পাসপোর্ট করতে কী কী কাগজ দরকার পরে?

পাসপোর্ট করতে কী কী কাগজ দরকার পরে?

১.আপনার নাম (NID ওয়াইজ)

২.আপনার পিতার নাম(NID ওয়াইজ)                                  

৩.আপনার মাতার নাম(NID ওয়াইজ) 

৪. আপনার পেশা ( অবশ্যই ছাত্র – কলেজ আইডি কার্ড অনুসারে)

৫. আপনার বর্তমান ঠিকানা ( জেলা, উপজেলা, পোষ্ট অফিস, পোস্ট কোড, গ্রামের নাম, ইউনিয়নের নাম)

৬. আপনার স্থায়ী ঠিকানা ( জেলা, উপজেলা, পোষ্ট অফিস, পোস্ট কোড, গ্রামের নাম, ইউনিয়নের নাম)

৭. আপনার NID নং

৮. বৈবাহিক অবস্থা

৯.Regular /Express delivary ( Regular Best)

১০.কত বছর মেয়াদী – ৫/১০ – ৫ বছর মেয়াদী হলে- ৪০২৫ টাকা সাথে বিকাশ চার্জ

                                         ১০ বছর মেয়াদী হলে- 5076 টাকা সাথে বিকাশ চার্জ

১১. আপনার অবর্তমানে গার্ডিয়ান ইনফরমেশন মানে হলো তোমার ভাই এর তথ্য লাগবে ওনার যা যা তথ্য লাগবে যেমন: * ওনার ফুল নাম

         *ওনার পিতার নাম

         *ওনার মাতার নাম

         *ওনার পেশা

         *ওনার বর্তমান ঠিকানা/ওনি বর্তমানে যেখানে অবস্থান করতেছেন সেখানকার ঠিকানা (জেলা, উপজেলা,             পোষ্ট অফিস, পোস্ট কোড, গ্রামের নাম, ইউনিয়নের নাম)

         *ওনার মোবাইল নং

         (নোট: সকল তথ্য ওনার NID অনুসারে পূরণ করতে হবে)

*যা যা কাগজ দরকার পরবে?

১.সামারি কপি

২. চালান ফর্ম ( টাকা পরিশোধের)

৩. আবেদন ফর্ম (তিন পেজের)

৪. আপনার ভোটার আইডি কার্ড (ফটোকপি)

৫. নাগরিক সনদ

৬. বাড়ির বিদ্যুত বিলের কপি

৭. মাতা ও পিতার ভোটার আইডি কার্ড

৮. পেশাগত কাগজপত্র

৯.নিজের আসল NID শো করতে হবে।

Read more: