HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ২

HSC ICT । ১ম অধ্যায় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত । পার্টঃ ২

1. কোনটি রোবটের ব্যবহার?

জটিল সার্জারি চিকিৎসায়
ব্যক্তির স্বাক্ষর সনাক্তকরণে
নতুন জাতের বীজ উৎপাদনে
টেনিস বলের আকৃতি তৈরিতে

2. ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

অ্যামোনিয়া ো
নিয়ন
হাইড্রোজেন
আর্গন

3. নিচের কোন গ্যাসটি ক্রায়োজনিক এজেন্ট নয়?

নাইট্রোজেন
কার্বন মনো অক্সাইড
অক্সিজেন
নিয়ন

4. শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে?

ক্রায়ো সার্জারি
ক্রায়োজেনিক
ক্রায়োপ্যব
ক্রাওবলেশোন

5. ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কি?

অক্সিজেন
নাইট্রোজেন
মিথেন
হাইড্রোজেন

6. ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিন্মে কোনটি ব্যবহৃত হয়?

ক্রায়োজেনিক এজেন্ট
অস্ত্র প্রচার
কেমোথেরাপি
রেডিও থেরাপি

7. কোন তাপমাত্রা কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়?

- 41° C থেকে - 196° C
- 0°© থেকে -100°C
-21°C থেকে - 186° C
-31°C থেকে -176°C

8. বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে?

প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ

9. পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন?

CAD
NAD
PAT
PLC

10. বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় --?

কৃত্রিম বুদ্ধিমত্তায়
ব্যক্তি শনাক্তকরণে
যোগাযোগ ক্ষেত্রে
চিকিৎসা ক্ষেত্রে

11. কোনটি মলিকুলার মেডিসিন তৈরীর প্রযুক্তি?

ন্যানোটেকনোলজি
রোবটিক্স
বায়োমেট্রিক্স
বায়ো ইনফরর্মেটিক্স

12. DNA এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহৃত করা হয়?

ন্যানো টেকনোলজি
ভার্চুয়াল রিয়েলিটি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়ো ইনফরমেটিক্স

13. বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?

বায়োমেট্রিক্স
ন্যানো টেকনোলজি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
রোবটিক্স

14. বায়োমেট্রিক্সর আচরণগত বৈশিষ্ট্য?

কী স্টোক
DNA গঠন
রেটিনা স্ক্যান
মুখমণ্ডল শনাক্তকরণ

15. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

বায়োমেটিক্স
ন্যানোটেকনোলজি
রোবটিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং

16. জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়?

বায়োমেট্রিক্স
বায়ো ইনফরমেট্ক্সি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানোটেকনোলজি

17. DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহৃত করা হয়?

রক্ত
কণ্ঠস্বর
রেটিনা
মুখমণ্ডল

18. মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

বায়োমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানো টেকনোলজি
ক্রায়ো সার্জারি

19. কোনটি বায়োইনফরমেট্রিকসের উপাদান নয়?

রসায়ন
ডেটাবেস
program
গণিত ও পরিসংখ্যান

20. কোনটি ডি এন এ এর নতুন সিকুয়েন্স তৈরীর প্রযুক্তি?

বায়ো ইনফরমেট্রিক্স
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানোটেকনোলজি
বায়োমেট্রিক্স

21. বিজ্ঞানী মাকসূদুল আলম কোন বিষয় গবেষণ করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করে?

পাট
চা
ধান
ভুট্টা

22. GMO এর পূর্ণরূপ কি?

Genetically Modified Organism
Genetically Modern Organism
Genetically modified Organism
General Modified Orgnism

23. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

Paul Berg
E.coli
Stanley cohen
Jack Williamson

24. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

বায়োমেট্রিক
ভার্চুয়াল রিয়েলিটি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ন্যানো টেকনোলজি

25. স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ন্যানো টেকনোলজি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
বায়োমেট্রিক
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট