বেতন মওকুফের জন্য আবেদন নমুনা ৩টি সহ

বেতন মওকুফের জন্য আবেদন নমুনা ৩টি সহ

বেতন মওকুফের জন্য অ্যাপ্লাই (নমুনা সহ)
আস্সালামু আলাইকুম, প্রিয় আশা করি সুন্দর আছেন। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কেমন করে বেতন মওকুফের জন্য আবেদনপত্র লিখতে হয়। আপনি কি বেতন মওকুফের জন্য আবেদনপত্র লেখার ধারা জানতে চাচ্ছেন তবুও কিভাবে লিখতে হয় তা জানেন না, তাহলে আজকের পোস্ট টি আপনার জন্যই লেখা। প্রার্থনা করি সম্পূর্ণ পোস্টটি অভিনিবেশ সহকারে পরবেন। তাহলে চলুন আর কথা না বলে চালু করি।

তারিখঃ ০১/০১/২০৩০

বরাবর,

অধ্যক্ষ

ঢাকা কমার্শিয়াল কলেজ, ঢাকা ।

বিষয়ঃ বেতন মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন রেগুলার ছাত্র। আমি আপনার কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির একজন রেগুলার ছাত্র। গত অর্ধ-বার্ষিকী এক্সামে আমি ৮০ ভাগ নম্বর পেয়েছি। প্রার্থনা করি, আগামি বার্ষিক পরীক্ষাতে আমি আরও অনেক ভালো ফলাফল করে আপনার কলেজের সুনাম বৃদ্ধি করার জন্য যোগ্য হবো। আমার আব্বা একজন দিনমজুর বিধায় পরিবারের ব্যয় চালিয়ে আমার কলেজের বেতন পরিশোধ করার জন্য একেবারেই অক্ষম।

অতএব, মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এই যে, আমার দরিদ্রাবস্থা মানবিক দৃষ্টিতে বিচার করে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিন। আমার বেতন মওকুফ করে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চান্স করে দিয়ে চিরকৃতজ্ঞ করুন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র,
মোঃ কেতু মিয়া

বিশ্ববিদ্যালয়ের বেতন মওকুফের জন্য আবেদন

তারিখঃ ১০ আগস্ট ২০২৩৫

কেতু মিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়

স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত

বরাবর
প্রধান শিক্ষক
হারিস উচ্চ বিদ্যালয়
ঢাকা

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র,
মোঃ কেতু মিয়া

আরো পড়ুনঃ

Leave a Comment

You cannot copy content of this page