HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

ডেটাবেজ পরিচিতি 

■ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

১. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? 
ক. Text 
খ Record
গ. Number  
ঘ. Value 

আরো পড়ুনঃ


2. ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের? 
ক. সংখ্যা 
খ. টেক্সট 
গ. বর্ণ 
ঘ. যুক্তিমূলক 

৩. ডেটাবেজের ভিত্তি কোনটি? 
ক. ফিল্ড 
গ. টেবিল 
খ. রেকর্ড 
ঘ. কুয়েরি 

৪. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? 
ক. ফিল্ড 
খ. টেবিল 
গ. ডেটাবেজ 
ঘ. কী ফিল্ড 

৫. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? 
ক. ফিল্ডে 
গ. রেকর্ডে 
খ. ডেটা টেবিলে 
ঘ. সম্পর্কযুক্ত ফিল্ডে 

৬. কোনো ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে? 
ক. ডেটা 
গ. ফিল্ড 
খ. টেবিল
ঘ. টেক্সট 

৭. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? 
ক. ডেটাবেজ সফটওয়্যার 
খ. স্প্রেডশিট সফটওয়্যার 
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

৮. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড 
খ. রেকর্ড 
গ. ডেটাবেজ 
ঘ. নোটপ্যাড 

৯. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম? 
ক. ওরাকল 
গ. অ্যাডা 
ঘ. ফাইল 
খ. পাইথন 

১০. ডেটাবেজ-এর প্রাণ হলো
ক, টেবিল 
খ. রেকর্ড 
গ. ফাইল 
ঘ. ফিল্ড 

১১. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক? 
ক. লজিক্যাল 
খ. অটোনাম্বার 
গ. ইউনিক বা স্বতন্ত্র 
ঘ. ক্রমানুযায়ী সাজানো

১২. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলো রোল, নাম, বিভাগ, ঠিকানা। এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি?
ক. ঠিকানা 
খ. রোল
ঘ. বিভাগ 
গ. নাম 

১৩. নিম্নের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার?
ক. MS Power point 
খ MS-Word 
গ MS-Excel 
ঘ MS-Access 

১৪. নিচের কোনটি DBMS এর উদাহরণ? 
ক. MS DOS 
খ. MS EXCEL 
গ. C++ 
ঘ. MS ACCESS 

১৫. প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে, তাকে কী বলে? 
ক. ভ্যালু 
খ. রোল
গ. ফিল্ড 
ঘ. বিভাগ 

১৬. নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? 
ক. এমএস এক্সেল 
খ এমএস পাওয়ার পয়েন্ট 
গ. এমএস এক্সেস 
ঘ. এমএস ফন্ট পেজ 

১৭. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার? 
ক DB-2 
খ. MYSQL 
গ MS Access 
ঘ. SQL Server 

১৮. কোনটি RDBMS নয়? 
ক C++
খ. MYSQL 
গ MS Access 
ঘ. SQL Server 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাও: 
জসিম সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয়। সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। 

১৯. উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার?
ক. ওয়ার্ড প্রসেসিং 
খ. ওয়েবপেজ
গ. প্রোগ্রামিং 
ঘ. ডেটাবেজ 

২০. ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়?
ক. এনটিটি ও টেবিল 
খ. এনটিটি সেট ও টেবিল 
গ. টেবিল ও কলাম 
ঘ. এট্রিবিউট ও ফিল্ড

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

■ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

২১. ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়-
i. রিপোর্ট তৈরিতে 
ii. বায়োডেটা তৈরিতে 
iii. রেকর্ড অনুসন্ধানে 
নিচের কোনটি সঠিক? 

২২. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের- [র-১৯] 

i. দক্ষতা বৃদ্ধি পাবে 

ii. স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে 

iii. সেবার মান হ্রাস পাবে 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

২৩. DBMS-এর কাজ হলো

i. নতুন ডেটা অন্তর্ভুক্ত করা 

ii. তথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করা 

iii. ডেটার নিরাপত্তা নিশ্চিত করা 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

২৪. RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে

খ. 

i ও iii 

ঘ. i, ii ও iii 

গ. ii ও iii 

২৫. DBMS এর কাজ হচ্ছে

খ. 

ঘ. 

iii. রিপোর্ট তৈরি ও প্রিন্ট করা 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

i. নানা ধরনের চার্ট ব্যবহার করা যায় 

ii. অবজেক্টের জন্য OLE টাইপ ব্যবহার করা যায় 

iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

i ও iii 

i, ii ও iii 

ঘ. i, ii ও iii 

খ. 

i. ডেটাবেজে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা 

ii. অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা 

iii. কাঙ্ক্ষিত রেকর্ড খোঁজা 

নিচের কোনটি সঠিক? 

ক. i 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

২৬. ডেটাবেজ সফ্টওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- [ঢা. বো. ২০১৬) 

i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম 

ii. ডেটা প্রদানের ইন্টারফেস 

iii. প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

i ও ii 

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

[য. বো. ২০১৯) 

খ. 

i ও iii 

ঘ. i, ii ও iii 

[ব বো, ২০১৬] 

২৭. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)-এর প্রধান কাজ হচ্ছে

i. ডেটাবেজ তৈরি করা 

ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা 

INCTB বই প্রশ্ন-৭] [চ. বো. ২০১৬) 

[কু. বো. ২০১৬] 

সংরক্ষণ করা যায় 

ii. কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায় 

iii. প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায় 

(ঘ) 

২৮. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে

i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

খ. i ও iii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

২৯. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে

i. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি 

ii. ফর্ম, রিপোর্ট 

iii. ম্যাক্রো ও মডিউল 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

গ. ii ও iii 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন 

■ উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও : একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী। তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এবং সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। 

৩০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা 

হয়েছে? 

[রা. বো. ২০১৬] 

ক. Oracle 

গ. firefox 

খ. Nexus 

ঘ. Paseat 

৩১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? 

ক. জনবল বাড়াতে হবে 

[রা. বো, ২০১৬] 

খ. তথ্য ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি পাবে 

গ. চাহিদামাফিক রিপোর্ট পাবে 

ঘ. নিরাপত্তা বিঘ্নিত হবে 

■ নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও : 

জহির সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতাকলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

৩২. উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে হলে জহির সাহেবকে কোন সফটওয়্যারটি ব্যবহার করতে 

হবে? 

ক. MS-Power point 

. MS-Access 

Ⓒ 

. MS-Excel 

7. MS-Word 

৩৩. জহির সাহেব ডেটাবেজ সফ্টওয়্যারটি ব্যবহার করলে যেসব 

সুবিধা পাবেন

i. রিপোর্ট তৈরি 

ii. রেকর্ড অনুসন্ধান 

iii. বায়ো-ডেটা তৈরি 

খ. 

i ও iii 

ঘ. i, ii ও iii 

■ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

৩৪. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? (গুবি (ক)-২১;ঢা-১৬) 

খ. নাম্বার 

ঘ. মেমো 

৩৫. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 

ক. ১২৮ 

খ. ২৫৫ 

গ. ২৫৬ 

ঘ. ৫১২ 

ক. টেক্সট 

গ. কারেন্সি 

৩৬. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব 

পেজের লিংক করা যায়? 

[কু বো, ২০১৭। 

ক. OLE Object 

খ. Memo 

গ. Hyperlink 

ঘ. Lookup wizard 

গ 

৩৭. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? [য বো-১৬, ঢা, বো.-১৭] 

ক. Name 

খ. Address 

গ. Fee 

ঘ. Mobile No. 

৩৮. . ‘Name’ কোন ধরনের ডেটা? 

ক. Logical 

st. Text 

৩৯. শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী? 

ক. ক্যারেক্টর 

গ. মেমো 

ক. Calculated 

st. OLE Object 

খ. Number 

ঘ. Currency 

খ. নিউমেরিক 

ঘ. কারেন্সি 

৪০. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট? 

ক. ১ 

গ. ৪ 

ঘ. ৮ 

৪১. ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির ‘নাম’ কোন ধরনের ডেটা? 

ক. Date / Time 

2. Number 

গ. Text 

ঘ. Currency 

৪২. Date of Admission ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা 

প্রয়োজন? 

[চ. বো. ২০১৯] 

ক. 1 

গ. 8 

ক. Memo 

গ. OLE Object 

(চ. বো. ২০১৭] 

Ⓒ 

খ. 4 

ঘ. 16 

ক. Text 

গ. Logical 

৪৩. ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ 

ব্যবহার করতে হয়? 

[রা. বো. ২০১৯] 

৪৬. ফ্রন্ট এন্ড হচ্ছেক. কুয়েরি সম্পাদনা গ. রিকভারি 

Ⓡ 

[রা. বো. ২০১৬] 

Ⓒ 

[মা, বো. ২০১৮] AND 

৪৫. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না? 

খ. Number 

ঘ. Currency 

৪৪. একজন শিক্ষার্থীর বায়োডাটাতে Photograph কোন ধরনের ডেটা 

টাইপ? 

[কু. ‘বো. ২০১৯) 

ঘ 

[মা. বো. ২০১৮। 

খ. Lookup Wizard 

ঘ. Logical 

খ. Hyperlink 

ঘ. Lookup wizard 

(য. বো. ২০১৯) 

Ⓒ 

(য. বো. ২০১৯) 

খ. অপটিমাইজেশন ঘ. রিপোর্ট 

৪৭. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? 

ক. বর্ণ ফিল্ড 

রেকর্ড ডেটাবেজ 

খ. ফিল্ড রেকর্ড টেবিল ডেটাবেজ 

গ. রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ 

ঘ. রেকর্ড → ফিল্ড → বর্ণ ডেটাবেজ 

■ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

88. Microsoft Access ডেটাবেজ উইন্ডোর ট্যাব হলো- (সি. বো, ২০১৭) 

ii. Macros 

i. Table 

iii. Design 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

৪৯. ডেটাবেজে Field Property-এর বিভিন্ন অংশ হলো

i. Field Size 

ii. Format 

iii. Caption 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

৫০. Auto Number টাইপের ডেটা দ্বারা

– 

i. ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেয়া যায় 

ii. অন্যান্য প্রোগ্রামকে ডেটাবেজে আনা যায় 

iii. স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায় নিচের কোনটি সঠিক? 

ক. i 

গ. iii 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন 

· 

ঘ. i, ii ও iii 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও: 

Roll 

701 

702 

৫১. উদ্দীপকের “A” কে কী বলে? 

ক. রেকর্ড 

গ. ডেটা 

খ. ii 

ঘ. i ও iii 

Name 

ক. ৪টি 

গ. ২০০টি 

৫৪. রোল নম্বর ফিল্ডটি হতে পারে

i. Text type 

iii. Logical 

নিচের কোনটি সঠিক? 

গ. iii 

[দি. বো. ২০১৭ | 

খ. ফিল্ড 

ঘ. টেবিল 

৫৩. উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি? 

খ. ২৫টি 

ঘ. ৪০০টি 

৫২. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি বো. ২০১৭) 

খ. Number 

ঘ. Memo 

ক. Text 

গ. Date / time 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও। 

একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রোল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে। 

ii 

ঘ. i, ii ও iii 

Marks 

80 

85 

[দি বো. ২০১৭] 

ii. Numeric type 

Ⓒ 

নিচের উদ্দীপকের আলোকে ৫৫ ও ৫৬ প্রশ্নের উত্তর দাওঃ রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন। 

৫৫. উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়? 

ক. MS Excel 

খ. MS Access [য. বো. ২০১৬) 

গ. MS Word 

ঘ. HTML 

” 

৫৬. বেতন ২০,০০০ টাকার অধিক বুঝাতে কোনটি ব্যবহার করতে 

[য. বো. ২০১৬) 

ক. = < ২০,000 

গ. >= ২০,০০০ 

■ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

৫৭. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? [বি. বো, ২০১৬] ক. মডিউল 

খ. কুয়েরি 

গ. সটিং 

ঘ. ইনডেক্সিং 

ক. DBMS 

ST. SQL 

ডেটাবেজ কুয়েরি 

Ⓒ 

৫৮. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা 

হয় কোন কুয়েরির মাধ্যমে? 

[য. বো. ২০১৬] 

ক. Select 

St. Parameter 

খ. > ২০,০০০ 

ঘ. < ২০,০০০ 

৬০. কুয়েরি বলতে কী বুঝ? 

Ⓒ 

৫৯. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? 

খ. CAESAR [মা. বো-১৬] 

ঘ. RDBMS 

ক. ডেটাবেজে ডেটা সবসময় আপডেট রাখা 

ক. কুয়েরি 

গ. রিলেশন 

*. Crosstab 

ঘ. Action 

খ. ডেটাবেজে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা 

গ. প্রয়োজনমাফিক ডেটা সরবরাহ করা 

ঘ. ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা 

৬২. নিচের কোনটি Action Query? 

ক. Parameter 

গ. Update 

৬৩. SQL এর পূর্ণরূপ

ক. সর্টিং 

গ. কুয়েরি 

ঘ 

৬১. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোঁজ করার জন্য কী 

ব্যবহার করতে হয়? 

Ⓒ 

খ. সার্চিং 

ঘ. ইন্ডেক্স 

*. Crosstab 

ঘ. 

Select 

[ঢা. বো. ২০১৬] 

ইন্ডেক্সিং 

[ব. বো. ২০১৭] 

ক. Sequential Query Language 

খ. Structured Query Language 

Ⓒ 

গ. Serial Query Language 

. Select Query Language 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

৬৪. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি বো. ২০১৭/ 

ক. Delete data 

খ. Delete field 

st. Delete record 

ঘ. Delete row 

৬৫. নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়? 

খ. সার্চিং 

ঘ. 

ক 

(সি. বো. ২০১৯] 

(ঢা. বো, ২০১৯) 

■নিচের টেবিলটি লক্ষ কর এবং ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাওঃ 

Name 

GPA 

t.00 

৪.৫০ 

4.00 

৬.উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের নাম দেখতে 

SQL কমান্ড “SELECT NAME FROM Student” এর পরের অংশ কোনটি? 

INCTB বই প্রশ্ন-৫ 

ক. WHERE “GPA”, = “5.00”; 

. WHERE “GPA”, “5.00”; 

গ. 

WHERE GPA = “5.00” 

ঘ. WHERE “GPA” = “5.00” 

Roll 

os 

০২ 

০৩ 

৬৬.ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন 

স্টেটমেন্ট ব্যবহার করা যায়? 

(ঢা. বো. ২০১৯) 

ক. SELECT 

গ. CREATE 

9.Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত? 

ক. DDL 

খ. DML 

গ. DCL 

ঘ. DQL 

ক. Create 

গ. Select 

খ. UPDATE 

ঘ. INSERT 

ক. Select 

খ. Alter 

ঘ. Drop 

৬৯.টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেয়ার জন্য কোন 

ধরনের কুয়েরি ব্যবহৃত হয়? 

[চ বো. ২০১৯] 

ক. Parameter 

গ. Select 

খ. Crosstab 

ঘ. Action 

খ. Create 

গ. Insert 

T. Update 

৭১.UDATE ও ALTER কমান্ডদ্বয় কোন ধরনের স্টেটমেন্ট? 

ক. DML ও DDL 

খ. DDL ও DDL 

গ. DDL ও DML 

R৩. “UPDATE” কোন কুয়েরির অন্তর্ভুক্ত? 

ক. Select 

গ. Crosstab 

. Parameter 

ঘ. Action 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

■বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

৭৪. 

SQL এর সাহায্যে করা যায়

i. ডেটা অবজেক্ট তৈরি iii. ডেটা সন্নিবেশ নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

€ 

[রা-১৯] Ⓒ 

+ [কু. বো. ২০১৯] 

ii. ডেটা কুয়েরি 

ঘ. DML ও DML 

২২.কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়? 

ক. SELECT ALL 

খ. SELECT ALL * (গুবি (খ)-২১) 

T. SELECT * 

ঘ. SELECT** 

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

(চ. বো. ২০১৯] 

© 

[রা. বো, ২০১৭] 

ক 

[কু. ৰো, ২০১৯) 

Ⓒ 

৭৬. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে

ii. SQL iii. 

i. QBE 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

৭৭. কুয়েরি ব্যবহার করে করা যায়

i. 

Data Input 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

Roll 

01 

02 

03 

৭৭. কুয়েরি হলো

QUEL 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন 

– 

ক. ডেটাবেজ আপডেট রাখা 

খ. 

ঘ. 

ii. Data Update iii. Data Delete 

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও: 

Student 

Name 

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

i ও iii 

৭৯. তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? 

ক. সর্টিং 

গ. কুয়েরি 

ক. নাম 

গ. পরীক্ষার ফি 

i, ii ও iii 

খ. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা 

গ. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা 

ঘ. ডেটাবেজ ফাইল সাজানো 

■ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

৮১. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে? 

ক. One to One 

৮০. অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে

GPA 

5.00 

4.50 

5.00 

৭৮. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA-5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড “SELECT NAME FROM এর পরের অংশ কোনটি? ক. WHERE “GPA” = “5.00”; খ. WHERE “GPA”,”5.00″ গ. WHERE GPA = ” 5.00″; ঘ. WHERE “GPA” = “5.00” D নিচের উদ্দীপকটি পড় এবং ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও : একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। 

[NCTB বই প্রশ্ন-৩ 

খ. ইনডেক্সিং 

ঘ. এনক্রিপশন 

i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে 

ii. তথ্যসমূহের যেকোনো ধরনের বিন্যাস সম্ভব হবে 

iii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

st. Many to One 

৮২. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? 

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

ডেটাবেজ রিলেশন 

[চ. বো. ২০১৭) 

[ব. বো. ২০১৭] 

খ. One to Many 

ঘ. Many to Many 

খ. মোবাইল 

ঘ. ঠিকানা 

© 

[ঘ. বো. ২০১৬] 

(ঢা. বো, ২০১৭] 

৮৩. নিচের কোনটি ফরেন কী? যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট 

Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট 

Roll, Marks, Grade! 

ক. Marks 

st. Roll 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

৮৪. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়? 

ক. সর্টিং 

খ. সিলেক্টিং 

গ. জয়েনিং 

ঘ. ইনডেক্সিং 

. Academic Year ঘ. Grade 

৮৫. কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃ হয়? 

ক. One to One 

*. One to Many 

গ. Many to One 

ঘ. Many to Many 

৮৬. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? 

ক. দুটি 

খ. তিনটি 

গ. চারটি 

ঘ. ছয়টি 

৮৯. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? 

ক. George Boole 

st. Karel Capek 

৮৭. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়? 

ক. XML 

. FILE 

st. TABLE 

ঘ. 

HTML 

৮৮. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন? (য-১৭) 

ক. Roll ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা 

খ. একাধিক ছাত্রের একই Roll হতে পারে না 

গ. Roll ফিল্ড পরিবর্তনশীল 

ঘ. প্রতি Roll কে value বলে 

খ. ঘ. E. F. Codd 

i. Roll 

iii. GPA 

নিচের কোনটি সঠিক? 

ক. i 

গ. i ও ii 

(গুবি (খ)-২১) 

Ⓡ 

st. Many to one 

■ 

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

৯২. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে

ii. Name 

Marshall McLuhan 

50. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কীরূপ? 

[দি বো. ২০১৭] INCTB বই প্রশ্ন-৬ 

one to many 

খ. One to many 

ঘ. Many to many 

ক. one to one 

খ. 

st. many to one 

ঘ. many to many 

৯১. একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় 

কোনটিতে? 

[সি. বো. ১৭] 

ক. One to one 

ঘ. ii ও iii 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন 

[য. বো, ২০১৭] 

Ⓡ 

Ⓒ 

নিচের উদ্দীপকের আলোকে 93-94 নং প্রশ্নের উত্তর দাও : 

রোল নং 

ফলাফল 

নাম রেজিঃ নং জাহিদ ৬৩২৫৫০ 

১০০০০১ 

A+ 

১০০০০২ নেহাল ৬৩২৫৫১ ১০০০০৩ লাবনী 

৬৩২৫৫২ 

১০০০০৪ 

সাত্তার ৬৩২৫৫৩ 

[কু. বো. ২০১৬) 

৯৩. উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে

নাম 

iii. রেজিঃ নং 

ii. রোল নং 

– 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

৯৪. যে রোল নম্বরগুলো A পেয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা যায় 

কোন পদ্ধতিতে? 

[দি, বো, ২০১৬) 

– 

ক. সর্টিং 

গ. ইনডেক্সিং 

রোল 

নিচের টেবিল দুটি দেখ এবং 95896 নং প্রশ্নের উত্তর দাও: 

জন্ম তারিখ 

রোল 

Name 

Zafar 

Ali 

নাম 

Kamal 

Bijoy 

নাম 

টেবিল-২ 

৯৫. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? [ব বো, ২০১৬] 

ক. One to One M 

BUSIN. One to Many 

গ. Many to One 

ঘ. Many to Many 

ক 

৯৬. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? (ব. বো, ২০১৬) 

iii. Date/Time 

টেবিল- A 

টেবিল-১ 

খ. সার্চিং 

ঘ. কুয়েরি 

i.. Text 

নিচের কোনটি সঠিক? 

ক. i 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

নিচের উদ্দীপক অনুসারে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও: 

Roll 

Roll 

ii. Number 

11 মে,99 

13 জুন, 99 

23 জুন, 99 

Dist 

Dhaka Cumilla 

Rangpur 

Chittagong 

জিপিএ 

4.00 

4.75 

4.89 

(পি.১৬) 

Sec 

টেবিল- B 

খ. 4, 2, 1, 3 

T. 4, 3, 2, 1 

৯৭. টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের? 

ক. One to one 

4. 

One to many 

st. Many to one 

ঘ. Many to many 

৯৮. Table-A এর Dist ফিল্ডের উপর AZ সর্টিং করলে Roll 

ফিল্ডের মানের ক্রম হবে

[ব. বো. ২০১৭) 

৯৯. উদ্দীপকে কতটি রেকর্ড-এর উল্লেখ রয়েছে? 

ক. ৪ 

. 80 

গ. ৬০ 

ঘ. ১০০ 

১০০, প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে-
i. Roll 
ii. Name 
iii. GPA 

GPA 

5.00 

3.50 

4.00 

-5.00 

ক. 2, 3, 4, 1 

গ. 3, 1, 2, 4 

উদ্দীপকটি পড় এবং 99 ও 100 নং প্রশ্নের উত্তর দাও: 

৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নাম, জন্ম তারিখ এবং GPA নামক চারটি ফিল্ড আছে। 

[ব. বো. ২০১৭] 

[কু. বো, ২০১৬) 

নিচের কোনটি সঠিক? 

ক. i 

গ. i ও ii 

ঘ. ii ও iii 

নিচের উদ্দীপকটি পড় এবং 101 

102 নং প্রশ্নের উত্তর দাও: 

কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে। ১০১. উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি [চ বো. ২০১৭] 

অত্যাবশ্যক? 

ক. Name 

গ. Salary 

১০২. Roll ফিল্ডের ডেটা টাইপ হতে পারে

i. byte 

– 

Script No 

integer 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

নিচের টেবিল দুটি দেখ এবং 103 ও 104 নং প্রশ্নের উত্তর দাও: 

Roll 

Name 

Date of Birth 

টেবিল-১ 

Roll 

t. Roll 

ঘ. Age 

iii. ইনডেক্সিং সুবিধা সম্বলিত 

নিচের কোনটি সঠিক? 

ii. text 

খ. 

টেবিল-২ 

১০৩. উদ্দীপকের ১নং টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে

i. ডুপ্লিকেট মান বিরুদ্ধ 

ii. ডেটা টাইপ অটো নাম্বার 

[ঢা. বো. ২০১৬] 

i ও iii 

খ. 

i. E_ID 

iii. MOBILE No 

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii 

গ. ii ও iii 

ক. i ও ii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii 

১০৪. উদ্দীপকের টেবিলদ্বয়ের রিলেশনশিপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 

ক. টেবিলদ্বয়ের ১ নং ফিল্ড সমজাতীয় হতে হবে (ঢা. বো, ২০১৬। 

খ. Roll ফিল্ডদ্বয় সমবৈশিষ্ট্যের হতে হবে 

i ও iii 

গ. Roll ফিল্ডের ডেটাসমূহ ভিন্ন ভিন্ন হতে হবে 

ঘ. টেবিল-২ তে নতুন ফিল্ড যুক্ত করতে হবে 

[চ. বো. ২০১৭] 

Subject 

নিচের উদ্দীপকের আলোকে 105 ও 106 নং প্রশ্নের উত্তর দাও: 

E-ID NAME ADDRESS 

MOBILE NO SALARY (Tk.) 

1001 

BIR 

SYLHET 

01712673 

20,000 

1002 

RAJ 

DHAKA 

30,000 

1003 RICHI SYLHET 

35,000 

1004 ARJUN SUNAMGONJ 

40,000 

0152390 

0182341 

0192311 

১০৫. উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকা-এর উপরে তাদের দ্রুত 

খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে? ক. সার্চিং 

[কু. বো. ২০১৭] 

গ. ইনডেক্সিং 

খ. সর্টিং 

ঘ. কুয়েরি 

১০৬.উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে

খ. i ও iii 

ঘ. i, ii ও iii 

ii. NAME [কু. বো. ২০১৭) 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক

ইনডেক্সিং ও সর্টিং

● সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

১০৭. কোন সম্পর্কটি সঠিক? 
ক. কুয়েরি–বাছাই 
খ. সটিং-খোঁজা 
ঘ. সার্চিং শনাক্ত 
গ. ইনডেক্সিং-সাজানো 

১০৮. Name এর ভিত্তিতে A-Z. সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name এর ভিত্তিতে Z-A ইনডেক্সিং করার পর মূল টেবিলে ততগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কীরূপ পরিবর্তন হবে? 

ক. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে (১৯৬৬)
খ. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে Z-A সর্টেড হবে
গ. নতুন এন্ট্রিকৃত রেকর্ডগুলো আনসর্টেড থাকবে 
ঘ. শুধু নতুন রেকর্ডগুলো Z-A সর্টেড হবে 

১০৯. ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয়? 
ক. ইনডেক্স ফাইল আপডেট হয় 
খ. সর্ট করা ফাইল আপডেট হয় 
গ. নতুন করে ইনডেক্স করতে হয় 
ঘ. রেকর্ডগুলোর অ্যাড্রেস সাজানো হয়। 

১১০. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই? 
ক. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে 
খ. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমোরি দখল করে 
গ. সব ফিল্ড সর্ট করা যায় না 
ঘ. ডেটা সর্ট করার প্রয়োজন হয় না 

■ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

১১১. ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো-
i. সর্টিং ii. ইনডেক্সিং iii. কুয়েরিং
নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

১১২. সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে-
i. Text 
ii. Currency 
iii. OLE Objects 

নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

১১৩, সর্টিং হচ্ছে-
1. ডেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানো 
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো 

নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

১১৪, ইন্ডেক্স করা যায়-
i. একটি ফিল্ডের ওপর ii. দুইটি ফিল্ডের ওপর iii. একাধিক ফিল্ডের ওপর
নিচের কোনটি সঠিক? 

নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

১১৫. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে-
i.ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন 
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায় 
iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক? 

নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

ডেটাবেজ সিকুরিটি 

■ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন 

১১৬. ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?
ক. সাইবারনেট্রিক্স 
খ. ক্রিপ্টোগ্রাফি 
গ. ইনফরমেট্রিক্স 
ঘ. সাইটোগ্রাফি 

১১৭. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? 
ক. প্লেইন টেক্সট 
খ. সাইফার টেক্সট 
গ. অ্যালগরিদম 
ঘ. প্যারিটি বিট 

১১৮. মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? 
ক. ম্যানিপুলেশন 
খ. ভ্যালিডেশন 
গ. এনক্রিপশন 
ঘ. ডিক্রিপশন 

১১৯. ডেটা ইনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?
ক. ক্রিপটোগ্রাফি 
খ. সাইটোগ্রাফি 
গ. ইনফরমেটিক্স 
ঘ. ইনডেক্সিং 

১২০. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি?
ক. এনক্রিপশন 
খ. প্লেইন টেক্সট
গ. সর্টিং 
ঘ. ইনডেক্সিং 

১২১. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য-
ক. সাইফার টেক্সট 
খ. প্লেইন টেক্সট 
গ. এনক্রিপশন অ্যালগরিদম
ঘ. কী 

■ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন 

১২২. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো
i. প্লেইন টেক্সট ii. সাইফার টেক্সট  iii. কী 
নিচের কোনটি সঠিক? 
ক i ও ii 
খ. i ও iii 
গ ii ও iii 
ঘ. i, ii ও iii 

HSC ICT 6th chapter mcq / DBMS MCQ / ডাটাবেজ নৈর্ব্যক্তিক ছাড়াও আরো পড়ুন

Leave a Comment

You cannot copy content of this page