আম আঁটির ভেঁপু গল্পের মূলভাব বা বিষয়বস্তু

আম আঁটির ভেঁপু গল্পের মূলভাব বা বিষয়বস্তু এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

আম আঁটির ভেঁপু গল্পের মূলভাব বা বিষয়বস্তু
আম আঁটির ভেঁপু গল্পের মূলভাব বা বিষয়বস্তু
উৎস পরিচিতি (Source) 

‘আম-আঁটির ভেঁপু’ শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। 

পাঠের উদ্দেশ্য (Objectives) 

গ্রামীণ জীবনে অসম্পূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জাগানো । 

রচনার বক্তব্যবিষয় (Gist) 

‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাইবোনের জীবনালেখ্য। এই দুই ভাই-বোন অপু ও দুর্গা। তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক। এই গল্পের হরিহর দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এবং সর্বজয়া বাঙালি পল্লিজননীর প্রতিনিধি । অপু ও দুর্গা দুরন্ত শিশু। তারা প্রকৃতির নানা বস্তুর সাথে মিলেমিশে হাসি-আনন্দে মেতে থাকে।

গ্রামের ঝোপঝাড়ে ছোটাছুটি করে, ফলমূল সংগ্রহ করে খায়। সেগুলোর ভাগ নিয়ে খুনসুটি করে। ফলে দারিদ্র্যের কষ্ট-যন্ত্রণা তাদেরকে ঘিরে ধরতে পারেনি। তারা সবুজের ছায়ায়, ফুল, ফল, প্রজাপতি, পাখির নির্মল পরিবেশে ঘুরে বেড়ায়। এই কারণে অভাবের সর্বগ্রাসী কালো ছায়া তাদের আনন্দঘন শৈশবকেও আচ্ছন্ন করতে পারে না।

আরো পড়ুনঃ পল্লিসাহিত্য