ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Acconting Suggestion

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Acconting Suggestion

জাতীয় বিশ্বাবদ্যালয় 
[বিবিএ (অনার্স) প্রথম বর্ষ
(হিসাববিজ্ঞান বিভাগ) 
বিষয় : ব্যষ্টিক অর্থনীতি 
বিষয় কোড : ২১২৫০৯ 

ক-বিভাগ
ব্যষ্টিক অর্থনীতি সাজেশন <a href=। হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Acconting Suggestion” class=”wp-image-13680″/>

Read more:

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। ক-বিভাগ 

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। 

(ক) ব্যষ্টিক অর্থনীতি কী? (What is micro economics ? ) 

উত্তর : অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে । 

(খ) বিশ্বায়ন কী? (What is globalization?) 

উত্তর : বিশ্বব্যাপি সামাজিক সম্পর্ক প্রগাঢ়করণের প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে। 

(গ) চাহিদা সংকোচন কী? (What is contraction of demand?) 

উত্তর : কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণে কমলে তাকে চাহিদার সংকোচন বলে। 

(ঘ) অস্থিতিস্থাপক যোগান কী? (What is inelastic supply?) 

উত্তর : দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক যোগান বলে। 

(ঙ) চাহিদা অপেক্ষক কী? (What is demand function?) 

উত্তর : দ্রব্যের নিজের দাম, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি, সময় প্রভৃতি চাহিদার উপর প্রভাবকারী বিষয়সমূহের সঙ্গে কোনো একটি দ্রব্যের চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে। 

(চ) সম-উৎপাদন রেখা কী? (What is Iso-quant?) 

উত্তর : যে রেখার দ্বারা উপাদানের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে সমপরিমাণ দ্রব্য উৎপাদন দেখানো হয় তাকে সমউৎপাদন রেখা বলে । 

(ছ) প্রান্তিক ব্যয় কী? (What is marginal cost?) 

উত্তর : কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে। 

কোন বাজারে যোগান রেখা নাই? (In which market there is no supply curve?) 

উত্তর : একচেটিয়া বাজারে যোগান রেখা নেই।

শ্রমিক সংঘ কী? (What is Trade Union?) 

উত্তর : শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষার্থে যে স্থায়ী সংঘ গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে 

Monopoly I? (What is monopoly market?) 

উত্তর : যে বাজারে একজনমাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ বিকল্প পরিবর্তক থাকে না তাকে Monopoly মার্কেট/ একচেটিয়া বাজার বলে । 

(ঠ) অর্থনৈতিক খাজনা কী? (What is economic rent?) 

উত্তর : ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কে অর্থনীতিতে খাজনা বলে 

(ঞ) প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার কী? (What is monopolistic competition?) 

উত্তর : যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে।

খ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর । (Discuss the importance of the study of Economics.). 

৩। আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে চারটি পার্থক্য লিখ। (Write four differences between hominal wages and real wages.) 

৪। যোগান রেখা কেন ডানদিকে ঊর্ধ্বগামী হয়? (Why the supply curve slopes upward to the right ?). 

৫। মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এর মধ্যে সম্পর্ক কী? (Write the relationship between total cost, average cost and marginal cost.)

চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে চারটি পার্থক্য লিখ।(Distinguish four differences between demand schedule and demand curve.) 

ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্যসমূহ কী কী? (Write the characteristics of duopoly market.) 

৮। “পূর্ণপ্রতিযোগিতায় শ্রম শোষণ নাই”—ব্যাখ্যা কর। (“There is no labour exploitation in perfectly competitive

মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য বর্ণনা কর। (Write difference between gross interest and net interest.) 

ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Acconting Suggestion

গ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। 

১০। (ক) মিশ্র অর্থনীতি বলতে কী বুঝ? (What is mixed economy?)

মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। (Discuss the features of mixed economy.) 

১১। (ক) বিকল্প দ্রব্য বলতে কী বুঝ? (What do you mean by substitute goods?) 

(খ) বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্যের মধ্যে পার্থক্য বর্ণনা কর। (Write the difference between substitute and complementary goods.)

১২। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। (Explain the law of diminishing marginal utility with criticism.)

১৩। (ক) উৎপাদন অপেক্ষক কাকে বলে? (What is production function?) 

(খ) উৎপাদন অপেক্ষকের উপর প্রযুক্তিগত উন্নতির প্রভাব উল্লেখ কর। (Mention the effect of technological change on production function.) 

১৪। পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর। (Describe the short-run equilibrium of a firm under perfect competition.)

১৫। (ক) প্রমাণ কর, একচেটিয়া বাজারের MR = = ½ AR হয় । (Prove that, in a monopoly market MR = = AR.) 2

একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।(Explain long-run equilibrium under monopoly.) ১৬। (ক) অলিগোপলি কাকে বলে? (What do you mean by mobility of land?) 

(খ) উৎপাদনের উপাদান হিসেবে ভূমির গুরুত্ব আলোচনা কর। (Discuss about the importance of land as a factor of production.) 

অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর। (Discuss the characteristics of oligopoly market.) ভূমির গতিশীলতা বলতে কী বুঝ? 

এই ব্যষ্টিক অর্থনীতি সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Micro economics suggestion । BBA Acconting Suggestion ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page