ঝিল্লি রসায়ন (Membrane Chemistry) ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ঝিল্লি রসায়ন (Membrane Chemistry) ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

ঝিল্লি রসায়ন (Membrane Chemistry) ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ঝিল্লি রসায়ন (Membrane Chemistry) ।৬ষ্ঠ অধ্যায় ।Plant Biochemistry( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৬ ঝিল্লি রসায়ন (Membrane Chemistry)

ক - বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

০১. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কী?

উত্তর: উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের নিচে এবং সাইটোপ্লাজমের চারদিকে যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, অর্ধভেদ্য পদার্থ অবস্থিত সেই পর্দাকে প্লাজমাপর্দা বা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলা হয়।

০২. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কে আবিষ্কার করেন?

উত্তর: Nageli সর্বপ্রথম ১৮৫৫ সালে প্লাজমা মেমব্রেন আবিষ্কার করে।

০৩. প্লাজমালেমা শব্দটি কে ব্যবহার করেন?

উত্তর: J & Power ১৯৮১ সালে।

০৪. কোষঝিল্লিকে অর্ধভেদ্য পর্দা বলা হয় কেন?

উত্তর: কোষঝিল্লি একটি পাতলা ও স্থিতিস্থাপক আবরণী, একটি জৈব পর্দা বিশেষ পর্দা বলে একে অর্ধভেদ্য পর্দা বলা হয়।

০৫. টনোপ্লাস্ট কি?

উত্তর: প্লাজমা মেমব্রেনের মধ্যে অবস্থিত আঠালো পদার্থ বিশিষ্ট তরল স্তরকে টনোপ্লাস্ট বলে।

০৬. মাইক্রোভিল্লী কী?

উত্তর: কোষ ঝিল্লির বা প্লাজমা মেমব্রেনের তরঙ্গিত ভাঁজকে মাইক্রোভিল্লী বলে।

০৭. পিনোসাইটিক ভেসিকল কী?

উত্তর: প্লাজমা মেমব্রেন এর তরঙ্গিত ভাঁজকে মাইক্রোভিল্লী বলে। এই মাইক্রোভিল্লীর স্থানে স্থানে কোষ অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত বিদ্যমান ভাঁজকে পিনোসাইটিক ভেসিকল বলে।

০৮. বায়োপলিমার কাকে বলে?

উত্তর: যে বিক্রিয়ায় জীবের একই যৌগের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট যৌগ উৎপন্ন করে তাকে বায়োপলিমার বলে।

০৯. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কী কী উপাদান নিয়ে গঠিত?

উত্তর: প্লাজমা মেমব্রেন প্রধানত লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড, DNA ও RNA এবং এনজাইম নামক উপাদান বিদ্যমান।

১০. প্লাজমা মেমব্রেনের বা কোষ ঝিল্লির গঠন সম্পর্কিত দুটি মতবাদের নাম লিখ।

উত্তর: প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন সম্পর্কিত দুটি মতবাদের নাম হলো-

১. একক পর্দা মতবাদ;

২. তরল মোজাইক মডেল মতবাদ।

১১. প্লাজমা মেমব্রেনের বা কোষ ঝিল্লির একক পর্দা মতবাদ কে প্রদান করেন?

উত্তর: Robertson ১৯৬২ সালে।

১২. তরল মোজাইক মডেল কে প্রকাশ করেন?

উত্তর: সিঙ্গার ও নিকলসন ১৯৭২ সালে।

খ - বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 ০১. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলতে কী বুঝায় লিখ। (Answer: 373 page 6.01)

 ০২. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কী কী উপাদান দ্বারা গঠিত লিখ।

০৩. প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি গঠন সম্পর্কে "একক পর্দা" মতবাদ ব্যাখ্যা কর। (Answer: 373 page 6.03)

০৪. প্লাজমা মেমব্রেনের বা কোষ ঝিল্লির কাজ উল্লেখ কর। (Answer: 374 page 6.04)

 গ - বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 ০১.প্লাজমা পর্দার রাসায়নিক প্রকৃতি ও কার্যাবলি বর্ণনা কর।

 অথবা, কোষ ঝিল্লির রাসায়নিক প্রকৃতি ও কাজ উল্লেখ কর।

 ০২. ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা কর।

 অথবা, প্লাজমা পর্দার ফ্লুইডমোজাইক মডেল চিত্রসহ বর্ণনা কর।

 অথবা, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি কি? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি এর গঠন সম্পর্কিত ফ্লুইড বা তরল মোজাইক মডেল চিত্রসহ বর্ণনা কর।

 অথবা, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি কি? প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি গঠনের ফ্লুইড-মোজাইক মডেল বর্ণনা কর।

 ০৩. প্লাজমা মেমব্রেনের কাজ এবং ভৌত গঠন বর্ণনা কর।

 অথবা, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন এর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর।

  অথবা, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন ও কাজ চিত্রসহ বর্ণনা কর।

 অথবা, কোষঝিল্লীর গঠন আলোচনা কর।

০৪. টীকা লিখ:

   ১. একক পর্দা মতবাদ;

   ২. ফ্লুইড মোজাইক মডেল;

০৫. টীকা লেখ:

   ১.(খ) প্লাজমা মেমব্রেন (99%)

    অথবা, কোষ ঝিল্লি।

Read more:5th chapter