ভূমিকা। ১ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূমিকা। ১ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ভূমিকা। ১ম  অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূমিকা। ১ম অধ্যায়। Limnology and Aquaculture ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১ম অধ্যায়:-ভূমিকা 

 ক-বিভাগ

 

১.“লিমনোলজি” কী? 

অথবা, লিমনোলজি কাকে বলে?

উত্তর : পৃথিবীর স্থলভাগের মধ্যে অবরুদ্ধ, স্থির বা প্রবাহমান স্বাদু পানিকে সংরক্ষণ ও বহুমুখী ব্যবহারের লক্ষ্যে গবেষণার সামগ্রিক আলোচনাই হচ্ছে- “লিমনোলজি”।

২. Limnology শব্দটির অর্থ কী?

উত্তর : লিমনোলজি (Limnology) শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। যেমন- গ্রিক limnos অর্থাৎ হ্রদ (Lake) এবং গ্রিক Logos অর্থাৎ জ্ঞান (Knowledge)। কাজেই Limnology অর্থ দাড়ায় Knowledge of Lake বা হ্রদ সম্বন্ধে জ্ঞান ।

৩. লিমনোলজির আধুনিক সংজ্ঞা লিখ ।

উত্তর : বিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ জলাশয়ের (অর্থাৎ-পুকুর, দীঘি, হ্রদ, নদ-নদী কিংবা ছোট বড় স্থলজ জলাশয়) জৈব উৎপাদনশীলতা এবং এ জৈব উৎপাদনশীলতা কি কি প্রভাবক দ্বারা প্রভাবিত হয় সে সম্পর্কে বিস্তারিত বিজ্ঞানভিত্তিক আলোচনা ও পর্যালোচনা করা হয়, তাকে লিমনোলজি বলে।

৪. আধুনিক লিমনোলজির জনক কাকে বলা হয়?

অথবা, কাকে আধুনিক লিমনোলজির জনক বলা হয়?

উত্তর : F.A. Forel (১৮৪১-১৯১২)-কে আধুনিক লিমনোলজির জনক বলা হয় ।

৫.Limnology-র জনক কে? 

উত্তর : Limnology-র জনক হলেন-F.A. Forel (এফ. এ. ফোরেল)।

৬.বাংলাদেশে Limnology-র জনকের নাম লিখ ।

অথবা, বাংলাদেশে লিমনোলজির জনক কে?

উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক ড. এ.কে.এম. নূরুল ইসলাম।

৭.লিমনোলজির জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?

উত্তর : F.A.. Forel সর্বপ্রথম লিমনোলজির ওপর জার্মান ভাষায় একটি বই লেখেন। বইটির নাম Handbuchder seenkundle Allgemeine Limnology." F.A. Forel এর জীবদ্দশায় তাঁর কাজের ওপর ভিত্তি করে লিমনোলজি বিষয়ে ২৩৪টি পুস্তিকা প্রকাশ করেন। লিমনোলজিতে F.A. Forel এর অবদানের জন্য তাকে লিমনোলজির জনক হিসেবে অভিহিত করা হয়।

৮.লিমনোলজির ভিত্তিস্থাপক কাকে বলা হয়?

অথবা, লিমনোলজির ভিত্তিস্থাপক কে?

উত্তর : ১৮৫০ খ্রিস্টাব্দে এফ. সাইমনি (F.Simony) পানিতে তাপীয় স্তরীভূতকরণ আবিষ্কার করেন। অনেকে এ আবিষ্কারকে F.A. Forel এর কাজের প্রায় সমতুল্য মনে করেন। তাই সাইমনিকে লিমনোলজির ভিত্তিস্থাপক বলা হয়।

৯.জীবতাত্ত্বিক লিমনোলজির সংজ্ঞা দাও। 

অথবা, জীবতাত্ত্বিক লিমনোলজি বা Biological Limnology বলতে কী বুঝ?

উত্তর : যেখানে স্রোতবহ ও স্থির পানির ভূ-ভাগীয় জলাশয়ে বসবাসকারী জীব সম্প্রদায়গুলো, যেমন— উৎপাদক, খাদক ও পচনকারীর আন্তঃক্রিয়া নিয়ে গবেষণা করা হয় তাকে জীবতাত্ত্বিক লিমনোলজি বা Biological Limnology বলা হয় ।

১০.লিমনোবোটানি বা Limnobotany বলতে কী বুঝ ?

উত্তর : Limnobotany-তে প্রাথমিক উৎপাদনশীলতায় জলজ-উদ্ভিদের ভূমিকা নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়, তাকে লিমনোবোটানি বা Limnobotany বলা হয় ৷

১১.প্যালিওলিমনোলজি বা Palaeolimnology কী? 

উত্তর : যে শাখায় জলাশয়ের জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয় এবং ঐ জলাশয়ের পূর্ব ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকেই প্যালিওলিমনোলজি বা Palaeolimnology বলা হয়।

১২.প্ল্যাঙ্কটন লিমনোলজি বা Plankton Limnology কাকে বলে? 

উত্তর : এতে প্রাকৃতিক জলাশয়ের মুক্ত পানিতে প্ল্যাংক্টটনের বৃদ্ধি ও উৎপাদনশীলতা সম্পর্কে গবেষণা করা হয়। প্ল্যাংক্টটনের উপর ভিত্তি করেই কোনো জলাশয়ে উৎপাদন নির্ভর করে তাকেই প্ল্যাংক্টটন লিমনোলজি বলা হয় ।

১৩.কেমিক্যাল লিমনোলজি বা Chemical Limnology কী?

উত্তর : এতে প্রাকৃতিক জলাশয়ের জলজীবের বৃদ্ধি-বিস্তারে পানিতে দ্রবীভূত জৈবনিক গ্যাস, পুষ্টি-উপাদান ও বিষক্রিয়া রসায়নের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা এ শাখায় জলাশয়ের জীবের দিকে লক্ষ রেখে পানির pH মানের দিকে বিশেষ দৃষ্টি রাখা হয় ।

 

খ-বিভাগ

 

১. লিমনোলজি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

২. লিমনোলজির জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?

 অথবা,কাকে লিমনোলজির জনক বলা হয়?

৩. বাংলাদেশে লিমনোলজির গবেষণা ও অগ্রগতি ক্ষেত্রে কয়েকজন বিজ্ঞানীর নাম লিখ।

৪. লিমনোলজির সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক লিখ।

 অথবা, বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে লিমনোলজির সম্পর্ক লিখ।

৫. লিমনোলজির যেকোনো চারটি শাখার বর্ণনা দাও।

অথবা, লিমনোলজির শ্রেণিবিন্যাস লিখ।

অথবা,লিমনোলজির শ্রেণিবিন্যাস সংক্ষেপে লিখ।

অথবা, লিমনোলজির শাখাসমূহের বর্ণনা দাও।

 

গ-বিভাগ

 

১. লিমনোলজির সংজ্ঞা দাও। এর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।

অথবা, লিমনোলজি বলতে কি বুঝ? সংক্ষেপে লিমনোলজির চর্চার ইতিহাস আলোচনা কর।

২. পানি সম্পদ বলতে কী বুঝ? চিত্রসহ পানি চক্রের বর্ণনা দাও।

৩. টীকা লিখ:

(ক) হাইড্রোলোজিক চক্র ;

(খ) হাইড্রোবায়োলজি ;

(গ) পানির আলোড়ন ;

Read more