HSC ICT। সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস। পার্টঃ ১

HSC ICT। সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস। পার্টঃ ১

1. উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত-

i. ফ্লিপ-ফ্লপ
ii. অ্যাডার
iii. রেজিস্টার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

2. ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত সার্কিটের নাম কী?

কাউন্টার
ডিকোডার
মাল্টিপ্লেক্সার
এনকোডার

3. n বিটের একটি কাউন্টার গণনা করতে পারে-

0 − ( n n − 1 ) 0 - ( - 1 ) পর্যন্ত
( 2 n − 1 ) − 0   ( 2 - 1 ) - 0   পর্যন্ত
0-n পর্যন্ত
n-0 পর্যন্ত

4. n বিট বাইনারি কাউন্টার সর্বোচ্চ গুণতে পারে-

2 n 2 সংখ্যক
n-সংখ্যক
2 + 1 সংখ্যক
2 - 1 সংখ্যক

5. 3 bit counter গণনা করতে পারে-

001-110 পর্যন্ত
000-100 পর্যন্ত
001-111 পর্যন্ত
000-111 পর্যন্ত

6. রেজিস্টার কি দিয়ে তৈরি করা হয়? 

ফ্লিপ ফ্লপ
লজিক গেইট
কাউন্টার
মেমোরি

7. প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে?

1
2
3
4

8. প্রত্যেক ফ্লিপ-ফ্লপ থাকে-

0 অথবা 1
0 এবং 1
1 বাইট
1

9. ইনপুটকৃত পালসের সংখ্যা গণনা করতে পারে কোনটি?






কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
অ্যাডার
রেজিস্টার

10. যে রেজিস্টার বাইনারি ডেটাকে একদিকে বা উভয়দিকে স্থানান্তর করতে পারে তাকে বলা হয়-

প্যারালাল লোড রেজিস্টার
শিফট রেজিস্টার
বাফার রেজিস্টার
অ্যাকুমুলেটর রেজিস্টার

11. গতি বেশি কিন্তু ধারণক্ষমতা কম; এ রকম মেমোরি হলো-

ক্যাশ লেভেল-১
রেজিস্টার
ভার্চুয়াল মেমোরি
র‍্যাম

12. (- 293)10 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন?

8
16
32
64

13. একটি Full Adder বাস্তবায়ন করার জন্য প্রয়োজন- 

i. ৩টি এন্ড গেইট
ii. ১টি অর গেইট
iii. ১টি নট গেইট
নিচের কোনটি সঠিক?  

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

14. ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট A = 1, B = 0 এবং C = 1 আউটপুট যোগফল হবে-

1
11
10

15. ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা কত? 

3
4
5
6

16. একটি Full Adder তৈরি করতে কতটি হাফ অ্যাডারের প্রয়োজন?

1
2
3
4

17. একটি ফুল অ্যাডার বাস্তবায়নে ২টি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেটটি হলো-

OR
AND
NOT
XOR

18. নিচের চিত্রটি কিসের?

Half adder
Full Adder
NOR
NAND

19. হাফ অ্যাডারের ক্যারি (C) আউটপুটের সরলীকৃত বুলিয়ান ফাংশন-

C=x+y
C=x-y
C = x/y
C=xy

20. কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান?

Half Adder
Full Adder
Encoder
Decoder

21. এনকোডার হলো এমন একটি সার্কিট-

i. যার আউটপুট থাকে n সংখ্যক
ii. যার ইনপুট থাকে 2n সংখ্যক
iii. যার আউটপুট থাকে 2n
নিচের কোনটি সঠিক? 

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

22. এনকোডারের ইনপুট হচ্ছে- 

i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?  

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

23. ৬ টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?

4
8
32
64

24. ডিকোডার কোথায় থাকে? 




প্রসেসিং ইউনিটে
ইনপুট ইউনিটে
আউটপুট ইউনিটে
কন্ট্রোল ইউনিটে

25. ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে-

4
8
16
32