বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Priciples of Marketing suggestion । BBA Acconting Suggestion

বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Priciples of Marketing suggestion । BBA Acconting Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিবিএ (অনার্স) প্রথম বর্ষ (হিসাববিজ্ঞান বিভাগ) 
~বিষয় : বাজারজাতকরণ নীতিমালা  বিষয় কোড : ২১২৫০৫ 

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।] ক-বিভাগ 

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। 

(ক) বাজারজাতকরণ দ্বারা কী কী উপযোগ সৃষ্টি হয়? (What utilities are created by marketing?) 

উত্তর : বাজারজাতকরণ দ্বারা রূপগত উপযোগ, স্বত্বগত উপযোগ, সময়গত উপযোগ স্থানগত উপযোগ, তথ্যগত উপযোগ ও ভাবমূতিগত উপযোগ সৃষ্টি হয় । 

(খ) বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বুঝায়? (What do you mean by marketing environment?) 

উত্তর : একটি সংগঠনের উপকরণ অর্জন এবং পণ্য উৎপাদনের উপর যে সকল বাহ্যিক শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বাজারজাতকরণ পরিবেশ বলে। 

Read More:

(গ) ভিশন কী? (What is vision?) 

উত্তর : ভিশন হলো “অবাস্তস্বপ্ন” যা দীর্ঘমেয়াদি কার্যসম্পাদনে কোম্পানিকে দিকনির্দেশনা প্রদান করে। 

(ঘ) বিজ্ঞাপন কী? (What is advertising?) 

উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য, সেবা কিংবা ধারণা সম্পর্কিত তথ্য চিহ্নিত উদ্যোক্তা অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপায়ে উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপন বলে। 

(ঙ) বাজার বিভক্তিকরণ কী? (What is market segmentation?) 

উত্তর : বৈসাদৃশ্যপূর্ণ সামগ্রিক বাজারকে ভোক্তা সমাজের বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং বাজারজাতকরণের সুবিধার্থে কতগুলো উপবিভাগ বা উপবাজারে ভাগ করাকেই বাজার বিভক্তিকরণ বলে। 

(চ) ভোগ্য পণ্য বলতে কী বুঝ? (What do you mean by consumer products?) 

উত্তর : চূড়ান্ত ভোক্তা ব্যক্তিগত ভোগের জন্য যেসব পণ্য ক্রয় করে তাকেই ভোগ্য পণ্য বলে। 

(ছ) ব্র্যান্ড কী? (What is Brand?) 

উত্তর : ব্র্যান্ড হচ্ছে নাম, পদ, চিহ্ন, প্রতীক বা নকশা বা এসবের সংমিশ্রণ যা পণ্য বা সেবার উৎপাদক বা বিক্রেতাকে শনাক্ত করে অর্থাৎ যা দ্বারা বিক্রেতাদের পণ্য পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে ব্র্যান্ড বলা হয় । 

(জ) নতুন পণ্য কী? (What is new product?) 

উত্তর : যে পণ্য পুরাতন ব্র্যান্ড পরিবর্তন করে নতুন ব্র্যান্ডে বাজারে প্রবেশ করে তাকে নতুন পণ্য বলে। 

(ঝ) অনলাইন বাজারজাতকরণ কী? (What is online marketing?) 

উত্তর : পারস্পরিক ক্রিয়াশীল অনলাইন কম্পিউটারের পদ্ধতির মাধ্যমে ইলেক্ট্রনিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগের প্রক্রিয়াকে অনলাইন বাজারজাতকরণ বলে। 

(ঞ) VMS-এর অর্থ কী? (What is the meaning of VMS?) 

উত্তর : VMS-এর বাংলা অর্থ হলো উল্লম্ব বাজারজাতকরণ ব্যবস্থা যার ইংরেজি পূর্ণরূপ হলো- Vertical Marketing System. 

(ট) বাজারজাতকরণ গবেষণা কাকে বলে? (What is marketing research?) 

উত্তর : কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে বর্তমান ও সম্ভাব্য বাজারের মধ্যকার কৌশল ও পদ্ধতির আন্তঃক্রিয়া সম্পর্কিত তথ্যের বস্তুনিষ্ঠ ও সুসংবদ্ধ সংগ্রহকরণ, লিপিবদ্ধকরণ, ব্যাখ্যা-বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন করাকে সাধারণ অর্থে বাজারজাতকরণ গবেষণা বলে। 

(ঠ) টেকসই বাজারজাতকরণ বলতে কী বুঝ? (What do you mean by sustainable marketing? উত্তর : বর্তমান ভোক্তাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সক্ষমতা অর্জন করা এবং প্রতিষ্ঠানকে তার উপযোগী করে গড়ে তোলাকে টেকসই বা অস্তিত্বরক্ষামূলক বাজারজাতকরণ বলে।

বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Priciples of Marketing suggestion । BBA Acconting Suggestion

খ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

২। প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে সম্পর্ক দেখাও। (Relation among need, want and demand.) 

ভোক্তার ক্রয় আচরণের একটি মডেল তৈরি কর। (Draw a model of consumer behaviour.) 

৪। বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা দাও। (Define marketing plan.) 

৫। আন্তর্জাতিক বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কী কী? (What are the bases for segmenting international markets?) 

৬। সুবিধাজনক পণ্য ও বিশিষ্ট পণ্যের পার্থক্য লিখ।(Write down the distinction between convenience goods and speciality goods.) 

৭। বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্যসমূহ কী কী? (What are the differences between market and marketing?) 

৮। সেবার বণ্টন প্রণালি লিখ। (Write down the distribution channel of service.) 

৯। বাজারে অবস্থান গ্রহণের কৌশলসমূহ আলোচনা কর । (Discuss the strategies of market positioning.) 

গ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 

১০। (ক) বাজারজাতকরণ দ্বারা সৃষ্ট উপযোগগুলো কী কী? (What are the utilities create by marketing? ) বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা কর।

(Show the distinctions between wholesaling and retailing.)

তুমি কী বণ্টনপ্রণালি থেকে পাইকারদের উচ্ছেদ সমর্থন কর?(Discuss the importance of marketing.)

SWOT বিশ্লেষণ বলতে কী বুঝ?(What do you mean by SWOT analysis?) 

সুযোগ ও হুমকি ম্যাট্রিক্সের সাহায্যে SWOT বিশ্লেষণ কর। (Discuss about SWOT analysis with the help of opportunity and threat matrix.)

পাইকারি ও খুচরা কারবারের পার্থক্য দেখাও।(Do you support to evict wholesaler from distribution channel?) 

১৩। (ক) ব্র্যান্ড ইক্যুইটি কী? (What is Brand equity?) 

(খ) শক্তিশালী ব্র্যান্ড গঠন করার ক্ষেত্রে প্রধান ব্র্যান্ড কৌশলগত সিদ্ধান্তসমূহ কী কী? (What are the major brand strategy decision can be take to build strong brands?)

মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলো লিখ। (Write the objectives of pricing 🙂 

(খ) মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। (Discuss the factors that affect pricing.)

১৫। (ক) পণ্যের জীবনচক্র বলতে কী বুঝ? (What is mean by product life-cycle?) 

(খ) পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরগুলো আলোচনা কর। (Discuss the marketing strategies indifferent product life-cycle stages.)

শিল্প পণ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর । (Discuss the types of industrial product.) 

(খ) শিল্প পণ্য ও ভোগ্য পণ্যের মধ্যে পার্থক্য দেখাও। (Show the differences between industrial goods and consumer goods.) 

১৭। (ক) বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কী বুঝায়? (What is meant by global marketing?) 

(খ) বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচির সিদ্ধান্তগুলো আলোচনা কর। (Discuss the decision about global marketing prográm.) 

এই বাজারজাতকরণ নীতিমালা সাজেশন । হিসাববিজ্ঞান ১মবর্ষ অনার্স। Priciples of Marketing suggestion । BBA Acconting Suggestion ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page