ফটোপিরিওডিজম।৭ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ফটোপিরিওডিজম।৭ম অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :
০১. ফটোপিরিওডিজম কী?
উত্তর: উদ্ভিদের ফুল ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবককে ফটোপিরিওডিজম বলে।
০২. পুষ্পধারণের উপর দিন ও রাতের তুলনামূলক দৈর্ঘ্যের প্রভাব কারা সর্বপ্রথম লক্ষ করেন?
উত্তর: আমেরিকান বিজ্ঞানী W. H. Garner and H. A. Allard.
০৩. ছোট দিনের উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যেসব উদ্ভিদ দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে ছোট হলে পুষ্পধারণ করে, তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলে।
০৪. জীবজ ঘড়ি কী?
উত্তর: বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় ও বিপাকীয় কার্য পরিচালনার জন্য যে ক্রিয়া প্রদর্শন করে তাকে জৈবিক ঘড়ি বলে।
০৫. ছোট দিনের উদ্ভিদকে প্রকৃত অর্থে কী বলা হয়?
উত্তর: বড় রাত্রির উদ্ভিদ।
০৬. পুষ্প উদ্ভিদের দিবালোকের প্রয়োজন হয় কী কারণে?
উত্তর: শুধুমাত্র সালোকসংশ্লেষণের জন্য।
০৭. বড় দিনের উদ্ভিদ কাকে বলে?
উত্তর: রাতের দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি হলে যেসব উদ্ভিদে পুষ্প ধরে, তাদেরকে বড় দিনের উদ্ভিদ বলে।
০৮.কয়েকটি বড় দিনের উদ্ভিদের নাম লিখ।
উত্তর: মূলা স্যাটিভাস, গ্রীষ্মকালীন গম, মটর স্যাটিভাম।
০৯. দিন নিরপেক্ষ উদ্ভিদ কাকে বলে?
উত্তর: যেসব উদ্ভিদে ফুল ধারণের জন্য দিন ও রাতের
তুলনামূলক দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই, তাদেরকে দিন নিরপেক্ষ উদ্ভিদ বলে।
১০. কয়েকটি দিন নিরপেক্ষ উদ্ভিদের নাম লিখ।
উত্তর: Lycopersicon esculentum, Helianthus annuus, Zea mays.
১১.ফটোপিরিওডিক আবেশ বা ইনডাকশন কাকে বলে?
উত্তর: উদ্ভিদের পুষ্পধারণের জন্য আলোর প্রভাব সৃষ্টির প্রক্রিয়াকে ফটোপিরিওডিক আবেশ বা ইনডাকশন বলে।
১২. ফটোপিরিওডিক আবেশ উদ্ভিদের কোথায় গৃহীত হয়?
উত্তর: ফটোপিরিয়ডিক আবেশ উদ্ভিদের কচি পাতায় গৃহীত হয়।
১৩. কোন ধরনের পাতায় ফটোপিরিওডিক ইনডাকশন বেশি হয়?
উত্তর: পরিপক্কতা লাভকারী পাতায় ফটোপিরিয়ডিক ইনডাকশন বেশি হয়।
১৪.ফটোপিরিওডিক ইনডাকশন উদ্ভিদের কোথায় সংঘটিত হয়?
উত্তর: ফটোপিরিওডিক ইনডাকশন উদ্ভিদের পাতায় সংঘটিত হয়।
১৫. অধিষ্ঠিত ফটোপিরিওড কাকে বলে?
উত্তর: কোনো নিদিষ্ট উদ্ভিদ প্রজাতিতে ফুল ধারণের জন্য সুনির্দিষ্ট ফটোপিরিওডকে অধিষ্ঠিত ফটোপিরিওড বলে।-
১৬. কোন উদ্ভিদ পুষ্পায়নের জন্য দিবা দৈর্ঘ্য অধিষ্ঠিত ফটোপিরিয়ড অপেক্ষা বেশি দরকার?
উত্তর: বড় দিনের উদ্ভিদ।
১৭. ফটোইনডাক্টিভ চক্র কাকে বলে?
উত্তর: উদ্ভিদের ফুল ফোটার সূচনার জন্য যে একটি নির্দিষ্ট অনুপাতের দিন ও রাত্রির দৈর্ঘ্যযুক্ত চক্রের প্রয়োজন হয়, তাকে ফটোইনডাক্টিভ চক্র বলে।
১৮.Xanthium pennsylvanicum-এর ফটোইনডাক্টিভ চক্র কত?
উত্তর: দিন/রাত্রি = ৮ ঘণ্টা/১৬ ঘণ্টা।
১৯.ফ্লোরিজেন কী?
উত্তর: ফ্লোরিজেন একটি স্টিরয়েড জাতীয় যৌগ। এটি পুষ্পায়নের উদ্দীপনার জন্য এক ধরনের কাল্পনিক হরমোন। রুশ বিজ্ঞানী M.K.H. Chailakhyan এটি আবিষ্কার করেন পুষ্পায়নের জন্য।
২০.ফ্লোরিজেন (Florigen) নামক হরমোন কে আবিষ্কার করেন?
উত্তর: রুশ বিজ্ঞানী M.K.H. ChailaKhyan.
২১. ফ্লোরিজেন কী ধরনের যৌগ?
উত্তর: আইসোপ্রিনয়েড বা স্টিরয়েড যৌগ।
২২.কোন হরমোনকে পুষ্পায়নের কাল্পনিক হরমোন বলা হয়?
উত্তর: ফ্লোরিজেন।
২৩.SDC-এর পূর্ণরূপ কী?
উত্তর: SDC-এর পূর্ণরূপ হলো: Short Day Condition.
২৫.LDC এর পূর্ণরূপ কী?
উত্তর: LDC-এর পূর্ণরূপ হলো Long Day Condition.
২৬.অধিষ্ঠিত দিবাদৈর্ঘ্য কী?
উত্তর: কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতিতে ফুল ধারণের
জন্য সুনির্দিষ্ট দিবা দৈর্ঘ্যকে অধিষ্ঠিত দিবাদৈর্ঘ্য বলে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):
০১.ফটোপিরিওডিজম বলতে কি বুঝ?
০২. ফ্লোরিজেন-এর ভূমিকা আলোচনা কর।
০৩.ক্রিটিক্যাল ডে-লেন্থ বলতে কি বুঝায়?
০৫.অধিষ্ঠিত ফটোপিরিয়ড বিষয়টি ব্যাখ্যা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১.ফটোপিরিওডিজম বলতে কি বুঝ? ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদাহরণ সহ শ্রেনিবিন্যাস কর।
০২-ফাইটোক্রোমের রাসায়নিক প্রকৃতি এবং উদ্ভিদের বৃদ্ধি ও বর্ধন এর শারীরতাত্ত্বিক প্রভাব সম্পর্কে আলোচনা কর।
০৩.ফটোপিরিওডিজম কী? উদ্ভিদের পুষ্পায়নে অন্ধকার দশার বর্ণনা কর।
Read more:6th chapter