HSC ICT। সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যাপদ্ধতির ইতিহাস। পার্টঃ ১

HSC ICT। সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যাপদ্ধতির ইতিহাস। পার্টঃ ১

1. কারা এখনো এক বা দুই ছাড়া গুণতে পারে না?

” ক ব্যবলিয়ানরা
খ মায়ানরা
গ পিরাহা অধিবাসী
ঘ পার্বত্য অধিবাসী

2. কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?

ক চিহ্নের
খ সভ্যতার
গ শূন্যের
ঘ সংখ্যার

3. প্রাচীনকালে গণনার কাজে কী ব্যবহৃত হতো?

ক সাংকেতিক শব্দ
খ ভাষা
গ গান
ঘ চিহ্ন

4. কোন সভ্যতায় ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো?

ক মায়ান
খ ভারতীয়
গ মিশরীয়
ঘ ব্যবলিয়ান

5. প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

ক ২ ভিত্তিক
খ ৮ ভিত্তিক
গ ৩০ ভিত্তিক
ঘ ৬০ ভিত্তিক

6. কোন পদ্ধতিতে ব্যবলিয়ানরা কোণের পরিমাপ করতো?

ক ষাটমূলক
খ দশ ভিত্তিক
গ বৃত্তীয়
ঘ কুড়ি ভিত্তিক

7. সংখ্যায় স্থানীয় মান ব্যবহৃত হতো না কোন সভ্যতার সংখ্যা পদ্ধতিতে?

ক ভারতীয়
খ ব্যবলিয়ান
গ মিশরীয়
ঘ মায়ান

8. ভারতীয় সংখ্যা পদ্ধতি কেমন ছিল?

ক ১০ ভিত্তিক
খ ৬০ ভিত্তিক
গ ২০ ভিত্তিক
ঘ ১০০ ভিত্তিক

9. শূন্য আবিষ্কার করে কারা?

ক মায়ানরা
খ মিশরীয়রা
গ সুমেরিয়ানরা
ঘ ভারতীয়রা

10. গণিতের যুগান্তকারী আবিষ্কার কোনটি?

ক সংখ্যা আবিষ্কার
খ চিহ্ন আবিষ্কার
গ শূন্য আবিষ্কার
ঘ ভিত্তি আবিষ্কার

11. চীনাদের সংখ্যা পদ্ধতি কত চিহ্নবিশিষ্ট ছিল?

ক ১-৩টি
খ ২-৩টি
গ ৩-৪টি
ঘ ৪-৫টি

12. ভারতীয়রা সংখ্যা বোঝানোর জন্য কয়টি চিহ্ন ব্যবহার করত?

ক ৬টি
খ ৯ টি
গ ১০টি
ঘ ২০টি

13. গ্রিকরা কত বছর আগে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল?

ক ২০০০
খ ২৫০০
গ ৫২০০
ঘ ৫০০০

14. কাদের মাধ্যমে ইউরোপে দশমিক সংখ্যা পদ্ধতি ছড়িয়ে পড়ে?

ক ভারতীয়
খ মায়ান
গ মিশরীয়
ঘ আরব

15. কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?

ক অক্টাল
খ দশমিক
গ বাইনারি
ঘ হেক্সাডেসিমেল

16. শূণ্যের ব্যবহার হতোনা কোন সংখ্যা পদ্ধতিতে?

ক রোমান ও ইউরোপীয়
খ ভারতীয় ও আরবীয়
গ আরবীয়
ঘ ভারতীয়

17. খ্রিষ্টীয় শাসকেরা শয়তানের রূপ মনে করতো কোনটিকে?

ক সংখ্যাকে
খ শূন্যকে
গ অঙ্ককে
ঘ গানকে

18. প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য ব্যবহার করতো- 

i.হাতের আঙ্গুল ii. নুড়ি পাথর  iii.শামুক
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii  
গ ii ও iii  
ঘ i, ii ও iii 

19. এখনো ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিমাপ করা হয়- 

i মিনিট পরিমাপে ii. ঘন্টা পরিমাপে  iii: কোণ পরিমাপে 
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii  
গ ii ও iii  
ঘ i, ii ও iii 

20. গ্ৰীক সংখ্যা পদ্ধতির অনুরূপ-

i. ব্যবলিয়ান সংখ্যা পদ্ধতি ii.ভারতীয় সংখ্যা পদ্ধতি 
iii. মিশরীয় সংখ্যা পদ্ধতি নিচের কোনটি সঠিক? 
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii  
গ ii ও iii
ঘ i, ii ও iii 

21. প্রযুক্তিতে ব্যাপকভাবে ব্যবহার হয় যে সকল সংখ্যাপদ্ধতি-

i. দুই ভিত্তিক ii. আট ভিত্তিক  iii. ষোল ভিত্তিক 
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii 

22. রোমান সংখ্যা পদ্ধতি- 

i. অনাবশ্যকভাবে জটিল ii.অবৈজ্ঞানিক iii. ফোনের ডায়ালে ব্যবহার 
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii 

23. যে সভ্যতার সংখ্যাপদ্ধতিতে স্থানীয়মান ব্যবহার হতো- 

i. মায়ান ii.ভারতীয় iii. মিশরীয়
নিচের কোনটি সঠিক?

ক i ও ii
খ i ও iii  
গ ii ও iii  
ঘ i, ii ও iii 

24. কোন ভারতীয় গনিতবিদ প্রথম বাইনারী সংখ্যা দিয়ে হিসাব-নিকাশ করার পদ্ধতি বের করেন?

ক পিঙ্গালা
খ জন ভন নিউম্যনা
গ চার্লস ব্যবেজ
ঘ লেডি আডা

25. মিশরীয়দের উদ্ভাবিত সংখ্যা পদ্ধতির নাম?

ক হায়ারোগ্লিফিক্স
খ ইয়ারোগ্লিফিক্স
গ রেনোগ্লিফিক্স
ঘ হিরোগ্লিফিক্স

26. কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহৃত হয়?

ক) রোমান
খ) মিশরীয়
গ) মায়ান
ঘ) ব্যবলিয়ান

27. কুডি ভিত্তিক সংখ্যাপদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়?

ক) রোমান
খ) মিশরীয়
গ) মায়ান
ঘ) ব্যবলিয়ান

28. কোন শাসকেরা শূন্যকে শয়তানের রুপ বিবেচনা করতো?

ক খ্রিষ্টানেরা
খ গ্রিক
গ রোমান
ঘ মুসলিম