নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স টি এইচএসসি শিক্ষার্থীদের অনুশীলন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য দেওয়া হয়েছে।

নগ্নবীজী উদ্ভিদ বা জিমনােম্পার্ম

প্রশ্ন ১। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? [য, বাে, ‘১৬]
উত্তর : ভাস্কুলার উদ্ভিদের মধ্যে যাদের গর্ভাশয় নেই, ফলে বীজ অনাবৃত থাকে তাদের নগ্নবীজী উদ্ভিদ বলে ।

Cycas

প্রশ্ন ২। কোরালয়েড মূল কী? [ঢ়, বাে, ‘২১]
উত্তর : Cycas এর মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানােব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মূল স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। তখন মূলকে সামুদ্রিক প্রবাল বা কোরালয়েডের মতাে দেখায়। একে কোরালয়েড় মূল বলে।

প্রশ্ন ৩। অ্যাপােফাইসিস কী? [য, বাে, ‘২১)
উত্তর : Cycas উদ্ভিদের মাইক্রোস্পােরােফিল বা পুংরেণুপত্রের শীর্ষে একটি ত্রিভুজাকার বন্ধ্যা অংশ থাকে তাই অ্যাপােফাইসিস।

প্রশ্ন ৪। পামফার্ন কাকে বলে? [চ, বাে, ‘২১; ম, বাে, ‘২১]
উত্তর : Cycas এর কাণ্ড ও পাতা দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা টি-ফার্নের কাণ্ড ও পাতার মতাে, এ কারণে Cycas কে ও পামফার্ন বলা হয় ।

প্রশ্ন ৫। অ্যাম্বার কী? [চ, বাে, ‘২১]
উত্তর : অ্যাম্বার হলাে জীবাশ্মে পরিণত হওয়া গাছের রজন বা তৈল বা গাছ নিঃসৃত তরল পদার্থ ।

প্রশ্ন ৬। জীবন্ত জীবাশ্ম কী? [দি. বাে, ‘২১; দি. বাে, ‘১৯; কু. বাে, ‘১৭]
উত্তর : বর্তমানকালের কোনাে জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনাে জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

প্রশ্ন ৭। রেণুপত্র কী? [চ, বাে, ‘১৯]
উত্তর : Cycas উদ্ভিদের পরিণত কাণ্ডের মাথায় রেণু বহনকারী বিশেষ আকৃতির রূপান্তরিত পত্র বা শল্ক সৃষ্টি হয়, এদেরকে স্পােরােফিল বা রেণুপত্র বলে।

প্রশ্ন ৮। সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে? (য, বাে, ‘১৭; ব, বাে, ‘১৭)
উত্তর : Cycas উদ্ভিদে সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায়।

প্রশ্ন ৯। পামফার্ন কী?
উত্তর : Cycas উদ্ভিদই হলাে পামফার্ন। এর কাণ্ড ও পাতা দেখতে অনেকটা পামজাতীয় উদ্ভিদ বা ট্রি-ফার্নের কাণ্ড ও পাতার মতাে।

প্রশ্ন ১০। Cycas কী?
উত্তর : Cycas হলাে Cycadales বর্গের একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ।

প্রশ্ন ১১। মেগাস্পােরােফিল কী?
উত্তর : মেগাস্পােরােফিল হচ্ছে Cycas-এর স্ত্রীরেণুপত্র।

আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওম্পার্ম

প্রশ্ন ১২। আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যে সব উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং ফলের বীজ নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে আবৃতবীজী উদ্ভিদ বলে ।

প্রশ্ন ১৩। একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটিমাত্র বীজপত্র থাকে, তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয় ।

বিভিন্ন ধরনের পুষ্প

প্রশ্ন ১৪। ফুল কী? (রা, বাে, ‘২১)
উত্তর : ফুল হলাে উদ্ভিদের বংশরক্ষা ও বংশবিস্তারের (প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ।

প্রশ্ন ১৫। হাইপােগাইনাস কী?
উত্তর : ফুলের গর্ভাশয়ের অবস্থান সবার উপরে এবং অন্যান্য স্তবক নিচে অবস্থান করাই হলাে হাইপােগাইনাস।

প্রশ্ন ১৬। পেরিগাইনাস কী?
উত্তর : যে পুষ্পে পুম্পাক্ষটি সামান্য অবতল বা পেয়ালাকৃতির এবং গর্ভাশয়টি এর কেন্দ্রস্থলে অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়কে ঘিরে পেয়ালার কিনারায় সজ্জিত থাকে তাই পেরিগাইনাস ।

প্রশ্ন ১৭। উভলিঙ্গ পুম্প কী?
উত্তর : একই পুস্পে পুংস্তবক ও স্ত্রীস্তবক বিদ্যমান থাকলে, তাকে উভলিঙ্গ পুষ্প বলে।

পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরী

প্রশ্ন ১৮। মঞ্জরীপত্র কাকে বলে? চ, বাে, ‘২১
উত্তর : যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অঙ্গের কক্ষে কোনাে ফুল বা মঞ্জরী জন্মে তাকে মঞ্জরীপত্র বা ব্রাক্ট বলে ।

প্রশ্ন ১৯। পূস্পমঞ্জরী কী?
উত্তর : এক বা একাধিক পুষ্প একটি বিশেষ শাখায় বিন্যাস্ত থাকাই হচ্ছে পুষ্পমঞ্জরী

অমরাবিন্যাস

প্রশ্ন ২০ | অমরা কী? [সি. বাে, ‘১৬]
উত্তর : ফুলের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুই হচ্ছে আমরা।

প্রশ্ন ২১। অমরাবিন্যাস কী?
উত্তর : গর্ভাশয়ে ডিম্বাণুযুক্ত অমরার সজ্জাবিন্যাসই হলাে অমরাবিন্যাস।

Biology First Paper: নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশান্স

ফল

প্রশ্ন ২২। ক্যারিওসিস কী?
উত্তর : একপ্রকোষ্ঠ বিশিষ্ট ও একটিমাত্র বীজযুক্ত ফলই হলাে ক্যারিওপসিস।

প্রশ্ন ২৩। ক্যাপসুল কী?
উত্তর : যে ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয় তাই ক্যাপসুল। যেমন- সরিষা, মুলা ফল ।

প্রশ্ন ২৪। বেরি কী?
উত্তর : যে ফলের বহিঃত্বক খুবই পাতলা, মধ্যত্বক অন্তঃত্বক মিলিত হয়ে রসালাে পুরু স্তর গঠন করে তাই বেরী । যেমন— কলা, বেগুন, টমেটো, পেয়ারা ইত্যাদি ফল।

প্রশ্ন ২৫। সাইজোকাৰ্প কী? [য, বাে, ‘২১]
উত্তর : শুষ্ক অবিদারী ফলই হলাে সাইজোকার্প। যেমন ধনে।

এস্টিভেশন বা পুষ্পমুকুল পত্রবিন্যাস

প্রশ্ন ২৬। পেরিয়া কী?
উত্তর : পুষ্পপুট হলাে এমন একটি অবস্থা যখন ফুলের বৃতি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম মনে হয়।

প্রশ্ন ২৭। পুষ্প পত্রবিন্যাস কী? [সি, বাে, ‘২১, ‘১৯; ব, বাে, ‘২১)
উত্তর : মুকুলাবস্থায় বৃত্যংশগুলাে অথবা পাপড়িগুলাে পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস।

প্রশ্ন ২৮। একক পুষ্পবিন্যাস কী?
উত্তর : এটি এক ধরনের নিয়ত পুষ্পবিন্যাস; এক্ষেত্রে শীর্ষমুকুল থেকে একটি মাত্র ফুল উৎপন্ন হয়। যেমন— জবা।

প্রশ্ন ২৯। পেন্টামেরাস কী?
উত্তর : যে ফুলের প্রতিটি স্তবকের সংখ্যা পাঁচ বা পাঁচের গুণিতক তাই পেন্টামেরাস ফুল। যেমন— জবা, ধুতুরা ফুল।

প্রশ্ন ৩০। এস্টিভেশন কী?
উত্তর : মুকুলাবস্থায় বৃত্যংশগুলাে পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাস।

প্রশ্ন ৩১। গর্ভপাদপুষ্প কী?
উত্তর : যে পুষ্পে পুম্পাক্ষ বা থ্যালামাস উত্তল বা চ্যাপ্টা থাকে এবং এর শীর্ষে গর্ভাশয়টি অবস্থান করে, অন্যান্য স্তবক গর্ভাশয়ের অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থান করে তাকে গর্ভপাদপুষ্প বলে।

প্রশ্ন ৩২। টেপাল কী?
উত্তর : পুষ্পপুটের প্রতিটি সদস্যকে টেপাল বলে ।

প্রশ্ন ৩৩। ক্যাটকিন কী?
উত্তর : যে পুষ্পবিন্যাসে মঞ্জরীদণ্ড সরু, লম্বা ও স্থিতিস্থাপক হয় এবং এটি কাণ্ডের শীর্ষ থেকে নিচের দিকে ঝুলে থাকে তাকে ক্যাটকিন বলে।

প্রশ্ন ৩৪। পত্রবৃন্ত কী?
উত্তর : পত্রবৃন্ত হলাে— পাতার বোটা।

পুম্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা

প্রশ্ন ৩৫। পুষ্প সংকেত কী? [ঢা, বাে, ‘২১; সি, বাে, ‘২১]
উত্তর : পুষ্পের লিজা, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জরীপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাই পুষ্প সংকেত।

প্রশ্ন ৩৬। মাতৃ অক্ষ কী?
উত্তর : যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাই মাতৃঅক্ষ।

জবা ফুলের পুষ্প প্রতীকের ব্যাখ্যা

প্রশ্ন ৩৭। পুষ্প প্রতীক কী? (য, বাে, ‘১৭; ঢা, বাে, ‘১৫)
উত্তর : যে প্রতীক চিত্রের সাহায্যে একটি মাতৃক্ষের তুলনায় পুষ্পটির বিভিন্ন স্তরের সদস্যের অবস্থান, সংখ্যা, সমসংযােগ, অসমসংযােগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানাে হয় তাই পুষ্প প্রতীক।

গোত্র- Poaceae (Gramineae)

প্রশ্ন ৩৮। লিগিউল কী? [কু, বাে. ‘২১; শ, বাে, ‘২১]
উত্তর : লিগিউল হলাে লিফসীথের মাথা এবং পত্রফলকের সংযােগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি।

প্রশ্ন ৩৯। পুষ্পপুট কী? [ঢা, বাে, ‘১৬; ব, বাে, ‘২১]
উত্তর : পুষ্পপুট হলাে এমন একটি অবস্থা যখন ফুলের বৃতি ও দলকে আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না অর্থাৎ দেখতে একই রকম মনে হয়।

গােত্র-Malvaceae

প্রশ্ন ৪০। তেঁড়স কোন গােত্রভুক্ত? (ঢ, বাে, ‘১৭)
উত্তর : তেঁড়শ Malvaceae গােত্রভুক্ত

এই নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ছাড়াও ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page