HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ১

HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ১

1. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

তথ্য
সফটওয়্যার
হার্ডওয়্যার
কানেক্টিভিটি

2. DNA এর নতুন সিকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানো টেকনোলজি
বায়ো ইনফরমেট্রিক্স
বায়োমেট্রিক্স

3. রোবট কোন কাজে ব্যবহৃত হয়?

প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে
মানুষের বিকল্প হিসেবে বিপজ্জনক কাজে
মানুষের কর্মক্ষেত্র বৃদ্ধি করতে
স্বাধীন জীবন গ্রহণ করতে

4. বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়?

বাড়ির নিরাপত্তায়
শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
অপরাধ প্রবণতা সনাক্ত করতে
1ও2
2ও3
3ও2
1,2ও3

5. টেলি ফ্রেজেসন এর প্রয়োগ ক্ষেত্রে কোনটি?

ক্রায়ো সার্জারি
বায়োমেট্রিক্স
আর্টিফিশিয়াল ইলেকট্রিক
ভার্চুয়াল রিয়েলিটি

6. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

হার্ডওয়ার
সফটওয়্যার
ইন্টারনেট
মানুষের জ্ঞান

7. বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্ত কে?

ডেমিয়েন ব্রডরিক
মার্শাল ম্যাকলুহান
জন ম্যাকাথি
আরচিউড

8. বিশ্বগ্রামের কারণে -?

বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়
সহনশীলতার হ্রাস পায়
পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়
সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়

9. লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে?

WebEx
Google
Facebook
Yahoo

10. internet ব্যবহার করে কর্মসংস্থানে সুযোগকে কি বলা হয়?

ই -কমার্স
আউটসোর্সিং
ই-বিজনেস
ই-গভর্নেন্স

11. কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস?

টুইটার
মাইসেপস
ওডেক্স
ডিগ

12. আউটসোর্সিং কি?

নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা
ইন্টারনেট ভিত্তিক কাজ করা
বিশেষ ব্রাউজিং সুবিধা
বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

13. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে?

ই-মেইল
ই-কমার্স
ই-ট্রেড
ই-গভর্নেন্স

14. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি কে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটিকে প্রয়োজন?

হার্ডওয়ার
সফটওয়্যার
ইন্টারনেট
মানুষের জ্ঞান

15. কম্পিউটার সিমুলেশন প্রয়োগে ক্ষেত্র কোনটি?

ক্রায়ো সার্জারি
ভার্চুয়াল রিয়েলিটি
ইন্টারনেট
ভিডিও কনফারেন্সিং

16. টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি?

ক্রায় সার্জারি
VR
বায়ুো ইনফরমেট্রিক্স
রোবোটিং

17. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

ত্রিমাত্রিক সিমুলেশন
দ্বিমাত্রিক সিমুলেশন
হ্যান্ড জিওমেট্রিক
ডেটা

18. সাধারণভাবে ভার্চুয়াল reality পরিবেশ হলো?

ত্রি মাত্রিক
দ্বি মাত্রিক
বহুমাত্রিক
একমাত্রিক

19. ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে?

বিশেষ চশমা
হ্যান্ড গ্লাভস
রিয়েলিটি ইঞ্জিন
বডি সুট

20. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

python
Html
Cobol
PROLOG

21. রোবটিক্স কি?

রোবট বিজ্ঞান
রোবটের ক্রিয়া নীতি
রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা
শিল্পী ব্যবহৃত রোবট

22. রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত রয়েছে?

2
3
4
5

23. কাজের প্রয়োজনে রোবট কে কত ডিগ্রী কোণ পর্যন্ত ঘুরানো যায়?

90°
180°
270°
360°

24. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?

রোবটিক্স
ভার্চুয়াল রিয়েলিটি
ন্যানো টেকনোলজি
কৃত্রিম বুদ্ধিমত্তা

25. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

রোবটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানোটেকনোলজি
বায়ো ইনফর্মেটিক্স