জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)।৭ম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
অধ্যায় ০৭: জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):
০১. জীবকৌলিক পরাগরেণু বিজ্ঞান (Biogenic Palynology) কি?
উত্তর : পরাগরেণু বিজ্ঞানের যে শাখায়, কৃষি ও ভ্রণবিষয়ক বিভিন্ন মৌলিক উন্নয়ন ও পরাগ মজুদকরণ, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান (Biogenic Palynology) বলে।
০২-কৃষি পরাগরেণুবিজ্ঞান বলতে কী বুঝ?
উত্তর: ফল ও বীজ, তথা ফসলের উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত পরাগ নিয়ে অধ্যয়ন ও গবেষণাকে কৃষিপরাগরেণুবিদ্যা (Agropalynology) বলে।
০৩. Biogenic Palynolgy-র সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি কি?
উত্তর: পরাগের আকার-আকৃতি, পরাগের শরীরতাত্ত্বিক বিষয়, পরাগায়নের বিষয়, উর্বরতা, অঙ্কুরোদগম ও মজুদকরণ, সুপ্রজনন ও প্রযুক্তি প্রভৃতি বিষয়।
০৪- শারীরবৃত্তীয় বন্ধ্যাত্ব কি?
উত্তর: যখন পরাগের বাহ্যিক বৈশিষ্ট্য সঠিক থাকে কিন্তু জীবীয় বৈশিষ্ট্য হারিয়ে যায় তখন তাকে Physiologic sterility বলে।
০৫-পরাগের সজীবতা কি?
উত্তর: পরাগধানীতে পরাগ উৎপন্নের পর যে সময় পর্যন্ত সজীব থেকে তার কর্মক্ষমতা ধরে রাখতে সক্ষম থাকে, তাকে পরাগের সজীবতা বলে।
০৬-Pollination কি?
উত্তর: একই প্রজাতিভুক্ত ফুলের মধ্যে যদি কোনো উপায়ে পরাগকণা গর্ভমুন্ডে স্থানান্তর হয় এবং স্বাভাবিক নিয়মে নিষেক ক্রিয়া ঘটাতে সক্ষম থাকে তাকে Pollination বলে।
০৭-স্ব-অসঙ্গতি কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়া একই ফুলের বা একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগায়ন হলেও নিষেক ক্রিয়া সম্পন্ন হয় না বা নিষেক হলেও ভ্রূণ বৃদ্ধি লাভ করতে পারেনা সে প্রক্রিয়াকে স-অসঙ্গতি বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১. উদ্ভিদ উন্নয়নে জীব কৌলিক পরাগরেণুর ভূমিকা লিখ।
০২ হাইব্রিড বীজ উৎপাদনে পরাগরেণুর ভূমিকা আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):
০১. কৃষিবিজ্ঞান, উদ্যানবিজ্ঞান ও উদ্ভিদ উন্নয়নে পরাগ এর ভূমিকা লিখ।
০২. কি উপায়ে পরাগ থেকে একগুণী বা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হয়।
০৩-শস্যের উৎপাদন বৃদ্ধিতে পরাগ-পতঙ্গের মিথস্ক্রিয়য়তার ভূমিকা ব্যাখ্যা কর।
Read more:6th chapter