প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২২  প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক  Zoology Non-major question bank  Zoology Non-major Suggestion  অনার্স ১ম বর্ষ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৪ সালের(পরীক্ষা- ২০২৩) পরীক্ষার্থী তাদের জন্য ২০২১ এবং ২০১৯ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৪ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা- ২০২০/২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৬/১২/২০২১)]
(প্রাণিবিদ্যা বিভাগ)
বিষয় : Introduction to Zoology : Protozoa and Non-Chordate, Human Physiology and Applied Zoology
বিষয় কোড : ২১৩১০৫ সময়—৪ ঘণ্টা; পূর্ণমান-৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র ও উদাহরণ দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) জীবন কী? (What is life?)
উত্তর : বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, অনুভূতি, অভিব্যক্তি, পুষ্টি, রেচন, চলন প্রভৃতি গুণ সম্পন্ন এবং প্রোটোপ্লাজম নামক এক প্রকার সুসংগঠিত জটিল জৈব বস্তুর বিকশিত শক্তিকেই জীবন বলে।

(খ) পপুলেশন বলতে কী বুঝ? (What do you mean by population?)
উত্তর : কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির অন্তর্গত সকল সদস্যের সমষ্টিকে জনগোষ্ঠী বা পপুলেশন বলে।

(গ) কো-এসারভেট কাকে বলে? (What is called co-acervate?)
উত্তর : A.I Oparin এর গবেষণা থেকে জানা যায় তৎকালে সরল প্রোটিনের (যেমন-জিলেটিন) তরল দ্রবণ যে-কোনো জটিল সুগারের সাথে মিশ্রিত হয়ে কো-এসারভেট তৈরি করেছিল। এদের অন্যতম বৈশিষ্ট্য ছিল চতুর্দিকের দ্রবণ থেকে কলয়ডাল দ্রব্য পরিশোধন করে তাদের অভ্যন্তরে জমা করা।

(ঘ) সিলোমের সংজ্ঞা দাও। (Define coelom.)
উত্তর : পেরিটোনিয়াম দ্বারা পরিপূর্ণরূপে পরিবৃত্ত ফাঁকা স্থান যা দেহ প্রাচীর ও পোষ্টিক নালির মধ্যবর্তী অংশে অবস্থিত থাকে তাকে সিলোম বলা হয় ।

(ঙ) Animal pole কী? (What is animal pole?)
উত্তর : ডিম্বাণুর সাইটোপ্লাজমের যে দিকে নিউক্লিয়াস থাকে সে অঞ্চলকে Animal pole বলে ।

(চ) প্যারাজোয়া শব্দের অর্থ কী? (What do you mean by parazoa?)
উত্তর : বহুকোষী আকার নিয়ে গঠিত যা মূলত একটি গ্যাস্টুলার সাথে তুলনীয়।

(ছ) স্ট্যাটোসিষ্ট কী? (What is statocyst?)
উত্তর : মেডুসার প্রতিটি একান্তর কর্ষিকার গোড়ায় ১টি করে মোট ৮টি থলি সদৃশ সংবেদী অঙ্গ থাকে, যার নাম স্ট্যাটোসিস্ট

(জ) মুক্তা কী? (What is pearl?)
উত্তর : ঝিনুকের খোলকের Nacerous স্তরে কোন Foreign particles যেমন- পরজীবী, বালুকণা ও উদ্ভিদ শেষাংশ প্রবেশ করলে ম্যান্টলের প্রাচীর হতে নিঃসৃত এক ধরনের পদার্থ তাকে আবৃত করে ফেলে এভাবে বড় হতে থাকে। একে মুক্তা বলে ।

(ঝ) বহুরূপতা কী? (What is polymorphism?)
উত্তর : একই প্রজাতির বিভিন্ন সদস্য কলোনি গঠন করে বসবাসকালে ভিন্ন ভিন্ন কাজের প্রেক্ষিতে সদস্যদের মধ্যে গঠনগত পার্থক্য প্রকাশের প্রক্রিয়াকে বহুরূপতা বলে।

(ঞ) প্রজাতি কাকে বলে? (What is speces? )
উত্তর : প্রজাতি হলো একই জীবগোষ্ঠীভুক্ত এমন ধরনের স্বতন্ত্র জীবের সমষ্টি যারা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে ও জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম অথচ অনুরূপ অন্য কোনো জীব গোষ্ঠী থেকে প্রজনন দিক দিয়ে পৃথক, যাদের জিন আদান-প্রদান কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ এবং যারা অভিন্ন জিন ভাণ্ডারের অংশীদার।

(ট) নিউরোহরমোন বলতে কী বুঝ? (What do you mean by neurohormone?)
উত্তর : স্নায়ুকোষ থেকে নির্গত এক ধরনের রাসায়নিক পদার্থ বা হরমোনের মত কাজ করে তাকে নিউরো-হরমোন বলে।

(ঠ) IPM এর পূর্ণরূপ কী? (What is the full form of IPM?)
উত্তর : Integrated Pest Management (IPM) শব্দটির অর্থ হচ্ছে সমন্বিত আপদ ব্যবস্থাপনা ।

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। মরফোমেট্রিক্স ও মেরিস্টিক্স এর পার্থক্য লিখ। (Write down the differences between Morphometrics and Meristics.)
৩। পলিপ ও মেডুসার মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between Ployp and Medusa.)

81 Ascaris এর পরজীবীয় অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো লিখ। (Write down the parasitic adaptation characteristics of Ascaris.)

Eimeria-র রোগতাত্ত্বিক দিকগুলো লিখ। (Write down the pathogenecity of Eimeria.)

Balanoglossus কী একটি কর্ডেট প্রাণী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

পরিপাক ও শোষণের মধ্যে পার্থক্য লিখ। (Differentiate between digestion and absorption.)

৮। শর্করা বিপাকে ভিটামিনের ভূমিকা আলোচনা কর। (Discuss the role of vitamins carbohydrat metabolism.)

বাংলাদেশে হাঁস-মুরগি খামারের আর্থ-সামাজিক গুরুত্ব আলোচনা কর। (Discuss the socio-economic importance of poultry farms in Bangladesh.)

গ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। জনুঃক্রম ও মেটাজেনেসিস কী? Obelia জীবনচক্রে মেটাজেনেসিসের গুরুত্ব লিখ। (What is alternation of generation and metagenesis? Write down the importance of metagenesis of Obelia.)

১১। নিউরন কী? নিউরনের চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও। (What is neuron? Describe neuron with labelled diagram.)

১২। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Platyhelminthes এর পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর। (Classify the phylum Platyhelminthes up to the order with two diagnostic characteristics and example of each.)

১৩। দ্বি-শাখা উপাঙ্গ কী? চিংড়ির শিরবক্ষের উপাঙ্গসমূহ বর্ণনা দাও। (What is biramous appendage? Discuss the cephalothoracic appendages of prawn.)

১৪। Astropecten এর পানি সংবহন তন্ত্রের বর্ণনা দাও। (Describe the water vascular system of Astropecten.)

১৫। অ্যালভিওলাস কী? রক্তের মাধ্যমে O2 ও CO2পরিবাহিত হয় বর্ণনা কর। (What is alveolus? Describe how O2 and CO2 transported through blood.)

১৬। প্রভুগ্রন্থি কী? প্রভুগ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ উল্লেখ কর। (What is mastergland? Mention the name and function of hormones secreted by mastergland.)

১৭। ধানক্ষেত্রে মাছ চাষের পদ্ধতিসমূহ বর্ণনা কর। (Describe in brief the methods of paddy-cum-fish culture.)

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

পরীক্ষা- ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-১২/১১/২০১৭)।
(প্রাণিবিদ্যা বিভাগ)
বিষয় : Introduction to Zoology : Protozoa and Non-Chordate, Human Physiology and Applied Zoology
বিষয় কোড : ২১৩১০৫ সময়—৪ ঘণ্টা; পূর্ণমান-৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র ও উদাহরণ দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) বাস্তুতন্ত্রের সংজ্ঞা দাও।
উত্তর : E. P. Odum (1963) বলেন, বাস্তুতন্ত্র হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের, জীবসম্প্রদায় এবং জড় উপাদানের মধ্যে আন্তঃক্রিয়ায় গড়ে উঠা এমন এক সমষ্টিগত একক, যেখানে পুষ্টিচক্র ও শক্তিপ্রবাহ স্বনিয়ন্ত্রিত এবং স্ব-অস্তিত্বে বিরাজমান থাকে।

(খ) জনগোষ্ঠী বলতে কী বুঝ?
উত্তর : কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির অন্তর্গত সকল সদস্যের সমষ্টিকে জনগোষ্ঠী বা পপুলেশন বলে।

গ হেটেরোক্রোমাটিন কী?
উত্তর : রঞ্চিত করার পর ক্রোমোজোমের যে অঞ্চল গাঢ় রং ধারণ করে তাকে হেটারোক্রামটিন বলা হয়।

(ঘ) অপকৃত সিলোম বলতে কী বুঝ?
উত্তর : যে সকল প্রাণীদের দেহপ্রাচীর ও পৌস্টিক নালির প্রাচীরে মেসোডার্মাল আবরণ থাকে না তাদেরকে অপ্রকৃত সিলোম বা সিলোমযুক্ত প্রাণী বলে। যেমন- Nematoda, Acanthocephala.

নামকরণ কী?
উত্তর : কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণিবিন্যাসের কিছু নিয়মকানুন ও পদ্ধতি অনুসারে প্রাণীর প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে নামকরণ বলে।

(চ) শ্বসনের সংজ্ঞা দাও।
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব/ পরিবেশ থেকে গৃহীত O; দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ বা গতি শক্তিরূপে মুক্ত করে এবং উপজাত দ্রব্য হিসেবে Co, ত্যাগ করে তাকে শ্বসন বলে ।

(ছ) সাইক্লোসিস বলতে কি বুঝ?
উত্তর : Paramecium-এর এন্ডোপ্লাজমে বিদ্যমান খাদ্য গহ্বরগুলো একটি বিশেষ রীতিতে আবর্তিত হয়। প্রথমে পিছনের দিকে, এরপর আবর্তন ও সামনের দিকে এবং পুনরায় পশ্চাৎ দিকে হয় যাকে সাইক্লোসিস বলে। এ সময় খাদ্যের পরিপাক প্রক্রিয়া চলতে থাকে।

(জ) ম্যাডিপোরাইট কী?
উত্তর : Astropecten-এর দুটি বাহুর আন্তঃঅরীয় স্থানে যে স্পষ্ট, চ্যাপ্টা, গোলাকার ছিদ্রযুক্ত পাত থাকে, তার নাম ম্যাড্রিপোরাইট।

(ঝ) ইমপ্ল্যান্টেশন এর সংজ্ঞা দাও।
উত্তর : বর্ধনশীল মানব ভ্রূণ জরায়ুর প্রাচীরে সংস্থাপিত হওয়ার কৌশলকে ইমপ্ল্যানটেশন বলে।

(ঞ) Obelia-এর লার্ভার নাম লিখ।
উত্তর : Obelia-এর লার্ভার নাম হলো প্লানুলা লার্ভা।

(ট) সমন্বিত মৎস্যচাষ বলতে কী বুঝ?
উত্তর : মাছের সাথে পশু-পাখি বা উদ্ভিদের একই খামারে চাষ ব্যবস্থাপনাকে সমন্বিত মৎস্য চাষ (Integrated fish farming) বলে।

(ঠ) ইনসুলিন কী?
উত্তর : ইনসুলিন একধরনের হরমোন। এর অভাবে মানুষের ডায়াবেটিস রোগ হয়। মেরুদণ্ডী প্রাণীর অগ্ন্যাশয়ের ল্যাঙ্গা- হ্যান্স দ্বীপপুজের বিটা কোষ থেকে প্রাকৃতিক নিয়মে নিঃসৃত হয় ।

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। একটি উদাহরণসহ Rotifera পর্বের বৈশিষ্ট্য লিখ।

৩। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লিখ ।

৪। Scypha-র কোয়ানোসাইট কোষের বর্ণনা দাও।

৫। হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য লিখ।

৬। জীববৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা কর ।

৭। মানুষের হৃদপিণ্ডের গঠন বর্ণনা কর।

৮। ধানক্ষেতে মাছ চাষের সুবিধাসমূহ লিখ।

৯। পুরুষ ও স্ত্রী Macrobrachium এর মধ্যে পার্থক্য লিখ।

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০

১০। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ (বৈজ্ঞানিক নাম) Annelida পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।

১১। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।

১২। বিভিন্ন প্রকার অমরাবিন্যাসের বর্ণনা দাও।

১৩। Paramecium-এর কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর ।

১৪। স্নেহে দ্রবণীয় ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগসমূহ বর্ণনা কর।

১৫। Astropecten-এর পানি সংবহনতন্ত্রের বর্ণনা দাও।

১৬। নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা কর।

১৭। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পোল্ট্রি ফার্মিং এর প্রভাব আলোচনা কর।

পরীক্ষা- ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসসি (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-১১/১০/২০১৮)]
(প্রাণিবিদ্যা বিভাগ)
বিষয় : Introduction to Zoology : Protozoa and Non-Chordate, Human Physiology and Applied Zoology
বিষয় কোড : ২১৩১০৫ সময়—৪ ঘণ্টা; পূর্ণমান-৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র ও উদাহরণ দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) জীববৈচিত্র্য বলতে কি বুঝ?
উত্তর : পৃথিবীর ভূমণ্ডল, জলমণ্ডল বায়ুমণ্ডলে বসবাসকারী লক্ষ লক্ষ প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের মধ্যে বিরাজমান জিনগত, প্রজাতিগত এবং বস্তুগত বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলে।

(খ) প্রজাতি বলতে কি বুঝ?
উত্তর : প্রজাতি হলো একই জীবগোষ্ঠীভুক্ত এমন ধরনের স্বতন্ত্র জীবের সমষ্টি যারা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে ও জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম অথচ অনুরূপ অন্য কোনো জীব গোষ্ঠী থেকে প্রজনন দিক দিয়ে পৃথক, যাদের জিন আদান-প্রদান কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ এবং যারা অভিন্ন জিন ভাণ্ডারের অংশীদার।

(গ) Fauna-এর সংজ্ঞা দাও।
উত্তর : জীববিজ্ঞানে ‘ফনা’ বলতে কোনো ভৌগোলিক অঞ্চলে অথবা প্রত্নতাত্ত্বিক যে কোনো সময়ে (যথা- Era, Epoch, Period প্রভৃতি) প্রাপ্ত যাবতীয় প্রাণী সম্পর্কে বুঝানো হয়।

(ঘ) প্রতিসাম্যতা বলতে কি বুঝ?
উত্তর : জ্যামিতিক নকশায় দেহের অংশসমূহের সজ্জারীতিকে প্রতিসাম্যতা বলে । অর্থাৎ দেহকে কোনো রেখা বা তল দ্বারা সমান সংখ্যক দেহাংশ বিভাজিত করার প্রক্রিয়াকে প্রতিসাম্যতা বলে ।

(ঙ) পামেলা দশা কী?
উত্তর : কখনও বা বিশেষ পরিস্থিতিতে Euglena একত্রে দলবদ্ধ হয়। এ সময় এরা নিজ কোষ দেহ হতে, জিলাটিন নামক এধরনের পিচ্ছিল আঠালো পদার্থ নিঃসরণ করে সকলে একটি সাধারণ গোলকের মধ্যে দলবদ্ধ হয় এবং ফ্ল্যাজেলার বিলুপ্তি ঘটায়। Euglena এই বিশেষ অবস্থা বা দশাকে পামেলা দশা বলে।

(চ) স্পিকিউল কী?
উত্তর : পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কঙ্কালকে স্পিকিউল বলে।

(ছ) জুইড বলতে কি বুঝ?
উত্তর : কলোনি গঠনকারী প্রাণীদের বিভিন্ন অংশকে Zooid বলে। Cnidaria পর্বে Hydrozoa শ্রেণির অন্তর্গত প্রাণীদের Zooid দেখা যায় । যেমন— Obelia | Obelia-র উপনিবেশে তিন ধরনের Zooid থাকেন। যথা- (ক) পলিপ, (খ) বাস্টোস্টাইল ও (গ) মেডুসা ।

(জ) পেডিসিলারী কী?
উত্তর : কণ্টক এবং ত্বকীয় ফুলকা ছাড়াও Astropecten -এর পরাঈমুখ তলে অসংখ্য অতিক্ষুদ্র সাদা বর্ণের রূপান্তরিত স্পাইন বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এদের পেডিসিলারি বলে। এরা দেহের উপরিভাগ পরিষ্কার রাখে।

(ঝ) কাইম বলতে কি বুঝ?
উত্তর : পাকস্থলীতে আগত খাদ্য পাকস্থলী প্রাচীরের সংকোচন ও প্রসারণের মাধ্যমে সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে তার সাথে এনজাইম মিশ্রিত হয়ে যে পিন্ডে পরিণত হয় তাকে কাইম বলে।

(ঞ) রেচন বলতে কি বুঝ?
উত্তর : বিপাকীয় কাজের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয়, অতিরিক্ত ও দূষিত পদার্থ যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে দেহ থেকে দ্রুত ও নিয়মিত হারে অপসারিত হয় তাকে রেচন বলে।

(ট) পেস্ট বলতে কি বুঝ?
উত্তর : যে সব কীটপতঙ্গ আমাদের কৃষিজ দ্রব্যের ক্ষতিসাধন করে এবং সেই ক্ষতি যদি অর্থনৈতিক মাত্রা অতিক্রম করে তবে সেই সব পতঙ্গকে Pest বলা হয়।

(ঠ) মনোসেক্স কালচার কী?
উত্তর : যখন কোনো একক প্রজাতির কেবল পুরুষ কিংবা স্ত্রী জাতের মাছ চাষ করা হয় তখন তাকে মনোসেক্স কালচার বলা হয়।

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

খ-বিভাগ

[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ৪ X ৫ = ২০

২। লাইসোজোমের গঠন ও কাজ লিখ।

৩। ট্যাগমাটাইজেশন কী? প্রাণী শ্রেণিবিন্যাসে-এর গুরুত্ব উল্লেখ কর।

81 Paramecium-এর সাইক্লোসিস বর্ণনা কর।

৫। Ascaris-এর রোগতত্ত্ব বর্ণনা কর।

৬। অন্তঃকোষীয় পরিপাক ও বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য লিখ।

৭। শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা লিখ।

৮। বার্ডফ্লু কী? সংক্ষেপে আলোচনা কর।

৯। কার্পজাতীয় মাছ চাষের সুবিধা ও অসুবিধা লিখ।

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ১০ × ৫ = ৫০

১০। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ (বৈজ্ঞানিক নাম) মলাস্কা পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।

১১। প্রাণিদেহের সাংগঠনিক স্তরগুলো বিবরণ দাও ।

১২। বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা দাও।

১৩। Euglena-র দৈহিক গঠন বর্ণনা কর।

১৪। Scypha-র নালীতন্ত্র বর্ণনা কর।

১৫। রক্তের মাধ্যমে কীভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় বর্ণনা কর। /

১৬। প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা কর।

১৭। ধানক্ষেতে মাছ চাষের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

পরীক্ষা- ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৬/০৯/২০১৯)]
(প্রাণিবিদ্যা বিভাগ)
বিষয় : Introduction to Zoology : Protozoa and Non-Chordate, Human Physiology and Applied Zoology
বিষয় কোড : ২১৩১০৫ সময়—৪ ঘণ্টা; পূর্ণমান-৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র ও উদাহরণ দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) প্রোটোবায়োন্ট কি? (What is Protobiont?)
উত্তর : প্রোটোবায়োন্ট হলো জীব উৎপত্তির প্রথম সোপান। এ অবস্থাকে প্রকৃত জীবন না বললেও জীবনের কাছাকাছি বিবেচনা করা যায় ।

(খ) বায়োটা বলতে কি বুঝ? (What do you mean by Biota?)
উত্তর : কোনো অঞ্চলের সমগ্র প্রাণীকুল (Fauna) ও উদ্ভিদকুল (Flora) একত্রে বায়োটা নামে আখ্যায়িত।

(গ) র‍্যাডুলা কি? (What is Radula?)
উত্তর : Pila সহ প্রায় সব Mollusca পর্বের প্রাণীর মুখবিবরের মেঝেতে ওডোনটোফোরের শীর্ষদেশে বাদামি বর্ণের ফিতার ন্যায় কাইটিন নির্মিত যে বিশেষ অঙ্গটি অবস্থান করে তার নাম র‍্যাডুলা। এটি গৃহীত খাদ্যবস্তুকে চূর্ণ করার কাজে সহায়তা করে ।

(ঘ) ককসিডিওসিস কি? (What is coccidiosis?)
উত্তর : Eimeria tenella দ্বারা মুরগির ছানার যে মারাত্মক রোগের সৃষ্টি হয় তা ককসিডিওসিস (Coccidiosis) নামে পরিচিত ।

(ঙ) সাইটোপ্লাইজ কি? (What is cytopyge?)
উত্তর : Paramecium এর দেহের পশ্চাৎ প্রান্তের পার্শীয় দিকের পেলিকলে একটি ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে সাইটোপ্লাইজ বলে।

(চ) Astropectrn-এর লার্ভার নাম লিখ।
উত্তর : বাইপিনারিয়া লার্ভা।

(ছ) অফ্রাডিয়াম কি? (What is Osphradium ? )
উত্তর : Pila-র ম্যান্টেল গহ্বরের ছাদ থেকে বাম ন্যুকাল খণ্ডের সন্নিকটে ঝুলন্ত অবস্থায় যে ডিম্বাকৃতির সংবেদী অঙ্গটি দৃশ্যমান হয়। তার নাম অসফ্রাডিয়াম।

(জ) সবুজ গ্রন্থি বলতে কি বুঝ?
উত্তর : ‘Prawn’ এর অ্যান্টেনার কক্সা খণ্ডের মধ্যে একটি করে সাদা, ঘোলাটে, মটর দানার মত অ্যান্টেনারী গ্রন্থি থাকে। একে সবুজ গ্রন্থি বলে।

(ঝ) ADH-এর পূর্ণরূপ কি? (What is Full from of ADH?)
উত্তর : ADH-এর পূর্ণরূপ হলো- Antidiuretic Hormone.

(ঞ) প্রণোদিত প্রজননের সংজ্ঞা দাও। (Define Induced spawning)
উত্তর : কৃত্রিম হরমোন, ইনজেকশনের মাধ্যমে মাংসপেশিতে ব্যবহার করে বন্ধ পানিতে কার্পজাতীয় মাছের প্রজননে উদ্বুদ্ধ করার প্রক্রিয়াকে প্রণোদিত প্রজনন বলে।

(ট) পাটের ক্ষতিকর একটি পতঙ্গের বৈজ্ঞানিক নাম লিখ। (Write down the scientific name of a jute pest.)
উত্তর : পাটের বিছা পোকা বৈজ্ঞানিক নাম— Diacrasia oblique.

(ঠ) শ্বসন কাকে বলে? (What is respiration?)
উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত O দ্বারা কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ বা গতি শক্তিরূপে মুক্ত করে এবং উপজাত দ্রব্য হিসেবে CO, ত্যাগ করে তাকে শ্বসন বলে।

খ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × 5 = ২০

২। নিষেক কি? নিষেকের তাৎপর্য উল্লেখ কর। (What is fertilization ? Mention the significance of fertilization.)

৩। DNA ও RNA এর পার্থক্য কর। (Differentiate DNA and RNA.)

৪। Euglena-এর বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে প্রাণিজগতে এর অবস্থান নির্ণয় কর। (Determine the position of Euglena in Animal Kingdom according to the characteristics.)

৫। Porifera পর্বের শ্রেণিবিন্যাসে স্পিকিউলের গুরুত্ব লিখ। (Write down the significance of spicules in the classification of phylum Porifera.)

৬। পুরুষ ও স্ত্রী Ascaris-এর মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between male and female Ascaris.)

৭। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত চারটি হরমোনের নাম ও কাজ লিখ। (Write down the name of four hormones secreted from pituitary gland and mention their functions.)

৮। ভিটামিন A ও C-এর উৎস ও অভাবজনিত রোগের নাম লিখ। (Write down the food source and deficiency discases of vitamin A and C.)

৯। বাংলাদেশে রেশম চাষের আর্থসামাজিক গুরুত্ব লিখ। (Write down the socioeconomic importance of sericulture in Bangladesh.)

প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০

১০। দুটি করে বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণসহ Annelida পর্বকে বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।(Classify the phyllum annelida up to the order with two diagnostic characteristics and the example of each.)

১১। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা কর।(Describe the fluid mosaic model of plasma membrane.)

১২। বহুরূপতা কি? Obelia-এর ক্ষেত্রে বহুরূপতা বর্ণনা কর। (What is Polymorphism? Describe the Polymorphism in Obelia.)

১৩। Astropectern-এর ক্ষেত্রে জৈবিক গুরুত্বসহ পানি সংবহন তন্ত্র বর্ণনা কর। (Describe the water vascular system of Astropectern with it’s biological significance.)

১৪। Paramecium-এর কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর।(Describe the conjugation process of Paramecium)

১৫। নেফ্রন কি? একটি নেফ্রনের গঠন ও কাজ বর্ণনা কর। (Describe the structure and function of a nephorn.)

১৬। মায়োজেনিক হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ডের বিশেষ ধরনের সংযোগী কলার বর্ণনা দাও।(What is myogenic heart? Describe the special junction tissue of heart.)

১৭। মুরগির রাণীক্ষেত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর। (Describe the causes, symptoms and remedies of runikhet disease of fowl.)


এই প্রাণিবিজ্ঞান নন-মেজর সাজেশন ২০২৪ / প্রাণিবিজ্ঞান নন-মেজর প্রশ্নব্যাংক / Zoology Non-major question bank / Zoology Non-major Suggestion / অনার্স ১ম বর্ষ ছাড়াও আরো পড়ুনঃ Health tips

You cannot copy content of this page