টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

 টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স টি এইচএসসি শিক্ষার্থীদের অনুশীলন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য দেওয়া হয়েছে।

ভাজক টিস্যু ও এর প্রকারভেদ

প্রশ্ন ১। প্রাইমারি ভাজক টিস্যু কী? [য, বাে, ‘২১]
উত্তর : যেসব টিস্যু ভ্রুণ অবস্থা থেকে উৎপন্ন হয় এবং আজীবন বিভাজনে সক্ষম তাকে প্রাইমারী ভাজক টিস্যু বলে।

প্রশ্ন ২। প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলে?
উত্তর : উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে- যেখান থেকে পরবর্তী ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে ঐ ক্ষুদ্রাঞ্চলে অবস্থিত ভাজক টিস্যুকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে ।

প্রশ্ন ৩। মেরিস্টেম কী? [ঢা, বাে’১৯]
উত্তর : উদ্ভিদের বিভাজনরত অঞল যেখানে ভাজক টিস্যু বিদ্যমান সেই অঞলকে মেরিস্টেম বলে

প্রশ্ন ৪। প্রােটোডার্ম কী? [রা, বাে, ‘১৯]
উত্তর : যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রােটোডার্ম বলে।

প্রশ্ন ৫। টটিপােটেন্সি কী? [সি, বাে, ‘১৯]
উত্তর : উদ্ভিদের যেকোনাে বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হলাে টটিপােটেন্সি ।

প্রশ্ন ৬ সেকেন্ডারী ভাজক টিস্যুর একটি উদাহরণ লিখ ।
উত্তর : সেকেন্ডারী ভাজক টিস্যুর একটি উদাহরণ হলাে কর্ক ক্যাম্বিয়াম।

প্রশ্ন ৭। রিব ভাজক টিস্যু কাকে বলে?
উত্তর : যে ভাজক টিস্যুর কোষগুলাে একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলাে রৈখিক সজ্জাক্রমে একসারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাজরের ন্যায় দেখায়, তাকে রিব ভাজক টিস্যু বলে।

প্রশ্ন ৮। প্লেট মেরিস্টেম কাকে বলে?
উত্তর : যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুই তলে বিভাজিত হয়, ফলে কোষগুলাে প্লেটের মতাে হয় তাকে প্লেট মেরিস্টেম টিস্যু বলে।

স্থায়ী টিস্যু ও এর প্রকারভেদ

প্রশ্ন ৯। স্থায়ী টিস্যু কাকে বলে?
উত্তর : যেসব টিস্যু বিভাজনে অক্ষম ও কোষ প্রাচীর পুরু উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে তাদের স্থায়ী টিস্যু বলে।

এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র

প্রশ্ন ১০। লেন্টিসেল কী? (দি, বাে, ‘১৫)
উত্তর : এপিডার্মাল টিস্যুতে লেন্স আকৃতির রন্ধ্রের নিচে অবস্থিত কপ্লিমেন্টারি কোষের অঞ্চলকে মিলিতভাবে লেন্টিসেল বলে।

প্রশ্ন ১১। মেসার্ক কী?
উত্তর : উদ্ভিদের অন্তর্গঠনে প্রােটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্রে ও পরিধির দিকে অবস্থান করাই হলাে মেসার্ক ।

প্রশ্ন ১২। পানিরন্ধ্র বা হাইডাথােড কাকে বলে?
উত্তর : পাতার কিনারা বা অগ্রপ্রান্তে অবস্থিত পানি বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে হাইডায়ােড বা পানি রন্দ্র বলে । যেমন— কচু, টমেটো।

প্রশ্ন ১৩। ট্রাইকোম কী?
উত্তর : ট্রাইকোম হলাে একটি এপিডার্মাল উপাঙ্গ যা এপিডার্মিস বা ত্বক হতে উদগত হয়।

প্রশ্ন ১৪। ফ্লোয়েম কাকে বলে?
উত্তর : যে জটিল টিস্যু উদ্ভিদের সবুজ অংশ কর্তৃক প্রস্তুতকৃত শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌছে দেয়, তাকে ফ্লোয়েম বলে।

জীববিজ্ঞান ১মপত্রঃ টিস্যু ও টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

গ্রাউন্ড টিস্যু

প্রশ্ন ১৫। স্টিলি কী?
উত্তর : স্টিলি হচ্ছে একটি অঞল যা পেরিসাইকল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।

প্রশ্ন ১৬। গ্রাউন্ড মেরিস্টেম কাকে বলে?
উত্তর : শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বিভাজিত হয়ে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে ।

প্রশ্ন ১৭। গ্রাউন্ড টিস্যুতন্ত্র কী?
উত্তর : ত্বকীয় টিস্যুতন্ত্র পরিবহন টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রই হলাে গ্রাউন্ড টিস্যুতন্ত্র ।

প্রশ্ন ১৮। বহিঃস্টিলীয় অঞল কাকে বলে?
উত্তর : স্টিলি অঞলের বাইরের অংশকে বহিঃস্টিলীয় অঞল বলে । অধঃত্বক, কর্টেক্স অন্তঃত্বক বহিঃস্টিলীয় অঞ্চলের অন্তর্গত

প্রশ্ন ১৯। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাকে বলে?
উত্তর : মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিনযুক্ত হয়ে সরু ফিতার মতাে বেষ্টনীর সৃষ্টি করে একে ক্যাসপেরিয়ান ফিতা বা ক্যাসপিরিয়ান স্ট্রিপ বলে।

ভাস্কুলার টিস্যুতন্ত্র/ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ

প্রশ্ন ২০। জাইলেম কী? [ঢ়া, বাে, ‘২১]
উত্তর : যে জটিল টিস্যু উদ্ভিদের মূলরােম কর্তৃক শােষিত পানি খনিজ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌছে দেয়, তাকে জাইলেম বলে।

প্রশ্ন ২১। ক্যাম্বিয়াম কী? [রা, বাে, ‘২১; ম, বাে, ‘২১]
উত্তর : উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলাে ক্যাম্বিয়াম।

প্রশ্ন ২২। ভাস্কুলার বান্ডল কী? [চ, বাে, ‘১৫]
উত্তর : উদ্ভিদ দেহে যে টিস্যু (জাইলেম ও ফ্লোয়েম) খাদ্যের কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে তাই ভাস্কুলার বান্ডল।

প্রশ্ন ২৩। বান্ডলশিথ কী?
উত্তর : প্রতিটি ভাস্কুলার বান্ডলের চারপাশে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত আবরণীকে বান্ডলশিথ বলে । জাইলেম ও ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত টিস্যুই হচ্ছে পরিবহন টিস্যু।

একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন

প্রশ্ন ২৪। স্টিলি কী? [রা, বাে, ‘২১; চ, বাে, ‘২১]
উত্তর : কাণ্ড ও মূলের কেন্দ্রে অবস্থিত পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত টিস্যুগুচ্ছই স্টিলি।

প্রশ্ন ২৫। এন্ডােডার্মিস কী? (সি, বাে, ‘২১)
উত্তর : স্টিলির বাইরে এবং কর্টেক্সের নিচে সর্বশেষ যে স্তর একসারি সজীব প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত তাকে অন্তঃত্বক বা এন্ডােডার্মিস বলে ।

প্রশ্ন ২৬ এপিব্লেমা কী?
উত্তর : মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলে।

প্রশ্ন ২৭। প্রােটোজাইলেম কী?
উত্তর : প্রােক্যাম্বিয়াম থেকে প্রথম সৃষ্টি সরু ও লম্বা জাইলেমই হলাে প্রােটোজাইলেম।

প্রশ্ন ২৮। মজ্জা কী?
উত্তর : পরিবহন টিস্যু দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশটিই হচ্ছে মজ্জা।

প্রশ্ন ২৯। এপিডার্মিস কী?
উত্তর : উদ্ভিদের বাইরের ত্বককে এপিডার্মিস বা ত্বক বলে।

প্রশ্ন ৩০। কর্টেক্স (Cortex) কী? (দি, বাে, ‘১৯)
উত্তর : অধঃত্বকের নিচ হতে আরম্ভ করে পেরিসাইকলের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে।

এই টিস্যু টিস্যুতন্ত্র জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স ছাড়াও ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page