অ্যালকালয়েডস বা উপ-ক্ষারসমূহ (Alkaloids)।৯ম অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অ্যালকালয়েডস বা উপ-ক্ষারসমূহ (Alkaloids)।৯ম অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অ্যালকালয়েডস বা উপ-ক্ষারসমূহ (Alkaloids)।৯ম অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অ্যালকালয়েডস বা উপ-ক্ষারসমূহ (Alkaloids)।৯ম অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৯

অ্যালকালয়েডস বা উপ-ক্ষারসমূহ

(Alkaloids)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

০১. অ্যালকালয়েড বা উপক্ষার কী?

উত্তর : উদ্ভিদ দেহের অ্যালকালির ন্যায় নাইট্রোজেনযুক্ত হেটারোসাইক্লিক যৌগকে পদার্থকে অ্যালকালয়েড বা উপক্ষার বলে।

০২. দুটি অ্যালকালয়েডের নাম লিখ।

উত্তর : (i) নিকোটিন ও (ii) কলচিসিন।

০৩. এট্রোপিন এর গঠন লিখ ।

OH

N-CH

উত্তর :

চিত্র: এট্রোপিন

০৪. নিকোটিন এর গঠন লিখ।

উত্তর :

CH

চিত্র : নিকোটিন

০৫, মর্কিন এর গঠন লিখ।

উত্তর :

HO

HO

H

চিত্র : মর্ফিন

০৬. ইকোড্রিন এর গঠন লিখ।

উত্তর : CH

CH - NH - CH

CHOH

চিত্র : ইফ্রোডিন

CH₂OH

H

CH3

০৭. কলচিসিন এর গঠন লিং।

উত্তর :

H.CO

NH-COCH,

H.CO

H,CO

OCH3

চিত্র : কলচিসিন

০৮. প্রোটো-অ্যালকালয়েড কি?

উত্তর : সাধারণত উদ্ভিদজাত N2-ধারী এক প্রকার ক্ষারীয় রাসায়নিক যৌগ যাদের N দ্রব্য উপস্থিত এবং অ্যালকালয়েড এর ন্যায় কিন্তু অ্যালকালয়েড নয় তাদেরকে প্রোটো অ্যালকালয়েড বলে ।

০৯. কুইনাইন, সিনকোনিন, কুইনিডিন উৎস কী?

 উত্তর : Cinchona officinales নামক উদ্ভিদ থেকে ।

১০. কুইনাইন এর উৎস কী?

অথবা, কুইনাইন কোন উদ্ভিদ হতে পাওয়া যায়?

উত্তর : কুইনাইন Cinchona offecinales উদ্ভিদের বাকল

হতে পাওয়া যায়।

১১. মর্ফিন কোথায় পাওয়া যায়?

উত্তর : Papaver somniferum নামক উদ্ভিদের ফুলের কুঁড়ি সিদ্ধ করে ঘনীভূতকরণের মাধ্যমে।

১২. হিরোইন কী?

উত্তর : হিরোইন হচ্ছে একটি মর্ফিন জাতীয় অ্যালকালয়েড যা ঘুমের ঔষধ প্রস্তুতে ব্যবহার হয়। হিরোইন মাদক হিসেবেও ব্যবহার হয় ।

১৩. ক্যাফিন কোথায় পাওয়া যায়?

উত্তর : চা, কফি এবং আরো কয়েকটি উদ্ভিদে।

১৪. অ্যাট্রোপিন কোথায় পাওয়া যায়?

উত্তর : Atropa belladona, Datura stramonium নামক

উদ্ভিদে ।

১৫ গৌণ বিপাকীয় বস্তু কাকে বলে?

উত্তর : যে সকল বিপাকীয় বস্তু উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে বেশি পরিমাণে ব্যবহৃত হয় না তাদের গৌণ বিপাকীয় বস্তু বলে।

খ- বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

০১. মানবদেহে অ্যালকালয়েডের প্রভাব বর্ণনা কর।

অথবা, মানবদেহে অ্যালকালয়েডের প্রভাব আলোচনা কর।

০২. অ্যালকালয়েড বা উপক্ষার কী?

০৩. নিকোটিন ও মরফিনের উৎস ও গাঠনিক সংকেত লিখ।

০৪. অ্যালকালয়েড বা উপক্ষার এর রাসায়নিক প্রকৃতি সম্পর্কে লিখ।

অথবা, অ্যালকালয়েডের রাসায়নিক প্রকৃতি আলোচনা কর।

০৫. ক্যারোটিনের গঠন ও কাজ লেখ।

অথবা, ক্যারোটিনের গঠন ও কাজের বিবরণ দাও।

০৬. উদ্ভিদে অ্যালকালয়েডের বিস্তৃতি বর্ণনা কর।

 অথবা, অ্যালকালয়েডের বিস্তৃতি বর্ণনা কর।

০৭. অ্যালকোলয়েডের শ্রেণিবিন্যাস বর্ণনা কর। অথবা, অ্যালকালয়েড কি? উদাহরণসহ অ্যালকালয়েড এর শ্রেণিবিন্যাস কর।

০৮. মানব দেহে মরফিন ও ক্যাফেইন এর ভূমিকা লেখ।

অথবা, মানবদেহে মরফিন ও ক্যাফেইনের ভূমিকা সম্পর্কে লেখ।

অথবা, মানব কল্যাণে ব্যবহৃত তিনটি উল্লেখযোগ্য অ্যালকালয়েডের উপকারী ভূমিকা আলোচনা কর।

অথবা, অ্যালকালয়েড কী? মানবদেহে মরফিন, নিকোটিন, কাফেইন এবং কোকেইন এর ভূমিকা লিখ।

অথবা, মানবদেহে মরফিন, ক্যাফিন ও নিকোটিন-এর ভূমিকা লিখ।

গ- বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

০১. কে প্রথম অ্যালকালয়েড নামকরণ করেন? অ্যালকালয়েড এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।

 ০২. মানবদেহে কুইনাইন, কোকেইন, হয়োসিয়ামিন, ইফেড্রিন এর ভূমিকা ও গাঠনিক সংকেত লিখ।

 ০৩. অ্যালকালয়েডের জৈবিক গুরুত্ব লিখ।

অথবা, অ্যালকালয়েড এর গুরুত্ব আলোচনা কর।

অথবা, অ্যালকালয়েড বা উপক্ষার এর জৈবিক ক্রিয়া সম্পর্কে লিখ।

০৪. নিকোটিন, মরফিন, অ্যাট্রোপিন, কলসিচিন ও কোকেনের উৎস ও গঠন লেখ।

অথবা, অ্যাট্রোপাইন, নিকোটিন, কুইনাইন ও ইফেড্রিন এর প্রাণরাসায়নিক গাঠনিক সংকেত লেখ।

০৫. নিম্নোক্ত পদার্থগুলোর রাসায়নিক গঠন লিখ:

(i) গ্লাইকোজেন;

(ii) নিকোটিন;

(iii) রাবার;

(iv) আইসোপ্রিন;

(v) কলচিসিন।

০৬. উদ্ভিদে টারপিনয়েডস এবং অ্যালকালয়েডস এর ভূমিকা বর্ণনা কর।

Read more:8th chapter