এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ৩

এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা ১পত্র । ১ম অধ্যায় । অর্থায়নের সূচনা । পার্টঃ৩( সহযোগীতায়ঃ সানজিদা শিমু / ব্যবসায় শিক্ষা শাখা / চৌমুহনী সরকারী সালেহ আহমেদ কলেজ, নোয়াখালী)

1. শেয়ার মালিকদের মধ্য মুনাফা বন্টন অর্থায়ন কার্যাবলির কোন ধরনের সিদ্ধান্ত ?

তহবিল সংগ্রহ
তহবিল বন্টন
মূলধন সংগ্রহ
সম্পদ ব্যবস্থাপনা

2. ইক্যুইটি মূলধন ও ঋণ মূলধনের মিশ্রণকে কী বলা হয় ?

মূলধন ব্যবস্থাপনা
মূলধন কাঠামো
মূলধন বাজেটিং
মূলধন ব্যয়

3. অর্থায়নের সাথে অর্থনীতির কোন শাখার অধিকতর সম্পর্ক আছে ?

ব্যষ্টিক
সামষ্টিক
ভোক্তা আচরণ
ব্যক্তিগত আয়

4. কাম্যমূলধন কাঠামোতে বিবেচনা করা হয় -

  1. মূলধন ব্যয়
  2. একাধিক উৎসের উপস্থিতি
  3.  শেয়ারের বাজারমূল্য
    নিচের কোনটি সঠিক ?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

5. নিচের কোনটি অর্থায়নের কার্যাবলি নয় ?

তহবিল সংগ্রহ
বাজারজাতকরন
তহবিল বন্টন
মূলধন বাজেটিং

6. চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি পেলে কি হয় ?

  1. তারল্য হ্রাস পায়
  2. মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি পায়
  3. দেওলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায় 
    নিচের কোনটি সঠিক ?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

7. ব্যবসায় প্রতিষ্ঠানের নিট আয়ের যে অংশ শেয়ারমালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলে ?

সংরক্ষিত তহবিল
লভ্যাংশ
মোট মূনাফা
নিট মুনাফা

8. নিট আয়ের যে অংশ শেয়ারমালিকদের মধ্যে বন্টন করা হয় না তাকে কি বলে ?

লভ্যাংশ তহবিল
সংরক্ষিত তহবিল
মোট মুনাফা
নিট মুনাফা

9. কোনটি অর্থায়ন কার্যাবলির অন্তভুক্ত নয় ?

আর্থিক পরিকল্পনা
লভ্যাংশ সিদ্ধান্ত
বিনিয়োগ সিদ্ধান্ত
মূল্য নির্ধারন

10. অবন্টিত মুনাফা (Retained earning) কোন অর্থায়ন থেকে করা হয় ?

বাহ্যিক অর্থায়ন
ব্যক্তিগত অর্থায়ন
অভ্যন্তরিন অর্থায়ন
প্রাতিষ্ঠানিক অর্থায়ন

11. সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নে অর্থায়নের পরোক্ষ ভূমিকা গুলো হলো -

  1. সরকারের রাজস্ব বৃদ্ধি 
  2. মূলধন ব্যয় হ্রাস
  3. ঘাটতি পক্ষ ও উদ্বত্ত পক্ষের মধ্যে 
    নিচের কোনটি সঠিক ?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

12. তহবিল বন্টনের ক্ষেত্রে লভ্যাংশের পরিমানের বৃদ্ধি পেলে কোনটি হ্রাস পাবে ?

শেয়ার বাজারের মূল্য
মুনফা অর্জনের ক্ষমতা
ঝুঁকি পরিহার ক্ষমতা
সংরক্ষিত আয়ের পরিমান

13. ঞ্চলতি সম্পদ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হলো -

  1. নগদ অর্থ সংরক্ষণ
  2. শেয়ার ইস্যু
  3. কাঁচা মাল ক্রয় 
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

14. পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কী ?

মূলধন গঠন
বিনিয়োগ বৃদ্ধি
ঝুঁকি হ্রাস
আয় বৃদ্ধি

15. নিচের কোনটি তারল্যের সাথে সম্পর্কিত ?

স্থির ব্যয়
স্থায়ী সম্পদ
প্রাপ্য হিসাব
অলীক সম্পদ

16. অধিক তারল্য হাতে রাখলে ব্যবসায় কি ঘটে ?

মুলধন হ্রাস পায়
মূলধন বৃদ্ধি পায়
মুনাফা বৃদ্ধি পায়
মুনাফা হ্রাস পায়

17. ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হলো-

ধনাত্নক
ঋণাত্নক
সমানুপাতিক
আংশিক

18. নগদ টাকা ও নগদ সমতুল্য হাতে রাখার মূল উদ্দেশ্য কোনটি ?

মুনফা
আয়
ব্যয়
তারল্য

19. প্রতিষ্ঠানের তারল্যের সাথে নিচের কোনটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে ?

স্থায়ী মূলধন
চলতি মূলধন
বিনিয়োগকৃত মূলধন
স্বল্প মূলধন

20. আর্থিক ব্যবস্থাপক সমন্বয় করেন ?

  1. ঝুঁকি ও আয়
  2. তারল্য ও মুনফা
  3. বিক্রয় মুনাফা 
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

21. পোর্টফোলিও তৈরির উদ্দেশ্য কী?

মুনফা বৃদ্ধি করা
অপরিহারযোগ্য ঝুঁকি হ্রাস করা
মোট আয় বৃদ্ধি করা
মোট ঝুঁকি হ্রাস করা

22. তারল্য বৃদ্ধি পেলে -

ঝুঁকি বৃদ্ধি পায়
মুনাফা কমে
বিনিয়োগ কমে
মুনাফা বাড়ে

23. একজন বিনিয়োগকারী নিচের কোনটি অনুসরণ করে ঝুঁকি নিয়ন্ত্রন করে থাকে ?

ঝুঁকি ও মুনাফা নীতি
তারল্য মুনাফা নীতি
পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি
সামাজিক কল্যাণ নীতি

24. তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কী ?

নিম্মমুখী
সমানুপাতিক
ঋণাত্নক
ধনাত্নক

25. " Do not put all your eggs in one basket " প্রবাধ বাক্যটির অর্থায়নের কোন নীতির সাথে সম্পর্কিত ?

ঝুঁকি ও মুনাফা
তারল্য ও মুনাফা
পোর্টফোলিও বৈচিত্রায়ন
উপযুক্ততার