মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্সটি এইচএসসি শিকার্থীদের জন্য।

Digestive System and Absorption

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. পরিপাক কী ? [য,বাে, ১৯; ঢা.বাে, ১৭; ব.বাে.১৭; য.বাে,১৫)
২. খাদ্য কী? [যা,বাে, ২০১৬]
৩. যান্ত্রিক পরিপাক কাকে বলে। [রা.বাে. ২০১৬]
৪. মানুষের স্থায়ী দাঁত কতটি ।
৫. চর্বন প্রক্রিয়া কী?
৬. মানুষের লালাগ্রন্থি কত জোড়া?
৭. সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
৮, টায়ালিন কী
৯. ফান্ডাস কী?
১০. Mixing waves কী ।
১১. গ্যাস্ট্রিন কী?
১২. গ্যাস্ট্রিক গ্রন্থি কী? [ঢা.বাে, ২০১৫)
১৩. মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?
১৪. গ্লাইকোজেনেসিস কী?
১৫. গ্লুকোনিওজেনেসিস কী?
১৬. লােহিত রক্তকণিকার আয়ু কত দিন ?
১৭. বিষমুক্তকরণ কী?
১৮. পিত্তরস কী?
১৯. পিত্তের pH কত?
২০. কোথায় পিত্তরস তৈরি হয় ?
২১. উইরসাং নালি কী?
২২. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কী ?
২৩, ইমালসিফিকেশন কী ?
২৪. সিক্রেটিন হরমােন কী?
২৫. CCK-এর পূর্ণরূপ কী ?
২৬, ACTH কী ?
২৭. গ্যাস্ট্রিক জুস ক্ষরণে কোন হরমােন কাজ করে ?
২৮. পেরিট্রফিক পর্দা কাকে বলে ?
২৯. ক্ষুদ্রান্ত্রের অংশগুলাে কী কী ?
৩০. ইলিয়াম কী?
৩১. গবলেট কোষ কী? [চ.বাে, ২০১৯]
৩২. খাদ্যের শােষণ কাকে বলে ?
৩৩. ভিলাই কী?
৩৪. মাইক্রোভিলাই কী?
৩৫. ল্যাকটিয়াল কী?
৩৬. কাইলােমাইক্রন কী?
৩৭. মিসেল কী?
৩৮. বৃহদন্ত্রের অংশগুলাে কী কী ?
৩৯. অ্যাপেনডিক্স কী?
৪০. স্থূলতা কী ? [ঢা,বাে, রাবাে. ২০১৯]
৪১. BM কী?
৪২. ইনসুলিন কী ?
৪৩, বেরিয়াটিক্রস কী ?
৪৪. সুষম খাদ্যের উপাদান কয়টি ?
৪৫. খাদ্যের উপাদানগুলাের নাম লেখ ।

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্স

অনুধাবনমূলক প্রশ্ন

১. মানুষের মুখগহ্বরে পরিপাক প্রক্রিয়া লেখ ।
২. মুখবিবরের কাজ লেখ ।
৩. মানুষের দন্তসংকেতটি লেখ ।
৪. পরিপাকে দাঁতের ভূমিকা উল্লেখ কর।
৫. চর্বন প্রক্রিয়া কীভাবে ঘটে ?
৬. মানুষের লালাগ্রন্থিগুলাের নাম লেখ ।
৭. লালাগ্রন্থির কাজগুলাে লেখ ।
৮. পরিপাক ও শােষণ বলতে কী বােঝায় ?
৯. পাকস্থলির বৈশিষ্ট্য লেখ।
১০. পেরিস্ট্যালসিস বলতে কী বােঝায় ?(রা. বাে,১৯; চ.বাে.২০১৯; সি.বাে.২০১৭)
১১. পাকস্থলিতে HCl- এর কাজ কী ?
১২. খাদ্য পরিপাকে মিউসিনের ভূমিকা লেখ।
১৩. পাকস্থলিতে শর্করাজাতীয় খাদ্য পরিপাক হয় না কেন ? (ঢা.বাে, ২০১৫]
১৪. পাকস্থলি নিজে পরিপাক হয় না কেন ?
১৫. অষ্ট্ৰীয় মাধ্যমে পরিপাক বলতে কী বােঝায় ?
১৬. পৌষ্টিকগ্রন্থি বলতে কী বােঝায় ?
১৭. জৈব রসায়নাগার বলতে কী বােঝায় ? [ঢা.বাে, ২০১৯]
১৮, যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন ?
১৯. গ্রকোনিওজেনেসিস বলতে কী বােঝায় ?
২০. ডিঅ্যামাইনেশন বলতে কী বুঝ ?[চ.বাে, ২০১৯]
২১. বিষমুক্তকরণে যকৃততের ভূমিকা লেখ।
২২. যকৃতে জন্ডিস হয় কেন?
২৩. পিত্তরস কীভাবে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে ।
২৪, পিত্তরসের কাজ উল্লেখ কর।
২৫, মিশ্রগ্রন্থি বলতে কী বােঝায় ? [যবাে, ২০১৯; ঢা-বাে.২০১৭)
২৬, সাধারণ পিত্ত-অগ্ন্যাশয় নালি বলতে কী বােঝায় ?
২৭, অগ্ন্যাশয়ের এনজাইমগুলাের নাম লেখ ।
২৮, আইলেস অব ল্যাঙ্গারহ্যান্স বলতে কী বােঝায় ?
২৯. বিপাকে ইনসুলিনের ভূমিকা লেখ।
৩০, এনটেরিক
নার্ভাস সিস্টেম বলতে কী বােঝায় ?
৩১. করােটিক প্রতিবর্ত বলতে কী বােঝায় ?
৩২. খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্র কীভাবে কাজ করে ?
৩৩, কোন
কোন খাদ্য পরিপাকের প্রয়ােজন হয় না এবং কেন?
৩৪. ক্ষুদ্রান্ত্রের কাজগুলাে লেখ।
৩৫. আন্ত্রিক রস বলতে কী বােঝায় ?
৩৬. ডিওডেনামের নিঃসৃত এনজাইমগুলাের নাম কী ? [চ.বাে. ১২০৫)
৩৭. আন্ত্রিক গ্রন্থি বলতে কী বােঝ ?
৩৮, পাচক রস বলতে কী বােঝায় ?
৩৯. লাইপেজ কীভাবে কাজ করে?
৪০. আত্তীকরণ বলতে কী বােঝায় ?
৪১. লসিকা বাহিকাকে ল্যাকটিয়াল বলা হয় কেন ?
৪২. ল্যাকটিয়াল বলতে কী বােঝায় ?
৪৩, মানবদেহে পানি শােষণ প্রক্রিয়াটি লেখ ।
৪৪. মানবদেহে আমিষ শােষণ প্রক্রিয়াটি লেখ ।
৪৫. শােষণকৃত খাবার যকৃত কীভাবে গ্রহণ করে ?
৪৬. কোলন বলতে কী বােঝায়?
৪৭. বৃহদন্ত্রের ব্যাকটেরিয়ার ভূমিকা সম্পর্কে লেখ ।
৪৮. বৃহদন্ত্রের শােষণ কাজ ব্যাখ্যা কর।
৪৯. স্থূলতা বলতে কী বােঝায় ? (রা.বাে, ২০১৭)
৫০. BMI বলতে কী বােঝায় ? [ব.বাে,২০১৭; য.বাে, ২০১৭)
৫১. স্থূলতার কারণে কোন কোন রােগ হতে পারে ?
৫২. স্থূলতা রােধে আমাদের কী কী করা উচিত ?
৫৩. সুষম খাদ্যের তালিকাটি লেখ ।
৫৪. সুষম খাদ্যের তালিকাটি লেখ । [ঢা.বাে,২০১৭; কু.বাে,২০১৭; ৰ,বাে,২০১৭)

বরিশাল বোর্ড ২০২১

মানবদেহের উদর গহ্বরে কিছু পরিপাক গ্রন্থি রয়েছে যাদের মধ্যে একটি গ্রন্থিকে দেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অপরটি মিশ্র গ্রন্থি যা বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে।

ক. কাইম কী?
খ. দন্ত সংকেত বলতে কী বােঝায়?
গ. উদ্দীপকের প্রথম গ্রন্থিটির সঞ্চয়ী ভূমিকা বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকের শেষােক্ত উক্তিটি বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

শিক্ষাদানকালে শিক্ষক শিক্ষার্থীদের বললেন খাদ্য পরিপাকে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বললেন, “খাদ্য পরিপাকে শুধু এনজাইম নয় হরমােন এর ভূমিকা অপরিহার্য।”

ক, পৌষ্টিক গ্রন্থি কী?
খ. স্থূলতা বলতে কী বােঝ?
গ. প্রােটিন খাদ্য পরিপাকে উদ্দীপকের প্রথমােক্ত জৈব রাসায়নিক উপাদানের ভূমিকা লেখাে।
ঘ. উদ্দীপকে শিক্ষকের শেষােক্ত উক্তিটি বিশ্লেষণ করাে।

সিলেট বোর্ড ২০২১

ক, কাইলােমাইক্রোন কী?
খ. পরিপাকে পিত্তরসের ভূমিকা লেখাে।
গ. উদ্দীপকের A চিহ্নিত অঙ্গের কার্যকারিতা স্নায়ুতন্ত্রের উপর নির্ভরশীল ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের B চিহ্নিত অঙ্গের বিপাকীয় ভূমিকা বিশ্লেষণ করাে।

চট্টগ্রাম বোর্ড ২০২১

১। Obesity কী
খ, পরিপাকে দাঁতের ভূমিকা উল্লেখ করাে।
গ. উদ্দীপকের ‘A’ চিহ্নিত অঙ্গের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের ‘B’ চিহ্নিত অঙ্গের শর্করা পরিপাক ও বিপাকীয় ভূমিকা বিশ্লেষণ করাে ।

কুমিল্লা বোর্ড ২০২১

পরিপাকতন্ত্রের প্রধান কাজ খাদ্যদ্রব্য পরিপাক করা। পরিপাক নালির বিভিন্ন অংশে খাদ্যের পরিপাক এবং শােষণ ঘটে। শােষিত খাদ্যসার অতিরিক্ত হলে তা যকৃতে সঞ্চিত হয়।

ক. ইমালসিফিকেশন কী?
খ, পরিপাকতন্ত্রের বৃহদন্ত্র কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রধান কাজ সম্পাদনে হরমােনের ভূমিকা ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটির গুরুত্ব বিশ্লেষণ করাে ।

কুমিল্লা বোর্ড ২০২১

খাদ্য মানবদেহকে সুস্থ, সবল কর্মক্ষম রাখে। গ্রহণযােগ্য পুষ্টির জন্য প্রয়ােজন সঠিক পরিপাক প্রক্রিয়া। খাদ্য পরিপাকের প্রাথমিক রাসায়নিক উপাদান হলাে লালা। অতিরিক্ত খাদ্য গ্রহণ দেহে স্থূলতার মতাে একটি স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে।

ক, ভিলাই কী?
খ. যকৃতকে রক্তের ভাণ্ডার বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রাথমিক রাসায়নিক উপাদানের উৎস, গঠন ও কাজ লেখাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্বাস্থ্য সমস্যার ক্ষতিকর প্রভাব প্রতিরােধ সম্পর্কে তােমার মতামত দাও।

দিনাজপুর বোর্ড ২০২১

মুখবিবর→ গলবিল→অন্ননালী →P→Q→ বৃহদন্ত্র

ক. বেরিয়াট্রিকস কী?
খ. যকৃতকে জৈব রসায়নাগার বলা হয় কেন?
গ. উদ্দীপকের ‘P’ চিহ্নিত অংশে নিঃসৃত এনজাইমের কার্যাবলি লেখাে।
ঘ. উদ্দীপকের ‘Q’ অংশ বিভিন্ন খাদ্যসার পরিশােষণের জন্য অপরিহার্য বিশ্লেষণ করাে।

রাজশাহী বোর্ড ২০২১

শান্তনু সীমিত পরিমাণে ভাত, মাছ ও মাংস খেয়ে থাকে,তবুও তার BMI-এর মান ৩২ কি.গ্রা./মি

ক সিকাম কী?
খ. যকৃতে কীভাবে R.B.C ধ্বংস হয়?
গ. উদ্দীপকের স্বাস্থ্য জটিলতার কারণ ও প্রতিকার উল্লেখ করাে।
ঘ. উদ্দীপকের খাদ্যগুলাে পরিপাকে প্রধান শােষণকারী অঙ্গ কী ভূমিকা পালন করে? বিশ্লেষণ করাে।

রাজশাহী বোর্ড ২০২১

উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রনি মানবদেহের পরিপাকতন্ত্র সম্পর্কে পড়ে জানতে পারল যে, ডায়াফ্রামের নিচে একটি বাঁকানাে থলি আছে। থলিটির ডান পাশে রয়েছে একটি বড় গ্রন্থি যা পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক, এপিগ্নটিস কী?
খ. কাইলােমাইক্রন কীভাবে শােষিত হয়?
গ. দেহকে সতেজ রাখতে থলিটির কার্যক্রম ব্যাখ্যা করাে।
ঘ, অভ্যন্তরীণ স্থিতি রক্ষায় উক্ত গ্রন্থিটির প্রয়ােজনীয়তা আলােচনা করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

ক, পরিপাক কী?
খ. মিশ্রগ্রন্থি বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের ‘B’ অঙ্গটি থেকে যে অ্যাসিড নিঃসৃত হয় উহার কাজ বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকের ‘A’ অজগটিকে “জৈব রসায়নাগার” বলা হয়-বিশ্লেষণ করাে।

ঢাকা বোর্ড ২০২১

উদ্দীপকটি লক্ষ্য কর প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. স্থূলতা কী?
খ, অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘B’ চিহ্নিত অংশে আমিষজাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করাে।
ঘ. উদ্দীপকে ‘A’ চিহ্নিত অঙ্গটি বিপাকীয় কাজের পাশাপাশি সঞয়ী কাজেও ভূমিকা রাখে— বিশ্লেষণ করাে ।

ঢাকা বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও

এক বিশেষ ধরনের খাদ্য কতিপয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে গুকোজে পরিণত হয়। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত দুটি বিপরীতধর্মী হরমােন দেহে এর মাত্রা নিয়ন্ত্রণ করে।

গ) উদ্দীপকে উল্লিখিত পরিপাক প্রক্রিয়া বর্ণনা কর ।
ঘ) রক্তে উপাদানটির মাত্রা নিয়ন্ত্রণে হরমােন দুটির ভূমিকা বিশ্লেষণ কর।

চট্টগ্রাম বোর্ড ২০১৯

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

আমাদের দেহে এমন একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে,যা দেহের বৃহত্তম গ্রন্থি। এ গ্রন্থি থেকে এমন এক ধরনের রসের ক্ষরণ ঘটে, যার প্রকৃতি ক্ষারীয় ।

গ) উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটির গঠন ব্যাখ্যা কর।
ঘ) দেহের শারীরবৃত্তীয় কাজে উদ্দীপকে নির্দেশিত গ্রন্থিটির ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ – বিশ্লেষণ কর ।

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্স

চট্টগ্রাম বোর্ড ২০১৯

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

জীবনধারনের জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। তবে এদের মধ্যে এমন এক ধরনের খাদ্য আছে।যাকে পরিপাক করার জন্য যকৃত হতে নিঃসৃত ক্ষারীয় বিশেষ থলিতে সঞ্চিত এক ধরনের পরিপাক রস দায়ী।

গ) উদ্দীপকে উল্লিখিত খাদ্যটির ক্ষুদ্রান্ত্রে পরিপাক ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত খাদ্যটি গ্রহনে চল্লিশাের্ধ্ব বয়সের ব্যক্তিদের সর্তক হওয়া প্রয়ােজন – বিশ্লেষণ কর।

যশোর বোর্ড ২০১৯

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

গ) ‘A’ চিহ্নিত অংশে খাদ্যের পরিণতি ব্যাখ্যা কর।
ঘ) সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ‘B’ চিহ্নিত অংশে সংঘটিত হয় – বিশ্লেষণ কর।

সিলেট ও রাজশাহী বোর্ড ২০১৯

৫. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

ইরা ভাত খেতে পছন্দ করে।

গ) উদ্দীপকে উল্লিখিত খাদ্যটির পরিপাক ব্যাখ্যা কর।
ঘ) মানবদেহে উদ্দীপকে উল্লিখিত খাদ্য উপাদানটির বিপাকীয় প্রক্রিয়া বিশ্লেষণ কর।

ঢাকা বোর্ড ২০১৭

৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ

গ) পরিপাক ক্রিয়ায় ‘D’ এর অংশের ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত A, B ও C অংশের মধ্যে কাজের সমন্বয় না থাকলে কী ঘটবে – বিশ্লেষণ কর।

মানব শরীরতত্ত্বঃ পরিপাক ও শোষণ সাজেসান্স

Leave a Comment

You cannot copy content of this page