লিংকেজ এবং ক্রসিংওভার।৫ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

লিংকেজ এবং ক্রসিংওভার।৫ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

লিংকেজ এবং ক্রসিংওভার।৫ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
লিংকেজ এবং ক্রসিংওভার।৫ম অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

৫ম অধ্যায় (লিংকেজ এবং ক্রসিংওভার)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions ) :

০১. লিংকেজ (l.inkage) কি? 

অথবা, লিংকেজ (Linkage) এর সংজ্ঞা দাও।

উত্তর : একটি ক্রোমোজমে একাধিক জিন একসাথে থাকা এবং দলবদ্ধ ভাবে বংশগতিতে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে Linkage বলে।

০২. সম্পূর্ণ লিংকেজ কাকে বলে?

উত্তর : যখন লিংকড জিনগুলোর মধ্যে মায়োসিসের সময়কোনো ক্রসিংওভার ও রিকম্বিনেশন ঘটে না তখন তাকে সম্পূর্ণ লিংকেজ বলে।

০৩ কাপলিং বলতে কী বুঝ ? 

উত্তর : যখন দুটি প্রকট বা দুটি প্রচ্ছন্ন জিনের মধ্যে লিংকেজ দেখা যায় তাকে কাপনিং বলে।

০৪ অসম্পূর্ণ লিংকেজ (Incomplete linkage) কি? 

অথবা, অসম্পূর্ণ লিংকেজ কাকে বলে? 

উত্তর : যখন লিংকড জিনগুলোর মধ্যে অল্পমাত্রায় ক্রসিংওভার হয় এবং রিকম্বিনেশন ঘটে তখন তাকে অসম্পূর্ণ লিংকেজ (Incomplete linkage) বলে। যেমন- কুঞ্চিত দানার জিন।

০৫ ট্রান্স লিংকেজ বলতে কী বুঝ? 

উত্তর । একই ক্রোমোজোমের উপর প্রকট ও প্রচ্ছন্ন উভয় জিন বিদ্যমান থাকলে দ্বিতীয় বিন্যাসটিকে ট্রান্স বিন্যাসএবং এ ধরনের লিংকেজকে ট্রান্স লিংকেজ বলে।

০৬. ক্রসিং ওভার কী?

অথবা, ক্রসিংওভার কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজমের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে তাকেক্রসিংওভার বলে।

০৭ ডাবল ক্রসিংওভার কী?

উত্তর : দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি একবার অংশ বিনিময়ের পর আবার অংশের বিনিময় ঘটে তাকে ডাবল ক্রসিংওভার বলে।

০৮ কায়াজমা কী? 

উত্তর : ক্রোমাটিডের যে স্থানে ক্রসিংওভার ঘটে সেখানে x চিহ্নের ন্যায় দেখায়, একে কায়াজমা বলে ।

০৯. ক্রসিংওভারের ফলে কি ঘটে?

উত্তর : জিনের নতুন বিন্যাস ঘটে।

১০ Crossing over কোথায় ঘটে?

উত্তর : Crossing over মিয়োসিস কোষবিভাজনেরপ্রোফেজ-১ দশার প্যাকইটিন উপ-দশায় ঘটে।

১১.জিন ম্যাপ (Gene map) বা ক্রোমোজোম ম্যাপ

(Chromosome map) কি? 

অথবা, জেনেটিক ম্যাপ কি? 

উত্তর : ক্রোমোজোমে জিনের অবস্থান ও ক্রম এবং তাদেরপারস্পরিক দূরত্ব রেখার মাধ্যমে প্রদর্শন করাকে জিন ম্যাপ বলে।

 ১২. জিনের ম্যাপ দূরত্বের একককে কি বলে?

উত্তর : Map unit.

খ বিভাগ : 

০১.লিংকেজ ও ক্রসিংওভার বলতে কি বুঝ? একটি উদাহরণ এর সাহায্য লিখ

০২.লিংকেজ এর বৈশিষ্ট্যগুলো লিখ

০৩সম্পূর্ণ লিংকেজ এর সংজ্ঞা দাও

০৪ক্রোমোজোম ম্যাপ বা জিন ম্যাপ ম্যান দুরত্ব  বলতে কি বুঝ?

০৫ Coupling ও Repulsion বলতে কি বুঝ?

০৬ক্রসিং ওভার কি? কিভাবে ক্রসিংওভার লিংকড জিনের মধ্যে পুনর্বিন্যাস ঘটায়? 

০৭সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিংকেজের মধ্যে পার্থক্য লিখ । 

০৮সেক্স ক্রোমোজোমাল লিংকেজ ও অটোজোমাল মধ্যে পার্থক্য লিখ।

০৯ক্রসিং ওভারের গুরুত্ব লেখ। 

অথবা, ক্রসিংওভারের তাৎপর্য ব্যাখ্যা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Questions);

০১লিংকেজের শ্রেণিবিভাগ বর্ণনা কর।

অথবা, লিংকেজ এর প্রকারভেদ আলোচনা কর

 ০২.  ক্রসিংওভার মিয়োসিসের কোন ধাপে সম্পন্ন হয়? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষা বর্ণনা দাও।

অথবা, ক্রসিংওভার কি? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষার বর্ণনা কর।

অথবা, ক্রসিংওভার কি? মায়োসিসের কোন ধাপে ক্রসিং ওভার সংঘটিত হয়? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষার বর্ণনা দাও।

লিংকেজ কী? উদাহরণসহ লিংকেজ প্রক্রিয়া ব্যাখ্যা কর। 

০৩ক্রোমোজোম ম্যাপ কি? Drosophila-এর একটি 3-পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল ।

+++=261   ++cm=44   dp blcm =277  dp bl=511   +blcm=173    +bl+=05   dp++=182 dp+cm =07

(i) কোনো জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তি সহকারে উল্লেখ কর।

(ii) জিনগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অংকন কর।

(iii) কো-ইফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স এবং ইন্টারফেরেন্স নির্ণয় কর।

০৫, একটি ৩ পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল- 

ABd = ১৬০

abD = ১৫০

aBD = ২৯০

Abd = ২৮০

AbD=bo

ABD = 8

aBd = 28

abd = 2

(i) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল।

(ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অংকন কর।

(iii) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর।

একটি তিন বিন্দু টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল- 

+Lg=300

bbIg= 128

+bV+=66

++=22

(ক) কোন জিনটে মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল।

(খ) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অংকন কর।

(গ) কোন-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর।

০৭একটি 3  পয়েন্ট টেস্টকসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল- ষ

AB4=470

D=440->

BD 24

Abd=28

AbD=16

aBd=20

ABD = 01

abd=61

(i) কোনো জীনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল?

(ii) জীনগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন কর।

(iii) কো-ইফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স এবং ইন্টারফারেন্স নির্ণয় কর।

০৮. একটি ৩ বিন্দু টেস্ট ক্রস সংকরায়নে নিম্নরূপ বংশধর পাওয়া গেল।  

414

=820

dm+

dmp

= ৪১০

++P

=30

+m+

= ২৫

+mp

= ১০

d+p

= ১৫

d + +

= ১০

(ক) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে লিখ।

(খ) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অংকন কর।

(গ) কোন-এফিসিয়েন্ট অব কো-ইনডিডেন্স ও ইন্টারফোরেন্স নির্ণয় কর।

০৯টমেটোতে একটি ৩-পয়েন্ট টেস্ট ক্রস সংকলায়নে নিম্নরূপ বংশধর পাওয়া গেল। 

+1+

470

++P

24

d+p

16

+m+

20

dm+

28

dmp

440

d++

01

+mp

01

So

(i) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে উল্লেখ কর এবং জিনগুলির মধ্যে দূরত্ব নির্ণয় কর।

(ii) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর।

১০Drosophila-এর একটি ট্রিপল পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল। 

+++=275 dp++-196++cm-58 +bl+ 19 dp bl cm-291+ bl cm-187 dp bl+-65 dp + cm-21

(i) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তি সহকারে উল্লেখ কর।

(ii) জিনগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন কর।

(iii) কো-ইফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স এবং ইন্টারফেরেন্স নির্ণয় কর।

টীকা লিখ :

(ক) লিংকেজ:

(খ) Gene map বা ক্রোমোজোম ম্যাপ;

(গ) ক্রসিংওভার:

(ঘ) interferance ও Coincidence

১৫। একটি ৩-পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল; 

ABd - ১৫০

aBD - ২৯৫

AbD-to

abD->00

Abd- ২৮০

aBd-2

ABD - 04

abd-00

L

20

কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল।

(ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন কর।

(D) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর।

 Read more:4th chapter