অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে?
উত্তর : অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল ভট্টাচার্য মহাশয়।

প্রশ্ন ২। গ্রামে কে নাড়ি দেখতে জানত?
উত্তর : গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত । 

প্রশ্ন ৩। ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন? 
উত্তর : ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাত দিনের অসুখে মারা গেলেন।

প্রশ্ন ৪। কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করে? 
উত্তরঃ : কলকাতা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘জগত্তারিণী’ পদক প্রদান করে। 

প্রশ্ন ৫। ‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের গোমস্তার নাম কী?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পে জমিদারের গোমস্তার নাম অধর রায়।

প্রশ্ন ৬। ‘সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়”- কথাটি কে বলেছিল?
উত্তর : এই কথাটি বলেছিল মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে।

প্রশ্ন ৭। গ্রামের শ্মশানটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : গ্রামের শ্মশানটি গরুড় নদীর তীরে অবস্থিত। 

প্রশ্ন ৮। জমিদারের কাছারির কর্তা কে?
উত্তর : জমিদারের কাছারির কর্তার নাম অধর রায়। 

প্রশ্ন ৯। কাঙালী কবিরাজকে কত টাকা প্রণামি দিয়েছিল? 
উত্তর : কাঙালী কবিরাজকে এক টাকা প্রণামি দিয়েছিল।

প্রশ্ন ১০। কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন কয় পয়সা দেওয়া হতো?
উত্তর : কাঙালীকে জলপানির জন্য প্রতিদিন দুই পয়সা দেওয়া হতো।

প্রশ্ন ১১। “মাকে পোড়াবি ত গাছের দাম পাঁচটা টাকা আনগে”কে বলেছিল? 
উত্তর : কথাটি বলেছিল অধর। 

প্রশ্ন ১২। ‘অভাগীর স্বর্গ’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : ‘অভাগীর স্বর্গ’ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ ‘সাহিত্যসমগ্র’ গ্রন্থের প্রথম খণ্ড থেকে সংকলিত হয়েছে।

প্রশ্ন ১৩। ‘অশন’ শব্দটির অর্থ কী? 
উত্তর : ‘অশন’ শব্দটির অর্থ খাদ্যদ্রব্য। 

প্রশ্ন ১৪। ‘মুষ্টিযোগ’ কী?
উত্তর : ‘মুষ্টিযোগ’ হলো টোটকা চিকিৎসা।

প্রশ্ন ১৫। দারোয়ান কাঙালীকে মারেনি কেন? 
উত্তর : দারোয়ান অশৌচের ভয়ে কাঙালীকে মারেনি। 

প্রশ্ন ১৬। কাঙালী ঘটি বাঁধা দিয়ে কী করল?
উত্তর : কাঙালী ঘটি বাঁধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রণামি দেয়। 

প্রশ্ন ১৭। চিতার ধোঁয়ায় কাঙালীর মা কী দেখতে পেল?
উত্তর : চিতার ধোঁয়ায় কাঙালীর মা স্বর্গের রথ দেখতে পেল।

প্রশ্ন ১৮। দারোয়ান কাকে মারতে গেল?
উত্তর : দারোয়ান কাঙালীকে মারতে গেল।

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১৯। মাকে বিশ্বাস করাই কার অভ্যাস?
উত্তর : মাকে বিশ্বাস করাই কাঙালীর অভ্যাস।

প্রশ্ন ২০। ‘বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের কী জাতীয় গ্রন্থ?
উত্তর : ‘বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের উপন্যাস গ্রন্থ।

প্রশ্ন ২১। সন্ধ্যাহ্নিক শব্দটির অর্থ কী? 
উত্তর : ‘সন্ধ্যাহ্নিক’ শব্দটির অর্থ হলো সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা। 

প্রশ্ন ২২। শরৎচন্দ্র চট্টোপাধ্যয় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ২৩। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বার্মা যান?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৯০৩ সালে বার্মা (মিয়ানমার) যান।

প্রশ্ন ২৫। কাঙালীর মা কোন জাতের মেয়ে? 
উত্তর : কাঙালীর মা দুলে জাতের মেয়ে। 

প্রশ্ন ২৬। কার হাতে আগুন পাওয়া সোজা কথা নয়?
উত্তর : ছেলের হাতে আগুন পাওয়া সোজা কথা নয়

প্রশ্ন ২৭। বামুন যা কিসে চড়ে স্বর্গে যাচ্ছে?
উত্তর : বামুন মা রথে চড়ে স্বর্গে যাচ্ছে। 

প্রশ্ন ২৮। সৎকারের কোন অংশ কাঙালীর মা দেখতে পেল না?
উত্তর : সৎকারের শেষ অংশ কাঙালীর মা দেখতে পেল না। 

প্রশ্ন ২৯। কার জীবনের ইতিহাস ছোট?
উত্তর : কাঙালীর মায়ের জীবনের ইতিহাস ছোট।

প্রশ্ন ৩০। কাকে জন্ম দিয়ে তার মা মারা যায়?
উত্তর : অভাগীকে জন্ম দিয়ে তার মা মারা যায়

প্রশ্ন ৩১। কাঙালীর মায়ের নাম কী?
উত্তর : কাঙালীর মায়ের নাম অভাগী 

প্রশ্ন ৩২। অভাগীর স্বামীর নাম কী?
উত্তর : অভাগীর স্বামীর নাম রসিক বাঘ। 

প্রশ্ন ৩৩। রসিক বাঘ কাকে নিয়ে অন্য গ্রামে উঠে গেল?
উত্তর : রসিক বাঘ অন্য রাঘিনীকে নিয়ে অন্য গ্রামে উঠে গেল।

প্রশ্ন ৩৪। কাকে বিশ্বাস করা কাঙালীর অভ্যাস?
উত্তর : মাকে বিশ্বাস করা কাঙালীর অভ্যাস। 

প্রশ্ন ৩৫। কার মতো সতী-লক্ষ্মী দুলে পাড়ায় নেই?
উত্তর : কাঙালীর মা অভাগীর মতো সতী-লক্ষ্মী দুলে পাড়ায় নেই। 

প্রশ্ন ৩৬। কিসের প্রস্তাব কাঙালীর ভালো লাগত?
উত্তর : কাজ কামাই করার প্রস্তাব কাঙালীর ভালো লাগত। 

প্রশ্ন ৩৭। কার হাতের আগুন পেলে অভাগী স্বর্গে যাবে?
উত্তর : কাঙালীর হাতের আগুন পেলে অভাগী স্বর্গে যাবে। 

প্রশ্ন ৩৮। কাঙালী মায়ের জন্য কী বাঁধা দিয়েছে? 
উত্তর : কাঙালী মায়ের জন্য ঘটি বাঁধা দিয়েছে। 

প্রশ্ন ৩৯। কবিরাজের দেওয়া চারটি বড়ি অভাগী কোথায় ফেলে দিল? 
উত্তর : কবিরাজের দেওয়া চারটি বাড়ি অভাগী উনুনে ফেলে দিল।

Read More: অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Leave a Comment

You cannot copy content of this page