ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ভূমিকা । ১ম অধ্যায় । Economic Botany Ethnobotany and Pharmacognosy( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
১ম অধ্যায়:- ভূমিকা
ক-বিভাগ
১. ভেষজবিজ্ঞান বা ফার্মাকোগনোসি (Pharmacognosy) কাকে বলে?
উত্তর: প্রকৃতি থেকে প্রাপ্ত ভেষজের অঙ্গসংস্থানিক, কলাসংস্থানিক রাসায়নিক চরিত্র আহরণের পদ্ধতি সম্বন্ধে বৈজ্ঞানিক এবং সুসংবদ্ধ অধ্যয়নকে ভেষজবিজ্ঞান বা ফার্মাকোগনোসি বলা হয়।
২. ফার্মাকোপিয়া কী?
উত্তর: ফার্মাকোপিয়া শব্দটি প্রাচীন গ্রিক শব্দ Pharmakopoiia থেকে উদ্ভূত হয়েছে, আর Pharmako শব্দের অর্থ Drug। poi শব্দের অর্থ Make এবং ia-এর অর্থ ing অর্থাৎ ফার্মাকোপিয়া হলো- Drug making বা ঔষধ তৈরির প্রক্রিয়া। এটি একটি আধুনিক ফার্মাকৌশল বা পুস্তক যা নমুনা সংগ্রহ ও শনাক্তকরণ, ঔষধ প্রস্তুতকরণ নির্দেশিকা যা সরকারের কোনো শাখা বা মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল কর্তৃক প্রকাশিত হয়।
৩. ফার্মাকোলজি কী?
উত্তর: ভেষজ বিজ্ঞানের যে শাখায়, ভেষজ প্রয়োগ করার পর কোনো জীবে কি রকম প্রতিক্রিয়া হয় সে সম্বন্ধে আলোচনাকে ফার্মাকোলজি বলে।
৪. কোন মাটিতে ভেষজ উদ্ভিদ ভাল জন্মে?
উত্তর: বেলে দোঁ-আশ মাটিতে।
৫. দক্ষিণ এশিয়ার প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি কোনটি?
উত্তর: হার্বাল চিকিৎসা বা আয়ুর্বেদীয় চিকিৎসায়।
৬. Pharmacognos শব্দের উৎপত্তি হয় কিভাবে?
উত্তর: গ্রিক শব্দ Pharmakon, যার অর্থ ঔষধ এবং Gnosis, যার অর্থ জ্ঞান বা Gignosco। এই দুটি শব্দের সমন্বয়ে Pharmacognos শব্দের উৎপত্তি হয়।
৭. ভেষজবিজ্ঞান বা Pharmacognosy-র সম্পূর্ণ অর্থ কী?
উত্তর: ভেষজবিজ্ঞান বা Pharmacognosy- সম্পূর্ণ অর্থ হলো ঔষধ সম্বন্ধীয় জ্ঞান বা ঔষধ সম্বন্ধে জ্ঞান অর্জন করা।
৮. Pharmacognos শব্দটি কি কি গবেষণার ব্যবহৃত হয়?
উত্তর: উদ্ভিদসহ অন্যান্য ক্ষুদ্র অণুজীব যেমন- ব্যাকটেরিয়া, ছত্রাক, সামুদ্রিক জীব প্রকৃতি নিয়ে গবেষণার ব্যবহৃত হয়।
৯. চিকিৎসাবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর: হিপোক্রেটিসকে চিকিৎসাবিজ্ঞানের জনক বলা হয়। তিনি মানুষের শারীরতত্ত্ব ও দেহতত্ত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১০. এরিস্টটল (Aristotle) কে ছিলেন?
অথবা, এরিস্টটলকে কেন জীববিজ্ঞানের জনক বলা হয়?
উত্তর: মহান দার্শনিক প্লেটোর সুযোগ্য ছাত্র এরিস্টটলের জীবনকাল খ্রিস্টপূর্ব ৩৮৪ থেকে ৩২২ অব্দ পর্যন্ত। জীববিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই গ্রিক দার্শনিককে জীববিজ্ঞানের জনক হিসেবে চিহ্নিত করা হয়।
১১. এরিস্টটল কতটি ঔষধ গুণসম্পন্ন উদ্ভিদ শনাক্ত করেন।
উত্তর: প্রায় ৫০০ টি।
১২. ফর্মুলারি (Formulary) কাকে বলে?
উত্তর: কোন দেশের চিকিৎসা পেশায় ব্যবহৃত হয় কিন্তু উক্ত দেশের ফার্মাকোপিয়ায় উল্লিখিত হয় নাই এইরকম প্রিপারেশনসমূহের ফর্মুলা, শনাক্তকরণ, মান নিরুপণ, বিশুদ্ধতা নির্ণয়করণ এর পরীক্ষাসমূহ যেই পুস্তকে লিপিবদ্ধ থাকে তাকে ফর্মুলারি বলে।
১৩.থিওফ্রাস্টাস (Theophrastus) কে ছিলেন?
অথবা, প্রিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় কেন?
উত্তর: তিনি একজন মহান দার্শনিক ও প্রকৃতবিজ্ঞানী এবং এরিস্টটলের ছাত্র ছিলেন। এই প্রকৃতি বিজ্ঞানী খ্রিস্টপূর্ব ৩৭০ থেকে ২৮৭ অব্দ পর্যন্ত জীবিত ছিলেন। উদ্ভিদবিজ্ঞানে অনন্য অবদানের জন্য তাঁকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়।
১৪. থ্রিওফ্রাস্টাসকে কি বলা হয়?
উত্তর: উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি প্রায় ৫০০ প্রজাতির ঔষধি উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে বর্ণনা দেন।
১৫. গ্যালেন কে?
উত্তর: গ্যালেন প্রাচীন গ্রিসের (১৩১-২০০ খ্রিস্টান্স) একজন বিখ্যাত ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক ছিলেন।
১৬. ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের উপর কোন বই রচনা করে?
উত্তর: ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের উপর বিশ্বকোষ আলকানুন নামক বই রচনা করেন।
১৭. ইথনোফার্মাকোলজি বলতে কী বুঝ?
অথবা, ইথনোফার্মাকোলজি কী?
উত্তর: প্রথাগত ঔষধ হিসেবে বস্তুসমূহের pharmacological বিষয়সমূহ আলোচনা করাকে ইগনোকার্মাকোলজি বলে।
১৮. ভেষজবিদ্যায় কি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়?
উত্তর: বিষধর পদার্থসমূহ, এদের ক্রিয়াকলাপ, সনাক্তকরণ পদ্ধতি এবং বিষক্রিয়া সৃষ্টি বা নিরাময় সম্পর্কে আলোচনা করা হয়।
১৯. মেটেরিয়া মেডিকা কী?
উত্তর: মেটেরিয়া মেডিকা হচ্ছে ভেষজতত্ত্ব। এতে ঔষধি দ্রব্যসমূহের পরিচিতি, উৎস বা প্রাপ্তিস্থান, গঠন ও গুণাগুণ বা বৈশিষ্ট্যসমূহ বিশদভাবে আলোচিত হয়, ইউনানী পরিভাষায় একে 'এলমূল আদভিয়া' বলা হয়।
২০. ডায়োসকোরাইডিস (Dioscorides) এর বইয়ের নাম কী?
উত্তর: ডি মেটেরিয়া মেডিকা, (De Materia Medica)
২১. Herbal medicine/herbalism কাকে বলে?
উত্তর: উদ্ভিদের ভেষজগুণাগুণ (Modicial Properties) এর ব্যবহার ও এর সম্পর্কে অধ্যয়নকে Herbal medicine বা herbalism বলে।
২২. ফার্মাকোডাইনামিক্স (Pharmacodynamics) কী?
উত্তর: এতে অসুস্থ নয় এইরকম জীবন্ত তন্ত্রসমূহে (Undiscased Living Organs) ড্রাগস এর ক্রিয়াসমূহ আলোচিত হয়।
২৩. থেরাপিউটিক্স (Theraprutics) কাকে বলে?
উত্তর: থেরাপিউটিক্স বা ঔষধ প্রয়োগ বিজ্ঞানে রোগ নিরাময়ে ব্যবহাত বিভিন্ন ড্রাগস এর ক্রিয়া ও প্রয়োগবিধি আলোচিত হয়। ইউনানী পরিভাষায় একে এলমূল এলার্জী বলে।
২৪. টক্সিকোলজি (Toxicology) কী?
উত্তর: এতে বিষধর পদার্থসমূহ, এদের ক্রিয়াসমূহ শনাক্তকরণ প্রণালিসমূহ ও বিষক্রিয়া সৃষ্টি যা নিরাময় সম্পর্কে জ্ঞান দান করা হয়।
২৫. টক্সিকোলজি (Toxicology) কী?
উত্তর : Paracelsus.
২৬. ডিসপেনসেটরি (Dispensatory) কাকে বলে?
উত্তর: যে পুস্তকে ড্রাগসমূহের উপর আনঅফিসিয়াল তথ্যাবলি লিপিবদ্ধ থাকে তাকে ডিসপেনসটরি বলে। এতে ড্রাগসমূহের ভৌত চিকিৎসা বিষয়ক এবং ভেষজ বিষয়ক ইতিবৃত্ত মাত্রা, গুণাবলি এবং উপকারিতা বর্ণিত থাকে।
২৮. WHO এর পূর্ণরূপ কী?
উত্তর: WHO এর পূর্ণরূপ হলো- World Health Organization.
২৯. অল্টারনেটিক চিকিৎসা বলতে কী বুঝ?
উত্তর: অল্টারনেটিভ চিকিৎসা হলো সনাতনী চিকিৎসা পদ্ধতি। এটি এক ধরনের চিকিৎসা চর্চা যা ঔষধের মাধ্যমে রোগ নিরাময়ের বৈজ্ঞানিক তথ্য প্রমাণসমূহ বিবেচিত হয় না।
২৯. অপরিশোধিত ওবধি দ্রব্য কী?
উত্তর: যে সকল প্রাকৃতিক ঔষধিদ্রব্যে প্রাকৃতিক, মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাদেরকে অপরিশোধিত ঔষধিদ্রব্য বলে।
খ-বিভাগ
১. ফার্মাকোগানোসি কী?
অথবা, ফার্মাভোগনোসির সংজ্ঞা দাও।
২. ভেষজবিজ্ঞানের পরিসর সংক্ষেপে লিখ।
৩. ভেষজ উদ্ভিদ ও নন-ভেষজ উদ্ভিদ সম্পর্কে লিখ।
৪. বাংলাদেশে ভেষজ উদ্ভিদ চাষের সম্ভাবনা আলোচনা কর। টি।
৫. আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের উদ্দেশ্য আলোচনা কর।
অথবা, আয়ুর্বেদিক চিকিৎসার উদ্দেশ্য লিখ।
গ-বিভাগ
১. ভেষজ উদ্ভিদ চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা কর।
২. অল্টারনেটিক মেডিসিন কী? অল্টারনেটিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
৩. ফার্মাকোগনসির সংজ্ঞা দাও। এর গুরুত্ব লেখ।
অথবা, ফার্মাকোগনোসির এর গুরুত্ব লিখ।
৪. টীকা লিখ।
(ক) ফার্মাকোপিয়া;
অথবা, 'ফার্মাকোপিয়া' বলতে কি বুঝায় আলোচনা কর।
(খ) বাংলাদেশে ভেষজ উদ্ভিদের চাষ;
(গ) হিপোক্রেটিস ও গ্যালেন;
(ঘ) আয়ুর্বেদীয় চিকিৎসার প্রয়োজনীয়তা।
অথবা, আয়ুর্বেদ কী? আয়ুর্বেদের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, আয়ুর্বেদের সংজ্ঞা দাও। এর প্রয়োজনীয়তা লিখ।