পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন?
উত্তর : মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন ড. দীনেশচন্দ্র সেন। 

প্রশ্ন ২। ‘ভূয়োদর্শন’ অর্থ কী? 
উত্তর : ‘ভয়োদর্শন’ মানে অনেক দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। 

প্রশ্ন ৩। মনসুর বয়াতি কে ছিলেন? 
উত্তর : মনসুর বয়াতি ছিলেন দেওয়ানা-মদিনা’ লোকগাথার প্রখ্যাত কবি । 

প্রশ্ন ৪। প্রবাদ বাক্য কী? 
উত্তর : প্রবাদ বাক্য হলো দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি। 

প্রশ্ন ৫। আজকাল বাংলা সাহিত্যের কত না শহুরে সাহিত্য?
উত্তর : আজকাল বাংলা সাহিত্যের পনেরো আনা শহুরে সাহিত্য। •

প্রশ্ন ৬। Proletariat সাহিত্য কাকে বলে?
উত্তর : Proletariat সাহিত্য হলো অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য। 

প্রশ্ন ৭। রোমা রোলার অমূল্য কীর্তি কোনটি? 
উত্তর : রোঁমা রোঁলার অমূল্য কীর্তি হচ্ছে- জাঁ ক্ৰিস্তফ। 

প্রশ্ন ৮। প্রত্নতাত্ত্বিক অর্থ কী?
উত্তর : প্রত্নতাত্ত্বিক অর্থ পুরাতত্ত্ববিদ। 

প্রশ্ন ৯। খনা কে? 
উত্তর : খনা হলেন একজন জ্যোতিষী। 

প্রশ্ন ১০। ‘পল্লিসাহিত্য’ কী জাতীয় রচনা?
উত্তর : ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধ জাতীয় রচনা। 

প্রশ্ন ১১। খনার বচন কী? 
উত্তর : প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী খনার ও উপদেশমূলক বাণী বা কথাগুলোই খনার বচন নাম পরিচিত। 

প্রশ্ন ১২। রোমাঁ রোলাঁ কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল?
উত্তর : রোমাঁ রোলাঁ মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। 

প্রশ্ন ১৩। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে কী হারিয়ে যাচ্ছে?
উত্তর : আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে পল্লির উপকথাগুলো হারিয়ে যাচ্ছে। 

প্রশ্ন ১৪। ‘দেওয়ান মদিনা’র রচয়িতা কে? [সন্ধানী স্কুল এন্ড কলেজ। 

উত্তর : ‘দেওয়ান মদিনা’র রচয়িতা হলেন মনসুর বয়াতি। 

পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১৫। ‘ঠাকুরমার ঝুলি’ কে রচনা করেন? উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 

প্রশ্ন ১৬। কে ‘ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন? উত্তর : দীনেশচন্দ্র সেন। 

প্রশ্ন ১৭। ভাটিয়ালি গান কী? 

উত্তর : বাংলার পল্লিগীতির একটি বিশিষ্ট ধারার নাম ভাটিয়ালি । 

প্রশ্ন ১৮ । নৃতত্ত্ব কী? 

উত্তর : মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান। 

প্রশ্ন ১৯। মদিনা বিবি কে? 

উত্তর : মদিনা বিবি— ‘দেওয়ানা-মদিনা’ লোকগাথার নায়িকা। 

প্রশ্ন ২০। পল্লির পরতে পরতে কী ছড়িয়ে আছে? 

উত্তর : পল্লির পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। 

প্রশ্ন ২১। শহুরে বা নাগরিক সাহিত্য বলতে কী বোঝ? 

উত্তর : শহর বা নগরের মানুষের জীবন নিয়ে রচিত সাহিত্যকে নাগরিক সাহিত্য বলে। 

read more: পল্লিসাহিত্য গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

Leave a Comment

You cannot copy content of this page