বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। principles of Marketing suggestion । BBA Finance & Banking Suggestion

বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। principles of Marketing suggestion । BBA Finance & Banking Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয় 

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিবিএ (অনার্স) প্রথম বর্ষ;
(ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)
বিষয় : বাজারজাতকরণ নীতিমালা বিষয় কোড : ২১২৪০৫

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ক-বিভাগ 

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। 

(ক) বাজারের সংজ্ঞা দাও। (Define market.) 
উত্তর : কোনো একটা পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে । 

(খ) উদ্ভাবনী বাজারজাতকরণ কী? (What is innovative marketing?) 

উত্তর : প্রতিনিয়ত পণ্য ও বাজারজাতকরণ কার্যাবলি উন্নয়নের জন্য কোম্পানি যে আলোকিত বাজারজাতকরণ নীতিমালা অনুসরণ করে তাকে উদ্ভাবনী বাজারজাতকরণ বলে। 

(গ) লেবেলিং কী? (What is labelling?) 
উত্তর : প্যাকেটকৃত পণ্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনকেই লেবেলিং বলে।

ট্রেডমার্ক কী? (What is trademark?) 
উত্তর : ব্র্যান্ডের একটি অংশ যা আইন দ্বারা স্বীকৃত তাকে ট্রেডমার্ক বলে । 

Read more

(ঙ) ব্যষ্টিক পরিবেশ কী? (What is micro environment?) 
উত্তর : একটি প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমে যে সকল উপাদান প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। 

(চ) ভোক্তা আচরণ কী? (What is consumer behavior?) 

উত্তর : পণ্যসামগ্রী ক্রয়ের সময় একজন ভোক্তাকে যে সকল কার্যাবলি সম্পাদন করতে হয় সে সকল কাজের সাথে সম্পর্কিত সকল আচরণকে ভোক্তা আচরণ বলে। 

(ছ) B2B কী? (What is B2B?) 

উত্তর : ব্যবসায়ী যখন ব্যবসায়ে বা বাজারজাতকরণে আবদ্ধ হয় তখন তাকে B2B বা Business to Business বলা হয় । 

(জ) 7 C. কী? (What is 7 C?) 

উত্তর : 7C হলো Customer solution, Customer cost, Convenience, Communication, Commodity, Cost, Campaign.

CAB এর পূর্ণরূপ কী? (What is the full from CAB?) 

উত্তর : CAB এর পূর্ণরূপ Consumer Association of Bangladesh বা বাংলাদেশ ভোক্তা সমিতি। 

(ঞ) ব্রেক-ইভেন বিন্দু কী? (What is break-even point?) 

উত্তর : সমচ্ছেদ বিন্দু বলতে এমন একটি নির্ণীত বিন্দুকে বুঝায়, যে বিন্দুতে লাভ লোকসান সমান হয়। অর্থাৎ বিন্দুতে প্রতিষ্ঠানের আয় ব্যয় সমান থাকে তাকে সমচ্ছেদ বিন্দু/ব্রেক-ইভেন বিন্দু বলে। 

(ট) অযাচিত পণ্য কী? (What is unsought product?) 

উত্তর : ভোগ্য পণ্য যা সম্পর্কে ভোক্তারা জানে না, অথবা জানলেও সাধারণত তারা ক্রয়ের কথা চিন্তা করে না তাকে অযাচিত পণ্য বলে। 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

২। বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও। (Show the differences between market and marketing.) 

৩। SOWT বিশ্লেষণ কর। (Explain SWOT analysis.) 

ভোক্তার ক্রয় আচরণের একটি মডেল তৈরি কর।

পণ্য লাইন কী? (What is product line?) 

উত্তর : কোনো প্রতিষ্ঠান পরস্পর সম্পর্কযুক্ত যেসব পণ্য বাজারে ছাড়ে সেসব পণ্যকে সামগ্রিকভাবে বা সেই বিশেষ রেখাকেই বাজারজাতকরণের ভাষায় পণ্য সারি/লাইন বা পণ্য রেখা বলে। 

বিজ্ঞাপন কী অপচয় –ব্যাখ্যা কর। (“Is advertising wastage”-Explain.) 

শপিং ও মার্কেটিং এর মধ্যে পার্থক্য দেখাও। (Show the differences between shopping and marketing.) 

খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণ পদ্ধতি আলোচনা কর (Discuss the pricing policies of retailing.)

সেবার বৈশিষ্ট্যসমূহ লিখ। (Write characteristics of service.) 

স্টাইল, ফ্যাশন এবং ফ্যাড জীবনচক্র ব্যাখ্যা কর।(Explain style, fashion and fad life-cycle.) 

গ-বিভাগ 

১০। নতুন সহস্রাব্দের বাজারজাতকরণ চ্যালেঞ্জ কী? কোম্পানিগুলো কীভাবে এগুলো মোকাবেলা করছে? (What are the marketing challenges of new millennium? How the companies are responding to the new challenges?)

১১। বণ্টন প্রণালি দ্বন্দ্বের সংজ্ঞা দাও। এর প্রকারভেদ আলোচনা কর ।(Define channel conflict. Discuss the classification of it.) 

১২। মূল্য নির্ধারণে প্রভাববিস্তারকারী অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদানসমূহ আলোচনা কর।(Discuss the internal and external factors that affect in pricing.) 

১৩। টেকসই বাজারজাতকরণের সংজ্ঞা দাও। টেকসই বাজারজাতকরণের উদ্দেশ্যে ভোক্তা কার্যক্রমসমূহ আলোচনা কর। (Define sustainable marketing. Discuss the consumer actions towards sustainable marketing.) 

১৪ পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে গৃহীত বাজারজাতকরণ কৌশলসমূহ ব্যাখ্যা কর। (Explain the strategies followed in each step of product lifestyle.) 

১৫। নতুন পণ্য উন্নয়ন গুরুত্বপূর্ণ কেন? নতুন পণ্য ব্যর্থ হওয়ার কারণগুলো চিহ্নিত কর। (Why new product development is important? Identify the causes of failure of new product.)

১৬। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো বর্ণনা কর । (Describe the basis of consumers market segmentation.) 

১৭।বাজারজাতকরণ পরিবেশের ব্যষ্টিক উপাদানগুলো কীভাবে বাজারজাতকরণ কার্যাবলির উপর প্রভাব সৃষ্টি করে? ব্যাখ্যা কর। (How the elements of micro environment affect the marketing activities? Explain.)

এই বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । ফিনান্স এন্ড ব্যাংকিং ১মবর্ষ অনার্স। principles of Marketing suggestion । BBA Finance & Banking Suggestion ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page