ভার্নালাইজেশন।৮ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ভার্নালাইজেশন।৮ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ভার্নালাইজেশন।৮ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ভার্নালাইজেশন।৮ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় :০৮-ভার্নালাইজেশন

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

 ০১. ভার্নালাইজেশন নামকরণ কে করেন?

উত্তর: রাশিয়ান বিজ্ঞানী টি ডি লাইসেনকো।

০২.ভার্নালাইজেশন বলতে কি বুঝ?

 উত্তর :উদ্ভিদের পুষ্পধারণে শৈত্যের প্রভাবকে ভার্নালাইজেশন বলে।

 ০৩. ডিভার্নালাইজেশন কী?

 উত্তর: উচ্চতাপ বা নিম্নতাপ প্রয়োগ করে ভার্নালাইজেশনের প্রভাব দূরীকরণ প্রক্রিয়াকে ডিভার্নালাইজেশন বলে।

০৪.ভার্নালিন কাকে বলে? 

উত্তর: উদ্ভিদের শীর্ষে ভাজক কলা ভার্নালাইজেশন উত্তেজনা গ্রহণ করে। ফলে ভাজক কলাতে এক প্রকার হরমোন উৎপন্ন হয় যাকে ভার্নালিন বলে।

০৫. ভার্নালাইজেশন-এর অর্থ কী?

উত্তর: ভার্নালাইজেশন হলো-শীতকালীন শস্যকে বসন্ত কালীন শস্যে রূপান্তর বা বাসন্তিকরণ।

৬. ভার্নালাইজেন প্রয়োগ করা হয় কীসে?

উত্তর: অংকুরিত বীজ অথবা সম্পূর্ণ অপ্রাপ্তবয়স্ক উদ্ভিদে।

০৭. উদ্ভিদের ভার্নালাইজেশন উত্তেজনা গ্রহণ কেন্দ্র কোনটি?

উত্তর: উদ্ভিদের কাণ্ডের শীর্ষ।

০৮. Oenothera – উদ্ভিদে ভার্নালাইজেশন গ্রহণ করার জন্য কতটি পাতা প্রয়োজন?

উত্তর: ৬ থেকে ৮টি পাতা প্রয়োজন।

০৯. হেনবেন উদ্ভিদে ভার্নালাইজেশন গ্রহণের জন্য বয়স কত হতে হয়?

উত্তর: ১০ দিন।

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

০১.বাংলাদেশে শস্য ভার্নালাইজেশনের গুরুত্ব লিখ। 

০২.ভার্নালাইজেশনের জন্য প্রয়োজনীয় শর্তসমূহ উল্লেখ কর। 

০৩.ফটোপিরিওডিজম ও ভার্নালাইজেশরে মধ্যে পার্থক্য লিখ। 

০৪.ভার্নালাইজেশনের গুরুত্ব লেখ। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

 

০১.ভার্নালাইজেশন পদ্ধতির বর্ণনা দাও। 

০২. ভার্নালাইজেশনের নিয়ন্ত্রণকারী প্রভাবকসমূহ বর্ণনা কর। 

০৩.টীকা লিখ: ফ্লোরিজেন ও ভার্নালিন;

টীকা লেখ: ভার্নালাইজেশন 

Read more:7th chapter