শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion)

শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion) ঃ JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য ছত্রাকের বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

ছত্রাক বিষয়ক সাজেশন

অনুশীলনী-২: দশম পরিচ্ছেদ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক-বিভাগ

১) ফাইকোলজি কী ?
উত্তর : উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় শৈবাল সম্বন্ধে বিস্তারিত আলােচনা করা হয় তাকে ফাইকোলজি বলা হয়।

২) ফাইকোলজির অপর নাম কী ?
উত্তর ; শৈবালবিজ্ঞান।

৩) বাংলাদেশে শৈবাল গবেষণার সূত্রপাত ঘটান কে ?
উত্তর : ড. এ কে এম নুরুল ইসলাম।

প্রশ্ন-৪ । শৈবালের জননাঙ্গ কেমন ?
এককোষী ও সরল প্রকৃতির।

৫) শৈবালের কোষপ্রাচীর কেমন ?
সেলুলােজ এবং পেকটিন নির্মিত।

প্রশ্ন-৬ শৈবালের সঞ্চিত খাদ্য কী ?
কার্বোহাইড্রেট বা শর্করা

প্রশ্ন-৭ ; অ্যাগার কোন ধরনের শৈবাল থেকে নিষ্কাশন করা হয় ?
সামুদ্রিক শৈবাল।

প্রশ্ন-৮ ; স্বাদু পানির কয়েকটি শৈবালের নাম লিখ ।
উত্তর : Cladophora, Chara, Nostoc, Volvox, Spirogyra etc.

৯) দুটি সচল এককোষী শৈবালের নাম লিখ।
উত্তর : Chlamydomonas, Euglena

প্রশ্ন-১০ : প্রােটোনিমা কী ?
উত্তর। : এটি শৈবালের অঙ্গজ জনন অঙ্গ। কোন কোন শৈবালে থ্যালাস থেকে শাখা উৎপন্ন হয়ে প্রােটোনিমা গঠন করে। যেমন- Chara, Nitella.

প্রশ্ন-১১ : বুলবিল কী ?
উত্তর। : কখনাে কখনাে থ্যালাসের গায়ে বিশেষ ধরনের অঙ্গজ গঠন সৃষ্টি হয়। গােলাকার এসব গঠনকে বুলবিল বলা হয়।

প্রশ্ন-১২ : জুস্পাের এবং অ্যাপ্লানােস্পাের কী ?
উত্তর : সচল অযৌন স্পােরকে জুস্পাের এবং নিশ্চল স্পােরকে অ্যাপ্লানােস্পাের বলে।

প্রশ্ন-১৩ : উম্পাের কী ?
উত্তর। : নিষেকের ফলে যে জাইগােট উৎপন্ন হয় তাকে উস্পাের বলে।

প্রশ্ন-১৪ : BGA কী?
উত্তর : Blue Green Algae

প্রশ্ন-১৫ : সায়ানােব্যাকটেরিয়া কী ?
উত্তর। : সায়ানােফাইসীর অন্তর্ভুক্ত নীলাভ সবুজ শৈবালকে সায়ানােব্যাকটেরিয়া বলে।

প্রশ্ন-১৬ : প্রােক্যারিওটিক শৈবাল কোনগুলাে?
উত্তর : সায়ানােফাইসীর অন্তর্ভুক্ত নীলাভ সবুজ শৈবালদের সকলে প্রােক্যারিওটিক শৈবাল।

Botany: শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion)

ক-বিভাগ

প্রশ্ন-১৭ : সায়ানােফাইসীর সঞ্চিত খাদ্য কী ?
উত্তর সায়ানােফাইসিয়ান স্টার্চ।

প্রশ্ন-১৮ : ব্লেড টাইড কী
উত্তর : সমুদ্রের পানিতে অণুজীব তথা ফাইটোপ্ল্যাংকটনের আধিক্যের কারণে কখনাে কখনাে পানির রং পরিবর্তিত হয়ে লালচে বাদামি বা হলদে বর্ণ ধারণ করে। রাতের বেলায় দূর থেকে ঢেউ-এর মাথায় আলাের উজ্জ্বলচ্ছটা দেখা যায়। লাল পানির ঢেউ-এর লালচ্ছটাকে রেড টাইড বলে ।

প্রশ্ন-১৯: লােহিত সাগরের পানি লাল কেন ?
Trichodesmium erythrium নামক একটি লাল বর্ণের নীলাভ সবুজ শৈবাল-এর আধিক্যের কারণে লােহিত সাগরের পানি লাল বর্ণের দেখায়।

প্রশ্ন-২০ : নাইট্রোজেন সংবন্ধনকারী কয়েকটি শৈবালের নাম লিখ।
Anabeana, Nostoc, Alusira, Stigonema, Scytonema etc.

প্রশ্ন-২১: নীলাভ সবুজ শৈবালকে সায়ানােব্যাকটেরিয়া বলা হয় কেন ?
উত্তর : ব্যাকটেরিয়ার সাথে এর অধিক মিল থাকার কারণে নীলাভ সবুজ শৈবালকে সায়ানােব্যাকটেরিয়া বলা হয়।

প্রশ্ন-২২ : কয়েকটি সবুজ শৈবালের নাম লিখ।
উত্তর। : Volvox, Chlorella, Oedogonium, Chlamydomonas, Ulva etc.

প্রশ্ন-২৩ : সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কী ?
উত্তর স্টার্চ

প্রশ্ন-২৪ : রিসেপ্টাকল কী?
Sargassum-এর থ্যালাসের গােড়া থেকে উর্বর প্রশাখা বের হয়। এসব উর্বর প্রশাখাকে রিসেপ্টাকল বলে।

প্রশ্ন-২৫ : অ্যাগার কী ?
উত্তর : Gelidium, Gracilaria, Rhodymenia প্রভৃতি লােহিত শৈবাল থেকে অ্যাগার উৎপন্ন করা হয়। ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কালচার মাধ্যমে অ্যাগার ব্যবহৃত হয়।

প্রশ্ন-২৬ : ফাইটোপ্ল্যাংকটন কী?
উত্তর : আণুবীক্ষণিক উদ্ভিদ, রেণু বা গ্যামেট, যারা জীবনচক্র বা জীবনচক্রের একটি অবস্থা, পানির বিভিন্ন গভীরতায় মুক্তভাসমান অবস্থায় অতিক্রান্ত করে, তাদেরকে
সমষ্টিগতভাবে ফাইটোপ্ল্যাংকটন (phytoplankton) বলে।

প্রশ্ন-২৭: কয়েকটি ফাইটোপ্ল্যাংকটন-এর নাম লিখ।
উত্তর : Navicula, Microcystis, Euglena, Volvox, Chaetoceros etc.

প্রশ্ন-২৮ : রুম সৃষ্টিকারী কয়েকটি শৈবালের নাম লিখ।
Microcystis aeruginosa, M. flosaquae, Anabaena, Oscillatoria, Aphanozimenon,Nodularia, Spirulina Volvox, Chlorella, Gonium, Padiastrum Euglena, Phacus

প্রশ্ন-২৯ : Water bloom কী ?
উত্তর। : অধিকাংশ মিঠা পানির পুকুর N,P,K সমৃদ্ধ হলে ফাইটোপ্লাংকটনের আধিক্যের কারণে পানির উপর সরের মতাে নানা বর্ণের আস্তরণ পড়ে। পানির উপর সৃষ্ট এই রঙিন আস্তরণকে Water bloom বলা হয়।

প্রশ্ন-৩০ : শৈবালে কয় ধরনের জনন দেখা যায় ?
উত্তর। : তিন ধরনের। যথ: অঙ্গজ, অযৌন এবং যৌন জনন ।

প্রশ্ন-৩১ : শৈবাল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর : ক্যারােলাস লিনিয়াস (১৭৫৩)

খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন।

১। শৈবাল কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ ।
২। শৈবালের শ্রেণিবিনাস্যের আধুনিক ভিত্তি কী কী?
৩। Gedogonium এর উল্লেখযােগ্য বৈশিষ্ট্যসহ শ্রেণিবিন্যাসের অবস্থান লেখ ।
৪। Macrandrous Mannandrous প্রজাতির মধ্যে পার্থক্য লেখ।
৫। Oedogonian এর গঠন চিত্রসহ বর্ণনা কর ।

Biology: শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion)

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। শৈবালের বিভিন্ন ধরনের বাসস্থান সম্পর্কে বর্ণনা কর।
২। ফ্রিটস (Fritsch) কর্তক শৈবালের শ্রেণিবিন্যাস শ্রেণি পর্যন্ত বর্ণনা কর।

৩। শৈবালের দৈহিক গঠনের পরিসর বর্ণনা কর।
৪, শৈবালের জনন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, শৈবালের ১০ ধরনের অযৌন জনন প্রক্রিয়া বর্ণনা কর।

৫। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
৬। Oedogonian এর জনন প্রক্রিয়া বর্ণনা কর।
অথবা, Oedogonium এর যৌন ও অযৌন জনন প্রক্রিয়া বর্ণনা কর । ]

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
উদাহরণসহ ও বৈশিষ্ট্যসহ Frifsch কর্তৃক শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০০৩
২। (ক) উদাহরণসহ শৈবালের বিভিন্ন প্রকার বাসস্থানের বর্ণনা দাও।

শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion)


পরীক্ষা-২০০৪
শ্রেণি পর্যন্ত Fristsch প্রদত্ত শৈবারের শ্রেণিবিন্যাস বর্ণনা কর ।
উদাহরণ ও বৈশিষ্ট্যসহ Fritsch কর্তৃক শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০০৭
(ক) ০edogonium এর গঠন প্রজনন সম্পর্কে লেখ।

পরীক্ষা-২০০৮
(ক) Fritsch অনুসারে উদাহরণ ও বৈশিষ্ট্যসহ শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর।
(খ) Nannandrous 0edogonium) এর যৌন জননের একটি সচিত্র বিবরণ দাও ।

পরীক্ষা-২০১০
(ক) সংক্ষিপ্ত প্রশ্ন : অ্যাগার অ্যাগার কোনাে শৈবাল থেকে উৎপন্ন হয়।
৮। উদাহরণ ও বৈশিষ্ট্যসহ Fristch অনুযায়ী শ্রেণিপর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর।

পরীক্ষা-২০১১
৯। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন : ওয়াটার ব্লুম সৃষ্টিকারী দুটি শৈবালের নাম লেখ। [eg : Anabaena]
(খ) শৈবাল ও ছত্রাকের পার্থক্য লেখ।

পরীক্ষা-২০১২
১০। (ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
i) ওয়াটার রুম কী?
ii) উদ্ভিদবিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলােচনা করা হয় তার নাম কী ?

i) ক্যালসিয়াম কার্বনেটযুক্ত একটি শৈবালের নাম লেখ ।
(খ) শৈবালের শ্রেণিবিন্যাসের ভিত্তি কী কী ?
(গ) ০edogonium এর যৌন জনন পদ্ধতি বর্ণনা কর।

পরীক্ষা-২০১৩
শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখ।
১২। Fritsch এর অনুসারে উদাহরণ ও বৈশিষ্ট্যসহ শ্রেণি পর্যন্ত শৈবালের শ্রেণিবিন্যাস কর ।

পরীক্ষা-২০১৪
Oedogoniaum sp. এর যৌন জনন পদ্ধতি বর্ণনা কর।

এই শৈবাল ও ছত্রাক সাজেশন(Algae and Fungi Suggestion) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page