ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২২  ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক  Mycology question bank  Mycology Suggestion  অনার্স ১ম বর্ষ

আরো পড়ুনঃ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২৪) পরীক্ষার্থী তাদের জন্য ২০২১এবং ২০১৯ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৪ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা-২০২০/২০২১

জাতীয় বিশ্বাবদ্যালয়
[বিএসসি (অনার্স) ১ম বর্ষ; পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-১৮/১১/২০২১)।
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : ছত্রাকতত্ত্ব (Mycology)
বিষয় কোড : ২১৩০০৩ সময় : ৩ ঘণ্টা; পূর্ণমান : ৬০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) ছত্রাক তত্ত্বের জনক কে? (Who is the father of mycology ? )
উত্তর : আধুনিক ছত্রাকতত্ত্বের জনক Antony

(খ) একটি সিনোসাইটিক জলজ ছত্রাকের নাম লিখ। (Write down the name of an aquatic coenocytic fungus )
উত্তর : Saprolegnia.

(গ) ডলিপোর সেপ্টাম কী? (What is dolipore septum?)
উত্তর : বেসিডিওমাইসিটিস শ্রেণির ছত্রাকে মাইসেলিয়ামের প্রস্থ প্রাচীরে এক প্রকার সূক্ষ্ম ছিদ্র থাকলে তাকে ডলিপোর সেপ্টাম বলে ।

(ঘ) সোয়ার্ম কোষ কী? (What is swarm cell?)
উত্তর : Myxomycetes বা Slime mold এর Meiospore formation এর মাধ্যমে উৎপন্ন কোষকে সোয়ার্ম কোষ বলে।

(ঙ) স্ক্লেরোসিয়াম কাকে বলে? (What is sclerotium?)
উত্তর : একই সাথে অনেকগুলো হাইফো বর্ধিত, বিকশিত পুঞ্জীভূত হয়ে যখন গোলাকার ও শক্ত গঠনে পরিণত হয়। তখন তাকে স্ক্লেরোসিয়াম বলে।

(চ) হেটারোসিয়াস ছত্রাক কী? (What is heterocious fungus ? )
উত্তর : যে অবলিগেট প্যারাসাইটের জীবন চক্র সমাপ্ত করতে দুইটি ভিন্ন পোষকের প্রয়োজন হয় তাকে হেটারোসিয়াস ছত্রাক বলে।

(ছ) ফর্ম শ্রেণি বলতে কী বুঝ? (What do you mean by form-class ? )
উত্তর : Deuteromycetc শ্রেণির ছত্রাকে যৌন জনন ঘটে না বলে এই শ্রেণিকে ফর্ম শ্রেণি বলা হয়।

(জ) পিকনিডিয়াম কী? (What is pyenidium?)
উত্তর : পিকনিডিওস্পোর ধারণকারী অংশকে পিকনিডিয়াম বলে।

(ঝ) অ্যাম্ফিগাইনাস অ্যান্থেরিডিয়াম কী? (What is amphigynous antheridium?)
উত্তর : যে অ্যান্থেরিডিয়াম আর্কোনিয়ামে প্যাঁচানো অবস্থায় থাকাকে অ্যাম্ফিগাইনাস অ্যান্থেরিডিয়াম বলে।

(ঞ) প্যারাসেক্সুয়ালিটি কী? (What is parasexuality?)
উত্তর : সাধারণত ছত্রাকের স্বাভাবিক যৌন জনন ব্যতীত ব্যাতিক্রমধর্মী এই যৌন জননকে প্যারাসেক্সচুয়ালিটি বলা হয় ।

(ট) জীনতাত্ত্বিক গবেষণায় বহুলভাবে ব্যবহৃত ছত্রাকটির নাম কী? (What is the name of a fungi which is used in genetical research?)
উত্তর : Neurospora crassa নামক ছত্রাক জীনতাত্ত্বিক গবেষণায় বহুলভাবে ব্যবহৃত হয়।

(ঠ) একটি গোবরবাসী ছত্রাকের উদাহরণ দাও। (Give the example of a coprophilous fungus )
উত্তর : Ascobolus.

খ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৩ × ৫ = ১৫

২। স্লাইম মোল্ডের প্রাণী ও উদ্ভিদ সদৃশ বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। (Point out the animal like and plant like nature of slime mold.)

৩। ছত্রাকের ছয়টি অযৌন স্পোরের বর্ণনা দাও। (Describe six asexual spores of fungi.)

৪। বায়োলজিক্যাল স্পেসিয়ালাইজেশন কী? ব্যাখ্যা কর। (What is biological specialization? Explain it.)

৫। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব লিখ। (Write down the ecological importance of lichen.)

৬। ক্লাম্প কানেকশন বর্ণনা কর। (Describe the clamp connection.)

৭।কনিডিওফোরের চিহ্নিত চিত্র দাও। Give labelled diagram of conidiophores:

৮। পার্থক্য লিখ :
(i) রাস্ট ও স্মাট;
(ii) লাইকেন ও মাইকোরাইজা।

৯। কাইট্রিডিওমাইসিটিস শ্রেণির বৈশিষ্ট্যগুলো লিখ। (Write down the characteristics of class Chytridiomycetes.)

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ।]

১০। C.J. Alexopoulos ও C.W. Mims প্রদত্ত ছত্রাকের শ্রেণিবিন্যাস বর্ণনা কর। (Describe the fungal classification proposed by CJ. Alexopoulos and C.W. Mims.)

১১। চিত্রসহ স্লাইম মোল্ডের বিভিন্ন প্রকার ফ্রুটবডির বিবরণ দাও। (Describe the different types of fruit bodies of slime mold with labelled diagram.)

১২। কৃষি, ঔষধ ও শিল্পে ছত্রাকের ভূমিকা আলোচনা কর । (Discuss the role of fungi in agriculture, medicine and industry.)

১৩। একটি এককোষী এন্ডোবায়োটিক হলোকার্পিক ছত্রাকের জীবনচক্র বর্ণনা কর। (Describe the life-cycle of an unicellular endobiotic holocarpic fungus.)

১৪। মাইসেলিয়াম কী? ছত্রাকের বিভিন্ন প্রকার মাইসেলিয়ামের সচিত্র বর্ণনা কর। (What is mycellium? Describe different types of mycellium of fungi with diagram.)

১৫। Yeast-এর বিভিন্ন প্রকার জীবনচক্র চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। (With labelled diagram describe different types of life-cycle of Yeast.)

১৬। Neurospora-এর জীবনচক্র বর্ণনা কর। (Describe the life-cycle of Neurospora.)

১৭। সম্পূর্ণ ছত্রাক কী? অসম্পূর্ণ ছত্রাকের প্যারাসেক্সুয়ালিটি বর্ণনা কর। (What is perfect fungi? Describe parasexuality in imperfect fungi.)

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৩ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

পরীক্ষা-২০১৯

জাতীয় বিশ্বাবদ্যালয়
[বিএসসি (অনার্স) ১ম বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-২৪/০৮/২০১৯)
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : ছত্রাকতত্ত্ব (Mycology)
বিষয় কোড : ২১৩০০৩ সময় : ৩ ঘণ্টা; পূর্ণমান : ৬০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) প্লাজমোডিয়ামের সংজ্ঞা দাও। (Define plasmodium.)
উত্তর : স্লাইম মোন্ডের থ্যালাস নির্দিষ্ট আকারবিহীন প্রোটোপ্লাজম এবং ডিপ্লয়েড নিউক্লিয়াস বিদ্যমান থাকে যা নগ্ন, অকোষীয়, সিনোসাইটিক, প্রোটোপ্লাজম পিণ্ডকে প্লাজমোডিয়াম বলে।

(খ) মাইসেলিয়াম কী? (What is mycelium?)
উত্তর : হাইফিতে গঠিত ছত্রাকের জট পাকানো দেহটিকে মাইসেলিয়াম বলে।

(গ) পরজীবিতা বলতে কী বুঝ? (What do you mean by parasitism?)
উত্তর : পোষক দেহের ক্ষতিসাধন করে পরজীবীর পুষ্টি সংগ্রহের পদ্ধতিকে পরজীবিতা বলে ।

(ঘ) দুটি ডাইপ্লানেটিক ছত্রাকের উদাহরণ দাও। (Give two examples of diplanetic fungi)
উত্তর : ডাইপ্লানেটিজমের দুটি উদাহরণ- (i) Saprolegnia, (ii) Albugo.

(ঙ) ক্ল্যামাইডোম্পোর কী? (What is Clamydospore?)
উত্তর : ছত্রাকের হাইফা প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হবার পর যদি প্রতিটি খণ্ড পুরু প্রাচীরে আকৃতি হয় তখন ঐ স্পোরকে ক্ল্যামাইজেস্পোর বলে।

(চ) Ergotism বলতে কী বুঝ? (What do you mean by Ergotism?)
উত্তর : আরগট নামক ছত্রাক আক্রান্ত শস্যের একটি রোগের নাম হলো আরগটিজম।

(ছ) অ্যাসারভুলাস কী? (What is acervulus ? )
উত্তর : অনুর্বর অনুসূত্র দ্বারা গঠিত কুশন সদৃশ্য স্ট্রোমা এবং উর্বর কনিডিওফোরের সমন্বয়ে গঠিত সসার সদৃশ্য ফলন্ত দেহকে এসারভুলাস বলে।

(জ) Alterneria-এর কনিডিয়ামের চিত্র আঁক। (Draw a conidium of Alterneria.)

(ঝ) Rein-deer moss কী? (What is Rein-deer moss? )
উত্তর : Cladonia rangiferina নামক লাইকেনকে Rein-deer moss বলে।

(ঞ) বিকল্প পোষক বলতে কী বুঝ (What do you mean by alternate host?)
উত্তর : কোন ছত্রাক যদি সুনির্দিষ্ট পোষক না পায় তখন তার জীবনচক্র সম্পন্ন করার জন্য সেকেণ্ডারী পোষক বেছে নেয় । এই পোষককে বিকল্প পোষক বলে।

(ট) ভক্ষণযোগ্য ২টি মাশরুম প্রজাতির নাম লিখ। (Write the two edible species of mushroom.)
উত্তর : (i) Agaricus polycephalum ও (ii) A bisporus,

বায়োট্রফ কী? (What is biotroph?)
উত্তর : যে ছত্রাক কেবল জীবিত কোষকে আক্রমণ করে তাদেরকে বায়োট্রফ বলে ।

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৩ × ৫ = ১৫

২। ছত্রাকের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলি লিখ। (Write down the basis of fungal classification.)

৩। অ্যাসকোকার্প কী? উদাহরণসহ অ্যাসকোকার্পের ধরন লিখ। (What is ascocarp? Write down the different types of ascocarp with example.)

৪। চিত্র সহ Aspergillus এর গঠন লিখ। (Write down the structure of Aspergillus with labelled diagram.)

৫। তিনটি সিনোসাইটিক ছত্রাক প্রজাতির নাম লিখ।(Write down the three species of coenocytic fungi.)

৬। Sclerotium ও Stroma এর মধ্যে পার্থক্য লিখ। (Write down the difference between Sclerotium and Stroma.)

৭।লাইকেনে শৈবাল ও ছত্রাকের সম্পর্ক ব্যাখ্যা কর। (Explain the relationship between algae and fungi in Lichen.)

৮। Ustilago এর স্পোরুলেশন পদ্ধতি বর্ণনা কর। (Describe the process of sporulation of Ustilago.)

৯। Parasexuality কী? ব্যাখ্যা কর। (What is parasexuality? Explain.)

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৩ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। ছত্রাকের পুষ্টি সম্পর্কে আলোচনা কর । (Describe about the nutrition of fungi.)

১১। (ক) Ascomycetes শ্রেণির বৈশিষ্ট্য লিখ। (Wirte down the characteristics of Ascomycetes.)obom.

(খ) গবেষণা ক্ষেত্রে Neurospora crassa-এর গুরুত্ব লিখ। (Write down the importance of Neurospora crassa in research.)

১২। চিত্র সহ Saprolegnia-এর অযৌন জনন বর্ণনা কর। (Describe the asexual reproduction of Saprolegnia with diagrams.)

১৩। Agaricus এর ফ্রুট বডির গঠন ও বিকাশ বর্ণনা কর। (Describe the structure and development of fruit body in Agaricus.)

১৪। (ক) স্লাইম মোল্ড ও প্রকৃত মোল্ডের পার্থক্য লিখ। (Write down the difference between slime mold and true mold.)

(খ) Yeast কী? Yeast-এর ব্যবহার লিখ। (What is Yeast? Write down the uses of yeast.)

১৫। চিহ্নিত চিত্র আঁক:

(ক) Rhizopus এর অযৌন দশা (Asexual stage of Rhizopus)

(খ) Macrophomina-এর পিকনিডিয়াম। (Pycnidium of Macrophomina.)

১৬। চিত্রসহ Puccinia graminis tritici-এর জীবন চক্র লিখ। (Write down the life-cycle of Puccinia graminis tritici with diagrams.)

১৭। (ক) হিউমাস সৃষ্টিতে ছত্রাকের ভূমিকা লিখ। (Write down the role of fungi in humas formation.)

খ মাইকোরাইজার মাধ্যমে কিভাবে পোষক উদ্ভিদ উপকৃত হয়? ব্যাখ্যা কর। (How is host plant benefited by mycorrhiza? Explain.).

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

পরীক্ষা-২০১৭

জাতীয় বিশ্বাবদ্যালয়
[বিএসসি(অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-১৮/১০/২০১৭)।
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : ছত্রাকতত্ত্ব (Mycology)
বিষয় কোড : ২১৩০০৩ সময় : ৩ ঘণ্টা; পূর্ণমান :
৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) একটি সিনোসাইটিক জলজ ছত্রাকের নাম লিখ।
উত্তর : Saprolegnia.

(খ) অ্যাপোগ্যামি কি?
উত্তর : মিক্সোমাইসেটিসের অনেক প্রজাতিতে ডিপ্লয়েড প্লাজমোডিয়াম থেকে মায়োসিস ব্যতীতই সরাসরি ডিপ্লয়েড স্পোর সৃষ্টি হয় এবং এ সকল স্পোর থেকে ডিপ্লয়েড মিক্সো-অ্যামিবা ও সোয়ার্ম কোষ উৎপন্ন হয়। যৌন প্রজনন ব্যতীতই এগুলো থেকে নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড প্লাজমোডিয়াম সৃষ্টি হয়। এ প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলা হয়।

(গ) বাধ্যতামূলক পরজীবী ছত্রাক বলতে কি বুঝ?
উত্তর : যেসব পরজীবী ছত্রাক গোটা জীবনকালেই পরজীবী হিসেবে কাটিয়ে দেয়। পোষক থেকে খাদ্য পেলেও মৃতজীবী বলা যায় না সেসব পরজীবীকে বাধ্যতামূলক পরজীবী ছত্রাক বলা হয় ।

(ঘ) Penicillium কে নীল মোল্ড বলা হয় কেন?
উত্তর : Penicillium-কে নীল মোল্ড বলা হয়, কারণ এর কলোনি দেখতে সবুজ বর্ণের।

(ঙ) প্যারাগাইনাস ছত্রাকের একটি উদাহরণ দাও।
উত্তর : প্যারাগাইনাস ছত্রাকের একটি উদাহরণ হলো: Phytophthora cactorum.

(চ) সোয়ার্ম কোষ কি?
উত্তর : Myxomycetes বা Slime mold এর Meiospore formation এর মাধ্যমে উৎপন্ন কোষকে সোয়ার্ম কোষ বলে।

(ছ) প্রোলিফারেশন কি?
উত্তর : Saprolegnia নামক ছত্রাকে একটি জুস্পোরাঞ্জিয়াম তৈরির পর এর ভেতরে একাধিক জুস্পোরাঞ্জিয়াম তৈরির প্রক্রিয়াকে প্রোলিফারেশন বলে।

(জ) ডলিপোর সেপ্টাম কি?
উত্তর : বেসিডিওমাইসিটিস শ্রেণির ছত্রাকে মাইসেলিয়ামের প্রস্থ প্রাচীরে এক প্রকার সূক্ষ্ম ছিদ্র থাকলে তাকে ডলিপোর সেপ্টাম বলে।

(ঝ) নেক্রোটিস ছত্রাক বলতে কি বুঝ?
উত্তর : যেসব ছত্রাক পোষককে প্রথমে হত্যা করে অতঃপর মৃতদেহ থেকে পুষ্টি গ্রহণ করে সে সকল ছত্রাককে ‘নৈক্রোটিস ছত্রাক বলা হয়। এ ধরনের ছত্রাক পোষকের জন্য মারাত্মক।

(ঞ) অসম্পূর্ণ ছত্রাক বলতে কি বুঝ?
উত্তর : Deuteromycetes শ্রেণির ছত্রাকদের যৌন জনন অনুপস্থিত বলে উক্ত ছত্রাকদের অসম্পূর্ণ ছত্রাক বলা হয়।

(ট) মাইকোরাইজা কি?
উত্তর : মূলের যে বিশেষ গঠন সৃষ্টি করে ছত্রাক আবাসস্থল থেকে খাদ্য গ্রহণ করে তাকে মাইকোরাইজা বলে।

(ঠ) মাইকোবায়োন্ট কি?
উত্তর : ছত্রাকের দেহে অবস্থিত রোগ উৎপাদনকারী এজেন্টকে মাইকোবায়োন্ট বলা হয়

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। স্নাইম মোল্ড ও প্রকৃত মোল্ডের মধ্যে পার্থক্য লিখ।

৩। উদ্ভিদ ক্রমাগমনে লাইকেনের ভূমিকা আলোচনা কর।

8। Penicillium এবং Aspergillus এর অযৌন দশা চিহ্নিত চিত্র অঙ্কন কর।

৫। আর্কিকাপ এর বিভিন্ন অংশগুলির নাম লিখ।

৬। ক্ল্যাম্প যোজন কিভাবে গঠিত হয়? বর্ণনা কর।

৭। উমাইসিটিসের বৈশিষ্ট্যগুলি লিখ। /

৮। নিম্নোক্ত গণের ছত্রাকগুলির পোষক উদ্ভিদের নাম লিখ :

  1. (ক) Synchytrium;
  2. (খ) Albugo;
  3. (গ) Ustilago;
  4. (ঘ) Erysiphe;
  5. (ঙ) Puccinia;
  6. চ ) Alternaria;

৯। Ustilago এর স্পোরুলেশন প্রক্রিয়া বর্ণনা কর ।

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১০। মিক্সোমাইসিটিসের বিভিন্ন প্রকার ফ্রুট-বডির বর্ণনা দাও।
১১। Synchytrium এর যৌন জনন এর সচিত্র বর্ণনা দাও।
১২। অ্যাসকোমাইসিটিস শ্রেণির ছত্রাকের বিভিন্ন প্রকার অ্যাসকোকার্পের বর্ণনা কর।
১৩। ছত্রাকের বিভিন্ন প্রকার অযৌন স্পোরের বর্ণনা দাও।

১৪। গম গাছে Puccinia-এর যে সকল স্পোর উৎপন্ন হয়, তার সচিত্র বর্ণনা দাও।
১৫। Albugo-এর যৌন জনন সচিত্র বর্ণনা কর।

১৬। (ক) অ্যাসকোমাইসিটিস শ্রেণির ছত্রাক ক্রোজিয়ার সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা কর।

(খ) ভক্ষণযুক্ত তিনটি মাশরুম প্রজাতির নাম লিখ।

১৭। নিম্নলিখিতগুলি শুধু চিত্রের সাহায্যে দেখাও:-

(ক) Alternaria এর অযৌন রেণু;

(খ) Fusarium এর অযৌন রেণু;

(গ) Macrophomina এর অযৌন রেণু।

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

পরীক্ষা-২০১৮

জাতীয় বিশ্বাবদ্যালয়
[বিএসসি(অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-১৫/০৯/২০১৮)]
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
বিষয় : ছত্রাকতত্ত্ব (Mycology)
বিষয় কোড : ২১৩০০৩ সময় : ৩ ঘণ্টা; পূর্ণমান : ৬০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) হস্টোরিয়া কী?
উত্তর : পোষক কোষে চোষক হিসেবে প্রবিষ্ট ছত্রাকের বিশেষ অঙ্গকে হস্টোরিয়াম বলে।

(খ) ছত্রাক তত্ত্বের জনক কে?
উত্তর : আধুনিক ছত্রাকতত্ত্বের জনক- Antony de Bary.

(গ) ডাইপ্লানেটিজম কী?
উত্তর : যে সব ছত্রাকের অযৌন জনন প্রক্রিয়ায় দুই ধরনের জুস্পোর উৎপাদন করে তাকে ডাইপ্লানেটিজম বলা হয়।

(ঘ) বহুরূপী ছত্রাক বলতে কী বুঝ?
উত্তর : সম্পূর্ণ জীবন চক্রে একাধিক বা কয়েক ধরনের স্পোর উৎপাদন করাকে বহুরূপী ছত্রাক বলে।

(ঙ) সামারস্পোর কি?
উত্তর : Synchytrium নামক ছত্রাকের গ্রীষ্মকালে যে স্পোর উৎপন্ন হয় তাকে সামারস্পোর বলে

একটি বিষাক্ত ছত্রাকের নাম লিখ।
উত্তর : Amanita muscania.

(ছ) স্কোরোশিয়া কি?
উত্তর : একই সাথে অনেকগুলো হাইফো বর্ধিত, বিকশিত ও পুঞ্জীভূত হয়ে যখন গোলাকার ও শক্ত গঠনে পরিণত হয় তখন তাকে স্ক্লেরোসিয়াম বলে।

(জ) হলোকাপিক ছত্রাক বলতে কি বুঝ?
উত্তর : যেসব ছত্রাকের গোটা দেহ জননাঙ্গে পরিণত হয় তাকে হলোকাপিক ছত্রাক বলে ।

(ঝ) কোন লাইকেন থেকে লিটমাস পেপার তৈরি করা হয়?
উত্তর: Rocella tinctoria এবং Lasallia pustulata নামক লাইকেন থেকে।

(ঞ) পেরিথেসিয়াম কী?
উত্তর : ফ্লাস্ক আকৃতির অ্যাসকোকার্পকে পেরিথেসিয়াম বলে।

(ট) এন্ডোট্রফিক মাইকোরাইজার একটি উদাহরণ দাও।
উত্তর : এন্ডোট্রফিক মাইকোরাইজার একটি উদাহরণ হলো- Glomus, Calluma ইত্যাদি

(ঠ) ফাইকোবায়োন্ট কী?
উত্তর : লাইকেন গঠনকারী শৈবাল অংশকে ফাইকোবায়োন্ট বলে।

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

২। ডাইপ্লানেটিজম কী? ব্যাখ্যা কর।

৩। Yeast-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।

৪। চিহ্নিত চিত্রসহ Erysiphe-এর অযৌন জনন বর্ণনা কর।

বাধ্যতামূলক পরজীবী ও সুবিধাবাদী পরজীবীর মধ্যে পার্থক্য লিখ।

Aspergillus ও Penicillium-এর কনিডিওফোরের চিহ্নিত চিত্র আঁক।

৭। Synchytrium-এর বৈশিষ্ট্য লিখ।

৮। চিহ্নিত চিত্রসহ Macrophomina-এর পিকনিডিয়ামের গঠন বর্ণনা কর।

৯। Puccinia graminis-এর জীবন চক্রে বারবেরী উদ্ভিদের গুরুত্ব লিখ।

ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১০। C.J. Alexopoulos ও C.W. Mims-এর প্রদত্ত ছত্রাকের শ্রেণিবিন্যাস বর্ণনা কর ।

১১। চিহ্নিত চিত্রসহ ছত্রাকের যৌন জনন পদ্ধতি বর্ণনা কর ।

১২। চিহ্নিত চিত্র আঁক

(ক) Agaricus-এর গিলের প্রস্থচ্ছেদ;

(খ) Colletotrichum-এর acervulus;

(গ) Puccinia-এর telial দশা।

১৩। Neurospora crassa-এর জীবনচক্র সচিত্র বর্ণনা কর।

১৪। (ক) চিত্রসহ Rhizopus-এর অঙ্গজ গঠন বর্ণনা কর।

(খ) Deuteromycetes-কে অসম্পূর্ণ ছত্রাক বলা হয় কেন?

১৫। (ক) Aspergillus-এর দৈহিক গঠন বর্ণনা কর।

(খ) Rhizopus-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।

১৬। একটি হেটারোমেরাস লাইকেনের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর।

১৭। নিম্নের জোড়াগুলোর পার্থক্য লিখ :

(ক) Rust ছত্রাক ও Smut ছত্রাক।

(খ) অ্যান্ড্রোকার্প ও ব্যাসিডিওকার্প ।


এই ছত্রাকবিজ্ঞান সাজেশন ২০২৪ / ছত্রাকবিজ্ঞান প্রশ্নব্যাংক / Mycology question bank / Mycology Suggestion / অনার্স ১ম বর্ষ ছাড়াও আরো পড়ুনঃ English Grammar

You cannot copy content of this page