেলা থাকতেও পারে, না-ও পারে ।

প্রশ্ন-৩১। সর্বপ্রথম ব্রায়ােফাইটা নামকরণ করেন কে?
উত্তর : Braun (1864)।

প্রশ্ন-৩২: প্রােটোনেমা কি?
‘উত্তর : লিঙ্গধর উদ্ভিদের প্রাথমিক পর্যায়।

প্রশ্ন-৩৩ : অপারকুলাম কোথায় থাকে?
উত্তর : ক্যাপসুলের শীর্ষদেশে।

প্রশ্ন-৩৩ : বিষমপৃষ্ঠ থ্যালাসের জননাঙ্গ কি দ্বারা পরিবেষ্টিত থাকে?
উত্তর : বন্ধ্যা কোষ।

প্রশ্ন-৩৫। গিমা কাপ কি?
উত্তর। বিষমপৃষ্ঠ থ্যালাসের উপরের পেয়ালাকৃতির অঙ্গ।

প্রশ্ন-৩৬ ; পেরিগাইনিয়াম কি?
উত্তর : স্ত্রী ধানীর গােড়ার পেয়ালার ন্যায় উপবৃদ্ধি

প্রশ্ন-৩৭ : Marchantia-র অন্তর্গঠনগত কলার অঞ্চল কয়টি?
২টি।

প্রশ্ন-৩৮ : Anthoceros কে সাধারণভাবে কি বলা হয়।
বিষমপৃষ্ঠ থ্যালাস।

প্রশ্ন-৩৯ : Nostoc বা Anabana অ্যান্তােসেররাসের কোন স্তরে পাওয়া যায়?
থ্যালাসের মিউসিলেজ কক্ষের ভেতরে।

প্রশ্ন-৪০ : Polytrichum কোথায় জন্মায়?
উত্তর : স্যাতস্যাতে মাটি, গাছের গুড়ি প্রভৃতি স্থানে।

প্রশ্ন-৪১ : Anthoceros এর জনন কি কি প্রকারে হয়?
উত্তর : অঙ্গজ এবং যৌন জনন।

প্রশ্ন-৪২ :প্রাইমারি অ্যাক্সিয়াল সেল বলতে কি বুঝায়?
অর্কিগােনিয়ামের বহি:কোষের শীর্ষমূলীয় বিভাজনে সৃষ্ট কেন্দ্রীয় কোষ।

প্রশ্ন-৪৩ : Anthoceros এর প্রজাতি কতগুলাে?
উত্তর : মােট ২৫টি প্রজাতি।

প্রশ্ন-৪৪: Riccia-তে কয় প্রকার জনন দেখা যায়?
দুই প্রকার।

প্রশ্ন-৪৫: এয়ার চেম্বার কী?
উত্তর : কোষের মধ্যবর্তী বায়ুপূর্ণ স্থান।

প্রশ্ন-৪৬ : কীলকাকার রাইজয়েডযুক্ত ২টি ব্রায়ােফাইটার নাম লিখ।
উত্তর : Riccia ও Marchantia.

প্রশ্ন-৪৭ রাইজয়েড থাকে না কোথায়?
উত্তর : ক্যালােব্রাইয়ালিস বর্গের উদ্ভিদে।

প্রশ্ন-৪৮ ; Bryophyta-র ক্রমবিকাশ কোথা হতে উৎপন্ন হয়েছে?
উত্তর : Chlorophyceae শ্রেণীর শৈবাল হতে।

প্রশ্ন-৪৯ : Marchantia-র কত প্রকার প্রজাতি দেখা গেছে?
উত্তর ৬৫ প্রকার।

Botany Honours: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

প্রশ্ন-৫০ : রেণুর প্রাচীর কত স্তর বিশিষ্ট?
উত্তর : তিন স্তর বিশিষ্ট।

প্রশ্ন-৫১ : ভারতে Marchantia-র কত প্রজাতি দেখা গেছে?
উত্তর : ১১টি।

প্রশ্ন-৫২ : ব্রায়ােফাইটাকে সাধারণভাবে কি বলা হয়?
উত্তর ; উভচর উদ্ভিদ।

প্রশ্ন-৫৩ : ভেজা মৃত্তিকায় জন্ম নেয় কোন ব্রায়োফাইটা?
উত্তর : Marchantia.

প্রশ্ন-৫৪ : স্ফীত কন্দ কোন ব্রায়ােফাইটার জননে দেখা যায়?
উত্তর : Riccia-তে।

প্রশ্ন-৫৫ : Cell কি দ্বারা গঠিত?
উত্তর। ; গ্রীবা অপেক্ষা বড় ডিম্বাণু দ্বারা।

প্রশ্ন-৫৬ : অ্যাফিথেসিয়াম কি?
উত্তর : ক্যাপসুলের প্রাণের বাইরের কোষ অঞ্চল।

প্রশ্ন-৫৭: Anthoceros-এর প্রতি কোষে কী থাকে?
পাইরিনয়েডযুক্ত ১টি। বৃহৎ ক্লোরােপ্লাস্ট।

প্রশ্ন-৫৮ ; স্পােরােকার্পাস-এর অঙ্গজ জননের বিকাশ কত প্রকার?
দুই প্রকার।

প্রশ্ন-৫৯ : স্পােরােগােনিয়াম বলতে কি বুঝ?
উত্তর • : উম্পােরের বিভাজন ।

ক বিভাগ

প্রশ্ন-৬০ : উচ্চ শ্রেণীর উদ্ভিদের ন্যায় স্বাধীনভাবে জীবন-যাপন করে কে?
উত্তর : Anthoceros fusiformis নামক প্রজাতি।

প্রশ্ন-৬১ : Meristem কোন গণের ক্যাপস্যুলের নিম্নভাগে ভাজক কলা থাকে?
উত্তর : Anthoceros ক্যাপসুলের নিম্নভাগে।

প্রশ্ন-৬২ : Polytrichum-এর ত্বকের গঠন কিরূপ?
উত্তর : স্কুল প্রাচীরের একস্তর যুক্ত।

প্রশ্ন-৬৩ : স্পােরােগােনিয়ামের অংশ কি কি?
উত্তর : পদ এবং ক্যাপসুল।

প্রশ্ন-৬৪ : লিঙ্গধর উদ্ভিদের পাতায় কি কি থাকে?
উত্তর : পত্রমূল ও মধ্য শিরা।

প্রশ্ন-৬৫ : Polytrichum-এর প্রজাতির মােট সংখ্যা কত?
উত্তর ৯২টি।

প্রশ্ন-৬৬: লিঙ্গধর জনু কখন শুরু হয়?
উত্তর : রেণু তৈরির সাথে সাথে ।

প্রশ্ন-৬৭ : Sphagnum-এর প্রােটোনেমা পর্যায়টি কিভাবে আরম্ভ হয়?
স্পাের অঙ্কুরােদগমের মাধ্যমে।

প্রশ্ন-৬৮ : জলা-মস কি?
Anthoceros-এর প্রজাতি সমূহ।

প্রশ্ন-৬৯ : স্পােরােফাইট জনু কি হতে শুরু হয়?
জাইগােট হতে।

প্রশ্ন-৭০: Peat moss কোথায় সৃষ্টি হয়?
Sphagnum-এ।

প্রশ্ন-৭১: ট্রাবেকিউলি কি?
বায়ু কুঠুরির ফাঁকে ফাঁকে অবস্থিত সরু কলা।

প্রশ্ন-৭২। ব্রায়ােফাইটা কি?
প্রথম স্থলজ উদ্ভিদ।

প্রশ্ন-৭৩ : সিটার দৈর্ঘ্য কথন বৃদ্ধি পায়?
ক্যাপসুল পরিণত হবার পর।

প্রশ্ন-৭৪ : ইনভলিউকারের উৎপত্তি হয় কিসে?
উত্তর : Sphaerocarpos grotocol

প্রশ্ন-৭৫ : Marchantia-র কোন অঞ্চল প্যারেনকাইমা কোষে আবৃত?
উত্তর সঞ্চয়ী অঞ্চল।

প্রশ্ন-৭৬ : Riccia এর স্পােরােফাইট কিরূপ
উত্তর : সরল

প্রশ্ন-৭৭: মসৃণ রাইজয়েড কিসে থাকে?
উত্তর : Anthoceros-এ।

প্রশ্ন-৭৮ : টিউবারকুলেট রাইজয়েড কিসে থাকে?
উত্তর : Marchantia-তে।

প্রশ্ন-৭৯ : মার্কেনসিয়ালিসের গণের সংখ্যা কতটি?
উত্তর । ৩৫টি।

প্রশ্ন-৮০ : এককোষী অনুমূল ও বহুকোষী শক্ত কিসে উৎপন্ন হয়?
Marchantia-তে।

প্রশ্ন-৮১: খাদ্য সঞ্চয়ের কাজ করে কে?
উত্তর সঞ্চয়ী অঞ্চল

প্রশ্ন-২: শ্বসনে সহায়তা করে কোন অঞ্চল?
সালােকসংশ্লেষণী অঞ্চল।

প্রশ্ন-৮৩ : প্রতিটি চক্রফলক কয়টি জননাধারে বিভক্ত?
৮টি।

প্রশ্ন-৮৪: রেণুর বিসরণ ঘটে কিভাবে?
উত্তর : রেণুক্ষেপকের আর্দ্রতা প্রভাবিত বিচলনের ফলে।

প্রশ্ন-৮৫: রেণুস্থলী অঞ্চলের প্রাচীরগাত্রে কি থাকে?
বায়ুরন্ধ্র (Stormata)।

Botany Non major: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

ক বিভাগ

প্রশ্ন-৮৬ : খায়ন, টিউবার, গীমা প্রভৃতি কিসের বৈশিষ্ট্য
অঙ্গজ জননের।

প্রশ্ন-৮৭ : মিউসিলেজ গহ্বর কিসে দেখা যায়?
উত্তর : Anthoceros -এ।

প্রশ্ন-৮৮ : জীবন-সঞ্চারী শক্তি অত্যন্ত প্রবল কার?
উত্তর : Sphagnum-এর।

প্রশ্ন-৮১: হেপাটিক ধর্মী বৈশিষ্ট্য কার?
Sphagnum-এর

প্রশ্ন-৯০ Sphagnum-এর লিঙ্গধর উদ্ভিদের গঠন কেমন?
গুচ্ছিত শাখার উপস্থিতি।

প্রশ্ন-৯১ : Anthoceros-এর লিঙ্গধর উদ্ভিদের গঠন কেমন?
সরল (Simple)।

প্রশ্ন-৯২ : Bryopsida-তে জননাঙ্গের অবস্থান কোথায়?
কাণ্ড বা শাখা শীর্ষে।

প্রশ্ন-৯৩ : প্রােটোনেমার পার্শ্বীয় মুকুল থেকে কি সৃষ্টি হয়।
উত্তর : গ্যামেটোফোর।

প্রশ্ন-৯৪ : কেন্দ্রীয় কলুমেলা পরিবেষ্টন করে রাখে কে?
উত্তর : Spore-Sac.

প্রশ্ন-৯৫: Sphagnum-এর ক্যাপসুলের গঠন কেমন ধরনের?
উত্তর : বেশ জটিল।

প্রশ্ন-১৬ : মিয়ােটিক কোষ বিভাজনে কি উৎপন্ন হয়?
উত্তর : হ্যাপ্লয়েড রেণু।

প্রশ্ন-৯৭ : নিষেকের পরপরই কি আকারে বৃদ্ধি পায়?
উত্তর : উম্পাের।

প্রশ্ন-৯৮ : রেণুধর উদ্ভিদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি এবং কি কি লিখ?
উত্তর : দুইটি। যথা-সমসংস্থ এবং আন্ত:প্রবিষ্ট মতবাদ।

প্রশ্ন-৯৯ : রেফারােপ্লাস্ট দানাদার বস্তু কোথায় থাকে?
উত্তর : শুক্রাণু মাতৃকোষে।

প্রশ্ন-১০০। Riccia-র একটি বাংলাদেশী প্রজাতির নাম লিখ।
উত্তর। Riccia fluitans.

প্রশ্ন-১০১: বায়ুপ্রকোষ্ঠ এক সারিতে সজ্জিত কার?
উত্তর Marchantia-এর।

প্রশ্ন-১০২: আর্কিগােনিয়ামে কি উৎপন্ন হতে দেখা যায়?
Receptacle.

প্রশ্ন-১০৩: Riccia-র রেণু দ্বিগুণ ক্ষীত হয় কখন?
উত্তর অঙ্কুরােদগমের শুরুতে।

প্রশ্ন-১০৪ : Anthoceropsida-র জননাঙ্গ কোথায় অবস্থান করে?
উত্তর দেহকলায় নিবেশিত।

প্রশ্ন-১০৫: Riccia-র অন্তর্গঠন অঞ্চল কয়টি এবং কি কি তা লিখ।
২টি। যথা : ফটোসিনথেটিক এবং সঞ্চয়ী অঞ্চল।

প্রশ্ন-১০৬ : Anthocheros-এর ক্যাপসিউলের গোড়ায় কি থাকে?
:ভাজক কলা।

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)

প্রশ্ন-১০৭: Riccia-র থ্যালাসের অভ্যন্তরে কি থাকে?
সুস্পষ্ট পুংধানী।

প্রশ্ন-১০৮: Bryophyta শব্দের আভিধানিক অর্থ কি?
মস জাতীয় উদ্ভিদ।

প্রশ্ন-১০৯। সমুদ্র পৃষ্ঠ হতে ১০৮০০ ফুট উচ্চতায় হিমালয়ে কি পাওয়া যায়?
Aongstrocmia sulacea নামক ব্রায়ােফাইট।

প্রশ্ন-১১০: অ্যান্থেরিডিওফোর কাকে বলে?
অ্যান্থেরিডিয়াম উৎপাদনকারী শাখাকে অ্যান্থেরিডিওফোর বলে।

প্রশ্ন-১১১ : Riccia discolon-এর থ্যালাসের অন্তর্গঠন কয়টি অঞ্চলে বিভক্ত?
এর প্রস্থচ্ছেদ দুটি পৃথক অঞ্চলে বিভক্ত। যথা-(ক) উপরের সবুজ আত্তীকরণ অঞ্চল এবং (খ) তারই নিচে বর্ণহীন কোষবকাশবিহীন প্যারেনকাইমীয় সঞ্চয়ী অঞ্চল।

প্রশ্ন-১১২। গিমা কাপ কাকে বলে?
পরিণত থ্যালাসের উপরিভাগে কতকগুলাে অগভীর পেয়ালার ন্যায় উপাঙ্গ তৈরি হয়; এগুলােকে গিমা কাপ বলে।

প্রশ্ন-১১৩: প্রাথমিক অ্যান্ড্রোগােনিয়াল কোয কি?
জ্যাকেট পরিবেষ্টিত কোষগুলােকে প্রাথমিক অ্যান্ড্রোগােনিয়াল কোষ বলে।

প্রশ্ন-১১৪ : অ্যান্ড্রোসাইট মাতৃকোষ।
: অ্যান্ড্রোগােনিয়াল কোষের শেষ ধাপে উৎপন্ন কোষগুলােকে অ্যাড্রোসাইট মাতৃকোষ বলে।

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

ক বিভাগ

প্রশ্ন-১১৫: ক্যালিপ্টা কি?
নিষেকের অল্পকাল পরেই উদরের প্রাচীর কোষগুলাে পুন: পুন: বিভক্ত হয়ে ২ থেকে ৩ স্তর কোষযুক্ত একটি আবরণ তৈরি করে, এ আবরণকে ক্যালিপ্টা বলে।

প্রশ্ন-১১৬ : Pellia যৌন জনন কেমন?
Pellia. সহবাসী বা ভিন্নবাসী হয়ে থাকে।

প্রশ্ন-১১৭: Pellia সহবাসী প্রজাতিগুলাে কোন প্রকৃতির?
উত্তর। ! সহবাসী প্রজাতিগুলাে পােটাড্রাস প্রকৃতির।

প্রশ্ন-১৯৮: সোরাস প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তর সােরাস প্রধানত তিন প্রকার। যথা : i. সরল প্রকৃতির সােরাস; ii. বেসিপেটাল সােরাস; ii. মিশ্র সােরাস

প্রশ্ন-১১৯: Sorus শব্দটি কোন ভাষা এবং এর অর্থ কি?
Sorus শব্দটি উৎপত্তিগত দিক থেকে গ্রিক, যার অর্থ হলাে একটি গুচ্ছ’।

প্রশ্ন-১২০: কোন কোন টেরিডােফাইটাতে হেটেরােস্পােরী স্বভাব পরিলক্ষিত হয়?
উত্তর Selaginella, Marsilea, Salvinia প্রভৃতিতে।

প্রশ্ন-১২১; কয়েকটি জলজ ফার্ণের নাম লিখ।
উত্তর Azolla, Marsilea, Salvinia, Ceratopteris

১২২: ধান ও মাছ চাষের জন্য কোন টেরিডােফাইট ব্যবহৃত হয়?
উত্তর : Azolla

প্রশ্ন-১২৩: কোন গণটিতে আদর্শ ট্রি ফার্ণ বলা হয়?
উত্তর : Cyathea সাধারণত ৪০ মি. পর্যন্ত উঁচু হয়।

প্রশ্ন-১২৪: অ্যাপােগ্যামেী কাকে বলে?
উত্তর। : গ্যামেটের মিলন ব্যাতিরেকে লিঙ্গধর কোষ হতে রেণুধর জনুর উৎপত্তিকে অ্যাপােগ্যামী বলে ।

প্রশ্ন-১২৫: অ্যাপােগ্যামী কোন কোন টেরিডােফাইটে পরিলক্ষিত হয়?
উত্তর Pteris cretiea, Drypteris, Adiantum, Osmunda

প্রশ্ন-১২৬: অ্যাপােস্পােরী কাকে বলে?
উত্তর রেণু উৎপাদক ব্যতিরিকেই রেণু ধরের অঙ্গজ অংশ হতে লিঙ্গধর জনুর উৎপত্তির প্রক্রিয়াকে Apospory ৰলে ।

প্রশ্ন-১২৭: Eusporangiate কাকে বলে?
উত্তর একগুচ্ছ স্কুল প্রাচীরের রেণুস্থলী প্রারম্ভিক কোষ থেকে রেণুস্থলীগুলাে উৎপন্ন হলে তাকে Eusporangiate বলে ।

প্রশ্ন-১২৮: Leptosporangiate কাকে বলে?
উত্তর। এককোষী স্তরীর প্রাচীর হতে রেণুস্থলীগুলাে উৎপন্ন হলে তাকে Leptosporangiate বলে ।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। ব্রায়ােফাইটা কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
২। ব্রায়ােফাইটার স্বভাব ও বসতি লেখ ।
৩। ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
৪। ব্রায়ােফাইটা টেরিজোফাইটার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ ।
৫। Riccia এর শ্রেণিবিন্যাসগত অবস্থানসহ এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
৬। Riccia এর মূখ্য বৈশিষ্ট্য লেখ।
৭। Anthoceros এর শ্রেণিবিন্যাসগত অবস্থানসহ এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
৮। Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লেখ।
৯। Anthocerus এর ক্যাপসূলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। ব্রায়ােফাইটার শ্রেণিবিন্যাস ‘বর্ণনা কর।
২। ব্রায়ােফাইটার জনন প্রক্রিয়া বর্ণনা কর।
৩। ব্রায়ােফাইটীর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
৪। Riccia এর বাহ্যিক ও অভ্যন্তরীণর গঠন বর্ণনা কর।
৫। Riccia এর জনন প্রক্রিয়া বর্ণনা কর ।
অথবা, Riccia এর জীবনচক্র বর্ণনা কর ।
৬। Anthoceros এর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর ।
৭। Anthoceros এর জনন প্রক্রিয়া বর্ণনা কর ।
অথবা, Anthoceros এর জীবনচক্র বর্ণনা কর।
৮। Anthoceros এর সাথে অন্যান্য গ্রুপের সাথে সাদৃশ্যসমূহ বর্ণনা কর।

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর): ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion)

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। (ক) Riccia-এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।
২। (ক) Bryophyte ও Pteridophyte-এর পার্থক্য উল্লেখ কর।

পরীক্ষা-২০০৩
৩। (ক) ব্রায়ােফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয় ।
(খ) Anthoceros, এর উন্নত বৈশিষ্ট্য সমূহ লিখ।
(গ) নিম্নলিখিত গণ Ricctia, Anthoceros, Selaginella, & Pteris সমূহের শ্রেণীবিন্যাসগত অবস্থান ও বাহ্যিক গঠনের চিহ্নিত চিত্র দাও।

পরীক্ষা-২০০৪

টীকা লিখ : Anthoceros-এর রেনুধর।

পরীক্ষা-২০০৫

৫। (ক) Riccid- এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।

পরীক্ষা-২০০৬
৬। (ক) Anthoceros এর ক্যাপসুলের লম্বচ্ছেদ অংকন ও চিহ্নিত কর।

পরীক্ষা-২০০৭
৭। (ক) Anthoceros-এর মুখ্য বৈশিষ্ট্যগুলাে লিখ।

পরীক্ষা-২০০৮
৭। (ক) Bryophyte ও Pteridophyte এর পার্থক্য লিখ।
(খ) Riccia-এর জীবন চক্র চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

পরীক্ষা-২০০৯
(ক) Anthoceros-এর ক্যাপসুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।

পরীক্ষা-২০১০
৭। (ক) Anthoceros-এর ক্যাপসুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।

১২। জনুক্রম কি? Riccia-এর জনুক্রম চিত্রসহ বর্ণনা কর।

পরীক্ষা-২০১১
৭। (ক) ব্রায়ােফাইটকে কেন উভচর বলা হয়।
১২। চিত্রসহ Anthoceros এর জীবন চক্র বর্ণনা কর ।

পরীক্ষা-২০১২
৭। (ক) Riccia-এর স্পােরােফাইটের সচিত্র বর্ণনা দাও।
(খ) Anthoceros-এর উন্নত বৈশিষ্ট্যেরসমূহ লিখ।

পরীক্ষা-২০১৩
৭। Anthoceros এর ক্যাপসিউলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর।

পরীক্ষা-২০১৪
Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখ ।
১৪। (ক) Bryophyta কে উভচর বলা হয় কেন ?

এই ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সাজেশন(Bryophyta and Pteridophyata suggestion) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

You cannot copy content of this page