HSC Biology 2nd Paper । ২য় অধ্যায় । হাইড্রা। Online Exam । পার্টঃ ১

HSC Biology 2nd Paper । ২য় অধ্যায় । হাইড্রা । পার্টঃ ১( সহযোগীতায়ঃতানহা, বিজ্ঞান বিভাগ, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী)

1. Hydra-র কোন কোষটি কেবলমাত্র বহিঃস্তরে বিদ্যমান?

ক. নিডোব্লাস্ট কোষ
খ.স্নায়ু কোষ
গ.গ্রন্থি কোষ
ঘ. ক্ষণপদীয় কোষ

2. নিচের কোনটি দ্বিভ্রণস্তরী প্রাণী?

ক.Hydra
খ.Taenia
গ.Fasciola
ঘ.Hirudo

3. কোন ধরনের পানিতে হাইড্রা সংখ্যায় বেশি থাকে?

ক.শীতল ও স্রোতহীন পানিতে
খ.উষ্ণ ও স্রোতমুক্ত পানিতে
গ.অর্ধপরিষ্কার ও উষ্ণ লোনা পানিতে
ঘ. যে কোনো লোনা পানিতে

4. নিম্নের কোনটি পেনিট্র্যান্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য?

ক.সূত্রক কাঁটাযুক্ত
খ.আঠালো রস ক্ষরণ করে
গ. শীর্ষদেশ বন্ধ
ঘ.বাট প্রশস্থ

5. ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটি?

ক.কোনে শ্যাফট থাকে না
খ.বার্ব ও বার্বিউল উপস্থিত
গ.সূত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিদ্যমান
ঘ.সূত্রকের অগ্রভাগ বদ্ধ

6. কোন প্রাণীতে টটিপটেন্ট ধরনের কোষ থাকে?

ক.pila
খ.Labeo
গ.Hydra
ঘ.Hirudo

7. Hydra-এর দৈহিক কাঠামো গঠনে সহায়তা করে_

ক.নিডোসাইট
খ.মেসোগ্লিয়া
গ.পুষ্টিকোষ
ঘ.পেশি আবরণী কোষ

8. কোনটি Hydra-র গ্যাস্টোডার্মিসে থাকে না?

ক.নিডোসাইট
খ.স্নায়ু কোষ
গ.সংবেদী কোষ
ঘ.গ্রন্থি কোষ

9. কোন বিজ্ঞানী সর্বপ্রথম Hydra-র পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন?

ক.ল্যামার্ক
খ.হেকেল
গ.ট্রেম্বলে
ঘ.ভাইজম্যান

10. হাইড্রার নামকরণ করেন কে?

ক.ট্রেম্বলে
খ.লিনিয়াস
গ.পোর্টার
ঘ.লিউয়েন হুক

11. কোনটি হাইড্রার দেহে দেখা যায়?

ক.মেসোগ্লিয়া
খ.হিমোসিল
গ.স্ক্লেরাইট
ঘ.মায়োফাইব্রিল

12. হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়?

ক.হাইপোস্টোমে
খ.কর্ষিকায়
গ.সিলেন্টেরনে
ঘ.গ্যাস্টোডার্মিসে

13. Hydra-র দেহপ্রাচীরের উভয় স্তরে পাওয়া যায় কোনটি?

ক.পেশি আবরণী কোষ
খ.নিডোব্লাস্ট কোষ
গ.পুষ্টিকোষ
ঘ.গ্রন্থি কোষ

14. স্টিনোটিল নেমাটোসিস্টে থাকে_

i.সর্পিলাকার বার্বিউল
ii.তীক্ষ্ণ বার্ব 
iii.হিপনোটক্সিন
নিচের কোনটি সঠিক

ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i,ii ও iii

15. হিপনোটক্সিন এর উপাদানগুলো হলো-

i.Protein
ii.Phenophthalene
iii.Phenol
নিচের কোনটি সঠিক?

ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i,ii ও iii

16. হাইড্রায় একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম থাকে?

ক.কর্ষিকা
খ.হাইপোস্টোম
গ.পাদ-চাকতি
ঘ.দেহকান্ড

17. হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন ধারণ করে?

ক.পেনিট্র্যান্ট
খ.ভলভেন্ট
গ.স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ.স্টেরিওলিন গ্লুটিন্যান্ট

18. একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কী হয়?

ক.দেহে পরিপাক হয়
খ.দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়
গ.পুনরায় কর্মক্ষম হয়
ঘ.অন্যকোষে পরিবর্তিত হয়

19. প্রাণীর টিস্যু রসে কোন উপাদান থাকলে হাইড্রা তাকে শিকার করে।

ক.ফেনল
খ.লিপিড
গ.শর্করা
ঘ.গ্লুটাথিওন

20. নিচের কোন কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে?

ক.আবরণী কোষ
খ.ইন্টারস্টেশিয়াল কোষ
গ.নিডোব্লাস্ট কোষ
ঘ.সংবেদী কোষ

21. হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে?

ক.ভলভেন্ট
খ.পেনিট্রান্ট
গ.স্টেপটোলিন গ্লুটিন্যান্ট
ঘ.স্টেরিওলিন গ্লুটিন্যান্ট

22. হাইড্রার দেহের টটিপটেন্ট কোষ কোনটি?

ক.সংবেদী
খ.গ্রন্থি
গ.নিডোসাইট
ঘ.ইন্টারস্টিশিয়াল

23. Hydra-র গ্যাস্টোডার্মিসের কোষ কেনটি?

ক.নিডোসাইট
খ.জনন কোষ
গ.পুষ্টিকোষ
ঘ.প্যারাইটাল কোষ

24. ভলভেন্ট নেমাটোসিস্টের ক্ষেত্রে প্রযোজ্য-

 i.শীর্ষদেশ বদ্ধ 
ii.আঠালো রস ক্ষরণ করে
iii.সূত্রটি প্যাচানো
নিচের কোনটি সঠিক?

ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i,ii ও iii

25. পেশি আবরণী কোষের কাজ হলো-

i.চলনে সাহায্য করা

ii.পুনঃরুৎপত্তিতে ভূমিকা রাখা 

iii.কোন বস্তুর  সাথে দেহকে আবদ্ধ রাখতে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?

ক.i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i,ii ও iii