HSC Biology 1st Paper। ১ম অধ্যায় । online exam । কোষ ও এর গঠন । পার্টঃ ২

HSC Biology 1st Paper। ১ম অধ্যায় । online exam । কোষ ও এর গঠন । পার্টঃ ২

1. মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে-

পেকটিক এসিড
সেলুলোজ
গ্লাইকো প্রোটিন
লিগনিন

2. নিচের কোনটি কোষ প্রাচীরের কাজ?

কোষগুলোকে একত্রে রাখা
প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা
ফটোরেসপিরেশন করা
কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা

3. কোষেকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে কোনটি?

নিউক্লিয়াস
সাইটোপ্লাজম
কোষপ্রাচীর
প্লাজমাডেসমাটা

4. প্রোটোপ্লেজমের সুতার মতো অংশটুকু কি নামে অভিহিত?

প্লাজমোডেসমা
ক্রোম্যাটোফোর
টনোপ্লাস্ট
কোয়ানোসাইট

5. কোষপ্রাচীরের মুখোমুখি অবস্থিত দুটি কূপকে বলে-

নিউক্লিয়ার রন্ধ্র
পিট মেমব্রেন
প্লাজমোডেসমা
পিট জোড়

6. কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান-প্রদান ঘটে?

পিট
প্লাজমোডেসমাটা
মধ্যল্যামেলা
আন্তঃকোষীয় ফাঁক

7. কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক-

Micelle
Microfibril
Fibril
Fibre

8. কোষপ্রাচীর গঠনের মূল একক কোনটি?

প্লাজমোডেসমা
মাইক্রোফাইব্রিল
রাইবোজোম
পিট মেমব্রেন

9. কোনটি মাইক্রোফাইব্রিলের আঁটি গঠন করে?

প্লাজমোডেসমা
মাইসেলি
মাইক্রোক্যাপিলারিজ
পিট মেমব্রেন

10. নিচের কোনটি মাইক্রোফাইব্রিলের ফাঁকে অবস্থান করে?

মাইসেলি
মাইক্রোক্যাপিলারিজ
প্লাজমোডেসমাটা
পিট জোড়

11. মাইসেলিস নিম্নলিখিত কোন উপাদানটি দ্বারা গঠিত?

লিগনিন
সেলুলোজ
কাইটিন
স্ট্রার্চ

12. প্রতিটি মাইসেলিতে প্রায় কতটি সেলুলোজ অণু থাকতে পারে?

২০ টি
৫০ টি
৭৫ টি
১০০ টি

13. গৌণ কোষপ্রাচীর এর পুরুত্ব কতটুকু?

1-4 nm
5-10 nm
10-14 nm
15-20 nm

14. সেকেন্ডারি কোষপ্রাচীর গঠনের উপাদান কোনটি?

কিউটিন ও সুবেরিন
লিগনিন ও সুবেরিন
পেকটিন ও মোম
সেলুলোজ ও ক্যালসিয়াম অক্সালেট

15. নিচের কোনটি কোষপ্রাচীর গঠনে ক্রসলিংক হিসেবে কাজ করে?

Xyloglucan
Lignin
Suberin
Protein

16. কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোন পর্যায় থেকে শুরু হয়?

প্রফেজ
টেলোফেজ
মেটাফেজ
অ্যানাফেজ

17. জীবনের ভৌত ভিত্তি কোনটি?

প্রোটোপ্লাজম
সাইটোপ্লাজম
নিউক্লিওপ্লাজম
উওপ্লাজম

18. প্রোটোপ্লাজম এর কত অংশ পানি?

২০-৪০%
৩০-৬০%
৫০-৭০%
৭০-৯০%

19. জীবকোষ কোন জীবন্ত বস্তু দ্বারা গঠিত?

কোষপ্রাচীর
প্রোটোপ্লাজম
নিউক্লিওপ্লাজম
প্লাজমামেমব্রেন

20. নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়?

গলগি বডি
রাইবোজোম
ক্রোমাটিন তন্তু
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

21. যে চলনে প্রোটোপ্লাজম কতকগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে থাকে তাকে কি বলে?

একমুখী আবর্তন
দ্বিমুখী আবর্তন
ত্রিমুখী আবর্তন
বহুমুখী আবর্তন

22. Danielli এবং Davson প্রদত্ত কোষঝিল্লীর গঠন সম্পর্কিত মডেলটির নাম?

Benson's model
Fluid mosaic model
Singer's model
Sandwich model

23. কোষঝিল্লীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

ভেদ্য
ত্রিস্তরী
প্লাজমোডেসমাযুক্ত
স্থিতিস্থাপক

24. প্রোটোপ্লাজমকে বেষ্টন করে অবস্থানকারী বৈষম্যভৈদ্য পর্দা কোনটি?

কোষপ্রাচীর
কোষঝিল্লি
মাইটোকন্ড্রিয়া
লাইসোজোম

25. বর্তমান যুগের বিজ্ঞানীরা প্লাজমামেমব্রেনকে কোন নামে অভিহিত করে?

প্লাসমালেমা
কোষঝিল্লি
বায়োমেমব্রেন
কোষ অবরণী