প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স টি দেওয়া হয়েছে এইচএসসি শিক্ষার্থীদের অনুশীলন এবং পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য।

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেশন

প্রাণীর বিভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য

প্রশ্ন ১। প্রাণিবৈচিত্র্য কী? [ঢা, বে, ‘১৫]
উত্তর : পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর  খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণিবৈচিত্র্য।

প্রশ্ন ২। আন্তঃপ্রজাতিক ভিন্নতা কী?
উত্তর : ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান পার্থক্যজনিত ভিন্নতাকে আন্তঃপ্রজাতিক ভিন্নতা বলে।

প্রশ্ন ৩। ICZN এর পূর্ণরূপ লিখ। (ব, বাে, ‘২১).
উত্তর : International Code of Zoological Nomenclature.

প্রাণিজগতের শ্রেণিকরণের ভিত্তি ও নীতি

প্রশ্ন ৪। প্রজাতি কী? (ঢ বাে, ‘১৯, ‘১৭ রা, বাে, ‘১৯; দি. বাে, ‘১৯; ম. বাে, ‘২১)
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন  মৌলিক একক হলাে প্রজাতি।

Biology : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

প্রশ্ন ৫। সিলােম কী? [য, বাে, ‘২১, ‘১৯; কু, বাে, ‘১৯; দি, বাে, ‘২১]
উত্তর : ভূণীয় মেসােডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলাে সিলােম।

প্রশ্ন ৬। খণ্ডায়ন কাকে বলে? [চ, বাে, ‘২১; সি, বাে, ‘১৯]
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডায়ন বলে।

প্রশ্ন ৭। প্রতিসাম্যতা কী? [ঢ়া, বাে, ‘২১; কু, বো, ‘১৭, ‘১৫; ব, বাে, ‘১৬]
উত্তর : প্রতিসাম্য হলাে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান।

প্রশ্ন ৮। ভূণস্তর কী?
উত্তর : ভূণের যেসব কোষস্তর থেকে পরিণত প্রাণীর বিভিন্ন টিস্যু  অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলােকে ভূণস্তর বলে।

প্রশ্ন ৯। মেটামরিজম কী?
উত্তর : কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে বলে খণ্ডকায়ন বা মেটামেরিজম।

প্রশ্ন ১০। ত্রিপদ নামকরণ কী? (চ, বাে, ‘২১)

উত্তর : গণ, প্রজাতি ও উপপ্রজাতি এই তিনটি পদের সমন্বয়ে গঠিত নামকে ত্রিপদ নামকরণ বলে।

প্রশ্ন ১১। ক্লিভেজ কী? (ব; বাে, ‘২১)
উত্তর : যৌন জননকারী প্রাণীর জাইগােটের বহু বিভাজনই হলাে ক্লিভেজ।

প্রশ্ন ১২। ট্যাক্সন কী? [ৱা, বাে, ‘১৭]
উত্তর : ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। অর্থাৎ শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগােষ্ঠী বা জনগােষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে ।

প্রশ্ন ১৩। মিথােজীবিতা কী? [দি, বাে, ‘১৭]
উত্তর : যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলেপরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সাহচর্যকে মিথােজীবিতা বলে।

জীববিজ্ঞান ২য় পত্রঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

প্রশ্ন ১৪। শ্রেণিবিন্যাস কী? [চা, বাে, ‘২১; দি, বাে, ‘১৫]
উত্তর : পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে  জীবজগতকে গােষ্ঠী বা দলে বিন্যস্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস।

প্রশ্ন ১৫। উপ-প্রজাতি কী?
উত্তর : বৈসাদৃশ্যযুক্ত যেসব জীবগােষ্ঠী বা পপুলেশন আন্তঃপ্রজননের মাধ্যমে পরস্পরের মধ্যে জিনের আদান-প্রদান ঘটাতে সক্ষম, তাদের একই প্রজাতির উপপ্রজাতি বলা হয়।

প্রশ্ন ১৬। দ্বিপদ নামকরণ কী?
উত্তর : জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয় ।

প্রশ্ন ১৭। ICZN কী?

উত্তর : ICZN আন্তর্জাতিকভাবে প্রাণীর নামকরণের একটি নীতিমালা যার মধ্যে প্রাণীর নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির নিয়মাবলি লিপিবদ্ধ থাকে।

প্রশ্ন ১৮। হায়ারার্কি কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের বিভিন্ন এককগুলােকে উচ্চতর থেকে নিম্নতর স্তরে বিন্যাস করাকে হায়ারার্কি বলে ।

প্রশ্ন ১৯। পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
উত্তর : পৃথিবীতে এ পর্যন্ত প্রায় ১৫,০০,০০০ (পনের লক্ষ) প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে ।

পর্ব-১: পরিফেরা

প্রশ্ন ২০। ছিদ্রালু প্রাণী কী? (য, বাে, ‘২১)
উত্তর : Porifera পর্বের প্রাণীদের দেহের প্রাচীরে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান থাকায় এদেরকে ছিদ্রালু প্রাণী বলা হয় ।

প্রশ্ন ২১। স্পঞ্জোসিল কী? [সি, বাে, ‘২১]
উত্তর : Porifera পর্বের সদস্যদের একটি কেন্দ্রীয় গহ্বর থাকে যা অসকিউলাস নামক একটি বড় ছিদ্র দ্বারা বাইরে উন্মুক্ত থাকে তাকে স্পঞ্জোসিল বলা হয়।

প্রশ্ন ২২। সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : সমুদ্র পদ্মের বৈজ্ঞানিক নাম Antedon bifida.

বায়োলজি অনুসরণেঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

পর্ব-২: নিডারিয়া

প্রশ্ন ২৩। সিলেন্টেরন কী?
উত্তর : Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত গহ্বরই হলাে সিলেন্টেরন ।

প্রশ্ন ২৪। মেডুসা কী?
উত্তর : Cnidarian দের বহুরূপিতা প্রদর্শনকারী সদস্যদের মুক্ত এবং যৌন জননে সমর্থ একক হলাে মেডুসা ।

প্লাটিহেলমিনথেস

প্রশ্ন ২৫। শিখা কোষ কী? [কু, বাে, ‘১৬]
উত্তর : Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রই হলাে শিখা কোষ ।

প্রশ্ন ২৬। অন্তঃপরজীবী কী?
উত্তর : যেসব পরজীবী পােষক দেহের ভেতরে অবস্থান করে তাদের অন্তঃপরজীবী বলে। যেমন- কৃমি।

পর্ব-৫: মােলাস্কা

প্রশ্ন ২৭। Radula কী?
উত্তর : Mollusca পর্বের প্রাণীদের মুখবিবরে কাইটিন নির্মিত জিহ্বাকে র‍্যাডুলা (Radula) বলে ।

প্রশ্ন ২৮। আরশােলার বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : আরশােলার বৈজ্ঞানিক নাম Periplaneta americana.

প্রশ্ন ২৯। পেস্ট কাকে বলে?
উত্তর : প্রাণিজগতে আথ্রোপােডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পােকাদের পেস্ট বলে।

পর্ব-৬ : অ্যানিলিডা

প্রশ্ন ৩০। নেফ্রিডিয়া কী? [চ, বাে, ‘২১; সি, বাে, ‘২১]
উত্তর : Annelida পর্বের প্রাণীদের রেচন অঙ্গাকে নেফ্রিডিয়া বলে।

প্রশ্ন ৩১। প্যারাপােডিয়া কী? [সি, বাে, ‘২১]
উত্তর : Annelida পর্বের প্রাণীদের চলন অঙ্গকে প্যারাপােডিয়া বলে।

প্রশ্ন ৩২। ট্রোকোফোর কী?
উত্তর : Annelida-র পরােক্ষ পরিস্ফুটনের ক্ষেত্রে মুক্ত সাঁতার লার্ভাই হলাে ট্রোকোফোর।

জীববিজ্ঞান ঃ প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স

পর্ব কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস)

প্রশ্ন ৩৩। নটোকর্ড কাকে বলে? [কু, বাে, ‘২১]
উত্তর : মেসােডার্ম উদ্ভূত কোষ দিয়ে গঠিত ভূণাবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা, বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডাকার গঠনকে নটোকর্ড বলে ।

প্রশ্ন ৩৪। মানুষ কোন শ্রেণির প্রাণী?
উত্তর : মানুষ Chordata পর্বের Vertabrata উপপর্বের অন্তর্গত Mammalia শ্রেণির প্রাণী।

প্রশ্ন ৩৫। প্রতীপ রূপান্তর কী?
উত্তর : Chordata পর্বের Urochordata উপ-পর্বের প্রাণীদের লার্ভাগুলাে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, তাই প্রতীক রূপান্তর।

প্রশ্ন ৩৬ Chordata কাকে বলে?
উত্তর : যেসব প্রাণীর জীবনের কোনাে না কোনাে দশায় নটোকর্ড, ফুলকার, স্নায়ুরজ্জ্ব, এন্ডােস্টাইন এবং পায়ু উত্তর পেশল লেজ পাওয়া যায় তাদেরকে Chordata বলে।

উপপর্ব-১: ইউরােকর্ডাটা

প্রশ্ন ৩৭। Agnatha কী?
উত্তর : প্রকৃত চোয়াল ও জ্যেড় উপাঙ্গবিহীন এবং তরুণাস্থিময় জীবিত মৎস্যগােষ্ঠী হলাে Agnatha

প্রশ্ন ৩৮। হ্যাগফিশ কী?
উত্তর : Vertebrata উপপর্বের Agnatha অধিশ্রেণির অন্তর্গত Myxini শ্রেণিভুক্ত মাছগুলাে হলাে হ্যাগফিশ।

Because of this practice you can also read without প্রাণীর বিভিন্নতা  শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাজেসান্স then click here: