বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি।৩য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি।৩য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি।৩য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি।৩য় অধ্যায় ।Genetics( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৩( বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১৷  ক্রোমোজোম কি?

উত্তর : ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে কর্ণধারণকারী বিশেষ গঠন। জীবের বংশগতি নিয়ন্ত্রণকারী কোষের অবস্থানরত বিশেষ গঠনকে ক্রোমোজোম বলে। ম মুলত কোষ বিভাজনের সময় ক্রোমাটিন অসমূহ একত্রিত হয়ে যে

বিশেষ সুনির্দিষ্ট গঠন তৈরি করে তাকে ক্রোমোজোম বলে।

০২ ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

উত্তর : ১৯৭৬ সালে B. Strasburger সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন।

০৩, ক্রোমোজোম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর : ক্রোমোজোম শব্দটি ১৯৯৮ সালে Waldeger

সর্বপ্রথম ব্যবহার করেন ।

৪. ক্রোযোজনের গঠনগত প্রধান উপাদান

উত্তর : ক্রোমোজমের গঠনগত প্রধান উপাদান হচ্ছে প্রোটন ও নিউক্লিক এসিড।

০৫. ক্রোমোজমে কী কী প্রোটিন থাকে?

উত্তর: ক্রোমোজমে হিস্টোন ও নন-হিস্টোন নামক দুই ধরনের প্রোটিন থাকে

০৬ DNA কি?

উত্তর : জীবের বংশগতির ধারক ও বাহক

০৭ DNA-এর পূর্ণরুপ কি?

উওর Deoxy Ribonucleic Acid

০৮ DNA এর ভৌত ও রাসায়নিক গঠন কে প্রদান করেন?

উ: Watson and crick (1953) DNA এর  ভৌত ও রাসায়নিক গঠন প্রদান করেন।

০৯. DNA-এর দৈর্ঘ্য কত?

উত্তর : DNA এর দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হয়।

১০. DNA সূত্র কেমন?

উত্তর : ভাবল হেলিক্স ধরনের।

১১ রেপ্লিকন কী?

উত্তর : যে প্রক্রিয়াঃ একটি DNA থেকে হুবহু নিজের মতো অনুরূপ DNA তৈরি হয় তাকে রেপ্লিকন বলে।

 ১২. DNA-এর নাইট্রোজেন কয়টি ও কি কি?

উত্তর : চারটি। যথা- অ্যাডেনিন (A), গুয়ানিন (G). সাইটোসিন (C) ও থায়ামিন (T) ।

১৩. নিউক্লিওটাইড কী?

উত্তর : DNA-এর গঠনগত উপাদান N2-base এর সাথে Pentose Sugar এবং Phosphate যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয়, তাকে নিউক্লিওটাইড বলা হয়।

(১৪) নিউক্লিওসাইড কী? 

উত্তর : DNA এর গঠনগত উপাদান N2-base- এর সাথে Pentose sugar যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলা হয়।

১৫. DNA এর নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত?

উত্তর : একটি ডিঅক্সিরাইবোজ সুগার, একটি, নাইট্রোজেন বেস এবং একটি ফসফেট নিয়ে গঠিত।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

০১. বংশগতির ভৌত ভিত্তি কি? ব্যাখ্যা কর। উ

০২.নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড বলতে কি বুঝ? 

০৩  = T 3 G = C জোড়া দিয়ে এক খন্ড DNA আঁক। 

০৪. ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন এর সংজ্ঞা দাও। 

৫কেন্দ্রীয় প্রত্যয় বা Central Dogma বলতে কি বুঝ? কেন DNA-কে Central Dogma বলা হয়।

০৬প্রোটিন সংশ্লেষণে t-RNA -এর ভূমিকা আলোচনা কর। 

অথবা; প্রোটিন সংশ্লেষণে RNA -এর ভূমিকা লিখ 

০৭. বিভিন্ন প্রকার RNA এর নাম লিখ। 

অথবা, RNA কত প্রকার ও কী কী? সংক্ষেপ বিভিন্ন প্রকার RNA-এর কাজ সম্পর্কে লিখ।

০৮DNA ও RNA এর পার্থক্য লেখ।

০৯ওকাজাকি খণ্ড কীভাবে সৃষ্টি হয়? 

অথবা, কিভাবে Okazaki খণ্ড সৃষ্টি হয়?

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Board Question)

১. পিউরিন ও পাইরিডিন বেসের পরিপূরকতা; ২. ফসফেটের সাথে সুগারের সংযোগ এবং ৩. সুগারের সাথে নাইট্রোজেন বেসের

সংযোগ দেখিয়ে DNA অণুর একাংশের চিত্র অংকন করে ভৌত গঠন বর্ণনা কর। 

০২DNA অনুলিপনে অংশগ্রহণকারী এনজাইমসমূহের নাম লিখ এবং তাদের ভূমিকা বর্ণনা কর।

অথবা, DNA-রেপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার এনজাইমসমূহের ভূমিকা আলোচনা কর।

০৩DNA-হতে কিভাবে বার্তা ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন অণুতে প্রতিফলিত হয়- ব্যাখ্যা কর।

অথবা, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরির ঘটনা বর্ণনা কর। 

০৪t-RNA এর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর। 

০৫DNA-কে কৌলিক পদার্থ বলা হয় কেন? প্রমাণ কর যে, DNA-ই ব্যাক্টেরিয়ার কৌলিক পদার্থ। 

অথবা, DNA অণুর বংশগতির প্রকৃতি একটি পরীক্ষা দ্বারা প্রমাণ কর।

অথবা, DNA-কে কৌলিক পদার্থ বলা হয় কেন? তা উদাহরণ ব্যাখ্যা কর।

Read more:2nd chapter