Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক: ভেষজবিজ্ঞান PHARMACOGNOSY
জার্মানবিজ্ঞানী Seydlker 1815 খ্রিষ্টাব্দে ‘Pharmacognosy’ শব্দটি প্রথম ব্যবহার করেন।

সুতরাং ভেষজবিজ্ঞান বা Pharmacognosy-র সম্পূর্ণ অর্থ হলাে ঔষধ সম্বন্ধীয় জ্ঞান। প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত ঔষধ, ঔষধজাত দ্রব্য সরবরাহকারী ঔষধ আহরণ ও নতুন ঔষধের অনুসন্ধান এবং এ সকল ঔষধসমূহের ভৌত, প্রাণরাসায়নিক এবং জৈবিক উপাদানসমূহের অধ্যয়নকে ভেষজবিজ্ঞান বলে।

পরীক্ষা-১

Preparation of herbarium medicinal plants of Bangladesh/বাংলাদেশের ভেষজ উদ্ভিদের হার্বোবিয়াম শিট প্রস্তুত।

নমুনা সংগ্রহ : নানা স্থান থেকে উদ্ভিদ নমুনা সংগ্রহ করা হয়। ভেষজের উৎস হিসেবে সম্পূর্ণ উদ্ভিদ, মূল, পাতা, ফুল, ফল বা বীজ হতে পারে। এক্ষেত্রে ভেষজ গুণসম্পন্ন অংশটি সংগ্রহ করা হয়।

নমুনা সংগ্রহকালে সঙ্গে ফিল্ড নােট বুক, পেনসিল, কলম, পলিথিন ব্যাগ, ছুরি, পুরােনাে খবরের কাগজ, ব্লটিং পেপার ফোভার, প্ল্যান্ট প্রেস, ট্যাগ, স্কচট্যাপ ইত্যাদি নিতে হবে।

ভেষজ হিসেবে ব্যবহৃত নমুনার উদাহরণ :

সম্পূর্ণ উদ্ভিদাংশ থানকুনি (Centella asiatica), কালােমেঘ (Andrographis paniculata), পুদিনা (Mentha arvensis),

মূল – সর্পগন্ধ্যা (Rauwolfia serpentina),
বাকল/ছাল – অর্জুন (Terminalia arjuna),
পাতা – ৰাসক (Adhatoda Vasica),
রাইজোম – আদা (Zingiber officinalis),
ফুল – নিম (Azadirachta indica),
ফল —বেল (Aegle marmelos), আমলকী (Phyllanthus embelica),
বীজ – নিসিন্দা (Vitex negundo),
ফলত্বক – হরীতকী (Terminalia chebula),
কাণ্ড— হাড়জোড়া (Vitis quadrangularis),

প্রেসিং (Pressing) : নমুনা সংগ্রহে সবল ও রােগমুক্ত সম্পূর্ণ উদ্ভিদ, মূল, পাতা, ফুল, ফল, বীজ-এর ভেষজ গুণসম্পন্ন অংশ নিতে হবে। নমুনা সংগ্রহ করে প্রতিটি অংশ আলাদা আলাদা পুরানাে খবরের কাগজ ফোল্ডারের মধ্যে ভালােভাবে স্থাপন করে এককোনায় ক্রমিক নং লিখতে হবে। নমুনা যদি রসালাে অংশ হয়, তবে ব্লটিং পেপারের ফোল্ডারে রাখতে হবে। পরিশেষে ফোল্ডারের নমুনাসহ প্ল্যান্ট প্রেসের ভেতর শক্ত করে বেঁধে রাখা হয়। মাটির নিচের অংশ হলে ভালােভাবে পরিষ্কার করে নিতে হবে। নমুনা বেশি লম্বা হলে ভাঁজ করে রাখা যায়।

শুষ্ককরণ (Drying) : প্ল্যান্ট প্রেসটি সপ্তাহ খানেক প্রতিদিন প্রখর সূর্যালােকে কয়েক ঘণ্টা রেখে নমুনাগুলাে ভালােভাবে শুকিয়ে হার্বেরিয়াম শিট করতে হবে।

মাউন্টিং (Mounting) ; শুষ্ক নমুনাগুলাে নির্দিষ্ট মাপের (১৬.৫” x ১০.৫”) হার্বেরিয়াম/মাউন্টিং শিটে স্কচট্যাপ দিয়ে লাগিয়ে দিতে হবে।

ল্যাবেলিং (Labelling) : 4.5 inch x 2.5 inch ল্যাবেলে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, গােত্র, সংগ্রহের স্থান, ক্রমিক নং ও তারিখ ইত্যাদি কলম দিয়ে লিখে শিটের ডানদিকে নিচে এককোনায় লাগিয়ে দিতে হবে।

Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

বাংলা নামবৈজ্ঞানিক নামগোত্রব্যবহৃত অংশ
অর্জুন
আকন্দ
উলটকম্বল
কালমেঘ
কুরচি
ঘৃতকুমারী
তুলসী
থানকুনি
নিম
বাসক
বেল
নিসিন্দা
পিপলু।
পুদিনা
পুনর্নবা।
ভৃঙ্গরাজ
মেহেদি
লজ্জাবতী
সর্পগন্ধা
হরীতকী
আমলকী
আদা
কালকেশী
চিরতা
Terminalia arjuna
Calotropis gigantea
Abrome augusta
Andrographis paniculata
Holarrhena antidysenterica
Aloe barbadensis
Ocimum sanctum
Centella asiatica
Azadirachta indica
Adhatoda zeylanica
Aegle marmelos
Vitex negundo
Piper longum
Mentha arvensis
Boerhaavia diffusa
Wedelia calendulacea
Lawsonia inermis
Mimosa pudica
Rauwolfia serpentina
Terminalia chebula
Phyllanthus embelica
Zingiber officinale
Eclipta alba
Swertia chirata
Combretaceae
Asclepiadaceae
Sterculiaceae
Acanthaceae
Apocynaceae
Liliaceae
Lamiaceae
Apiaceae
Meliaceae
Acanthaceae
Rutaceae
Verbenaceae
Piperaceae
Lamiaceae
Nyctaginaceae
Asteraceae
Lythraceae
Mimosaceae
Apocynaceae
Combretaceae
Euphorbiaceae
Zingiberaceae
Asteraceae
Gentianaceae
গাছের বাকল
বাকল, পাতা, ফুল
পাতা, মূল।
সমগ্র উদ্ভিদ
বীজ।
পাতা
পাতা, বীজ
সমগ্র উদ্ভিদ
পাতা, ফুল, ফল, বীজ
মূল, পাতা, ফুল,
ফল
পাতা, বীজ।
মূল, ফল, বীজ
সমগ্র উদ্ভিদ
সমগ্র উদ্ভিদ
পাতা, বীজ
পাতা, ফুল, বীজ
সমগ্র উদ্ভিদ
মূল।
ফল, ফলত্বক
ফল
রাইজোম
মূল, পাতা,
সম্পূর্ণ উদ্ভিদ
বাংলা নামবৈজ্ঞানিক নামগোত্রব্যবহৃত অংশ
তেলাকুচা
পেঁয়াজ
রসুন
শতমূলী
হাড়জোড়
কাকমাছি
রেড়ি/ভেরেন্ডা
পাথরকুচি
দাদ মর্দন
মহাভৃঙ্গরাজ
অনন্তমূল
অশােক
আপাং
উলট চন্ডাল
চেঁড়স
কুঁচ
সােনাপাতা
ডিজিটালিস
ধুতুরা
বেলাডােনা
নয়নতারা
মরিচ
মুক্তাঝুরি
মালতিলতা
আনারস
কদম
শেয়াল কাটা
বিলম্বী
পুঁইশাক
চালকুমড়া
শিমুলতুলা
রাধাচূড়া
অড়হর
পেঁপে গাছ
Coccinia cordifolia
Allium cepa
Allium sativum
Asparagus racemosus
Vitis quadrangularis
Solanum nigrum
Ricinus communis
Bryophyllum calycinum
Cassia alata
Wedelia calandulaceae
Hemidesmus indicus
Saraca indica
Achyranthes aspera
Gloriosa superba
Abelmoschus moschatus
Abrus precatorius
Cassia senna
Digitalis purpurea
Datura stramonium
Atropa belladona
Catharanthus roseus
Capsicum minimum
Acalyphya indica
Allamanda cathartica
Ananas comosus
Anthocephalus cadamba
Argemone maxicana
Averrhoa bilimbi
Basella rubra
Cucurbita hispida
Bombax malabaricum
Caesalpinia pulcherrima
Cajanus cajan
Carica papaya

Cucurbitaceae
Liliaceae
Liliaceae
Liliaceae
Vitaceae
Solanaceae
Euphorbiaceae
Crassulaceae
Fabaceae
Asteraceae
Asclepiadaceae
Fabaceae
Amaranthaceae
Liliaceae
Malvaceae
Papilionaceae
Caesalpiniaceae
Scrophulariaceae
Solanaceae
Solanaceae
Apocynaceae
Solanaceae
Euphorbiaceae
Apocynaceae
Bromeliaceae
Rubiaceae
Papavaraceae
Oxalidaceae
Basellaceae
Cucurbitaceae
Bombacaceae
Caesalpiniaceae
Papilionaceae
Caricaceae

মূল, পাতা, ফল
কন্দ
কন্দ
মূল
কাণ্ড, পাতা
ফল
বীজের তেল
পাতা।
পাতা
পাতা
মূল।
বাকল, ফুল,বীজ
মূল
কন্দ
মূল, পাতা, বীজ
মূল, পাতা,বীজ।
পাতা।
পাতা,
পাতা
পাতা।
কাণ্ড, পাতা, ফুল, ফল
ফল
পাতা
পাতা, মূল
পাতা, ফল
বাকল
সম্পূর্ণ উদ্ভিদ
ফল
কাণ্ড, পাতা
ফল
সমগ্র উদ্ভিদ
মূল, পাতা, ফুল
পাতা, বীজ
ফল
বাংলা নামবৈজ্ঞানিক নামগোত্রব্যবহৃত অংশ
বহেরা
হলদি হুরহুড়ে
কানশিরা
হলুদ

Terminalia bellerica
Cleome viscosa
Commelina benghalensis
Curcuma longa

Combretaceae
Capparidaceae
Commelinaceae
Zingibcraeeae

ফল, বীজ
পাতা, বীজ
সমগ্র উদ্ভিদ
রাইজোম
Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক
Pharmacognosy Practical │ভেষজ বিজ্ঞান ব্যবহারিক
Pharmacognosy Practical ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

পরীক্ষা নং ২

পরীক্ষা নং ২: Methods of preparation of different reagents for the qualitative test of (i) Alkaloids, (ii) Terpenoids, (iii) Flavonoids.

Alkaloid. Terpenoid ও Flavonoid শনাক্তকরণ পরীক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন বিকারক (reagent) প্রস্তুতি।

(ক) Alkaloid শনাক্তকরণ পরীক্ষায় ব্যবহৃত বিকারক :
(i) Dragendorff’s reagent :
দ্রবণ-ক : একটি বিকারের ৪gm Bismath Nitrate [Bi (NO3)3, 5H2O], 20 ml liquid Amonium বা Nitric acid (HNO3)-এ দ্রবীভূত করে নিতে হবে।

দ্রবণ-খ : অপর একটি বিকারে 27.2 gm Potassium Iodide (KI), 50 ml distilled water-এ দ্রবীভূত করে নিতে হবে।
এখন একটি পরিষ্কার Volumetric flask-এ ক ও খ দ্রবণ মিশ্রিত করে কিছুক্ষণ রাখার পর distilled water মিশিয়ে 100 ml করা হয়।

বিকল্প পদ্ধতি :
দ্রবণ-ক : একটি বিকারে 0.85 gm Basic Bismath Nitrate, 40 ml distilled water ও 10 ml Glacial acetic acid-এ দ্রবীভূত করে ফিল্টার করে নিতে হবে।
দ্রবণ-খ : অপর একটি বিকারে ৪ gm Potassium Iodide, 20 ml distilled water-এ দ্রবীভূত করে নিতে হবে।এবার Volumetric flask-এ ক ও খ দ্রবণ সমপরিমাণে (1 : 1) মিশিয়ে স্টক দ্রবণ তৈরি করে, গাঢ় বর্ণের কাচের বােতলে সংরক্ষণ করা হয়। পরীক্ষা কার্যের সময় 10 ml স্টক দ্রবণের সাথে 20 ml Glacial acetic acid মিশিয়ে distilled water যােগ করে 100 ml করে নেওয়া হয়।

(ii) Mayer’s reagent:

দ্রবণ-ক : একটি বিকারে 60 ml distilled water-এর সাথে সাবধানতার সাথে 1.36 gm Mercuric Chloride (HgCl2) মেশাতে হবে (কারণ HgCl2 অত্যন্ত বিষাক্ত)।

দ্রবণ-খ : অপর একটি বিকারে 10 ml distilled water-এ 5 gm Potassium Iodide (KI) মিশিয়ে নিতে হবে।

এবার একটি Volumetric flask-এ দ্রবণ ক ও খ সমপরিমাণে (1 :1) মিশিয়ে distilled water যােগ করে 100 ml করে নিতে হবে।
এখানে উল্লেখ্য যে, এই দ্রবণ ব্যবহারের সময় Alkaloid-এর দ্রবণে সামান্য পরিমাণে HCl বা H2SO4 মিশিয়ে নিতে হবে।

(iii) Wagner’s reagent:

একটি বিকারে 5 ml distilled water নিয়ে তার সাথে 1.27 gm Iodin ও 2gm Potassium Iodide (KI) মিশিয়ে নিয়ে অতঃপর একটি Volumetric Flask-এ দ্রবণটি নিয়ে তাতে distilled water যােগ করে 100 ml করা হয়।

(iv) Hager’s reagent:

(এটি Picric acid-এর সম্পৃক্ত দ্রবণ)- একটি বিকারে 100 ml distilled water-এ 1gm Picric acid যােগ করে ভালােভাবে দ্রবীভূত করে নিতে হবে।

(v) 5% Tannic acid ; একটি বিকারে 100 ml distilled water-এ 5 ml Tannic acid যােগ করে ভালােভাবে মিশিয়ে নিতে হবে।

(খ) Terpenoid শনাক্তকরণ পরীক্ষায় ব্যবহৃত বিকারক : একটি বিকারে 0.5 gm Dinitrophenile Hydrazine, 100 ml 2MHCI-এ দ্রবীভূত করে বিকারক তৈরি করা হয়।
অথবা, বিকারে 5 ml Methanol-এ 0.25 gm 2.4 dinitrophenile Hydrazine দ্রবীভূত করে এর সাথে সাবধানে 0.5 ml গাঢ় H2S04 মিশিয়ে ফিল্টার করে নিলেই বিকারক তৈরি হবে।

(গ) Flavonoid শনাক্তকরণ পরীক্ষায় ব্যবহৃত বিকারক : একটি বিকারে 1 ml lequid Ammonia, 99 ml distilled water- যােগ করে ভালােভাবে মিশ্রিত করে বিকারক তৈরি করা হয়।

Pharmacognosy Practical ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

পরীক্ষা নং ৩

পরীক্ষা নং ৩ : Qualitative test for Alkaloids- Spot test by Mayer’s, Dragendorff, Wagner, Hager’s and Tannic acid.

তত্ত্ব : Alkaloid হলাে নাইট্রোজেন ঘটিত উদ্ভিদজাত ক্ষারীয় গৌণ বিপাকীয় দ্রব্য। বেশিরভাগ Alkaloid-ই বর্ণহীন, সফটিকাকার অনুদ্বায়ী কঠিন পদার্থ। এরা পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবক যেমন– Ethanol, Benzene, Chloroform, Ether ইত্যাদিতে দ্রবণীয়। সাধারণত মূল, বাকল, পাতা ও বীজে Alkaloid সঞ্চিত থাকে।

উপকরণ : Alkaloid যুক্ত উদ্ভিদ নমুনা যেমন- ধুতুরা/বাসক/থানকুনি/ নিম পাতা। Mayer’s, Dragendorff, Wagner, Hager’s এবং Tannic acid বিকারক, বিকার, Test tube, মর্টার ও পেস্টল বা ব্লেন্ডার, 95% Alcohol, ১নং Whatman ফিল্টার পেপার, Dropper বা Pippette, Incubator, Electronic balance, লঘু HCl/অ্যামােনিয়া দ্রবণ ইত্যাদি।

কার্যপদ্ধতি : ধুতুরা/বাসক/থানকুনি/নিম গাছের সতেজ পাতা সংগ্রহ করে ছায়াযুক্ত স্থানে রেখে শুকিয়ে নেই। এবার মর্টর ও পেস্টলে অথবা ব্লেন্ডারে শুষ্ক পাতাগুলাে চূর্ণ করে সূক্ষ্ম তঁড়ায় পরিণত করে নিই। এখন একটি বিকারে 100 ml 95% Alcohol ও 100 gm শুষ্ক পাতার গুঁড়া মিশিয়ে ৪৮ ঘণ্টা ঝাকুনি যুক্ত Water bath-এ অনবরত আলােড়িত করে নিয়ে ১নং Whatman ফিল্টার পেপারের সাহায্যে হেঁকে নিলেই নির্যাস তৈরি হয়ে যাবে। অথবা সতেজ পাতা টুকরাে টুকরাে করে কেটে একটি পরিষ্কার টেস্টটিউবে নিয়ে তা 5 ml 1% HCI যােগ করে Incubator-এ 60°C তাপমাত্রায় ২৪ ঘণ্টা রেখে তারপর ফিল্টার পেপারে ছেকে নিলেই নির্যাস তৈরি হবে।

পরীক্ষাপর্যবেক্ষণসিদ্ধান্ত
Mayer-এর পরীক্ষাঃ একটি টেস্টটিউবে 3 ml নির্যাস নিয়ে তাতে কয়েক ফোঁটা Mayer-এর বিকারক যােগ করি।টেস্টটিউবে সাদাটে বা মাখনের মতাে হলদেটে সাদা বর্ণ যুক্ত অধঃক্ষেপ পড়ে। নির্যাসে Alkaloid উপস্থিত ।
Dragendorff-এর পরীক্ষাঃ একটি টেস্টটিউবে 3 ml নির্যাস নিয়ে তাতে কয়েক ফোঁটা Dragendorff -এর বিকারক যােগ করি।টেস্টটিউবে কমলা লাল বা বাদামী বর্ণ যুক্ত অধঃক্ষেপ পড়ে। নির্যাসে Alkaloid উপস্থিত ।
Wagner-এর পরীক্ষাঃ একটি টেস্টটিউবে 3 ml নির্যাস নিয়ে তাতে কয়েক ফোঁটা Wagner -এর বিকারক যােগ করি।টেস্টটিউবে বাদামী বা লালচে -বাদামী স্ফটিকযুক্ত বর্ণ-এর অধঃক্ষেপ পড়ে। নির্যাসে Alkaloid উপস্থিত ।
Hager-এর পরীক্ষাঃ একটি টেস্টটিউবে 3 ml নির্যাস নিয়ে তাতে কয়েক ফোঁটা Hager-এর বিকারক যােগ করি।টেস্টটিউবে হলুদ বর্ণ যুক্ত অধঃক্ষেপ পড়ে। নির্যাসে Alkaloid উপস্থিত ।
Tannic Acid-এর পরীক্ষাঃ একটি টেস্টটিউবে 3 ml নির্যাস নিয়ে তাতে কয়েক ফোঁটা Tannic Acid -এর বিকারক যােগ করি।টেস্টটিউবে কালচে বর্ণ যুক্ত অধঃক্ষেপ পড়ে যা লঘু এসিডে বা অ্যামোনিয়া দ্বারা দ্রবীভূত হয়। নির্যাসে Alkaloid উপস্থিত ।

Pharmacognosy Practical ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

সতর্কতা:

১। নমুনা থেকে সঠিকভাবে নির্যাস তৈরি করে নিতে হবে।
২। পরীক্ষার সময় সঠিক পরিমাণে নির্যাস ও বিকারক মেশাতে হবে।
৩। বিকারক মেশানাের পর নমুনার বর্ণ ও পরিবর্তন ভালােভাবে পর্যবেক্ষণ করতে হবে।

পরীক্ষা নং ৪

পরীক্ষা নং ৪ঃ Production procedures (methods of production) of items like powder, tablet, paste,Suspension/group etc.

বাজারজাতকরণ উপযােগী ভেষজ ঔষধ (Herbal medicine) তৈরির জন্য ভেষজ উদ্ভিদের বিভিন্নাংশ, কিছু প্রাণিজ ও খনিজ উপাদান এবং ঔষধ অনুষঙ্গী সহযােগী উপাদান (Medicinal Excipients and Additives) ব্যবহৃত হয়। উৎপাদিত ঔষধের কার্যকারিতা ভেষজ দ্রব্যের আহরণের সময়, আহরণ পদ্ধতি, শুষ্ক ও পরিষ্কার-পরিচ্ছন্নকরণ এবং অনুষঙ্গী সহযোগী উপাদান নির্দিষ্ট ফার্মাকোপিয়া বা ফর্মুলারি অনুযায়ী তৈরি করার পর সঠিকভাবে মােড়কীকরণের উপর নির্ভর করে।

বাজারজাতকরণ উপযােগী হারবাল ট্যাবলেট প্রস্তুতপ্রণালি-

উপকরণ : উদ্ভিদ/উদ্ভিদাংশ, পাতিত পানি ও গরম পানি, গ্লিসারিন, গ্লিসারিন পেস্ট তৈরির মেশিন/মর্টার/বেন্ডার, কাচের পাত্র, কাঠের চামচ, মধু (ঐচ্ছিক), বেস উপাদান (Excipient), অ্যারারুট, স্লিপারি এলম, জিলাটিন পেস্ট, সােডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, Essential oil (অরেঞ্জ বা পেপারমিন্ট) ইত্যাদি।

কার্যপদ্ধতি :

১. ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদাংশ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হলাে।

২. উদ্ভিদদেহের ভেষজ অংশসমূহ রেখে অন্য অংশগুলাে ফেলে দিয়ে ভেষজ অংশগুলাে পাতিত পানি দিয়ে কয়েকবার ভালােভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলাে। এবার উদ্ভিদাংশগুলাে সূর্যালােক বা ফ্যানের বাতাসে শুকিয়ে নেই।

8. এখন উদ্ভিদাংশগুলাে মর্টার পেস্টল অথবা ব্লেন্ডারের সাহায্যে চূর্ণকরে মিহি গুঁড়ায় পরিণত করা হলাে। অতঃপর 500 gm মিহি গুঁড়ার সাথে 19.5 gm সােডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, 6.5 mg কলয়ডাল সিলিকন ডাই-অক্সাইড, 6.5 mg ম্যাগনেসিয়াম স্টিয়ারেট যােগ করে প্রয়ােজনে মধু বা ম্যাপল সিরাপ বা জিলেটিন চিনির দ্রবণ যােগ করে মিক্সারের সাহায্যে ভালাে করে মেশাতে হবে। এখন ধীরে ধীরে পরিমাণ মতাে গরম পানি গ্লিসারিন যােগ করে পেস্ট তৈরি করি। প্রয়ােজনে কয়েকফোটা essential oil যােগ করি। এবার এই পেস্টকে Hand blender-এর সাহায্যে বারবার পিষে পাউরুটির দলার মতাে আঠালাে পেস্টে পরিণত করা হলাে।

এখন এই পেস্ট ট্যাবলেট তৈরির মেশিনের সাহায্যে 500 mg ট্যাবলেট তৈরি করে Cookie sheet-এ সাজিয়ে সূর্যালােক বা ওভেনে নিম্ন তাপমাত্রায় শুকিয়ে বাজারজাত করার জন্য প্যাকিং করা হলাে।

সতর্কতা :
উদ্ভিদাংশ বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে ধুলােবালি বা কাদা না থাকে।
পেস্ট তৈরির সময় পানি পরিমাণমতাে মেশাতে হবে।
বাইন্ডার ও অন্যান্য উপাদানগুলাে পরিমাণ মতাে যােগ করতে হবে।
প্যাকিং করার সময় ট্যাবলেটগুলাে ভালােভাবে শুকিয়ে নিতে হবে।

Pharmacognosy Practical ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

পরীক্ষা ৫ঃ

পরীক্ষা ৫ঃ ভেষজ ট্যাবলেট রাউলফিয়া ট্যাবলেট’ প্রস্তুত প্রক্রিয়া

প্রয়ােজনীয় উপকরণ : সর্পগন্ধা (Rauwolfia)-র শুষ্ক চূর্ণ-10 mg. Excipients-পরিমাণমতাে, মর্টার ও পেস্টল বা ব্লেন্ডার, কাচপাত্র, ট্যাবলেট তৈরির যন্ত্র ইত্যাদি।

কার্যপদ্ধতি :
১. সর্পগন্ধার মূলের বাকল পানিতে ভালােভাবে ধুয়ে তারপর রৌদ্রে শুকিয়ে নিয়ে মর্টার ও পেস্টল বা ব্লেন্ডারের সাহায্যে চূর্ণ করে নিই।

২. এই চূর্ণের সাথে পরিমাণমতাে মধু, চিনি ও excipients মিশিয়ে মর্টারে পেষণের মাধ্যমে পেস্টে পরিণত করে তাকে রৌদ্রে শুকিয়ে পুনরায় চূর্ণ করি।

৩ তখন এর সাথে জিলেটিন পাউডার প্রিজারভেটিভ হিসেবে বেনজয়িক অ্যাসিড ভালােভাবে মিশিয়ে নির্দিষ্ট দানা তৈরি করে পুনরায় শুকিয়ে নিই।

৪ এবার ট্যাবলেট তৈরির যন্ত্রে নির্দিষ্ট ওজন ও আকৃতির ট্যাবলেট তৈরি করে তাকে বায়ুশূন্য কাচ/প্লাস্টিকের জীবাণুমুক্ত শুষ্ক পাত্রে সংরক্ষণ করি ।

Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

ভেষজ দ্রবণ প্রস্তুতি :

(ক) সিরাপ প্রস্তুতি :

1 একটি পরিষ্কার পাত্রে 5/4 কেজি চিনি এবং 600 ml distilled water মিশিয়ে হট প্লেটে ফুটাতে হবে।ফুটানাের সময় কাচের দণ্ড দিয়ে দ্রবণটি অনবরত নাড়াতে হবে।

2 এবার একটি পরিষ্কার কাচের পাত্রে যেকোনাে একটি ভেষজ উদ্ভিদের/উদ্ভিদাংশের নির্যাস ১ ভাগ ও ভেষজবিহীন সিরাপ ভাগ ভালােভাবে মিশিয়ে ফ্রিজে রাখতে হবে। এই ভেষজ সিরাপ গাঢ় বর্ণের বােতলে ভরে বাজারজাত করা হয়।

(খ) টিংচার প্রস্তুতি :

১. একী বায়ুরােধী জারে ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদাংশ চূর্ণ নিয়ে তাতে 50% Alcohol মেশাই। Hexen, Benzin বা Toluin ইত্যাদি জৈব দ্রাবক ব্যবহার করে অথবা বাষ্প পাতন প্রক্রিয়ায় শুষ্ক উদ্ভিদ বা উদ্ভিদ চূর্ণ থেকে ভেষজ উপাদান নিষ্কাশন করা হয়।

২ এবার পাত্রের মুখটি ভালাে করে বন্ধ করে ছায়াযুক্ত স্থানে নিম্ন তাপমাত্রায় রেখে দিতে হবে। ১৪ দিন প্রতিদিন পাত্রটি একবার ভালােভাবে ঝাকাতে হবে।

৩। ১৪ দিন পর মিশ্রণটি ছাঁকন যন্ত্রের সাহায্যে হেঁকে উদ্ভিদাংশগুলো ফেলে দিয়ে একটি পরিষ্কার কাচের পাত্রে তরল/টিংচার রেখে মুখ ভালাে করে বন্ধ করে সংরক্ষণ করতে হবে।

(গ) Decection /ক্বাথ প্রস্তুতি :

১ একটি পরিষ্কার চিনামাটির পাত্রে 59 gm সতেজ বা 28 gm শুষ্ক ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদাংশ চূর্ণ এবং 600 ml distilled water নিয়ে মধ্যম তাপে ফুটাই। কিছুক্ষণ পর পাত্রটির মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে তাপ কমিয়ে দেই।

২. অল্প তাপে ২০ মিনিট রেখে পাত্রটি নামিয়ে ঠান্ডা করি

৩ উদ্ভিদ/উদ্ভিদাংশ চূর্ণ নিচে থিতিয়ে পড়লে উপরের ক্বাথ একটি পরিষ্কার কাপে হেঁকে নিতে হবে। এই ক্বাথ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে।

ভেষজ দ্রবণ Basadi Kath প্রস্তুতিঃ

তত্ত্ব : ক্বাথ (Decoction) হলাে একাধিক ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে ভেষজ দ্রব্য বিশেষ পদ্ধতিতে জ্বাল দিয়ে বা রস সংগ্রহের মাধ্যমে প্রস্তুতকৃত তরল ঔষধ।

প্রয়ােজনীয় উপকরণ : বাসক (Adhatoda vasica), কন্টিকারী (Solanum sarattensis), ও গুডুচী- 10gm + 10 gm +10 gm, চিনামাটির পাত্র, ছিপিযুক্ত কাচের বােতল, মর্টার ও পেস্টল বা ব্লেন্ডার, পাতিত পানি, বার্নার, মধু, প্রিজারভেটিভ, essential oil, ছাঁকনি ইত্যাদি।

২. কার্যপদ্ধতি :

১. উল্লিখিত ভেষজ উদ্ভিদসমূহ সংগ্রহ করে পানি দিয়ে ভালােভাবে পরিষ্কার করে রৌদ্রে বা বাতাসে শুকিয়ে নিই।

২ এখন শুল্ক ভেষজ উদ্ভিদগুলাে মর্টার ও পেস্টল বা ব্লেন্ডারে চূর্ণ করে নিয়ে 24 gm চূর্ণের সাথে 384 gm পাতিত পানি যােগ করে চিনামাটির পাত্রে বার্নারের সাহায্যে মৃদু তাপে সিদ্ধ করি।

৩ তরল মিশ্রণের পরিমাণ 96 gm-এ নেমে এলে বার্নার থেকে নামিয়ে ছাঁকনির সাহায্যে হেঁকে তরল অংশ পৃথক করে নিই।

8. এবার মিশ্রণটি ঠান্ডা করে তার সাথে পরিমাণমতাে মধু, essential oil এবং প্রিজারভেটিভ ভালােভাবে মিশিয়ে কয়েকদিন রেখে দেই। অতঃপর পুনরায় ছেকে বােতলজাত করে সংরক্ষণ করি।

সতর্কতা :

ভেষজ উদ্ভিদ বা উদ্ভিদাংশ সতেজ অবস্থায় সংগ্রহ করে ভালােভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে ।
ভেষজ দ্রব্য ভালােভাবে চূর্ণ করে পরিমাণমতাে পানি মিশিয়ে সিদ্ধ করতে হবে।
সংগৃহীত তরলের সাথে পরিমাণমতো মধু, essential oil ও প্রিজারভেটিভ মেশাতে হবে।
তৈরিকৃত ভেষজ ওষুধ ভালােভাবে বােতলজাত করে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।

Pharmacognosy Practical │ ভেষজ বিজ্ঞান ব্যবহারিক

Leave a Comment

You cannot copy content of this page