উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║ Botany Non Major First year Suggestion and Question Bank

Introduction

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

🔰 জীবনের সংজ্ঞা দাও।
উত্তর : বিপাক, বৃদ্ধি, জনন, অনুভূতি প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন এবং কতিপয় রাসায়নিক পদার্থের একটি সুসংগঠিত বিশেষ অবস্থার নাম জীবন।

🔰জীবনের প্রধান বৈশিষ্টগুলো কী কী?
সুনির্দিষ্ট আকার ও আকৃতি, কৌষিক সংগঠন, প্রােটোপ্লাজম, বিপাক, পুষ্টি, বৃদ্ধি প্রজনন, চলন, অভিযােজন,প্রকরণ, বিবর্তন প্রভৃতি।

🔰জীবনের সৃষ্টি সম্পর্কে প্রদত্ত মতবাদকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি?
উত্তর-তিন ভাগে ভাগ করা যায়। যথা- (i) ভাববাদ মতবাদ (Idealistic theory); (ii) অজীৰ জনি মতবাদ (Abiogenesis theory) (iii) Guna watu (Biogenesis theory

🔰 স্বতস্ফূ মতবাদ কাকে বলে?
প্রাণহীন জৈব বস্তু থেকে আপনা-আপনি জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে স্বতস্ফূর্ত মতবাদ বলে। যেমন- ঘামেভিজা গম থেকে ইঁদুরের উৎপাত।

🔰 জীব জনি মতবাদ কী?
জীব থেকে জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়া বা জীব কোষ থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে “জীব জনি মতবাদ” বলে ।

🔰 জীব কত প্রকার ও কি কি?
: জীবজগতকে প্রধানত দু ভাগে ভাগ করা হয়। যথা : ১। উদ্ভিদ ও ২। প্রাণী।

🔰 কসমােজোয়া মতবাদ কী?
: জীবনের জীব পৃথিবীর বাইরের কোন গ্রহ থেকে উল্কা বা অন্য কিছুর মাধ্যমে পৃথিবীতে এসেছে।

🔰 উদ্ভিদ কারা?
উত্তর : ক্লোরােফিল বিশিষ্ট যে সকল জীব স্বভােজী অর্থাৎ, নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে সক্ষম, কঠিন খাদ্যগ্রহণে অক্ষম, আপাতদৃষ্টিতে চলাচলে অক্ষম এবং সেলুলােজ নির্মিত জড় কোষ প্রাচীর বিশিষ্ট, সেসব জীবকে উদ্ভিদ বলে। (ব্যতিক্রম : ছত্রাক ক্লোরােফিলবিহীন)।

🔰 উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ লিখ।
উত্তর : ১। অপ্রতিসাম্যতা ২। ক্লোরােফিলের উপস্থিতি ৩। পুষ্টি ৪। চলাচল ৫। বৃদ্ধি ৬। অঙ্গতন্ত্র ৭কোষীয় গঠন

🔰প্রাণী কারা?
যে সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, পরভােজী পুষ্টিসম্পন্ন, সাধারণত সচল, উত্তেজনায়সাড়া দিতে সক্ষম, সুনির্দিষ্ট দেহাকৃতিবিশিষ্ট এবং সেলুলােজ কোষপ্রাচীর বিহীন, তাদেরকে প্রাণী বলে।

🔰 প্রাণিদের বৈশিষ্ট্য লিখ।
উত্তর : নিম্নে প্রাণিদের প্রধান প্রধান বৈশিষ্টগুলাে হলাে– ১। প্রতিসাম্যতা ২। পুষ্টি ৩। চলাচল ৪। বৃদ্ধি ৫। অঙ্গতন্ত্র ৬। কোষীয় গঠন ৭। আকার আকৃতি

🔰 জীব জগতের শ্রেণিবিন্যাস কাকে বলে?
উত্তর : জীবের আকার, আকৃতি প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলির সাদৃশ্য, বৈসাদৃশ্য, উৎপত্তি, অঙ্গসংস্থান ও অন্তর্গঠন প্রভৃতির উপর ভিত্তি করে এদেরকে কিংডম, বিভাগ বা ফাইলাম, শ্রেণী, বর্ণ, গােত্র, গণ, প্রজাতি, প্রকরণ বা স্ট্রেইন প্রভৃতি স্তরে বা ট্যাক্স (Taxa) তে বিন্যস্ত করার প্রক্রিয়াকেই শ্রেণিবিন্যাস বলে। শ্রেণিবিন্যাসের আধুনিক যুগের জনক হিসেবে পরিচিত সর্বকালের শ্রেষ্ঠ ও কিংবদন্তী পুরুষ ক্যারোলাস।

🔰 শ্রেণিবিন্যাসের আধুনিক যুগের জনক কে?
উত্তর -লিনিয়াস (Carolus Linnaeus, ১৭০৭-১৭৭৮)

🔰দ্বি-রাজ্য ধারণ কী ?
; Carolus Linnaeus-এর শ্রেণিবিন্যাসের ধারণা হচ্ছে দ্বি-রাজ ধারণ, তিনি জীব জগতকে দুইটি ভাগে ভাগ করেন।

🔰 : ত্রি-রাজ্য ধারণা কি?
১৮৬৬ খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী Earnest H. Haecleel সর্বপ্রথম উদ্ভিদ ও প্রাণী ছাড়া অণুজীবের জন্য তৃতীয় একটি স্বতন্ত্র রাজ্য Protista প্রবর্তন করেন। বিজ্ঞানী Haeckel-এর তিন রাজ্য ধারণার; রাজ্য তিনটি হচ্ছে- Living worldঃ
Kingdom-1 : Plantae
Kingdom-2: Animalia
Kingdom-3: Protista

🔰 পাঁচ রাজ্য ধারণা কি?
: R. H Whitaker, ১৯৬৯ খ্রিস্টাব্দে একটি আধুনিক এবং সমন্বিত শ্রেণিবিন্যাস পদ্ধতি তথা পাঁচ জগতবিশিষ্ট (Five kingdom system) শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেন।

🔰 : R. H Whittaker এই শ্রেণিবিন্যাস পদ্ধতির ভিত্তি কি?
: R. H Whittaker, ১৯৬৯ এই শ্রেণিবিন্যাস পদ্ধতির ভিত্তি হচ্ছে– তিন স্তর কোষীয় জীব, যাদের উদ্ভবঘটেছে তিনটি পুষ্টিগত অভ্যাস বা ধরন (Modes) থেকে। এরা হলাে- (i) সালােকসংশ্লেষণ (Photosynthesis), (i) শােষণ (Absorbtion) এবং (iii) ইনজেশান (Ingestion)।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। জীবন কাকে বলে? জীবনের বৈশিষ্ট্য লেখ ।
২। জীবনের উৎপত্তি সম্পর্কে রাসায়নিক মতবাদ বা আধুনিক মতবাদ আলোচনা কর।
৩। উদ্ভিদ কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
৪। প্রাণী কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
৫। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রধান প্রধান পার্থক্য লেখ।
৬। শ্রেণিবিন্যাস কাকে বলে? এর প্রয়ােজনীয়তা লেখ ।
৭! বিবর্তন কাকে বলে? বিভিন্ন প্রকার বিবর্ণ সংক্রান্ত মতবাদের নাম লেখ।
৮। ল্যামার্ক ও ডারউইনের মতবাদের মধ্যে পার্থক্য লেখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদের সংক্ষেপে বর্ণনা দাও।
২। জীবজগতের শ্রেণিবিন্যাসের অবস্থান বর্ণনা কর।
৩। হুইটেকারের পাঁচ রাজ্যবিশিষ্ট্য শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
৪। জীবের আধুনিক শ্রেণিবিন্যাস অথবা, Margulies এবং schwartz এর শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
৫। বিবর্তনে ল্যামার্কের মতবাদ বর্ণনা কর।
৬। বিবতর্নে ডারউইনের মতবাদ বর্ণনা কর।
৭। বিবর্তনে সিনথেটিক বা সংশ্লেষণবাদ মতবাদের বর্ণনা দাও।
৮। ল্যামার্ক ডারউইনের মতবাদের পার্থক্য লিখ।

গ-বিভাগঃ রচনামূলক প্রশ্নোত্তর

১।জীবনের উৎপত্তি সম্পর্কিত আধুনিক মতবাদ ব্যাখ্যা কর।
২। জীবজগতে শ্রেণিবিন্যাসের অবস্থান বর্ণনা কর।
৩। হুইটেকারের জীবের “পঞ্চজগৎ শ্রেণিবিন্যাস” বর্ণনা কর
৪। আধুনিক শ্রেণিবিন্যাস তথা Margulis এবং Schwatz প্রদত্ত জীবের আধুনিক শ্রেণিবিন্যাস আলােচনা কর।
৫। বিবর্তনে ল্যামার্কের মতবাদ উল্লেখ কর।
৬। বিবর্তনে ডারউইন মতবাদ উল্লেখ কর।
৭। বিবর্তনে সিনথেটিক মতবাদ বা সংশ্লেষ মতবাদ উল্লেখ কর।

২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আশা বিভিন্ন প্রশ্ন ব্যাংক

🔰 (ক) উদাহরণ এবং বৈশিষ্ট্যসহ জীবের “পঞ্চজগৎ শ্রেণিবিন্যাস” বর্ণনা কর ।
(খ) জীবনের সংজ্ঞা দাও। জীব এর প্রধান বৈশিষ্ট্যসমূহ আলােচনা কর।
(গ) জীব এর উৎপত্তি ও সম্পর্কিত বিভিন্ন মতবাদের জৈব রাসায়নিক সৃষ্টি মতবাদ সংক্ষেপে আলোচনা কর ।

🔰(ক) জীবনের উৎপত্তি সম্পর্কিত আধুনিক মতবাদ ব্যাখ্যা কর।
(খ) জীবের শ্রেণিবিন্যাস সম্বন্ধে পঞ্চজগৎ পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

🔰 Margulis এবং Schwatz প্রদত্ত জীবের আধুনিক শ্রেণিবিন্যাস আলােচনা কর।

🔰 (ক) জীবন এর সংজ্ঞা লিখ। জীবনের উৎপত্তি সম্পর্কিত সূত্রসমূহ লিখ।
(খ) জীবরে “পঞ্চজগৎ শ্রেণিবিন্যাস” বর্ণনা কর।

🔰 “Theory of Chemical Evolution-এর সংক্ষিপ্ত বিবরণ দাও।
(ক) সংক্ষিপ্ত প্রশ্ন : (i) জীবন কী ? (ii) মনেরা জগতের দুটি প্রধান বৈশিষ্ট্য কী ?

🔰(ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
(i) জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলাে কী কী ?
(ii) জীবজনি মতবাদ কী?
(i) উদ্ভিদ কী?
(খ) উদাহরণ এবং বৈশিষ্ট্যসহ জীবের পঞ্চজগৎ শ্রেণিবিন্যাস পদ্ধতির বর্ণনা দাও।

🔰(ক) সংক্ষিপ্ত প্রশ্ন :
কোনাে বিজ্ঞানী সর্বপ্রথম জীবের “পঞ্চজগত শ্রেণিবিন্যাস” পদ্ধতির প্রস্তাব করেন।
(i) Plantae এর উদাহরণ দাও।
(খ) (i) প্রাণী ও উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।
(i) “জীব থেকেই জীবের সৃষ্টি” মতবাদের ব্যাখ্যা কর।
(গ) জীবের আধুনিক শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।

🔰 জীব-এর উৎপত্তি সম্পর্কিত “জৈব রাসায়নিক সৃষ্টিমতবাদ” সংক্ষেপে আলােচনা কর।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

ভিরয়েডস

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ।

🔰 ভিরয়েডস কাকে বলে?
প্রােটিনবিহীন, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড বা RNA দ্বারা গঠিত সর্বাপেক্ষা ক্ষুদ্র রােগ সৃষ্টিকারী সংক্রামক সত্তাযা শুধু উদ্ভিদদেহে রােগ সৃষ্টি করতে সক্ষম তাদেরকে ভিরয়েড বলে।

🔰 ভিয়েডস ঘটিত কয়েকটি রােগের নাম লিখ।
i) নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রােগ। i) অ্যাভােকাডাের রােদ্র পােড় রােগ। ii) চন্দ্রমল্লিকার স্ট্যান্ট রােগ। iv) লেবুর Exocortis রােগ। v) আলুর মাকু আকৃতির বিকৃতি রােগ। vi) টমেটোর বাঞ্চিটপ রােগ।vii) শসার ফলের বর্ণ বিকৃতি রােগ। vil) আপেলের চামড়া খসখসে রােগ।

🔰 রােগ সৃষ্টিকারী কয়েকটি ভিরয়েডস এর নাম লিখ।
Coconut Cadang Cadang Viroid, Citrus Exocortis Viroid, Potato spindle Tuber Viroid,Tomato Banchy top Viroid প্রভৃতি।

🔰শুধুমাত্র RNA দ্বারা গঠিত সংক্রামক সত্তার নাম কী ?
ভিরয়েডস।

🔰 ভিরয়েডস এর আবিষ্কার ও নামকরণ করেন কে?
Diener (১৯৭১)।

🔰 ভিরয়েডস আক্রান্ত কোন আলুর প্রতি কোষে কী পরিমাণ PSTV থাকে?
প্রতি কোষে প্রায় ২০০-১০,০০০ টি PSTV থাকতে পারে।

🔰 ভিরয়েডস এর RNA-তে নিউক্লিওটাইড সংখ্যা কত?
: ২৭০-৩৮০টি।

🔰 ভিরয়েডস এর আকার বা দেখতে কেমন?
উত্তর : একসূত্রাকার, গােলাকার।

🔰 ভিরয়েডস এ কোনাে প্রােটিন নেই কেন ?
এতে প্রােটিন সংশ্লেষণ কোডন (AUG) থাকে না বলে।

🔰 ভিরয়েডস এর দেহ কয়টি অঞ্চল নিয়ে গঠিত।
৫টি

🔰 ভিরয়েডস কী প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে ?
: ভিরয়েডস শুধুমাত্র উদ্ভিদদেহে রােগ সৃষ্টি করে। প্রাণী বা মানবদেহে রােগ সৃষ্টি সম্পর্কে এখনাে কিছু জানা যায় নি।

🔰 ভিরয়েডস এর বংশ বিস্তার কিভাবে হয় ?
উত্তর । অনুলিপনের মাধ্যমে (ধারণা করা হয়)।

🔰ভিরয়েডস কোন এনজাইমের প্রতি সংবেদনশীল।
উত্তর। । রাইবােনিউক্লিয়েজ এনজাইমের প্রতি।

🔰 ভিরয়েডস এর আণবিক ওজন কত?
উত্তর : ৮৫,০০০-১,৩০,০০০ ডাল্টন।

🔰 ভিরয়েডস কোন কোন রাসায়নিক পদার্থের প্রতি নিষ্ক্রিয়তা দেখায়।
উত্তর : ইথানল, ফেনল ও D Nase এনজাইমের প্রতি।

🔰 : ZFPV-এর অর্থ কী ?
উত্তর : Zingiber Fruit Pale Viroids.

🔰 ভিরয়েডস আক্রান্ত উদ্ভিদকে কী করতে হবে।
উত্তর : আক্রান্ত উদ্ভিদ পুড়িয়ে বা মাটিতে পুঁতে দিতে হবে।

🔰 ভিরয়েডস পােষক কোষের কোথায় অবস্থান করে ?
নিউক্লিয়াসে।

🔰 সর্বাপেক্ষা ক্ষুদ্র ভিরয়েড কী ?
Avocado Sun Blotch viroids

🔰 PSTY-এর পুরাে নাম কী ?
Potato Spindle Tuber Viroids.

🔰 ভিরয়েড, ভাইরাস থেকে ছােট না বড় ?
উত্তর : ভিরয়েড ভাইরাস থেকে ১০ ভাগ ছােট।

🔰: cccv এর পূর্ণ নাম কী ?
উত্তর : Coconut Cadang Cadang viroid.

🔰: ASBy এর পূর্ণ নাম কী ?
উত্তর : Avocado Sunblotch Viroid.

🔰 CSV এর পূর্ণ নাম কী ?
উত্তর : Chrysnthemum Stuant Viroid.

🔰 CEV এর পূর্ণ নাম কী ?
উত্তর : Citrus Exocortis Viroid.

🔰 TASV এর পূর্ণরূপ কী ?
উত্তর : Tomato Apical Stant Viroid.

🔰: ASSV এর পূর্ণরূপ কী ?
Apple Searskin Viroid.

🔰 CPFV এর পূর্ণরূপ কী ?উত্তর
Cucumber Pale Fruits Viroid.

🔰: TBV এর পূর্ণরূপ কী ?
উত্তর। : Tomato Bunchytop Viroid.

🔰 : HSV এর পূর্ণরূপ কী ?
উত্তর : Hop Stunt Viroid.

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। ভিরয়েডস কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ।
২। ভিরয়েডস এর আবিষ্কার সম্পর্কে লেখ।
৩। ভিরয়েডস এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৪। ভিরয়েডস ও RNA ভাইরাসের মধ্যে পার্থক্য লেখ।
৫। ভিরয়েডস ও প্রিয়নের মধ্যে পার্থক্য লেখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। ভিরয়েডস এর গঠন বর্ণনা কর।

বিগত বছরের প্রশ্নব্যাংক


🔰 ভিরয়েড এর সংক্ষিপ্ত পরিচিতি দাও।
🔰অথবা ভিরয়েড কী ?
🔰 ভিরয়েড এর সংক্ষিপ্ত পরিচিতি দাও।
🔰 ভিরয়েডস বলতে কী বুঝায়?

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

প্রিয়নস

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

✔️ প্রিয়নস কী ?
শুধুমাত্র প্রােটিন দ্বারা গঠিত অতি অনুবীক্ষণিক সংক্রামক সত্তা, যা কেবল মাত্র প্রাণীদেহে রােগ সৃষ্টিতে সক্ষম তাদেরকে প্রিয়নস (Prions) বলে।

✔️ প্রিয়নস ঘটিত কয়েকটি রােগের নাম লিখ।
উত্তর : কুরু রােগ, মারাত্মক অনিদ্রা, Gerstmann Strauster scheinker, Creutzfieldt-Jakob Disease, গাে-মহিষের পাগলা রােগ, ভেড়ার ফ্রাপি রােগ ইত্যাদি।

✔️ শুধুমাত্র প্রােটিন দ্বারা গঠিত সংক্রামক সত্তার নাম কী ?
উত্তর । প্রিয়ন।

✔️ প্রিয়ন ঘটিত স্নায়ুরােগের নাম লিখ।
Kuru, Mad cow disease, Fatal Familiar insomnia.

✔️: প্রিয়ন উদ্ভিদে রােগ সৃষ্টি করতে পারে কী ?
প্রিয়ন শুধুমাত্র প্রাণীদেহে রােগ সৃষ্টি করে। কোন উদ্ভিদ রােগ এ পর্যন্ত আবিষ্কার হয় নি।

✔️ প্রিয়ন রােগ কিভাবে ছড়ায়?
পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাস্বরূপ মৃত Kuru রােগীর মস্তিষ্ক খাদ্য হিসাবে গ্রহণের মাধ্যমে।

✔️ পশুর Scarpie রােগের লক্ষণ কী?
কোন শক্ত অবলম্বনের সাথে নিজের দেহকে ঘর্ষণ করা এবং চলাচলের সময় দিকহীনতায় ভােগা।

✔️ Scarpie শব্দের অর্থ কী?
মসৃণ করা।

✔️ প্রিয়ন রােগটি সর্বপ্রথম কোথায় দেখা যায় ?
উত্তর : নিউগায়ানার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের কিছু উপজাতিদের মধ্যে।

✔️: প্রিয়ন রােগের জিন কোথায় পাওয়া যায়?
উত্তর : পোেষক দেহের DNA-তে।

✔️ : সাধারণ ভাইরাস থেকে প্রিয় কত ছােট?
উত্তর : প্রায় ১০০ গুণ ছােট।

✔️: প্রিয়নের দেহে কোনাে নিউক্লিক এসিড আছে কী?
না, প্রিয়নের দেহে এখন পর্যন্ত কোনাে নিউক্লিক এসিড পাওয়া যায়নি তবে গবেষণা চলছে। প্রিয়ন শুধুমাত্র প্রােটিন দ্বারা তৈরি।

✔️ : প্রিয় কোন ধরনের প্রােটিন দ্বারা তৈরি?
একমাত্র হাইড্রোফোবিক প্রােটিন দ্বারা তৈরি।

✔️ : প্রিয়ন সৃষ্ট কয়েকটি রােগের নাম লিখ।
CJD, GSS, ভেড়ার Scarpie, গরুর mad cow রােগ, মানুষের Kuru, Fatal familiar insomnia।

✔️ : প্রিয়নের আণবিক ওজন কত?
২৭,০০০-৩০,০০০ ডাল্টন।

✔️ প্রিয় আক্রান্ত পশুর চিকিৎসা কিভাবে করা সম্ভব ?
: এর এখনাে কোনাে চিকিৎসা আবিষ্কার হয় নি। মৃত পশুকে মাটিতে পুঁতে অথবা পুড়িয়ে দিতে হবে।প্রশ্ন-১৭।

✔️ এ পর্যন্ত প্রিয়ন ঘটিত কতটি রােগের নাম জানা গেছে।
উত্তর : মােটামুটিভাবে ৮টি।

✔️: প্রিয়ন কথাটি এসেছে কোথা থেকে ?
Proteinaceous Infectious protein থেকে। Proteinaceous থেকে pro এবং infection particle থেকে in একসঙ্গে করে এর নাম Proin হওয়াই যুক্তিযুক্ত ছিল। কিন্তু S. B. Prusiner এবং তার সহকর্মীরা Proin শ্রুতিমধুর নয় বলে এই জীবাণুটির নাম দেন Proin এর পরিবর্তে Prion.

✔️ প্রিয়ন আবিষ্কার করে কে এবং কত সালে?
উত্তর : S, B, Prusiner ১৯৮২ সালে।

✔️ CJD-এর পূর্ণ নাম কী ?
Creutzfeldt Jakob Disease.

✔️ GSS এর পূর্ণ নাম কী ?
Gerstmann-Strausster-Schcinker.

✔️ Kuru রােগ কোন প্রাণীতে দেখা যায় ?
মানুষ, শিম্পাঞ্জি।

✔️Scrapie হয় কোন প্রাণীতে ?
ভেড়া, ইদুর।

✔️ একটি আদর্শ প্রিয়ন রােগের নাম কী ?
উত্তর : ভেড়ার স্ক্রাপি রােগ।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। প্রিয়নস কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ।
২। প্রিয়নস এর আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লেখ।
৩। প্রিয়নস এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

  • প্রিয়ন এর সংক্ষিপ্ত পরিচিতি দাও।
  • অথবা প্রিয়ন কী?
  • প্রিয়ন এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর ।
  • অথবা প্রিয়ন এর সংক্ষিপ্ত পরিচিতি দাও।
  • প্রিয়নস কী ?
  • প্রিয়নের বৈশিষ্ট্য উল্লেখ কর।

রিকেটসিয়া

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

প্রশ্ন-১ রিকেটসিয়া কী ?
উত্তর : ক্ষুদ্র আদিকোষী, প্লিওমর্ষিক (বহুরূপী) গ্রাম নেগেটিভ, কেবল জীবন্ত পােষক কোষের অভ্যন্তরে বংশ বৃদ্ধিকারী ও দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তারকারী স্পোর উৎপাদনে অক্ষম ও অন্তঃকোষীয় পরজীবী সংক্রামক সত্তাকে রিকেটসিয়া বলে।

প্রশ্ন-২ সর্বপ্রথম কোন সালে রিকেটসিয়া সম্পর্কে জানা যায় ?
১০৮৩ সালে Salerno নামক স্থানে।

প্রশ্ন-৩ আর্থোপােডার দেহে অন্তঃকোষীয় পরজীবী হিসাবে অবস্থান করে কোন রোগ সৃষ্টিকারী সত্তা ?
রিকেটসিয়া।

প্রশ্ন-৪ : রিকেটসিয়া নামকরণ করা হয় কিভাবে ?
বিজ্ঞানী Dr. H. T. Ricketts-এর নাম অনুসারে, গবেষণারত অবস্থায় যিনি এ রােগে আক্রান্ত হয়ে মারাগিয়েছিলেন।

প্রশ্ন-৫ রিকেটসিয়ার জীবাণু প্রকৃত অর্থে কে আবিষ্কার করেন ?
উত্তর : ১৯১৬ সালে ব্রাজিলিয়ান বিজ্ঞানী H. da-Rocha-Lima,

প্রশ্ন-৬ : রিকেটসিয়ার জীবাণু দেখতে কী রূপ?
: কখনাে কক্কাস কখনাে ব্যাসিলাস (অর্থাৎ কক্কোব্যাসিলাস বা প্লিওমরফিক।)

প্রশ্ন-৭ রিকেটসিয়াজনিত রােগের নাম কী ?
উত্তর : টাইফাস জ্বর।

প্রশ্ন-৮ : টাইফাস জ্বরের দায়ী জীবাণুর নাম কী ?
উত্তর : Rickettsia Prowazaki.

প্রশ্ন-৯ রিকেটসিয়া রোগ ছড়ায় কিসের মাধ্যমে?
উঁকুন, তেলাপােকা, ছারপােকা, মাছি ইত্যাদির মাধ্যমে।

প্রশ্ন-১০ : রােগ আক্রান্ত ব্যক্তির দেহে জীবাণু কিভাবে চলাচল করে ?
উত্তর : রক্তের মাধ্যমে।

প্রশ্ন-১১ : টাইফাসে আক্রান্ত রােগীর জ্বরের মাত্রা কত হয়?
উত্তর : প্রায় ১০৩° ফা.-১০৪° ফা. পর্যন্ত।

প্রশ্ন-১২ : রিকেটসিয়া রােগের লক্ষণগুলাে কী ?
উত্তর : মাথা শরীরের ব্যথা, জ্বর এবং দেহের বিভিন্ন স্থানে ফুসকুঁড়ি দেখা যায়।

প্রশ্ন-১৩ : রিকেটসিয়ার আকার কেমন ?
: ভাইরাসের চেয়ে বড় কিন্তু ব্যাকটেরিয়া থেকে ছােট।

প্রশ্ন-১৪ : রিকেটসিয়া কোষে কোনাে ফ্লাজেলা আছে কী?
উত্তর : না, এদের দেহে কোন ফ্লাজেলা নেই ।

প্রশ্ন-১৫ : রিকেটসিয়ার কোষ প্রাচীর ও প্লাজমামেমব্রেন আছে কী ?
উত্তর : হ্যা, আছে, রিকেটসিয়া একটি স্বতন্ত্র কোষ ।

প্রশ্ন-১৬ : সবচেয়ে বড় রিকেটসিয়ার নাম কী ?
: Rickettsia tsutsugamushi

প্রশ্ন-১৭ : রিকেটসিয়া কিভাবে বংশ বৃদ্ধি করে ?
উত্তর। : দ্বি-বিভাজন পদ্ধতিতে।

প্রশ্ন-১৮: রিকেটসিয়ার কোষ প্রাচীরে কোন ধরনের এসিড থাকে ?
মিউরেমিক এসিড।

প্রশ্ন-১৯ : কিভাবে রিকেটসিয়া রােগ সনাক্ত করা সম্ভব ?
উত্তর * Weil-Felix test দ্বারা।

প্রশ্ন-২০: রিকেটসিয়ার দেহ কোষে কোন ধরনের নিউক্লিক এসিড থাকে ?
উত্তর । DNA ও RNA উভয়ই থাকে।

প্রশ্ন-২১ : Rickettsia এর বাহক কী ?
উত্তর : উঁকুন, এটেল পােকা, ছারপােকা, লালমাছি ইত্যাদি।

প্রশ্ন-২২ : রিকেটসিয়া ঘটিত কয়েকটি রােগের নাম লিখ।
উত্তর • Endemic typhus, Scrub typhus disease, Rocky mountain Spotted fever, Rickettsial Pox, Trench Fever, QFever ইত্যাদি।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। রিকেটসিয়া কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ ।
২। ব্যাকটেরিয়া ও রিকেটসিয়ার মধ্যে সাদৃশ লেখ।
৩। রিকেটসিয়ার অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৪। রিকেটসিয়ার ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখ ।
৫। রিকেটসিয়া ও ভাইরাসের মধ্যে পার্থক্য লেখ।


গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন।

১। রিকেটসিয়ার গঠন বর্ণনা কর ।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। রিকেটসিয়া এর সংক্ষিপ্ত পরিচিতি দাও।
পরীক্ষা-২০০৫
২। রিকেটসিয়ার বৈশিষ্ট্য উল্লেখ কর।
পরীক্ষা-২০০৮
রিকেটসিয়ার সংক্ষিপ্ত পরিচিতি দাও।

মাইকোপ্লাজমা

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ।

মাইকোপ্লাজমা কী ?
উত্তর : কোষপ্রাচীর বিহীন, সরল প্রকৃতির গঠন বৈশিষ্ট্য, ক্ষুদ্রাকার, অচল, বহুরূপী, আদিকোষী, স্বাধীন জীবনযাপনে ও বংশ বৃদ্ধিতে সক্ষম অণুজীবকে মাইকোপ্লাজমা বলে ।

মাইকোপ্লাজমা দ্বারা সৃষ্ট কয়েকটি উদ্ভিদদেহের রােগের নাম লিখ।
ধানের হলদে বামন রােগ, চন্দন কাঠের স্যান্ডল স্পাইক রােগ, বেগুনের পাতা ছােট হওয়া রােগ, টমেটোরছােট কুঁড়ি রােগ, আখের গ্রাসিট রােগ, সাইট্রাস গ্রিনিং, আখের সাদা পাতা রােগ ইত্যাদি।

একটি বহুরূপি সংক্রামক জীবাণুর নাম লিখ ?
উত্তর : মাইকোপ্লাজমা।

মাইকোপ্লাজমা কোথায় রােগ সংক্রমণ ঘটায় ?
উত্তর : স্বাসযন্ত্রে।

: মাইকোপ্লাজমা নামকরণ করেন কে?
: Freundt ; Edward.

: মাইকোপ্লাজমার কলােনি দেখতে কেমন ?
উত্তর। ; ডিম পােচের মতাে।

প্রশ্ন-৮ : মাইকোপ্লাজমাতে কোন নিউক্লিক এসিড থাকে ?
উত্তর : DNA, RNA

প্রশ্ন-৯ : মাইকোপ্লাজমার দেহ কয়টি অংশে বিভক্ত থাকে ?
উত্তর : ২টি। (১) জিনােপ্লাজম (২) পেরিপ্লাজম।

প্রশ্ন-১০ : মাইকোপ্লাজমার দেহের অভ্যন্তরীণ এনজাইম কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তর : DNA রেপ্লিকেশনে।

প্রশ্ন-১১ : মাইকোপ্লাজমা পােষক কোষে কী কি রাসায়নিক দ্রব্য উৎপন্ন করে ?
H2O2 এবং NH4

প্রশ্ন-১২ : মাইকোপ্লাজমার আয়তন কেমন ?
উত্তর। : বৃহত্তম ভাইরাস থেকে বড় কিন্তু ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া থেকে ছােট।

প্রশ্ন-১৩ : মাইকোপ্লাজমা কোন ধরনের অণুজীব ?
উত্তর : পরজীবী, মৃতজীবী বা মুক্তজীবী।

প্রশ্ন-১৪ : মাইকোপ্লাজমার কোষ প্রাচীর কেমন ?
উত্তর : কোষ প্রাচীর নেই, ৩ স্তরবিশিষ্ট প্লাজমামেমব্রেন আছে।

প্রশ্ন-১৫ : কৃত্রিম আবাদ মাধ্যমে মাইকোপ্লাজমা আবাদ করা যায় কী ?
উত্তর : হঁ্যা, স্টেরল সমৃদ্ধ মাধ্যমে আবাদ করা যায়।

প্রশ্ন-১৬ : মাইকোপ্লাজমার বৃদ্ধির জন্য কোন রাসায়নিক পদার্থের প্রয়ােজন?
উত্তর স্টেরল।

প্রশ্ন-১৭ : মাইকোপ্লাজমার বংশ বৃদ্ধির জন্য কোন পােষক প্রয়ােজন হয় ?
: না, কোন পােষকের প্রয়ােজন হয় না।

প্রশ্ন-১৮ : মাইকোপ্লাজমায় কোনাে স্পাের তৈরি হয় কী না ?
উত্তর : না, কোনাে স্পাের তৈরি হয় না।

প্রশ্ন-১৯; মাইকোপ্লাজমার রঞ্জন বৈশিষ্ট্য কী ?
: গ্রাম নেগেটিভ প্রকৃতির।

প্রশ্ন-২০: মাইকোপ্লাজমার অযৌন জনন হয় কিভাবে ?
: দ্বিবিভাজন বা খত্তায়নের মাধ্যমে।

প্রশ্ন-২১ : মাইকোপ্লাজমা কিভাবে কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায়?
: কোষের হরমােন ভারসাম্য নষ্ট করে।

প্রশ্ন-২২ : কোন কোন জীবে মাইকোপ্লাজমা রােগ সৃষ্টি করে ?
উত্তর : প্রাণী উদ্ভিদ উভয়েরই রােগ সৃষ্টি করে।

প্রশ্ন-২৩ : উদ্ভিদে রােগ সৃষ্টিকারী মাইকোপ্লাজমাকে কী বলে?
: ফাইটোপ্লাজমাস।

প্রশ্ন-২৪ : PPLO-এর পূর্ণরূপ কী ?

: Pleuropneumoniae like organism.

প্রশ্ন-২৫ : মাইকোপ্লাজমা গণের আদর্শ প্রজাতির নাম কী ?

উত্তর • Mycoplasma mycoides.

প্রশ্ন-২৬ : ধানের হলদে বামন রােগ আবিষ্কৃত হয় কত সালে কোথায় ?

: ১৯০০ সালে জাপানে।

প্রশ্ন-২৭: মাইকোপ্লাজমা দ্বারা সৃষ্ট কয়েকটি প্রাণিদেহের রােগের নাম লিখ।

উত্তর : গরুর নিউমােনিয়া রােগ, শূকুরের Anthritis, মােরগ-মুরগির শ্বাস রােগ ইত্যাদি।

প্রশ্ন-২৮ : মাইকোপ্লাজমা দ্বারা সৃষ্ট মানব দেহের রোগের নাম লিখ।

উত্তর : নিউমােনিয়া (Pneurnormia), ইউরিথ্রাইটিস (Urithrytics), পুং বন্ধ্যাত্ব প্রভৃতি।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। মাইকোপ্লাজমা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখ।
২। মাইকোপ্লাজমার আবিষ্কার সম্পর্কে লেখ।
৩। মাইকোপ্লাজমা ও ভিরয়েড এর মধ্যে পার্থক্য লেখ।
৪। মাইকোপ্লাজমা ও রিকেটসিয়ার মধ্যে পার্থক্য লেখ।
৫। মাইকোপ্লাজমা ও ভাইরাসের মধ্যে পার্থক্য লেখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। মাইকোপ্লাজমা কোষের গঠন বর্ণনা কর। [উত্তর সংকেত : ২.৫.৬] (জাবি-২০০৫, ২০১২

২। মাইকোপ্লাজমার অর্থনৈতিক গুরুত্ব লেখ। [উত্তর সংকেত : ২.৫.৭]

৩। ভাইরাস, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া ও ব্যাকটেরিয়ার মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্যসমূহ লেখ। উত্তর সংকেত : ২.৫.১১

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। মাইকোপ্লাজমার সংক্ষিপ্ত পরিচিতি দাও।
পরীক্ষা-২০০৪
২। টীকা লিখ : মাইকোপ্লাজমা।
পরীক্ষা-২০০৫
৩। চিত্রসহ মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর।
পরীক্ষা-২০০৬
৪। মাইকোপ্লাজমার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
পরীক্ষা-২০০৮
৫। মাইকোপ্লাজমার সংক্ষিপ্ত পরিচিতি দাও।
পরীক্ষা-২০১০
Rickettsia ও Mycoplasma এর চারটি পার্থক্য লিখ।
পরীক্ষা-২০১২
৭। (ক) PPLO-এর পূর্ণরূপ নাম লিখ। [Pleuro Pneumoria Like organisms]
(খ) মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশান্স প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

ভাইরাস

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ভাইরাস কী ?
নিউক্লিক অ্যাসিড ও প্রােটিনের সমন্বয়ে গঠিত এক প্রকার অতি আণুবীক্ষণিক, অকোষীয়, পরজীবীয় সংক্রামক সত্তা, যা উপযুক্ত পােষক কোষের অভ্যন্তরে বংশ বিস্তার করে এবং বিশেষ বিশেষ রােগ সৃষ্টি করতে পারে কিন্তু পােষক কোষের বাইরে জড় বস্তুর ন্যায় অবস্থান করে তাদেরকে ভাইরাস বলে।

ভিরিয়ন কী ?
: নিউক্লিক অ্যাসিড প্রােটিনের সমন্বয়ে গঠিত এবং সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ এককের ভাইরাস কণাকে ভিরিয়ন (Virion) বলে।

ক্যাপসসামিয়ার কাকে বলে?
: ভাইরাসের গঠনে, নিউক্লিক অ্যাসিডের বাইরের প্রােটিন আবরণটি অসংখ্য প্রােটিন অণুর একক দ্বারা গঠিত প্রতিটি অণু একককে ক্যাপসােমিয়ার বলে।

: RNA ভাইরাস কাকে বলে?
: যে সকল ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসাবে RNA রয়েছে সে সকল ভাইরাসকে RNA ভাইরাস বলে। অন্যভাবে, উদ্ভিদদেহে রােগ সৃষ্টিকারী ভাইরাসকে RNA ভাইরাস বলে। যেমন- তামাক পাতার (Tobacco Masaic virus) মােজাইক রােগ ।

DNA ভাইরাস কাকে বলে?
: যে সকল ভাইরাসের মধ্যে নিউক্লিক এসিড হিসাবে DNA রয়েছে, সে সকল ভাইরাসকে DNA ভাইরাস বলে। অন্যভাবে, প্রাণীদেহে রােগ সৃষ্টিকারী ভাইরাসকে DNA ভাইরাস বলে। যেমন- এইডস রােগের ভাইরাস HIV (Human Immuno Deficiency Virus)।

ব্যাকটেরিওফায কাকে বলে ?
যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের দেহাভ্যন্তরে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাদেরকে ব্যাকটেরিওফায বলে। যেমন- T-ব্যাকটেরিওফায।

প্রশ্ন-৭ : ক্যাপসিড কী ?
উত্তর : ভাইরাসের দেহের বাইরের প্রােটিন আবরণীকে ক্যাপসিড বলে।

: ক্যাপসিডের কাজ কী ?
: ভাইরাস জিনােম রক্ষা করা, বংশবিস্তারের সময় ভাইরাস ক্যাপসিড অংশকে পোষক দেহের বাইরে পরিত্যাগ করে।

প্রশ্ন- । অ্যাকটিনােফায কী ?
: যে ভাইরাস অ্যাকটিনােমাইসিটিস (Actinomycetes) কে ধ্বংস করে তাকে অ্যাকটিনােফায় বলে ।

প্রশ্ন-১০ : মাইকোফায কী ?
উত্তর : যে ভাইরাস ছত্রাককে ভক্ষণ করে বা ধ্বংস করে তাকে মাইক্রোফাজ বলে। যেমন— VLP3, PsVs।

প্রশ্ন-১১ : সায়ানােফা কী ?
: যে ভাইরাস সায়ানাে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে সায়ানােফা ভাইরাস বলে। যেমন- LPP-1, LPP-২,

প্রশ্ন-১২ : ভাইরাস কোন ধরনের শব্দ?
ভাইরাস ল্যাটিন শব্দ।

প্রশ্ন-১৩ : ভাইরাস শব্দের অর্থ কী ?
উত্তর : এর অর্থ Poison বা বিষ।

প্রশ্ন-১৪ : কে মভ প্রকাশ করেন A virus is a virus?
: A. Laoff এর মতে।

প্রশ্ন-১৫ : ভাইরাস কোন কোন উপাদানে তৈরি ?
উত্তর : প্রােটিন ও নিউক্লিক এসিড।

প্রশ্ন-১৬ : ভাইরাসের প্রােটিন কোন ধরনের প্রােটিন ?
: নিউক্লিওপ্রােটিন।

প্রশ্ন-১৭ : ১৭৯৬ সালে কে বসন্ত রােগের কারণ স্বরূপ ভাইরাস কথার উল্লেখ করেন ?
: বিজ্ঞানী জেনার।

প্রশ্ন-১৮ : কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন ?
উত্তর ; বিজ্ঞানী মেয়ার।

প্রশ্ন-১৯ : ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসের নাম কি ?
উত্তর : ব্যাকটেরিওফাজ।

প্রশ্ন-২০ ; কে ব্যাকটেরিওফাজের নামকরণ করেন ?
উত্তর : ডি, হেরেলি।

: ভাইরাস কোন পদ্ধতিতে বিশুদ্ধ করা যায় ?
উত্তর

: সেন্ট্রিফিউজের মাধ্যমে।
প্রশ্ন-২২ : কে প্রথম টোব্যাকো মােজাইক ভাইরাস কেলাসিত করেন?
উত্তর। : W. M. Stanly.

প্রশ্ন-২৩: কোন ভাইরাস শৈবাল আক্রমণ করে ?
: সায়ানােফাজ।

প্রশ্ন-২৪ : ভাইরাসের কোন অংশ রােগ তৈরিতে সহায়তা করে না?
উত্তর প্রােটিন অংশ। অর্থাৎ ক্যাপসিড।

প্রশ্ন-২৫ : কত সালে AIDS রােগের কারণ Virus বলে প্রমাণিত হয় ?
উত্তর : ১৯৮৪ সালে।

প্রশ্ন-২৬ : কে AIDS রােগের কারণ Virus আবিষ্কার করেন ?
: Gallow.

প্রশ্ন-২৭: AIDS রোগের জীবাণুর নাম কী ?
উত্তর : HIV = (Human Immunodeficiency Virus)

প্রশ্ন-২৮। বার্ডফুর ভাইরাসের নাম কী ?
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস- HEN,

প্রশ্ন-২৯ : কোন ভাইরাস আয়তনে বড় ?
: ভ্যাসিনিয়া ও ভ্যারিওলা।

প্রশ্ন-৩০ : মানুষের একটিমাত্র কোষে কতটি Polio Virus থাকতে পারে ?
: ৬ কোটি।

প্রশ্ন-৩১: TMV এর আকার কেমন ?
: দণ্ডাকার।

প্রশ্ন-৩২ : T-Virus এর আকৃতি কেমন ?
উত্তর : ব্যাঙাচি আকৃতির।

প্রশ্ন-৩৩ : পােলিও ভাইরাস দেখতে কেমন?
: বহুভুজাকার।

প্রশ্ন-৩৪ : TMy কোন গােত্রের উদ্ভিদে রােগ তৈরি করে ?
উত্তর : সােলানে সী গােত্রের উদ্ভিদে যাকে Solanaceous বলে।

প্রশ্ন-৩৫ : ভাইরাসে কোষীয় গঠন কেমন ?
উত্তর : অকোষীয়।

প্রশ্ন-৩৬ : ভাইরাসের জীবীয় অন্যতম বৈশিষ্ট্য কী?
: Variation Mutation.

প্রশ্ন-৩৭ : সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাসকে কী বলে?
উত্তর : ভিরিয়ন (virion)।

প্রশ্ন-৩৮; সব ভাইরাসের কী ক্যাপসিড আছে ?
উত্তর : না, থাকে না।

প্রশ্ন-৩৯ লিপিড বা লিপােপ্রােটিন আবরণী বিশিষ্ট ভাইরাসকে কী বলে?
; লিপােভাইরাস বলে।

প্রশ্ন-৪০ ফুলকপির মােজাইক ভাইরাসে কোন নিউক্লিক এসিড থাকে ?
: DNA.

প্রশ্ন-৪১ : ইনফ্লুয়েঞ্জা, পােলিও, জলাতংক ভাইরাসে কোন নিউক্লিক এসিড বিদ্যমান?
উত্তর : RNA.

প্রশ্ন-৪২ ভাইরাসের টেকনিক্যাল টার্ম কি ?
উত্তর । ভিরিয়ন (Virion)।

প্রশ্ন-৪৩। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস কণাকে কি বলে?
: নিউক্লিও ক্যাপসিড

প্রশ্ন-৪৪ : প্লাজমাঝিল্লি দ্বারা আবৃত ভাইরাসকে কি বলে ?
: মিক্সোভাইরাস।

প্রশ্ন-৪৫ ; কোন কোন ভাইরাস RNA দুই সূত্ৰক ?
: রিভাইরাসের।

প্রশ্ন-৪৬ : T২ ভাইরাসের লেজের অভ্যন্তরে যে এনজাইম থাকে তার নাম কি ?
: লাইসােজাইম এনজাইম।

প্রশ্ন-৪৭ : T২ ব্যাকটেরিওফাযের কোন অংশে কলার বর্তমান ?
উত্তর : মাথা ও লেজের সংযােগস্থলে।

প্রশ্ন-৪৮ : I, ভাইরাসের কলার কী দিয়ে তৈরি ?
উত্তর : প্রােটিন।

প্রশ্ন-৪৯ : T,২ভাইরাসে স্পর্শক জ্ঞ কয়টি এবং এর কাজ কী ?
: ৬টি, পােষককে আঁকড়ে ধরা।

প্রশ্ন-৫০ : HIV-এর RNA হতে DNA ট্রান্সফরমেশন নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর : রিভার্স ট্রান্সক্সপটেজ এনজাইম।

প্রশ্ন-৫১ : Virus-এর জনন প্রক্রিয়ার নাম কি ?
উত্তর। : Replication বা অনুলিপন।

প্রশ্ন-৫২ : পতঙ্গের মাধ্যমে ভাইরাস স্থানান্তরে কোন পতঙ্গ বেশি ভূমিকা রাখে ?
উত্তর : Herniptera গ্রুপের পতঙ্গ।

প্রশ্ন-৫৩ : লাল টিউলিপ ফুলের সাদা লম্বা দাগ কিসের দ্বারা সৃষ্টি হয়?
: Virus -এর সাহায্যে সৃষ্টি হয় ।

প্রশ্ন-৫৪: কোন ভাইরাস আক্রমণে দেহের কোষ ফেটে যায় ?
উত্তর : Ebiola Virus.

প্রশ্ন-৫৫ : যে ভাইরাস ছত্রাকে আক্রমণ ও ধ্বংস করে তার নাম কি ?
উত্তর মাইকোফাজ।

প্রশ্ন-৫৬ : কোন বিজ্ঞানী ১৯২৭ সালে প্রথম ভাইরাসের শ্রেণিবিন্যাস করেন?
উত্তর : Johanson.

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশন ও প্রশ্নব্যাংক║অনার্স ১ম বর্ষ║

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

ভাইরাস কাকে বলে? ভাইরাসের বৈশিষ্ট্য লেখ।
অথবা, জীবজগতে ভাইরাসের অবস্থান বর্ণনা কর।
২। ভাইরাসের প্রকৃতি উল্লেখ কর।
৩। উদ্ভিদ ভাইরাস প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য লেখ।
৪। ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখ।
৫। ভাইরাস ও মাইকোপ্লাজমার মধ্যে পাথর্ক্য লেখ।
৬। ভাইরাস ও রিকেটসিয়ার মধ্যে পার্থক- লেখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। DNA ভাইরাস বা T, ব্যাকটেরিওফাযের গঠন বর্ণনা কর।
২। RNA ভাইরাস বা TMV ভাইরাস বা উদ্ভিদ ভাইরাসের গঠন বর্ণনা কর ।
৩। HIV ভাইরাসের গঠন বর্ণনা কর ।
৪। HIV ভাইরাসের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর।
৫। ভাইরাসের স্থানান্তর বা উদ্ভিদ ভাইরাসের স্থানান্তরণের পদ্ধতিগুলাে বর্ণনা কর।
৬।
ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। (ক) ভাইরাস এর সংক্ষিপ্ত পরিচিতি দাও। [
(খ) HIV-এর গঠন, সংখ্যাবৃদ্ধি ও গুরুত্ব বর্ণনা কর।
পরীক্ষা-২০০৩
২। (ক) ভাইরাস কী ? ভাইরাসকে কেন কোষ হিসেবে আলােচনা করে।
(খ) ভাইরাসের প্রকৃতি উল্লেখ কর। উদ্ভিদ ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ।
পরীক্ষা-২০০৪
(ক) HIV ভাইরাসের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর।
পরীক্ষা-২০০৫
1 উদ্ভিদ ভাইরাস স্থানান্তরণের পদ্ধতিগুলাে বর্ণনা কর।
পরীক্ষা-২০০৬
HIV এর সংখ্যা বৃদ্ধি বর্ণনা কর।
১। RNA ভাইরাস ও ভিরিয়ডের মধ্যে পার্থক্য লেখ।
পরীক্ষা-২০০৭
ভাইরাস স্থানান্তরের পদ্ধতিগুলাে সংক্ষেপে আলােচনা কর।
পরীক্ষা-২০০৮
(ক) HIV এর গঠন ও সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর।
(খ) সংক্ষেপে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
পরীক্ষা-২০০৯
৮। (ক) একটি DNA ভাইরাস ও একটি RNA ভাইরাসের গঠন বর্ণনা কর .
পরীক্ষা-২০১০
(ক) ভাইরাসের দুটি জীবন বৈশিষ্ট্য লিখ।
(খ) TMV এর গঠন বর্ণনা কর।
পরীক্ষা-২০১১
১০। (ক) HIV এর পূর্ণ নাম লিখ।
(খ) RNA ভাইরাস এবং ভিরয়েডস এর মধ্যে পার্থক্য লিখ।
(গ) T: ফায ভাইরাসের গঠন বর্ণনা কর।
পরীক্ষা-২০১২
১১। (ক) একটি দণ্ডাকার ভাইরাসের নাম লিখ।
(খ) উদাহরণসহ DNA ভাইরাস ও RNA ভাইরাসের পার্থক্য কর।
পরীক্ষা-২০১৩
উদ্ভিদ ভাইরাসের বিভিন্ন স্থানান্তর পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
১০। HIV এর গঠন ও সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর।

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশান্স [ Botany Non Major First year Suggestion and Question Bank]

উদ্ভিদবিজ্ঞান নন মেজর সাজেশান্স

For more suggestion click here

You cannot copy content of this page