পল্লিসাহিত্য MCQ

পল্লিসাহিত্য MCQ

পল্লিসাহিত্য MCQ
পল্লিসাহিত্য MCQ

পল্লিসাহিত্য MCQ এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

মুহাম্মদ শহীদুল্লাহ

বহুনির্বাচনী

১. মানুষের উৎপত্তি ও বিকাশের সঙ্গে সম্পর্কিত নিচের কোন তথ্যটি সমর্থনযোগ্য?

ক. প্রত্নতত্ত্ব খ. নৃতত্ত্ব

গ. ভূতত্ত্ব ঘ. প্রাণিতত্ত্ব

২. ড. মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের ওপর জোর দিয়েছেন?

i. লোকসংস্কৃতির সংরক্ষণ

ii. লোকসংস্কৃতির প্রসার

iii. লোকসংস্কৃতি যত্নের সঙ্গে আহরণ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii

৩. ‘ঠাকুরমার ঝুলি’ কার রচনা?

ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

খ. চন্দ্রকুমার দে

গ. মদিনা বিবি

ঘ. মনসুর বয়াতি

৪. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে বঙ্গের রাজধানী সম্পর্কে নিচের কোন প্রবাদটি বলা হয়েছে?

ক. ধরি মাছ না ছুঁই পানি

খ. পিঁড়েয় বসে পেঁড়োর খবর

গ. দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই

ঘ. আপনি বাঁচলে বাপের নাম

পল্লিসাহিত্য MCQ

৫. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’ এখানে ‘পেঁড়ো’ বলতে কোন স্থান বুঝানো হয়েছে?

ক. পা-ুয়া খ. গৌড়

গ. দিল্লি ঘ. মুর্শিদাবাদ

৬. একবার ‘এবার ফিরাও মোরে’ বলে আবার নগর সাহিত্যের দিকে কে ফিরে গিয়েছেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীম উদ্দীন

ঘ. অন্নদাশঙ্কর রায়

৭. মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন?

ক. শেক্সপিয়ার খ. শেলি

গ. রোঁমা রোঁলা ঘ. ড. দীনেশচন্দ্র সেন

৮. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক কোন বিষয়টির মাধ্যমে মূল বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন?

ক. ভাষার প্রয়োগ

খ. উপমা ও রূপক

গ. যুক্তি প্রয়োগ

ঘ. পল্লিসাহিত্যের যথার্থ উপকরণ

পল্লিসাহিত্য MCQ

৯. ফোকলোর সোসাইটির কাজ কী?

ক. পল্লিজীবনকে ফুটিয়ে তোলা

খ. উপকরণ সংগ্রহ করা

গ. পল্লিজীবনকে নিয়ে সাহিত্য লেখা

ঘ. ইতিহাস সংগ্রহ করা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

গভীর রাত হয়ে গেলেও তাহিয়া ঘুমাচ্ছে না বলে মা তাকে johny johny yes papa শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এতে তাহিয়ার দাদু বিরক্ত হয়ে বলে, ‘যেখানে মিথ্যা শেখায় তা ওকে শোনাতে হবে কেন? আমাদের দেশে তো গল্পের অভাব নেই’।

১০. উদ্দীপকে ‘তাহিয়ার মা’ পল্লিসাহিত্য’ প্রবন্ধের কাদের প্রতিনিধিত্ব করছে?

ক. আধুনিক শিক্ষিত জননীর

খ. আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের

গ. শহুরে সাহিত্যের

ঘ. নাগরিক সমাজের

১১. তাহিয়ার দাদুর বিরক্তিভাবে কী প্রকাশ

i. আন্তরিকতা

ii. সচেতনতা

iii. অস্তিত্ব হারানোর শঙ্কা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i, ii ও iii

১২. পল্লিসাহিত্য একটি

i. প্রবন্ধ রর. অভিভাষণ

iii. উপন্যাসিকা

নিচের কোনটি সঠিক?

ক.i খ.ii

গ. i ও ii ঘ. ii ও iii

১৩. ‘মন মাঝি তোর বৈঠা নে রে/আমি আর বাইতে পারলাম না।’এটা কোন ধরনের গান?

ক. রাখালি গান খ. জারি গান

গ. মারফতি গান ঘ. সারি গান

১৪. নাগরিক সাহিত্যে যা নেই

র. কৃষকের কথা, জেলেদের কথা

রর. বাবুদের কথা, সাহেবের কথা

ররর. মুটে-মজুরের কথা, মাঝিদের কথা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iও ii ঘ. i, ও iii

পল্লিসাহিত্য MCQ

১৫. খনা কে?

ক. নেত্রী খ. জ্যোতিষী

গ. মহীয়সী ঘ. কবি

১৬. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক কী আবেদন করেছেন?

ক. পল্লিসাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা

খ. পল্লিসাহিত্যকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা

গ. সুখ-দুঃখ নিয়ে গ্রন্থ রচনা করা

ঘ. আধুনিক সাহিত্যের প্রসার রোধ করা

১৭. ১৯১৫ সালে সাহিত্যকে নোবেল পুরস্কার লাভ করেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. পাবলো নেরুদা

গ. রোঁমা রোঁলা ঘ. এস পার্ল বাক

১৮. ‘Proletariat’ সাহিত্য কী?

ক. বিপ্লবী সাহিত্য

খ. রস সাহিত্য

গ. নির্যাতিত ও শ্রমজীবীদের সাহিত্য

ঘ. নাগরিক সাহিত্য

উত্তর

১. ক, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. গ, ১৩. গ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. গ, ১৮. গ

Read More: