Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর) এখানে দেওয়া হয়েছে তোমাদের অনুশীলন ও পরিক্ষায় যাতে ভালো করতে পারো।
অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি
হাইড্রা (Hydra vulgaris )
প্রশ্ন-১. Hydra-র প্রকৃত আবিষ্কারক কে?
উত্তর: অ্যাব্রাহাম ট্রেম্বলে।
প্রশ্ন-২. Hydra কী?
উত্তর: এটি Cnidaria পর্বের একটি প্রাণী।
প্রশ্ন-৩. কোন প্রাণীটিকে একটি বহুমাত্রিক কাল্পনিক দৈত্যের নাম দেয়া হয়েছে?
উত্তর: Hydra
প্রশ্ন-৪. যারা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদেরকে কী বলে?
উত্তর: মাংসাশী।
প্রশ্ন-৫. দ্বিভ্রূণস্তরী প্রাণী কাকে বলে?
উত্তর: ভূণাবস্থায় যে সব প্রাণীর দেহপ্রাচীরের কোষগুলো কেবল এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে, সেসব প্রাণীকে দ্বিভূণস্তরী বিশিষ্ট প্রাণী বলে।
প্রশ্ন-৬, Hydra-র দেহকে কতটি অঞ্চলে ভাগ করা যায়?
উত্তর: ৩টি।
প্রশ্ন-৭. Hydra-র জননাঙ্গ কী কী?
উত্তর: Hydra-র জননাঙ্গ হলো শুক্রাশয় ও ডিম্বাশয়
প্রশ্ন-৮. Hydra-র দেহে মুকুল কখন দেখা যায়?
উত্তর: গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন অনুকূল পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অংশ থেকে এক বা একাধিক মুকুল দেখা যায়।
প্রশ্ন-৯. হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে কী পাওয়া যায়?
উত্তর: মেসোগ্লিয়া।
প্রশ্ন-১০. মেসোগ্নিয়া কী?
Cnidaria জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত ০1u ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, পাতলা, বর্ণহীন ও উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া।
প্রশ্ন-১১. পেশি-আবরণী কোষের অবস্থান কোথায়?
উত্তর: Hydra-র বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে পেশি-আবরণী কোষ অবস্থান করে।
প্রশ্ন-১২. ইন্টারস্টিশিয়াল কোষ কাকে বলে?
উত্তর: পেশি-আবরণী কোষের অন্তর্মুখী সরুপ্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থানকারী কোষগুলোকে ইন্টারস্টিশিয়াল কোষ বলে।
প্রশ্ন-১৩. স্নায়ুকোষের কাজ কী?
উত্তর: সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশের সরবরাহ করাই স্নায়ু কোষের কাজ।
প্রশ্ন-১৪. নিডোসাইট কোষের অবস্থান কোথায়?
উত্তর: বহিঃত্বকের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে.
প্রশ্ন-১৫. কোন কোষ মিউকাস ক্ষরণ করে?
উত্তর: গ্রন্থি কোষ।
অধ্যায়-২: প্রাণীর পরিচিতিপ্রশ্ন-১৬, Hydra-র আদর্শ নিডোসাইটের আকৃতি কীরূপ?
উত্তর: গোলাকার, ডিম্বাকার, নাশপাতি আকার বা পেয়ালাকার।
প্রশ্ন-১৭, হিপনোটক্সিন কী?
উত্তর: এক ধরনের বিষাক্ত তরল। এটি আমিষ ও ফেনলের সমন্বয়ে গঠিত।
প্রশ্ন-১৮. নিডোসিল কী?
উত্তর: নিডোসাইটের মুক্তপ্রান্তের একপাশে অবস্থিত দৃঢ়, ক্ষুদ্র, সংবেদনশীল কাঁটার মতো অংশের নামই হলো নিডোসিল।
প্রশ্ন-১৯. হাইড্রার কোন অঞ্চলে নিডোসাইট পাওয়া যায় না?
উত্তর: পাদচাকতি ও অন্তঃত্বক।
প্রশ্ন-২০. নেমাটোসিস্ট কত প্রকার ও কী কী?
উত্তর: চার প্রকার— পেনিট্যান্ট, ভলভেন্ট, স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট।
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন-২১. কোন ধরনের কোষ ক্ষণপদ সৃষ্টি করে?
উত্তর: পুষ্টি কোষ ।
প্রশ্ন-২২. কত ধরনের কোষ নিয়ে গ্যাস্ট্রোডার্মিস গঠিত?
উত্তর: পাঁচ ধরনের।
প্রশ্ন-২৩, Hydra-র প্রধান খাদ্য কোনটি?
উত্তর: ক্ষুদ্র ক্রাস্টাসীয় (জলজ) সন্ধিপদী প্রাণী।
প্রশ্ন-২৪. কত ধাপে Hydra-র পরিপাক পর্ব সম্পন্ন হয়?
উত্তর: ২ ধাপে । বহিঃকোষীয় ও অন্তঃকোষীয়। কান
প্রশ্ন-২৫. চলন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয়, তাকে চলন বলে।
প্রশ্ন-২৬. Hydra-র কোন চলনটি দেখতে শুঁয়োপোকার পদ্ধতির মতো দেখায়?
উত্তর: লুপিং বা হামাগুড়ি
প্রশ্ন-২৭. কোনটি হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া?
উত্তর: সমারসল্টিং বা ডিগবাজী।
প্রশ্ন-২৮. হাইড্রার চলনে কোন ধরনের নেমাটোসিস্ট সক্রিয় ভূমিকা রাখে?
উত্তর: মুটিন্যান্ট।
প্রশ্ন-২৯. Hydra-র শুক্রাণু কতটি অংশ নিয়ে গঠিত?
উত্তর: ৩টি।
প্রশ্ন-৩০, জনন কাকে বলে?
উত্তর: নতুন জননক্ষম বংশধর সৃষ্টির প্রক্রিয়াকে জনন বলে।
প্রশ্ন-৩১. Hydra-র পুনরুৎপত্তি বলতে কী বোঝ?
উত্তর: কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে যখন প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায় তখন তাকে পুনরুৎপত্তি বলে।
প্রশ্ন-৩২. মিথোজীবিতা কাকে বলে?
উত্তর: যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে এমনভাবে উপকৃত হয় যে তাদের পৃথক করলে উভয়ের মৃত্যু ঘটে, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে ।
প্রশ্ন-৩৩. কোন দুটি জীবের মধ্যে মিথোজীবিতা সুস্পষ্টভাবে প্রতিফলিত হতে দেখা যায়?
উত্তর: Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবালের মধ্যে।
প্রশ্ন-৩৪, হাইড্রার স্বাভাবিক জনন প্রক্রিয়া কোনটি?
উত্তর: মুকুলোদগম।
ঘাসফড়িং (Poekilocerus pictus)
প্রশ্ন-৩৫. ঘাসফড়িংয়ের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর: Poekilocerus pictus
প্রশ্ন-৩৬. দৃষ্টিশক্তির দিক থেকে ঘাসফড়িং প্রাণিজগতের কোন পর্ব থেকে উন্নত?
উত্তর: আর্থ্রোপোডা
প্রশ্ন-৩৭. ঘাসফড়িং কী খেয়ে জীবনধারণ করে?
উত্তর: ঘাস, শস্যদানা, লতা-পাতা।
প্রশ্ন-৩৮. ঘাসফড়িংয়ের মস্তকের আকৃতি কীরূপ?
উত্তর: নাশপাতির ন্যায়।
প্রশ্ন-৩৯. ঘাসফড়িংয়ে অ্যান্টেনার অবস্থান কোথায়?
উত্তর: পুঞ্জাক্ষির সামনে, মাথার দু’পাশে দুটি লম্বা অ্যান্টেনা প্রসারিত অবস্থায় থাকে।
প্রশ্ন-৪০. ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গের কোন অংশটি খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে?
উত্তর: ম্যান্ডিবল।
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন-৪১. ল্যাবিয়াল পাল্প কী ধরনের অঙ্গ হিসেবে কাজ করে?
উত্তর: সংবেদনশীল অঙ্গ।
প্রশ্ন-৪২. ঘাসফড়িংয়ের সম্পূর্ণ গাত্রের অন্তঃপ্রাচীর কী নির্মিত?
উত্তর: কাইটিন ।”
প্রশ্ন-৪৩. স্ক্লেরাইট কী?
উত্তর: পাতার মতো দেখতে ঘাসফড়িংয়ের প্রতিটি দেহখণ্ডের কিউটিকলই হলো স্ক্লেরাইট।
প্রশ্ন-৪৪. গ্লিউরন কী?
উত্তর: ঘাসফড়িংয়ের স্ক্লেরাইটের পার্শ্বীয় অংশই হলো প্লিউরন।
প্রশ্ন-৪৫. ভার্টেক্স কী?
উত্তর: মস্তকের পৃষ্ঠীয়দেশে ত্রিকোণাকার অঞ্চলটিই হলো ভার্টেক্স।
প্রশ্ন-৪৬. অ্যান্টেনা বা শুঙ্গ কী?
উত্তর: ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির সামনে মাথার দুপাশে দুটি লম্বা অ্যান্টেনা প্রসারিত থাকে। অ্যান্টেনা দুটি সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছামতো এদেরকে নাড়াতে পারে। এ দুটি নাড়িয়ে এরা স্পর্শ, ঘ্রাণ ও শব্দতরঙ্গ অনুভব করে।
প্রশ্ন-৪৭, ঘাসফড়িংয়ে কত জোড়া সন্ধিযুক্ত পা রয়েছে?
উত্তর: ৩ জোড়া।
প্রশ্ন-৪৮. ঘাসফড়িংয়ের উদর কতটি খণ্ডকে বিভক্ত?
উত্তর: ১১টি খণ্ডকে।
প্রশ্ন-৪৯, ক্রপ কী?
উত্তর: ঘাসফড়িংয়ের অন্ননালিটি স্ফীত হয়ে মোচাকার থলির মতো ও পাতলা প্রাচীরযুক্ত ক্রপ গঠন করে।
প্রশ্ন-৫০. গিজার্ড কাকে বলে?
উত্তর: ক্রুপের পরবর্তী ত্রিকোণাকার বেশ শক্ত, পুরু প্রাচীরবিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরের কাইটিনময় ছয়টি দাঁত ও ছয়টি অনুলম্ব ভাঁজ নিয়ে গঠিত অংশকে গিজার্ড বলে। খাদ্যকে ভেঙ্গে চূর্ণ করাই এর প্রধান কাজ।
প্রশ্ন-৫১. কিসের ভিত্তিতে প্রাণিদেহে ২ ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখা যায়?
উত্তর: রক্তপ্রবাহের পথ অনুসারে।
প্রশ্ন-৫২. মুক্ত সংবহন কী?
উত্তর: যে সংবহনতন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে পরে উন্মুক্ত দেহগহ্বরে প্রবেশ করে এবং দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে তার নাম মুক্ত সংবহন।
প্রশ্ন-৫৩. কী ধরনের রক্ত সংবহনতন্ত্র ঘাসফড়িংয়ে দেখা যায়?
উত্তর: মুক্ত (open vascular system) |
প্রশ্ন-৫৪. ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কত প্রকোষ্ঠে বিভক্ত?
উত্তর: সাত ।
প্রশ্ন-৫৫. ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন মিনিটে কত বার হয়?
উত্তর: ১০০ থেকে ১১০ বার।
প্রশ্ন-৫৬. অ্যালারি পেশি কী?
উত্তর: ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রত্যেক প্রকোষ্ঠ উভয় দিকে তিন কোণাকার অ্যালারি পেশি দিয়ে সজ্জিত। হৃদযন্ত্রের সংকোচন- প্রসারণে এদের সক্রিয় ভূমিকা আছে।
প্রশ্ন-৫৭. কোনটি ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ?
উত্তর: ট্রাকিয়া।
প্রশ্ন-৫৮. শ্বসনতন্ত্রের কোন অংশটি ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়?
উত্তর: ট্রাকিয়া।
প্রশ্ন-৫৯. কোনটি ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ?
উত্তর: মালপিজিয়ান নালিকা।
প্রশ্ন-৬০. কোনটি পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক?
উত্তর: ওমাটিডিয়াম।
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন-৬১. একডাইসন কী?
উত্তর: এক ধরনের হরমোন
প্রশ্ন-৬২. কর্নিয়া কী?
উত্তর: ওমাটিডিয়ামের বাইরের দিকের বর্ণহীন, স্বচ্ছ, উত্তল ও ছয়কোণাকৃতি কিউটিকল আবরণী হলো কর্নিয়া।
প্রশ্ন-৬৩. পুঞ্জাক্ষি কী?
উত্তর: ঘাসফড়িংসহ বিভিন্ন আর্থ্রোপোডদের মাথার পৃষ্ঠভাগের উভয়পাশে অবস্থিত বড়, বৃত্তহীন, বৃক্কাকার উত্তল অংশ হলো পুঞ্জাক্ষি।
প্রশ্ন-৬৪. ওমাটিডিয়া কী?
উত্তর: ঘাসফড়িংসহ বিভিন্ন আর্থ্রোপোডদের পুঞ্জাক্ষির গঠন ও কাজের একক।
প্রশ্ন-৬৫. র্যাবডোমের আকৃতি কীরূপ?
উত্তর: মাকুর মতো।
প্রশ্ন-৬৬. ওসেলি কাকে বলে?
উত্তর: ঘাসফড়িংয়ের দুটি পুঞ্জাক্ষির মাঝখানে তিনটি সরলাক্ষি বা ওসেলি থাকে। প্রতিটি ওসেলাস পুরু, স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স ও একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। প্রতিটি কোষ রঞ্জক পদার্থ সমৃদ্ধ।
প্রশ্ন-৬৭. কীভাবে স্ত্রী ঘাসফড়িং থেকে পুরুষ সদস্য আলাদা করা যায়?
উত্তর: স্ত্রী ঘাসফড়িংয়ের উদরের ওডিপোজিটর দেখে।
প্রশ্ন-৬৮. কোনটি ঘাসফড়িংয়ের পুং জননতন্ত্রের মুখ্য অঙ্গ?
উত্তর: শুক্রাশয়।
প্রশ্ন-৬৯. কী দ্বারা ঘাসফড়িংয়ের শুক্রাশয় গঠিত?
উত্তর: অনেকগুলো ক্ষুদ্রাকার স্বচ্ছ ফলিকল।
প্রশ্ন-৭০. কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রীজননতন্ত্রের মুখ্য অঙ্গ?
উত্তর: ডিম্বাশয়।
প্রশ্ন-৭১. স্পার্মাথিকা কাকে বলে?
উত্তর: ডিম্বানালি দুটির অন্তবর্তীস্থানে একজোড়া অসম অঙ্গ থাকে, এদেরকে স্পার্মাথিকা বলে।
প্রশ্ন ৭২. কখন ঘাসফড়িংয়ের যৌনমিলন ঘটে?
উত্তর: গ্রীষ্মের শেষদিকে।
প্রশ্ন-৭৩. স্ত্রী ঘাসফড়িং ১০টি গুচ্ছে মোট কতটি ডিম পাড়ে?
উত্তর: ২০০টি।
প্রশ্ন-৭৪. ঘাসফড়িংয়ের ডিম্বাণু কী ধরনের?
উত্তর: সেন্ট্রোলেসিথাল অর্থাৎ কুসুম কেন্দ্রে সীমাবদ্ধ
প্রশ্ন-৭৫. ওভিপজিটর কী?
উত্তর: স্ত্রী ঘাসফড়িংয়ের উদর অঞ্চল ক্রমশ সরু হয়ে শেষ প্রান্তে বিশেষ ধরনের দণ্ডাকার অংশ বহন করে। এর নাম ওভিপজিটর। এরা ডিম পাড়ার কাজে ব্যবহৃত হয়।
প্রশ্ন-৭৬. রূপান্তর কী?
উত্তর: একটি ভ্রূণের পূর্ণাঙ্গ দশা প্রাপ্তি যখন কয়েকটি পর্যায়ক্রমিক পরিবর্তনীয় ধাপের মাধ্যমে ঘটে। তখন এ ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনই হলো রূপান্তর।
প্রশ্ন-৭৭. ঘাসফড়িংয়ের রূপান্তর কী ধরনের?
উত্তর: অসম্পূর্ণ।
প্রশ্ন-৭৮. ইমাগো কী?
উত্তর: সদ্য পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত তরুণ পতঙ্গই হলো ইমাগো।
অসম্পূর্ণ রূপান্তরের মাধ্যমে নিম্ফ দশা ইমাগোতে পরিণত হয় ইমাগোতে জনন অঙ্গ অপরিণত অবস্থায় থাকে।
প্রশ্ন-৭৯. ইনস্টার কী?
উত্তর: ঘাসফড়িংয়ের জীবনচক্রে নিম্ফগুলো কয়েকবার খোলস নির্মোচনের পর পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। পরপর দুটি নির্মোচনের মধ্যবর্তী অবস্থাই হলো ইনস্টার।
প্রশ্ন-৮০, নিম্ফ কী?
উত্তর: অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীই হলো নিম্ফ।
প্রশ্ন-৮১. লার্ভা কাকে বলে?
উত্তর: সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় প্রাণীকে লার্ভা বলে।
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
রুই মাছ (Labeo rohita)
প্রশ্ন-৮২. রুই মাছ কোন বর্গভুক্ত প্রজাতি?
উত্তর: Cypriniformes বর্গভুক্ত।
প্রশ্ন-৮৩, রুই মাছের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর: Labeo rohita
প্রশ্ন-৮৪. রুই মাছ ডিম ছাড়ার সময় কোথায় প্রবেশ করে?
উত্তর: প্লাবনভূমিতে।
প্রশ্ন-৮৫. কোনটি জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার?
উত্তর: প্ল্যাংকটন জাতীয় জীব।
প্রশ্ন-৮৬. ফুলকা রেকার কোথায় পাওয়া যায়?
উত্তর: রুই মাছের ফুলকায়।
প্রশ্ন-৮৭. রুই মাছের বাহ্যিক গঠন কীরূপ?
উত্তর: মাকু আকৃতির অর্থাৎ মধ্যভাগ চওড়া ও দুই প্রান্ত ক্রমশ সরু।
প্রশ্ন-৮৮. স্ট্রীমলাইন্ড আকৃতি বলতে কী বোঝ?
উত্তর: রুই মাছের আকৃতি মাকুর মতো অর্থাৎ মধ্যভাগ চওড়া ও দুপ্রান্ত ক্রমশ সরু। চলনের সময় পানির ভেতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এ ধরনের আকৃতিকে স্ট্রীমলাইন্ড বলে।
প্রশ্ন-৮৯. রুই মাছের পৃষ্ঠ পাখনাটিতে কতটি পাখনারশ্মি আছে?
উত্তর: ১৪-১৬ টি।
প্রশ্ন-৯০. কোনটি রুই মাছের প্রধান চলন অঙ্গ?
উত্তর: পুচ্ছপাখনা ।
প্রশ্ন-৯১. রুই মাছের লেজে কী ধরনের পুচ্ছপাখনা রয়েছে।
উত্তর: হোমোসাকাল।
প্রশ্ন-৯২. রুই মাছে কী ধরনের আঁইশ পাওয়া যায়?
উত্তর: সাইক্লয়েড।
প্রশ্ন-৯৩. রুই মাছের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট?
উত্তর: ২ প্রকোষ্ঠ।
প্রশ্ন-৯৪. রুই মাছের হৃৎপিণ্ডের উপ-প্রকোষ্ঠের নাম কী?
উত্তর: সাইনাস ভেনোসাস।
প্রশ্ন-৯৫. ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড কাকে বলে?
উত্তর: যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে CO2 সমৃদ্ধ রক্ত পেছন থেকে সামনের দিকে একমুখী হয়ে বাহিত হয় তাকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে।
প্রশ্ন-৯৬. একচক্রী বা একবর্তনী সংবহন কী?
উত্তর: যে সংবহনে রক্ত একবার মাত্র হৃৎপিণ্ডে প্রবেশ করে একটি । চক্র সম্পন্ন করে, তাই হলো একচক্রী সংবহন।
প্রশ্ন-৯৭, রুই মাছের শ্বসন অঙ্গ কোনটি?
উত্তর: ফুলকা।
প্রশ্ন-৯৮. হোলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা কাকে বলে?
উত্তর: একটি ফুলকা যদি দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত হয় তখন তাকে হোলোব্রাঙ্ক বা পূর্ণফুলকা বলে।
প্রশ্ন-৯৯. বায়ুথলি বা পটকা কী?
উত্তর: যোজক টিস্যু দ্বারা গঠিত পাতলা প্রাচীরবিশিষ্ট থলির নাম বায়ুথলি বা পটকা।
প্রশ্ন-১০০, রুই মাছের জনন অঙ্গের নাম কী?
উত্তর: গোনাড।
Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর)
প্রশ্ন-১০১. মেসরকিয়াম কী?
উত্তর: পুরুষ মাছে একজোড়া লম্বা শুক্রাশয় দেহপ্রাচীরের সঙ্গে মেসরকিয়াম দ্বারা ঝোলানো থাকে।
প্রশ্ন-১০২, অ্যাটরেশিয়া কী?
উত্তর: রুই মাছের ডিম পাড়ার উপযুক্ত পরিবেশের (স্রোতশীল নদী) অভাব হলে পরিপক্ক ডিমগুলো এদের দেহ কর্তৃক শোষিত হয়। এ ঘটনাকে অ্যাটরেশিয়া বলে।
প্রশ্ন-১০৩. রুই মাছের প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা কত?
উত্তর: ২৭-৩০°C
প্রশ্ন-১০৪. কখন রুই মাছের আঙ্গুলি পোনা হয়?
উত্তর: ডিম থেকে মাছের পোনা যখন আঙ্গুলের সমান বড় হয়।
প্রশ্ন-১০৫. অর্গানোজেনেসিস কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় গ্যাস্টুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় তাকে অর্গানোজেনেসিস বলে।
প্রশ্ন-১০৬. কোন নদীকে “মৎস্য খনি” নামে অভিহিত করা হয়?
উত্তর: হালদা নদীকে।
এই Biology practical viva question(জীববিজ্ঞান ২য়পত্রঃ হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ সম্পর্কিত ভাইভা প্রশ্ন ও উত্তর) ছাড়াও আরো জানতে ক্লিকঃ
Read more: HSC Biology practical