লিমনােলজি সাজেশন(Limnology suggestion)

লিমনােলজি সাজেশন(Limnology suggestion) ঃ JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য লিমনােলজি সাজেশন(Limnology suggestion) বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

অনুশীলনী-৪
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক বিভাগ

১। লিমন সংজ্ঞা দাও।
উত্তর : লিমনােলজির জনক এফ. এ. ফোরেল (E.A. Forel ১৮৯২) এর মতে, “হ্রদ বা জলাশয়ের বিজ্ঞানকে লিমনােলজি বলে”। বাংলাদেশের প্রখ্যাত শৈবালবিদ, লিমনােলজির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর এ. কে. এম. নূরুল ইসলাম (Professor A. K. M Nurul Islam ১৯৯৩) এর মতে, “সামগ্রিক অর্থে লিমনােলজি অনেকগুলাে শিক্ষা ধারার সমন্বয়ে গঠিত একটা বিজ্ঞান, যার অনুশীলনের মধ্যে আছে যে কোন জলাশয়ের ভৌত, রাসায়নিক এবং জীবতাত্ত্বিক দিক।

প্রশ্ন-২ ; কে সর্বপ্রথম লিমনােলজি শব্দটি ব্যবহার করেন?
লিমনােলজির জনক এফ. এ. ফোরেল।

প্রশ্ন-৩ : কয়েকজন লিমনােলজিস্ট-এর নাম লিখ।
উত্তর : বিজ্ঞানী এফ. এ. ফোরেল, এফ. সাইমনি, আয়নার নাওমান, গার্ডার ও গ্রান, স্টিম্যান নিলসেন প্রমুখ।

প্রশ্ন-৪ : লিমনােলজির জনক কে?
উত্তর। : এফ, এ, ফোরেল।

৫। বাংলাদেশের লিমনােলজির জনক কে?
উত্তর : অধ্যাপক এ. কে. এম. নূরুল ইসলাম।

প্রশ্ন-৬ : ভৌত লিমনােলজি কি নিয়ে আলোচনা করে?
উত্তর : লিমননালজির এ শাখায় হ্রদ, পুকুর, দিঘী, খাল, নদী প্রভৃতি জলাশয়ের আলাে, তাপমাত্রা, ঘােলাটত্ব, খাদ্যের গঠন, স্রোত, জোয়ার-ভাটা প্রভৃতি বিষয়গুলােকে বিজ্ঞানভিত্তিক আলােচনা করা হয়।

প্রশ্ন-৭ : রাসায়নিক লিমনােলজি কি নিয়ে আলােচনা করে?
উত্তর : লিমনােলজির এ শাখায় হ্রদ, পুকুর, দিঘী, নদী প্রভৃতির পানিতে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, ph, অম্লত্ব, ক্ষারকত্ব ইত্যাদি বিষয়গুলাে সম্পর্কে আলােচনা পর্যালােচনা করা হয়।

৮. জৈৰ লিমনােলজি কি নিয়ে আলােচনা করে?
উত্তর : লিমনােলজির এ শাখায় হ্রদ, পুকুর, দিঘী, নদী, প্রভৃতি জলাশয়ের জীবের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব; প্রাথমিক এবং মাধ্যমিক উৎপাদনশীলতা নিয়ে আলােচনা করা হয়।

৯। লিমনাে উদ্ভিদবিজ্ঞান কি নিয়ে আলােচনা করে?
উত্তর : লিমনােলজির এ শাখায় হ্রদ, পুকুর, দিঘী, নদী প্রভৃতি জলাশয়ের উদ্ভিদকূলকে নিয়ে আলােচনা পর্যালােচনা করা হয়।

প্রশ্ন-১০ : লিমননা প্রাণিবিজ্ঞান কি নিয়ে আলােচনা করে?
উত্তর : লিমনােলজির এ শাখায় হ্রদ, পুকুর, দিঘী, কূপ, নদী, খাল প্রভৃতি জলাশয়ের প্রাণিকূল নিয়ে আলােচনা করা হয়।

প্রশ্ন-১১ : জলজ অণুজীববিজ্ঞান কি নিয়ে আলোচনা করে?
উত্তর : লিমনােলজির এ শাখায় বিভিন্ন পুকুর, দিঘী, কূপ, হ্রদ, খাল-বিল, নদ-নদী প্রভৃতি জলাশয়ের অণুজীবগুলােকে নিয়ে আলােচনা করা হয়।

প্রশ্ন-১২ : প্রত্নলিমনােলজি কি নিয়ে আলােচনা করে?
উত্তর : লিমননালজির এ শাখায় সুদূর অতীতের পুকুর, দিঘী, কূপ, হ্রদ, খাল-বিল, নদ-নদী প্রভৃতির জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর জীবাশ্মকে বিচার-বিশ্লেষণের মাধ্যমে অতীত পৃথিবীতে এদের বিস্তৃতি, অভিযােজন এবং জলাশয়ের পরিবেশ প্রভৃতি বিষয়গুলােকে নিয়ে আলোচনা করা হয়।

প্রশ্ন-১৩ : আমাদের শরীরে পানি হার কতটুকু?
উত্তর : আমাদের শরীরের প্রায় ৫৮.৫% পানি নিয়ে গঠিত।

প্রশ্ন-১৪ : উদ্ভিদে পানির হার কতটুকু?
উদ্ভিদে ৭০-৯০% শৈবালে ৯৮%।

নন মেজর বোটানিঃ লিমনােলজি সাজেশন(Limnology suggestion)

প্রশ্ন-১৫ : বিজ্ঞানী এফ.এ.ফোরেল রচিত বইয়ের নাম কি?
বিজ্ঞানী এফ.এ.ফোরেল (F.A.Forel, ১৮৪১-১৯১২) লেক জেনােভার উপর গবেষণার উপর কাজ করেন। এবং উক্ত গবেষণার উপর ভিত্তি করে “Le leman monographic limnologique” নামক একটি পুস্তক রচনা করেন। এটি তিন খণ্ডে ১৮৯২, ১৮৯৫ এবং ১৯০৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও ১৯০১ “Handbuch der seenkundle Allgemeine Limnology.” তিনি সর্বপ্রথম লিমনােলজি শব্দটি ব্যবহার করেন।

প্রশ্ন-১৬ : হ্রদ কি?
হ্রদ শব্দের ইংরেজি প্রতিশব্দ lake, যা ল্যাটিন শব্দ lacus হতে উৎপত্তি লাভ করেছে। সাধারণভাবে বলা যায় যে, চারদিকে সম্পূর্ণভাবে স্থলভাগ দ্বারা বেষ্টিত স্থির প্রাকৃতিক জলরাশিকে হ্রদ বলে।

প্রশ্ন-১৭ : উৎপাদনশীলতার উপর ভিত্তি করে হ্রদ কত প্রকার?
উত্তর : হ্রদে কি ধরনের খাদ্য উৎপাদন বা প্রস্তুত হয় তার উপর ভিত্তি করে হ্রদকে তিনভাগে ভাগ করা হয়। যথা : ১. অলিগােট্রফিক হ্রদ; ২. ইউট্রফিক হ্রদ; ৩. ডিস্ট্রফিক হ্রদ

প্রশ্ন-১৮ : পানির স্বাদের উপর ভিত্তি করে হ্রদ কত প্রকার?
: হ্রদের পানির স্বাদের উপর ভিত্তি করে হ্রদকে দু’ভাগে ভাগ করা হয়। যথা- ১. স্বাদু পানির হ্রদ; ২. লবণ পানির হ্রদ।

প্রশ্ন-১৯ : অম্লীয় হ্রদ কি?
উত্তর : এ হ্রদের পানির ph মান সর্বদাই ৭ এর নিচে থাকে।

প্রশ্ন-২০ : ক্ষারীয় হ্রদ কি?
উত্তর : এ হ্রদের পানির ph মান সবর্দাই ৭ এর বেশি থাকে।

প্রশ্ন-২১ : নিরপেক্ষ হ্রদ কি?
উত্তর : এ হ্রদের পানির ph মান ৭ বা ৭ এর খুব কাছাকাছি থাকে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। লিমনােলজি বলতে কী বুঝ? এর পরিধি লেখ।
২। লিমনােলজির শাখাসমূহের নাম লেখ।
৩। বাংলাদেশের লিমনােলজির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
৪। হ্রদ বা Lake কাকে বলে? এর সাথে পুকুর নদীর সম্পর্ক লেখ ।
৬। অলিগােট্রফিক, ইউট্রফিক ডিসট্রফিক হ্রদের মধ্যে পার্থক্য লেখ
৭। জলশয়ের তলদেশের উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।
৮। বিজ্ঞানী E. A. Forel সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর। [উত্তর সংকেত : ৪.২ [জাবি-২০০৫)

লিমনােলজি সাজেশন(Limnology suggestion)

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। লিমনােলজির সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
২। লিমনােলজি পাঠের প্রয়ােজনীয় করা পাঠের গুরুত্ব আলােচনা কর।
৩। বিভিন্ন ধরনের হ্রদের বর্ণনা দাও।
অথবা, হ্রদের শ্রেণিবিন্যাস লেখ।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০৩
১। টীকা লিখ : (ক) লিমননালজি পাঠের প্রয়ােজনীয়তা।
২। লিমনােলজি বলতে বুঝ? লিমনােলজি পাঠের গুরুত্ব লিখ ।

পরীক্ষা-২০০৫
(ক) এফ. এ. ফ্লোরেল কে ছিলেন? হ্রদ কী।
(খ) লিমনােলজি বলতে কী বুঝ? লিমনােলজি পাঠের গুরুত্ব লিখ।

পরীক্ষা-২০০৬
৪। (ক) জলাশয়ের তলদেশের আকৃতির উপর ভিত্তিকরে হ্রদের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০০৭
টীকা লিখ : (খ) ইউট্রফিক হ্রদ।

পরীক্ষা-২০০৮
(ক) লিমনােলজি বলতে কী বুঝ? লিমনােলজি পাঠের গুরুত্ব লিখ।
৭। টীকা লিখ : (v) হ্রদ।

পরীক্ষা-২০০৯
৮। (ক) হ্রদ কাকে বলে ?
(খ), উৎপত্তি উৎপাদনশীলতার উপর ভিত্তি করে হ্রদের শ্রেণিবিন্যাস কর।

৯। টীকা লিখ : (ঙ) ল্যামুর ঘূর্ণন।
(খ) লিমনােলজির গুরুত্ব লিখ।

পরীক্ষা-২০১০
(ক) লিমনােলজির গুরুত্ব লিখ।

পরীক্ষা-২০১০
লিমনােলজির গুরুত্ব লিখ।

এই লিমনােলজি সাজেশন(Limnology suggestion) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page