জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ সার্কুলার । Nu Admission 2025 । National university Admission 2025 । Honours 1st year Admisssion 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ সার্কুলার । Nu Admission 2025 । National university Admission 2025 । Honours 1st year Admisssion 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ সার্কুলার । Nu Admission 2025 । National university Admission 2025 । Honours 1st year Admisssion 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ সার্কুলার । Nu Admission 2025 । National university Admission 2025 । Honours 1st year Admisssion 2025

Admission circular pdf Link 

Admission Guidline pdf link

আবেদনের সময়সূচী:

  • আবেদন শুরু: ২১ জানুয়ারি ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ভর্তি পরীক্ষা: ৩ মে ২০২৫

আবেদনের যোগ্যতা:

  • মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ (৪র্থ বিষয়সহ)।
  • বিজ্ঞান শাখা: এসএসসি-তে ন্যূনতম জিপিএ ২.৭৫ এবং এইচএসসি-তে ন্যূনতম জিপিএ ২.৫ (৪র্থ বিষয়সহ)।

আবেদনের ধাপসমূহ:

  1. অনলাইন আবেদন:

    • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে "Honours" ট্যাবে ক্লিক করুন।
    • "Apply Now (Honours)" অপশনে ক্লিক করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন সঠিকভাবে প্রদান করুন।
  2. লিঙ্গ নির্ধারণ:

    • তথ্য প্রদানের পর আপনার লিঙ্গ (Male/Female) প্রদর্শিত হবে। যদি সঠিক না হয়, তাহলে "Click to Change" অপশনে গিয়ে সঠিক তথ্য প্রদান করুন।
  3. কলেজ ও বিষয় পছন্দ:

    • পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলার কলেজ নির্বাচন করুন।
    • নির্বাচিত কলেজের বিষয়সমূহ ও আসন সংখ্যা দেখতে পাবেন।
    • পছন্দের বিষয়গুলোর ক্রম নির্ধারণ করুন। মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে।
  4. কোটা নির্বাচন:

    • মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী বা পোষ্য কোটায় আবেদন করতে চাইলে প্রযোজ্য কোটা নির্বাচন করুন।
    • প্রযোজ্য সনদপত্র থাকতে হবে। একাধিক কোটায় যোগ্য হলে পছন্দক্রম নির্ধারণ করুন।
  5. ছবি আপলোড:

    • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করুন।
    • ছবির মাপ: ১২০x১৫০ পিক্সেল, ফাইল টাইপ: jpg, সর্বোচ্চ ফাইল সাইজ: ৫০ কেবি।
  6. ফরম চূড়ান্তকরণ:

    • সঠিক তথ্য ও ছবিসহ ফরম পূরণ করে "Submit Application" এ ক্লিক করুন।
    • রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে; ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করুন।
  7. ফরম বাতিল বা ছবি পরিবর্তন:

    • কলেজে জমা দেওয়ার পূর্বে ফরম বাতিল বা ছবি পরিবর্তন করতে চাইলে "Applicant’s Login (Honours)" এ গিয়ে রোল নম্বর ও পিন এন্ট্রি করুন।
    • "Form Cancel/Photo Change" অপশনে গিয়ে "Click to Generate the Security key" ক্লিক করুন।
    • মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ফরম বাতিল বা ছবি পরিবর্তন করতে পারবেন।
  8. কলেজে ফরম জমা ও ফি প্রদান:

    • প্রিন্ট করা আবেদন ফরমে স্বাক্ষর করুন।
    • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সত্যায়িত নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের কপি সংযুক্ত করুন।
    • প্রাথমিক আবেদন ফি ২৫০ টাকা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কলেজে জমা দিন।
    • কলেজ কর্তৃক ফরম নিশ্চয়ন করা হলে মোবাইলে SMS পাবেন।

নোট: আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) পরিদর্শন করুন।

  • জাতীয় বিশ্ববিদ্যালয় (National University)
  • গাজীপুর-১৭০৪ (Gazipur-1704)
  • স্মারক নং-১০/২৭৫) জাতীঃবিঃ/এন ইউ অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম/২০২৪/২৮৯৫ (Memorandum No.)
  • তারিখঃ ০৫/০২/২০২৪ (Date: 05/02/2024)

Heading:

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি (Admission Notice for Undergraduate (Honours) Program at the Main Campus of National University (Gazipur) for the 2023-2024 Academic Year)

Website:

  • ভর্তি বিষয়ক ওয়েবসাইট: (Admission Website: www.nu.ac.bd/admissions)

Main Content:

  • আবেদন আহ্বান: (Invitation for Applications)
  • অনলাইন আবেদন: (Online Application)
  • আবেদন ফি: (Application Fee: ৫০০ টাকা (Five Hundred Taka))
  • আবেদন সময়: (Application Period: ০৬ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ০৪ মার্চ ২০২৪ তারিখ রাত ১২টার মধ্যে)
  • স্নাতক (সম্মান) প্রোগ্রাম/বিষয়সমূহ: (Undergraduate (Honours) Programs/Subjects)
    • এল.এল.বি (LLB)
    • বি.বি.এ (BBA)
    • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (Tourism and Hospitality Management)
    • নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স (Nutrition and Food Science)

আবেদনের সাধারণ যোগ্যতা (General Eligibility for Application):

  • মানবিক শাখা: (Humanities) - Minimum GPA of 3.00 in both SSC/HSC (with 4th subject)
  • বিজ্ঞান শাখা: (Science) - Minimum GPA of 3.50 in each SSC/HSC (with 4th subject) and a combined GPA of 8.0 in both exams
  • ব্যবসায় শিক্ষা শাখা: (Business Studies) - Minimum GPA of 3.00 in each SSC/HSC (with 4th subject) and a combined GPA of 7.5 in both exams
  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে: (From Bangladesh Technical Education Board) - Eligible for relevant programs
  • O-Level এবং A-Level: (O-Level and A-Level) - Specific criteria mentioned
  • বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা: (Foreign Certificate Holders) - Eligibility based on equivalence determined by recognized education boards

স্নাতক (সম্মান) প্রোগ্রাম/বিষয় নির্বাচন সম্পর্কিত যোগ্যতা (Eligibility for Selection of Undergraduate (Honours) Program/Subject):

  • বিষয় নির্বাচন: (Subject Selection) - Must have studied the chosen subject at the Higher Secondary level
  • ন্যূনতম গ্রেড পয়েন্ট: (Minimum Grade Point) - 3.00 in the chosen subject at the Higher Secondary level

উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য আসন বণ্টন (শতকরা হারে) (Seat Distribution for Humanities, Science, and Business Studies Streams in Higher Secondary/Equivalent Exams (in Percentage)):

  • এলএলবি: (LLB) - 15% from each stream

২।
৩।
বি.বি.এ
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
১। হিসাববিজ্ঞান (Accounting)
২। ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organization & Management)
৩। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা (Finance, Banking and Insurance)
৪। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Production. Mangement & Marketing)
৫। স্বর্ণীতি (Economics)
৬। পরিসংখ্যান (Statistics)
৭। উচ্চতর গণিত (Higher Mathematics)
৮। পদার্থ বিজ্ঞান (Physics)
১। হিসাববিজ্ঞান (Accounting)
২। ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা (Business Organization de Management)
৩। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা (Finance,
Banking and Insurance)
৪। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (Production
Management & Marketing)
৫। অনীতি (Economics)
৬। পরিসংখ্যান (Statistics)
৭। উচ্চতর গণিত (Higher Mathematics)
৮। পদার্থ বিজ্ঞান (Physics)
১। সমাজবিজ্ঞান (Sociology)
১১। পৌরনীতি ও সুশাসন (Civics)
১০। সমাজকল্যাণ (Social Welfare)
NIKON-CAMPUS WOWGURSAMON
ব্যবসায় শিক্ষা শাখা%
বিজ্ঞান শাখা
মানবিক শাখা ১০%
ব্যবসায় শিক্ষা শাখা ৭০%
বিজ্ঞান শাখা
১৫%
মানবিক শাখা
→১৫%
১২। গার্হস্থ্য বিজ্ঞান (Home Science)
বিজ্ঞান শাখা
১০০%
নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স
১। জীব বিজ্ঞান (Biology)
২। রসায়ন (Chemistry)
৩। পদার্থ বিজ্ঞান (Physics)
৪। উচ্চতর গণিত (Higher Mathematics)
৪। প্রাথমিক আবেদন ফরম পূরণ সম্পর্কিত করণীয়
ক) আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Honours Tab এ গিয়ে Apply Now (NU On-Campus Honours) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সন ও একটি নিবন্ধিত মোবাইল নম্বর (নিজের অথবা অভিভাবকের) সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে উক্ত শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে।
খ) ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Malc এর স্কুলে Female অথবা Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gander এন্ট্রি দিতে হবে।
গ) প্রাথমিক তথ্য প্রদানের পর আবেদনকারী তার ভর্তি যোগ্য (Eligible) প্রেগ্রাম/বিষয়ের তালিকা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত প্রোগ্রাম/বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে প্রেগ্রাম/বিষয় বরাদ্দ দেয়া হবে।
ঘ) মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন/ভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে। উল্লেখ্য যে, পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান/সন্তানাদি আবেদন করতে পারবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। উল্লেখ্য যে, কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে।
৬) ফরম পুরণের সময় আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg maximum file size: 50KB. আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
চ) সঠিক তথ্য ও ছবিসহ ছক পুরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে A4 সাইজের অফসেট সাদা কাগজে প্রিন্ট/pdf কপি সংগ্রহ করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে (তোল নম্বর ও পিন কোড উল্লেখপূর্বক) Download Pay Slip অপশন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে-স্লিপ ডাউনলোডকরে সোনালী সেবার পে-স্লিপ Print করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
ছ) কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant Login সিলেক্ট করে On-Campus Honours অপশনে রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবেন। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূবর্ক নতুন করে আবেদন ফর্ম পূরণ ও ছবি আপলোড করতে পারবেন। তবে কোন প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) অথবা পে- স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দেয়ার পর ফরম বাতিল করতে পারবেন না। আবেদনকারী এ সুযোগ কেবলমাত্র একবারই পাবেন।
জ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/তথ্য ভুল অথবা অসত্য বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে
৫। পে-স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন ফরম ডাউনলোড
ক) পে স্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway) এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফি জমা দিলে প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম ডাউনলোড করার জন্য তথ্য দেয়া হবে। এ পর্যায়ে আবেদনকারীকে তার রোল নম্বর ও পিন ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login (NU On-Campus Honours Login) অপশন থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট নিতে হলে।
পৃষ্ঠা ২/৪

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫ সার্কুলার । Nu Admission 2025 । National university Admission 2025 । Honours 1st year Admisssion 2025

National university admission 2022- 2023 will be start very soon. Already HSC Exam Result has been published and surely you have acheived for admitting for NU admission process. There is good news for everyone that The admission will be started very soon .

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে অনার্স প্রথম বর্ষ ২০২২- ২০২৩ এর ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আনুমানিক ….. জুন যার নির্ধারিত সময়সীমা …..4 ই আগস্ট রাত 12 টা পর্যন্ত । আজকে আমরা এসকল বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো ।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ সার্কুলার / Nu Admission 2023 / National university Admission 2024 / Honours 1st year Admisssion 2024
আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি ২০২২- ২০২৪ এ আপনাদের জন্য থাকছে
১. যোগ্যতা অনুযায়ী কারা আবেদন করতে পারবেন ।
২. অনলাইনে প্রাথমিকভাবে আবেদন করার পদ্ধতি ।

আপনারা এডভান্স গত বছরের নিয়মাবলীগুলো দেখে রাখুন

এবার আবেদনকারী তার এসএসসি  এইচএসসি পরীক্ষার ফলাফলসহ নিচে আরো অনেকগুলো অপশন দেখতে পাবে । সবগুলো অপশন ভালোভাবে লক্ষ্য করে পূরণ করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে ।

পরবর্তীতে একটি পেজ দেখা যাবে এবং সেই পেজে যে সকল বিষয় আপনি পড়তে ইচ্ছুক সকল বিষয় নির্বাচন করতে হবে  আপনি সেখান থেকে কোন কলেজে পড়তে ইচ্ছুক সেটিও নির্বাচন করতে পারবেন । তারপরে আপনি কোন সাবজেক্ট এ পড়তে ইচ্ছুক । কোন বিষয়ে কতটি সিট আছে তাও ডান পাশে দেখতে পাবেন । এখন আপনি সর্বপ্রথম সাবজেক্ট চয়েজ দিবেন ।

এই পর্যায়ে আপনার যদি কোন কোটা থেকে থাকে তাহলে আপনাকে সেটা পূরণ করতে হবে ।
এ পর্যায়ে আবেদনকারী তার ছবি সংযুক্ত করতে পারবেন । একটি মোবাইল নাম্বার এবং একটি ই- মেইল নম্বরও সংযুক্ত করতে হবে । তবে ছবিটি 150 পিক্সেল উচ্চতা 120 পিক্সেল প্রস্থ এবং সাইজ 50kb সহ পিএনজি ফরমেটে হতে হবে ।

সর্বশেষে আপনি যদি নিশ্চিত হন যে আপনি সকল তথ্যাদি সঠিকভাবে পূরণ করেছেন তাহলে submit operation অপশন অপশনে ক্লিক করতে হবে তারপর একটি ফাইল পিডিএফ আকারে আসবে এবং সেটা ডাউনলোড করে নিন

পরবর্তীতে ফরমটি প্রিন্ট করার পর আবেদনকারী নির্ধারিত কাগজপত্রসহ 250 টাকা ভর্তিচ্ছু কলেজে জমা দিতে পারবেন । জমা দেয়ার পর যদি আপনার মোবাইলে একটি মেসেজ আসে যে ফরম জমা হয়েছে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে । যদি এতে কোন বিলম্ব হয় তাহলে অবশ্যই নির্ধারিত কলেজের সঙ্গে যোগাযোগ করবেন ।

. যেহেতু এটি আপনার ভবিষ্যৎ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু প্রত্যেকটি বিষয় পূরণ করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে বারবার লক্ষ্য করে আবেদন ফর্মটি পূরণ করুন ।