এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ ৫

এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ ৫

1. নিচের কোনটি অর্থের সময়মূল্য বিবেচনা করে ?

মূল্য সর্বচ্চকরন
মুনাফা সর্বচ্চকরন
সম্পদ সর্বচ্চকরন
মূলধন সর্বচ্চকরন

2. কোনটি ব্যবসায় অর্থায়নের কাজ ?

আয় বিবরণী প্রস্তুত করা
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা
আর্থিক সঠিক ব্যবহার নিশ্চিত করা
পণ্য উৎপাদন ও বণ্টন করা

3. সম্পদ সর্বাধিকরণ ধারণায় বিবেচনা করা হয়-

  1.  কারবারের নগদ মুনাফা
  2.  অর্থের সময়মূল্য 
  3. সকল নগদ ও অনগদ প্রবাহ
    নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

4. পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য হলো-

মুনাফা বৃদ্ধি
ঝুঁকি হ্রাস
বিক্রয় বৃদ্ধি
বিক্রয় বৃদ্ধি

5. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?

ঊর্ধ্বমুখী
বিপরীত
নিম্নমুখী
সমানুপাত

6. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-

  1.  পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
  2.  কয়েক মাসের জন্য মূলধন খাটানো
  3. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
    নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i , ii ও iii

7. অর্থায়ন কী নিয়ে কাজ করে ?

বিনিময় ব্যবস্থাপনা
তহবিল ব্যবস্থাপনা
মূলধন ব্যবস্থাপনা
মুনাফা ব্যবস্থাপনা

8. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত ?

অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
পারিবারিক অর্থায়ন
সরকারি অর্থায়ন
আন্তর্জাতিক অর্থায়ন

9. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-

  1. তারল্য বনাম মুনাফা নীতি
  2. উপযুক্ততার নীতি
  3.  কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

10. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও ।

সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।

সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?

সমবায় সংগঠন
অংশীদার সংগঠন
পাবলিক কোম্পানি
প্রাইভেট কোম্পানি

11. নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও ।

সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।

সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-

সুদ
কমিশন
বোনাস
লভ্যাংশ

12. নজরুল সাহেব একজন নতুন ব্যবসায়ী। তাকে ব্যবসায়িক প্রয়োজনে মেশিনাদি ও কাঁচামাল ক্রয় করতে হবে। এমতাবস্থায় নজরুল সাহেবের ব্যবসায়ের মালামাল প্রস্তুত ও কাঁচামাল ক্রয় করতে কিসের প্রয়োজন ?

স্থায়ী সম্পদ
তহবিল
বিনিয়োগ
পরিকল্পনা

13. নিচের কোনটি উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় ?

পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
তারল্য নীতি
লভ্যাংশ নীতি
ক্ষতিপূরণ নীতি

14. অর্থের সময়মূল্য ধারণাটি কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?

লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ
আয়-ব্যয় বিশ্লেষণ
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
আর্থিক অবস্থা নিরূপণ

15. কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্য অন্য প্রকল্পের ব্যর্থতার সঙ্গে সমন্বয় করা যায় ?

ঝুঁকি ও মুনাফা
তারল্য ও মুনাফা
পোর্টফোলিও বৈচিত্র্যায়ন
অর্থের সময়মূল্য

16. সাধারণ অর্থে অর্থায়ন বলতে কোনটি বোঝানো হয়?

অর্থ সংগ্রহ করা
ব্যবহার করা
জমা করা
বিনিয়োগ করা

17. সরকার বা স্থানীয় সরকারের অর্থায়নকে কী বলা হয় ?

ব্যবসায় অর্থায়ন
অব্যবসায় অর্থায়ন
সরকারি অর্থায়ন
আর্থিক ব্যবস্থাপনা

18. অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম-

  1.  বিনিয়োগ সিদ্ধান্ত
  2. অর্থায়ন সিদ্ধান্ত
  3. প্রতিস্থাপন সিদ্ধান্ত
    নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

19. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন ?

ধনাত্মক
ঋণাত্মক
নিরপেক্ষ
আনুপাতিক

20. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয় -

  1. নিজস্ব মূলধনের পরিমাণে
  2. ঋণকৃত মূলধনের পরিমাণে
  3. মূলধন ব্যয়ে
    নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

21. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয়-

  1. সরকারি সংস্থাসমূহের সঙ্গে
  2. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে
  3. মূলধন বাজারের সঙ্গে
    নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

22. যে নীতি কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আয়-ব্যয় সমন্বয় করে তাকে কী বলা হয় ?

আয়-ব্যয় সমন্বয় নীতি
তারল্য নীতি
বহুবিধকরণ নীতি
উপযুক্ততার নীতি

23. সংরক্ষিত তহবিল থেকে যে অর্থায়ন করা হয় তা হলো ?

অভ্যন্তরীণ অর্থায়ন
বাহ্যিক অর্থায়ন
ব্যবসায় অর্থায়ন
ব্যক্তিগত অর্থায়ন

24. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।

জনাব আব্দুর রহমান একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার সঞ্চয়ের অর্থ তিনি বিনিয়োগ করতে আগ্রহী। সেক্ষেত্রে একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করতে চান।

উদ্দীপকের জনাব আব্দুর রহমান অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছেন?

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
পোর্টফোলিও ও বৈচিত্র্যায়ন নীতি
ঝুঁকি ও মুনাফার সমন্বয় নীতি
উপযুক্ততার নীতি

25. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও ।

XYZ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ঐ প্রতিষ্ঠানের উৎপাদন কারখানার সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে এলাকার কৃষি পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়িক মূল্যবোধকে ব্যাহত করছে?

নৈতিকতা
সততা
সামাজিক দায়বদ্ধতা
আইনের শাসন