মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য।

Human Physiology: Blood and circulation

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১.রক্ত কী ?
২ রক্তরস বা রাজমা কী ? [যবাে, ২০১৬]
৩. রক্তকণিকা কী?
৪. হিমােগ্লোবিন কী?
৫. কোন রক্তকণিকা রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে ?
৬. লিম্ফোসাইট কী?
৭. মনােসাইট কী?
৮. ইওসিনােফিল কী ?
৯, বেসােফিল কী ?
১০. শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ?
১১. আণুবীক্ষণিক সৈনিক কাদের বলা হয় ?
১২. মেগাক্যারিওসাইট কী?
১৩. সেফারিন কী?
১৪. লসিকা পর্ব কী?
১৫. লসিকা কী?
১৬. ফাইব্রিনােজেন কী?
১৭. হেপাটোপােয়েসিস কী ?
১৮, হেপারিন কী ? ব.বাে, ২০১৯; চ.বাে, ২০১৭)
১৯. রক্ততঞ্চন কী?
২০. পেরিকার্ডিয়াম কী?
২১. পেরিকার্ডিয়াল ফুইড কী ?
২২. মায়ােকার্ডিয়াম কী ?
২৩, কলামনি কর্নি কী ?[রা, বাে, ২০১৭]
২৪. মাইট্রাল ভাল্ব কী?
২৫. স্পন্দন চাপ কী?
২৬. সিস্টোল কী? [য.বাে, ২০১৯]
২৭. হার্ট বিট কী?[ট বাে, ২০১৬]
২৮. কার্ডিয়াক চক্র কী
২৯. SAN কী?
৩০. AVN কী?
৩১. প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দন কত ?
৩২. রক্ত সংবহনতন্ত্র কী?
৩৩. করােনারি রক্ত সংবহন কী ?
৩৪. রক্তচাপ কী? [ঢা.বাে, ২০১৯]
৩৫. ব্যারােরিসেপ্টর কাকে বলে ? [রা, বাে, ২০১৯)।
৩৬. রক্তবাহিকা কী?
৩৭. দ্বি-চক্র রক্তসংবহন প্রক্রিয়া কী ?
৩৮. পালমােনারি সংবহন কী ? [দি.বাে.২০১৯).
৩৯, অ্যানজাইনা কী ? [কু.বাে.২০১৯]
৪০. ইনফার্কশন কী?
৪১. হার্ট অ্যাটাক কী?
৪২. ECG- এর পূর্ণনাম কী?
৪৩. হার্ট ফেইলিউর কী?
৪৪. পেসমেকার কী?
৪৫. প্রাকৃতিক পেসমেকার কী ?
৪৬. ওপেন হার্ট সার্জারি কী ?
৪৭. CABG -এর পূর্ণরূপ লেখাে।
৪৮. অ্যানজিওপ্লাস্টি কী ? [কু.বাে, ২০১৭)

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স

অনুধাবনমূলক প্রশ্ন

১. রক্তের বৈশিষ্ট্যগুলাে লেখাে।
২. রক্তের প্রধান কার্যাবলিগুলাে লেখাে।
৩. হরমােন পরিবহনে রক্তের ভূমিকা লেখাে।
৪. রক্তরসে উপস্থিত প্রােটিনগুলাের নাম লেখাে।
৫. রক্তের অজৈব উপাদান বলতে কী বােঝায় ?
৬, শ্বেতকণিকার প্রকারভেদ লেখাে।
৭. শ্বেত রক্তকণিকাকে দেহের অণুবীক্ষণিক সৈনিক বলা হয় কেন ?
৮. অণুচক্রিকার কাজ লেখাে।
৯, কৈশিক জালিকা বলতে কী বােঝায় ?
১০. রক্তপ্রবাহের সময় দেহাভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন ?
১১. রক্ত জমাট বাঁধার উপাদানগুলাের নাম লেখাে।
১২. হৃৎপিণ্ডকে মানবদেহের পাম্পযন্ত্র বলা হয় কেন ?
১৩. বাম ও ডান নিলয়ের মধ্যে কোনটির প্রাচীর পুরু এবং কেন ? [ঢা.বাে.২০১৯]
১৪. মায়ােজনিক নিয়ন্ত্রণ বলতে কী বােঝায় ? (দি.বাে.২০১৭)
১৫. সাইনাে-অ্যাট্রিয়াল নােড বলতে কী বােঝায় ?
১৬. AV Node কে সংরক্ষিত পেসমেকার বলা হয় কেন ?
১৭. বান্ডল অব হিজ সম্পর্কে লেখাে।
১৮, একমুখী ও দ্বিমুখী সংবহন বলতে কী বােঝায় ?
১৯, একচক্রী রক্ত সংবহন প্রক্রিয়াটি ব্যাখ্যা করাে।
২০. উর্ধ্ব ও নিন্ম মহাশিরা বলতে কী বােঝ?
২১. সিস্টেমিক ও পালমােনারি সংবহনের পার্থক্য লেখাে।
২২. রক্তচাপ বলতে কী বােঝায় ? [রা.বাে, ২০১৭]
২৩. উক্ত রক্তচাপ নিম্নচাপ বলতে কী বােঝায় ?
২৪. উচ্চ রক্তচাপের সমস্যাগুলাে ব্যাখ্যা কর।
২৫. স্বাভাবিক রক্তচাপ বলতে কী বােঝায় ?
২৬. ব্যারােরিফ্লেক্স বলতে কী বােঝায় ?
২৭. আয়তন রিসেপ্টর বলতে কী বােঝায় ?
২৮. অ্যানজাইনা বলতে কী বােঝায় ? [ঢা.বাে,২০১৫]
২৯. MI বলতে কী বােঝায় ? [রা.বাে.২০১৯]
৩০, হার্ট অ্যাটাক বলতে কী বােঝ ? (য,বাে,২০১৯]
৩১. হার্ট অ্যাটাকের লক্ষণগুলাে লেখাে ।[দি,বাে,২০১৯]
৩২, আর্টারিফ্লেরােসিস বলতে কী বােঝায় ?
৩৩. হার্ট ফেইলিউর ঘটে কে?
৩৪. স্ট্রোক বলতে কী বােঝায় ?
৩৫. প্রাকৃতিক পেসমেকার বলতে কী বােঝায় ?
৩৬. অফ পাম্প সার্জারি বলতে কী বােঝায় ?
৩৭. অ্যানজিওপ্লাস্টি বলতে কী বােঝায় ?
৩৮. অ্যানজিওপ্লাস্টি কোন কোন ক্ষেত্রে সুবিধাজনক নয় ?

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স ও বোর্ড প্রশ্নাবলী

বরিশাল বোর্ড ২০২১

ক. লসিকা কী?
খ. BMI বলতে কী বােঝ?
গ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত এবং ‘খ’ চিহ্নিত ধমনির পার্থক্য করাে।

বরিশাল বোর্ড ২০২১

ক, রক্ত কী?
খ. শিরা ধমনির মধ্যে পার্থক্য দেখাও।
গ, ধারাবাহিকভাবে তীর চিহ্নিত গতিপথগুলাে ব্যাখ্যা করাে।
ঘ. মানবদেহে ‘G’ অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উহার চিকিৎসা সম্ভব বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

করিমের ষাটোর্ধ বয়সী বাবার প্রায়ই বুকে ব্যথা, ক্লান্তিভাব হঠাৎ মাথা ঝিমঝিম করে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত সংকোচন-প্রসারণশীল অঙ্গটির দেহে রক্ত সরবরাহকারী নালিকার মধ্যে প্লাক সৃষ্টি হয়েছে। তিনি আরও বললেন—বড় আকারের অপারেশন ছাড়া বিশেষ পদ্ধতিতে এটি নিরাময় সম্ভব।

ক. দন্ত সংকেত কী?
খ, পালমােনারি সংবহন বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের শেষ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।

যশোর বোর্ড ২০২১

ক, লসিকা কী?
খ, বান্ডল অব হিজ বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘A’ চিহ্নিত অংশের প্রকারভেদ লেখো।
ঘ. উদ্দীপক সংশ্লিষ্ট ‘B’ ও ‘C’ এর তুলনা করাে ।

সিলেট বোর্ড ২০২১

প্রাণিজগতের হৃৎপিণ্ডের ধারাক্রম এক, দুই, তিন, অসম্পূর্ণ চার ও চার প্রকোষ্ঠের ।

ক. প্যারাপােডিয়া কী?
খ. লােহিত কণিকার কাজ ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের ধারাক্রমটি দেখা যায় কোন কোন প্রাণীতে? ব্যাখ্যা করাে।
ঘ, শেষের সলিনের ক্ষেত্রে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে মিশ্রিত হতে দেয় না। বিশ্লেষণ করাে।

চট্টগ্রাম বোর্ড ২০২১

ক. পেসমেকার কী?
খ. ক্ষতস্থানে রক্ত জমাট বাধে কেন?
গ. উদ্দীপকের ‘B’ ও ‘C’ এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করাে।
ঘ. ‘B’ ও ‘C’ এর কবল থেকে ‘A’ কে রক্ষা করার ক্ষেত্রে তােমার পরামর্শ প্রদান করাে।

কুমিল্লা বোর্ড ২০২১

অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর হলাে করােনারি হৃদরােগ। অসুস্থ হৃৎপিণ্ডে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার জন্য দেহে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করা হয়।

ক, করােনারি সংবহন কাকে বলে?
খ. লিঙ্গ জড়িত জটিলতা বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত রােগগুলাের লক্ষণ বর্ণনা করাে।
ঘ. উল্লিখিত বৈদ্যুতিক যন্ত্র উক্ত অসুস্থ অঙ্গকে নজরদারির মধ্যে রাখে। বিশ্লেষণ করাে।

কুমিল্লা বোর্ড ২০২১

ক, কার্ডিয়াক চক্র কী?
খ. রক্তনালির ভিতরে রক্ততন হয় না কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘P’ এবং ‘Q’ এর মধ্যে পার্থক্য উল্লেখ করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘R’ মানবদেহে একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সূচনা করে প্রক্রিয়াটি ব্যাখ্যা করাে।

দিনাজপুর বোর্ড ২০২১

শ্রেণি শিক্ষক মানুষের রক্ত সংবহন পাঠদানকালে বললেন,তিন ধরনের কোষীয় উপাদান পৃথক পৃথক কাজে নিয়ােজিত থাকে। এদের মধ্যে প্রথমটি শ্বসন গ্যাস পরিবহন, দ্বিতীয়টি প্রতিরক্ষা ও তৃতীয়টি রক্ত তঞ্চনে সহায়তা করে।

ক. রক্তচাপ কী?
খ. করােনারী বাইপাস সার্জারি বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় কোষীয় উপাদানটির ভূমিকা লেখাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তৃতীয় উপাদানটির কাজটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। বিশ্লেষণ করাে।

দিনাজপুর বোর্ড ২০২১

মানবদেহের বক্ষগহ্বরের বা দিকে মােচাকৃতির একটি অঙ্গ রয়েছে। সংকোচন-প্রসারণের মাধ্যমে অঙ্গটি সমগ্র দেহে পুষ্টি ও O2 সরবরাহ করে।

ক, পেসমেকার কী?
খ, রক্ত তন বলতে কী বােঝ?
গ, উদ্দীপকের অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির কার্যাবলি চক্রাকারে সম্পন্ন হয়- বিশ্লেষণ করাে।

রাজশাহী বোর্ড ২০২১

ক. লসিকা কী?
খ. প্রাকৃতিক পেসমেকার কীভাবে কাজ করে?
গ. উদ্দীপকের ‘P’ উপাদান কীভাবে ফাইব্রিন তন্তু তৈরি করে? ব্যাখ্যা করাে।
ঘ. উল্লিখিত চিত্র (১, ২ ও ৩)-এর সার্বিক অবস্থা ও প্রতিরােধ পদ্ধতি বর্ণনা করাে।

রাজশাহী বোর্ড ২০২১

মানবদেহের 02 সমৃদ্ধ রক্ত অ্যাওটা দিয়ে সমগ্রদেহে এবং CO2 সমৃদ্ধ রক্ত পালমােনারি ধমনি দিয়ে ফুসফুসে পৌছায়। এক্ষেত্রে মধ্যমনি হিসেবে একটি অঙ্গ ভূমিকা পালন করে।

ক. ব্যারােরিসেপ্টর কাকে বলে?
খ. রক্ত কণিকাগুলাের মধ্যে বর্ণের ভিন্নতা দেখা যায় কেন?
গ, উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদ এঁকে অভ্যন্তরীণ প্রবাহ চিত্র (→) দেখাও।
ঘ. উদ্দীপকের প্রাণীটির সংবহন পদ্ধতির সাথে Actinopterygii শ্রেণিভুক্ত কোনাে প্রাণীর সংবহন পদ্ধতির তুলনা করাে।

ময়মনসিংহ বোর্ড ২০২১

হৃদপেশিতে অক্সিজেন (O2) সরবরাহ না হলে বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম হয় ।

ক. BMI কী?
খ, লসিকাতন্ত্র বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত লক্ষণগুলাে যে রােগের উহার কারণ ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা কীভাবে প্রতিরােধ করা যায়?-বিশ্লেষণ করাে।

ঢাকা বোর্ড ২০২১

শিক্ষক মানুষের রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে পাঠদানকালে বললেন, তিন ধরনের কোষীয় উপাদান পৃথক পৃথক কাজ সম্পাদন করে থাকে। প্রথমটি শ্বসন গ্যাস বিনিময়, দ্বিতীয়টি প্রতিরক্ষা ও তৃতীয়টি রক্ততঞনে সহায়তা করে।

ক. অ্যানজাইনা কী?
খ. পেরিস্টালসিস বলতে কী বােঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় কোষীয় উপাদানটির ভূমিকা লেখাে।
ঘ. উদ্দীপকের প্রথম ও তৃতীয় কোষীয় উপাদানের তুলনা করাে।

ঢাকা বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

<a href=

গ) উদ্দীপকের K অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ) উদ্দীপকের উল্লিখিত রক্তের গতিপথ বিশ্লেষণ কর।

বরিশাল বোর্ড ২০১৯

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানবদেহের রক্ত সঞ্চালনের কেন্দ্রীয় অঙ্গটি বিশেষ কতগুলাে পেশি নােডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় ।

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদ অঙ্কন কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির নিয়ন্ত্রণে নােড ও পেশির ভূমিকা বিশ্লেষণ কর।

কুমিল্লা বোর্ড ২০১৯

৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ ব্যক্তি পরিশােধনের একটি উল্লেখযােগ্য প্রকোষ্ঠ।

গ) উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।

দিনাজপুর বোর্ড ২০১৯

৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

মানবদেহের একটি অঙ্গ যা সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্তসংবহন করে। কিছু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে এই সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় ।

গ) উদ্দীপকের উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ) উদ্দীপকের শেষােক্ত উক্তিটি বিশ্লেষণ কর।

রাজশাহী ও সিলেট বোর্ড ২০১৯

৫. নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

গ) ধারাবাহিকভাবে চিত্রের তীর চিহ্নিত গতিপথগুলাে ব্যাখ্যা কর।
ঘ) মানবদেহে ‘P’ অকেজো হয়ে পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে মৃত্যু ঘটতে পারে – বিশ্লেষণ কর।

যশোর বোর্ড ২০১৯

৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

<a href=মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স ” class=”wp-image-4716″/>

গ) ‘A’ এবং ‘B’ রক্তবাহিকাগুলাে ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা কর।
ঘ) চিত্রে দ্বিচক্রী রক্তসংবহন প্রদর্শিত হয়েছে – বিশ্লেষণ কর।

মাদরাশা বোর্ড ২০১৯

৭। নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

গ্রুপবৈশিষ্ট্য
Aদ্বি-অবতল, নিউক্লিয়াসবিহীন
Bঅনিয়তাকাল, নিউক্লিয়াসযুক্ত
Cরড আকৃতির, নিউক্লিয়াসবিহীন

গ) গ্রুপ A তে বিদ্যমান রঞ্জক পদার্থের শ্বসনিক ভূমিকা | ব্যাখ্যা কর।
ঘ) B ও C-এর উপাদানগুলাে মানুষের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – বিশ্লেষণ কর।

সকল বোর্ড ২০১৮

৮. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল। এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হলাে। এতে কোন ধরনের Y আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রােগ প্রতিরােধ করে।

গ) উদ্দীপকের ফারিনের লাল তরল পদার্থ বন্ধ হওয়ার কৌশল ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত রােগ প্রতিরােধী উপাদানের কার্যপদ্ধতি বিশ্লেষণ কর।

ঢাকা বোর্ড ২০১৭

৯, নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রক্তের মধ্যে এক বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে যা অক্সিজেন পরিবহনে ভূমিকা পালন করে। এছাড়া আমাদের প্রশ্বাস-নিঃশ্বাস কার্যক্রমটি মস্তিষ্কের মেডুলা অবলংগ্যাটার দ্বারা নিয়ন্ত্রিত হয়।

গ) রঞ্জক পদার্থটির কাজ উদ্দীপকের সাপেক্ষে ব্যাখ্যা কর ।
ঘ) উদ্দীপকের বর্ণিত ২য় কার্যক্রমটি বিশ্লেষণ কর।

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স

ঢাকা বোর্ড ২০১৭

১০. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

আমাদের হৃত্যন্ত্রটি কিছু কপাটিকা ও নােড এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় ।

গ) উদ্দীপকে উল্লিখিত কপাটিকাসমূহের বিবরণ দাও।
ঘ) উদ্দীপকে বর্ণিত স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকারী নােড সমূহ এর কার্যাবলি ব্যাখ্যা কর।

রাজশাহী বোর্ড ২০১৭

১১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

“M” ও “N” এর রক্তের গ্রুপ যথাক্রমে A ও B । দুর্ঘটনাজনিত আঘাতের কারণে M এর দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু “N” এর তেমনটি নয়। তার হাত সামান্য কেটে রক্তক্ষরণের এক পর্যায়ে বন্ধ হয়ে যায় ।এদিকে “M” এর শল্য চিকিৎসার জন্য রক্তের প্রয়ােজনে “N” এর রক্ত দেওয়ার ইচ্ছা পােষণ করলে ডাক্তার তার রক্ত নিতে অপারগতা প্রকাশ করলেন ।

গ) উদ্দীপকে “N” এর হাতে সংঘটিত প্রক্রিয়াটির শারীরতত্ত্ব ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের ডাক্তার “M” এর রক্ত নিতে অপারগতার কারণ বিশ্লেষণ কর।

চট্টগ্রাম বোর্ড ২০১৭

১২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

<a href=মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স ” class=”wp-image-4717″/>

গ) উদ্দীপকে P চিহ্নিত অংশটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
ঘ) উদ্দীপকের আলােকে P, Q গতিপথ ব্যাখ্যা কর।

দিনাজপুর বোর্ড ২০১৭

১৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

মানুষের বক্ষদেশের অভ্যন্তরে এমন একটি যন্ত্র আছে যার স্পন্দনে রক্ত দেহের বিভিন্ন অঞ্চলে যেতে পারে এবং দেহের বিভিন্ন অঞ্চল থেকে পুনরায় ফিরে আসতে পারে ।সুস্থ দেহের জন্য প্রয়ােজন যন্ত্রপাতি স্বাভাবিক স্পন্দন ।

গ) যন্ত্রটির মধ্যে যে সমস্ত কপাটিকা আছে তাদের গুরুত্ব উল্লেখ কর ।
ঘ) উদ্দীপকে উল্লেখিত যন্ত্রটির স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে সম্পন্ন হয় – বিশ্লেষণ কর।

বরিশাল বোর্ড ২০১৭

১৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

মানুষের বক্ষগহবরে দুই ফুসফুসের মাঝে মােচাকৃতির একটি অঙ্গ আছে- যা রক্ত সংবহনের কেন্দ্রবিন্দু। এই অঙ্গটি স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।

গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি সম্পর্কিত শেষ উদ্ধৃতিটি যুক্তিসহকারে ব্যাখ্যা কর।

মানব শরীরতত্ত্বঃ রক্ত ও সঞ্চালন সাজেসান্স

Leave a Comment

You cannot copy content of this page