ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Finance & Banking Suggestion

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Finance & Banking Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয় 

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিবিএ (অনার্স) প্রথম বর্ষ;
(ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ) বিষয় : ব্যষ্টিক অর্থনীতি  বিষয় কোড : ২১২৪০৯ 

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।] 

ক-বিভাগ 

। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। 

(ক) ব্যষ্টিক অর্থনীতি কী? (What is micro economics?) 

উত্তর : অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে ।

আরো পড়ুন

খ) অর্থনৈতিক দ্রব্য কী? (What is economic goods? ) 
উত্তর : যে দ্রব্যের অর্থনৈতিক উপযোগীতা আছে তাকে অর্থনৈতিক দ্রব্য বলে । 

(গ) উৎপাদন অপেক্ষক কী? (What is production function?) 

উত্তর : কোনো ফার্মে নিয়োজিত উপাদানসমূহ এবং উৎপাদনের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক রয়েছে তাকে উৎপাদন অপেক্ষক বলে।

(ঘ) সুযোগ ব্যয় কী? (What is opportunity cost?) 
উত্তর : কোন দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।

খাজনা কী? (What is rent?) 
উত্তর : ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কে অর্থনীতিতে খাজনা বলে । 

(চ) শ্রম বাজার কী? (What is labour market?) 

উত্তর : যে বাজারে শ্রমের মূল্য বা মজুরি নির্ধারণ, শ্রমিকের নিয়োগ এবং শ্রমের চাহিদা ও শ্রমের যোগান নিয়ে আলোচনা করা হয় তাকে শ্রম বাজার বলে । 

(ছ) ইসলামি অর্থনীতি কি? (What is Islamic economy?) 

উত্তর : যে শাস্ত্র আলাহ প্রদত্ত এবং রাসূল (সা.) কর্তৃক প্রদর্শিত অর্থাৎ কুরআন এবং হাদিসের আলোকে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভের লক্ষ্যে পরিচালিত এবং যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ পর্যালোচনা করে তাকে ইসলামি অর্থনীতি বলে। 

(জ) ডাম্পিং কী? (What is dumping?) 

উত্তর : দেশীয় বাজারে একটি দ্রব্য যে দামে বিক্রয় করা হয় তার তুলনায় বিদেশের বাজারে সেই দ্রব্য কম দামে বিক্রয় করার নীতিকে ডাম্পিং বলা হয়। 

(ঝ) অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি লিখ। (Write the equation of quantity theory of money of fisher.) 

উত্তর : অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি- P = MV 

(ঞ) ডুয়োপলি বাজার কাকে বলে? (What is duopoly market?) 

উত্তর : যে বাজারে দুইজন মাত্র বিক্রেতা কোনো দ্রব্যের যোগান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং তারা পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে সজাগ থাকে তাকে ডুয়োপলি বাজার বলে।

(ট) গিফেন দ্রব্য কী? (What is giffen goods?) 

উত্তর : যে সকল নিকৃষ্ট দ্রব্যের ঋণাত্মক আয় প্রভাব ধনাত্মক পরিবর্তক প্রভাবের তুলনায় অধিকতর শক্তিশালী তাকে গিফেন দ্রব্য বলে । 

সুদ কী? (What is Interest?) 

উত্তর : মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে দাম দেওয়া হয় তাকে সুদ বলা হয়। 

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Finance & Banking Suggestion

খ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

২। বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর । (Discuss the features of market economy.) 

৩। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর। (Describe the characteristics of perfect competitive market.) 

৪। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। (Draw a demand curve from the law of diminishing marginal utility.)

৫। সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between iso-quant and indifference curve.) 

যোগানের নির্ধারকসমূহ বর্ণনা কর। (Discuss the determinants of supply.) 

৭। একচেটিয়া কারবারে দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। (Explain long-run equilibrium under monopoly business.) 

৮। আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between nominal wages and real wages.) 

৯। মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলি বর্ণনা কর। (Discuss the condition of profit maximization.) 

গ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১০। (ক) ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।(Discuss the Recardian theory of rent with criticism.) 

১৩। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। (Define micro economics.) 

(খ) ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর। (Discuss the importance of micro economics.) 

১১। উৎপাদনের পর্যায় কী? উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। (What is meant by the stages of production? Explain the different stages of production with the help of diagram.)

১২। রিকার্ডোর খাজনা তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর।

১৬। শ্রমিক সংঘ কী? শ্রমিক সংঘের কার্যাবাল আলোচনা কর।(What is trade union? Discuss the functions of trade union.)

১৭। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর। (Describe the short-run equilibrium of a firm under perfect competition.) 

১৪। বণ্টন বলতে কী বুঝায়? বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা কর।১(What is meant by distribution? Explain marginal productivity theory of distribution.)

১৫। উন্নয়নশীল দেশে মূলধন গঠনের সমস্যাসমূহ আলোচনা কর। (Discuss the problems of capital formation in developing countries.)

এই ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Finance & Banking Suggestion ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page