অ-ভেষজ উদ্ভিদ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

অ-ভেষজ উদ্ভিদ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

অ-ভেষজ উদ্ভিদ  । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
অ-ভেষজ উদ্ভিদ । ২য় অধ্যায় । Economic Botany, Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

২য় অধ্যায়:- অ-ভেষজ উদ্ভিদ 

ক-বিভাগ

১. অ-ভেষজ উদ্ভিদ কী?

উত্তর:  যে সব উদ্ভিদ ভেষজ গুণাগুণ সম্পন্ন নয় এবং যা উদ্ভিদ ও প্রাণীর মারাত্মক ক্ষতিসাধন করে থাকে সেসব উদ্ভিদকে অভেষজ উদ্ভিদ বলা হয়।

২. Hallucinogen উৎপাদনকারী উদ্ভিদ কোন গুলো?

উত্তর: Amanita, Putalube এবং Concbe.

৩. গাঁজার ক্ষতিকর দিকগুলো কী কী?

উত্তর: দৃষ্টিভ্রম, বাচালতা, মাংশপেশির অনিয়ন্ত্রিত বৃদ্ধি দিক ভ্রমন্তর হওয়া, মাথা ঘুরা, ক্ষুধা লাগা, গভীর ঘুমে অচেতন হওয়া, প্রলাপ বকা, সময় জ্ঞান হারানো এমনকি বেশি সেবন মৃত্যু পর্যন্ত হয়ে থাকে।

৪. গাঁজায় বৈজ্ঞানিক নাম কী?

উত্তর :Cannabis sativa.

৫. ফেন্সিডিল কী?

উত্তর: ফেন্সিডিল হলো আফিম উদ্ভিদ কোডিন সহযোগে 

৬. হেরোইন কী?

উত্তর: নারকোটিক এনলজেসিক হেরোইন সাধারণত পোড়া মাটির গুড়ার মত লালচে,কালচে, ধূসর, বাদামি বা সাদা বর্ণের এবং তেঁতুলের মত হালকা গন্ধ বিশিষ্ট পাউডারের ন্যায় দ্রব্য।

৭. কোকেন কী?

উত্তর: সাদা বর্ণের মিহি পাউডার জাতীয় পদার্থ তাছাড়া ভূট্টার খইয়ের দানার মত দানাদার, তীব্র ও কটু স্বাদযুক্ত।

৮. Allergenic উদ্ভিদ-এর দ্রব্য কি যারা বাহির হয়?

উত্তর: বায়ু, পরাগরেণু, ধোয়া, ক্ষুদ্র উদ্ভিদ কণা, গৃহপালিত পশুর লোম প্রভৃতি দ্বারা।

৯. অ্যালার্জি সৃষ্টিকারী দুটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।

অথবা, Allergenic উদ্ভিদ কোনগুলো?

উত্তর: Rhus এর বিভিন্ন প্রজাতি, Dactylis glomerata, Iacopodium sp. প্রভৃতি।

১০. কীটনাশক হিসেবে কার্যকর ও ব্যবহৃত দুটি উদ্ভিদের বর্ণনা দাও।

উত্তর: ১. তামাক- Nicotiana tabacum; ২. পাইরেথ্রাম- Chrysanthemum coccineum.

১১.ওয়ার কেরিন কী?

উত্তর:প্রাকৃতির উৎস থেকে প্রাপ্ত ইদুর জাতীয় তীক্ষ্ণ দন্ত প্রণালি ধ্বংসকারী কীটনাশক।

১২. রেটেনোন কি কাজে ব্যবহৃত হয়?

উত্তর: পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য রেটেনোন ব্যবহৃত হয়।

১৩. বাংলাদেশের প্রাপ্ত দুটি বিষাক্ত উদ্ভিদের নাম লিখ। 

উত্তর: (i) কাঁটা চতুরা- Girardinia, (ii) আলকুশী-Mucuna pruriens.



খ-বিভাগ

১. কয়েকটি মাদকদ্রবের নাম এবং এর ক্ষতিকর প্রতিক্রিয়া সংক্ষেপে লিখ।

২. Allergenic উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর। 

৩. গাঁজার ক্ষতিকর দিকসমূহ লিখ। 

৪. Hallucination উৎপাদনকারী ছত্রাক।

অথবা, Hallucinogen উৎপাদনকারী দুটি ছত্রাকের সম্পর্কে লিখ।

 

গ-বিভাগ

১. অভেষজ উদ্ভিদ কী? কয়েকটি অভেষজ উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর। 

২. কীটনাশক হিসেবে কার্যকর ও ব্যবহারিত দুটি উদ্ভিদের বর্ণনা দাও।

৩. ভ্রম উৎপন্নকারী, অ্যালার্জি ও বিষাক্ততা সৃষ্টিকারী দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও তাদের ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।

৪. বাংলাদেশে প্রাপ্ত পাঁচটি বিষাক্ত উদ্ভিদের নাম ও বৈজ্ঞানিক নাম লিখ। 

৫. কীটনাশক হিসেবে ব্যবহৃত পাঁচটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ। 

অথবা, কীটনাশক হিসেবে ব্যবহৃত চারটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখ।

read more