জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৭: জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

 

০১. জীবকৌলিক পরাগরেণু বিজ্ঞান (Biogenic Palynology) কি?

উত্তর : পরাগরেণু বিজ্ঞানের যে শাখায়, কৃষি ও ভ্রণবিষয়ক বিভিন্ন মৌলিক উন্নয়ন ও পরাগ মজুদকরণ, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology) বলে।

০২-কৃষি পরাগরেণুবিজ্ঞান বলতে কী বুঝ? 

উত্তর: ফল ও বীজ, তথা ফসলের উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত পরাগ নিয়ে অধ্যয়ন ও গবেষণাকে কৃষিপরাগরেণুবিদ্যা (Agropalynology) বলে।

 ০৩. Biogenic Palynolgy-র সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি কি?

উত্তর: পরাগের আকার-আকৃতি, পরাগের শরীরতাত্ত্বিক বিষয়, পরাগায়নের বিষয়, উর্বরতা, অঙ্কুরোদগম ও মজুদকরণ, সুপ্রজনন ও প্রযুক্তি প্রভৃতি বিষয়।

০৪- শারীরবৃত্তীয় বন্ধ্যাত্ব কি?

উত্তর: যখন পরাগের বাহ্যিক বৈশিষ্ট্য সঠিক থাকে কিন্তু জীবীয় বৈশিষ্ট্য হারিয়ে যায় তখন তাকে Physiologic sterility বলে।

০৫-পরাগের সজীবতা কি?

উত্তর: পরাগধানীতে পরাগ উৎপন্নের পর যে সময় পর্যন্ত সজীব থেকে তার কর্মক্ষমতা ধরে রাখতে সক্ষম থাকে, তাকে পরাগের সজীবতা বলে।

 ০৬-Pollination কি?

উত্তর: একই প্রজাতিভুক্ত ফুলের মধ্যে যদি কোনো উপায়ে পরাগকণা গর্ভমুন্ডে স্থানান্তর হয় এবং স্বাভাবিক নিয়মে নিষেক ক্রিয়া ঘটাতে সক্ষম থাকে তাকে Pollination বলে।

০৭-স্ব-অসঙ্গতি কাকে বলে? 

উত্তর: যে প্রক্রিয়া একই ফুলের বা একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হলেও নিষেক ক্রিয়া সম্পন্ন হয় না বা নিষেক হলেও ভ্রূণ বৃদ্ধি লাভ করতে পারেনা সে প্রক্রিয়াকে স-অসঙ্গতি বলে।



খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

 ০১. উদ্ভিদ উন্নয়নে জীব কৌলিক পরাগরেণুর ভূমিকা লিখ। 

০২ হাইব্রিড বীজ উৎপাদনে পরাগরেণুর ভূমিকা আলোচনা কর। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

 ০১. কৃষিবিজ্ঞান, উদ্যানবিজ্ঞান ও উদ্ভিদ উন্নয়নে পরাগ এর ভূমিকা লিখ। 

০২. কি উপায়ে পরাগ থেকে একগুণী বা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হয়। 

০৩-শস্যের উৎপাদন বৃদ্ধিতে পরাগ-পতঙ্গের মিথস্ক্রিয়য়তার ভূমিকা ব্যাখ্যা কর।

Read more:6th chapter