আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন (HSC ICT 1st Chapter)
আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক (HSC ICT 1st Chapter)
Read More
বিশ্বগ্রামের ধারণা
প্রশ্ন ১। বিশ্বগ্রাম কী?
উত্তর : গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করতে পারে।
প্রশ্ন ২। The Gutenberg Galaxy – বইটির রচয়িতা কে?
উত্তর : The Gutenberg Galaxy বইটির রচয়িতা হলো- হার্বার্ট মার্শাল ম্যাকলুহান।
প্রশ্ন ৩। নেটওয়ার্ক সংযুক্ততা কী?
উত্তর : নেটওয়ার্ক সংযুক্ততা হলো বিশ্বগ্রাম ধারণার মূল উপাদান, যা বিশ্বের প্রতিটি মানুষকে ইলেক্ট্রনিকভাবে সংযুক্ত করে বিশ্বগ্রাম সৃষ্টি করেছে।
বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান
প্রশ্ন ৪। যোগাযোগ কী?
উত্তর : কথন, লিখন কিংবা অন্য কোনো মাধ্যমের দ্বারা তথ্যের আদান-প্রদানই যোগাযোগ।
প্রশ্ন ৫। টেলিযোগাযোগ কী?
উত্তর : যোগাযোগের উদ্দেশ্যে দূরবর্তী কোনো স্থানে তারের মাধ্যমে সংকেত, তথ্য, বার্তা পাঠানোই হলো টেলিযোগাযোগ।
প্রশ্ন ৬। ই-মেইল কী?
উত্তর : ই-মেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল বা বার্তা। অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে
নির্ভরযোগ্যভাবে বার্তা আদান-প্রদান করার একটি পদ্ধতি হচ্ছে ই- মেইল।
প্রশ্ন ৭। টেলিকনফারেন্সিং কী?
উত্তর : বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তি বা ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন- টেলিফোন, মোবাইল ফোন ও কম্পিউটার টার্মিনাল ইত্যাদি ব্যবহার করে শব্দ মাধ্যমে সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলই হলো টেলিকনফারেন্সিং।
প্রশ্ন ৮। ফ্রিল্যান্সিং কী?
উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের কাজ খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক পদ্ধতিতে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী সম্পাদন করে অর্থ উপার্জনের প্রক্রিয়াই হলো ফ্রিল্যান্সিং।
প্রশ্ন ৯। ই-বুক কী?
উত্তর : ই-বুক হলো প্রিন্টকৃত বইয়ের অনলাইন বা ডিজিটাল ভার্সন যা ডাউনলোড করে পড়া যায়।
প্রশ্ন ১০। Upwork কী?
উত্তর : Upwork হলো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি আউটসোর্সিং মার্কেট প্লেস।
প্রশ্ন ১১। ই-লার্নিং কী?
উত্তর : গতানুগতিক শ্রেণিকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম, বিশেষত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিই হলো ই-লার্নিং।
প্রশ্ন ১২। EHC কী?
উত্তর : EHC বা Electronic Health Card হলো ডেটাবেজে সংরক্ষিত রোগীর তথ্য যা ব্যবহার করে যেকোনো স্থান হতে ব্যক্তির রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র পাওয়া সম্ভব।
প্রশ্ন ১৩। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার কী?
উত্তর : ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার হলো একটি ইলেক্ট্রনিক লেনদেন বা ট্রানজেকশন, যা সংঘটিত হয় কম্পিউটারাইজড নেটওয়ার্কের সাহায্যে একই ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে।
প্রশ্ন ১৪। অনলাইন ব্যাংকিং কী?
উত্তর : ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যাংকের আর্থিক লেনদেন করার প্রক্রিয়াকেই অনলাইন ব্যাংকিং বলা হয়।
প্রশ্ন ১৫। সামাজিক নেটওয়ার্কিং কী?
উত্তর : সামাজিক নেটওয়ার্কিং হলো এমন একটি মাধ্যম যা ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ, তথ্য, ছবি এবং ভিডিও বিনিময় কিংবা সংবাদ প্রচারের কাজ করা হয়।
প্রশ্ন ১৬। স্মার্ট হোম কী?
উত্তর : স্মার্ট হোম হলো এক ধরনের ওয়ানস্টপ সার্ভিস পয়েন্টের মতো, যেখানে বসবাসের জন্য সকল উপযোজন পাওয়া যায় এবং গ্রাহককে ব্যবহার্য দ্রব্যাদির গুণগতমান নিশ্চিত করে এ সংক্রান্ত সেবা প্রদান করা যায়।
প্রশ্ন ১৭। ই-কমার্স কী?
উত্তর : ই-কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার
নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা।
প্রশ্ন ১৮। টেলিমেডিসিন কী?
উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাই হলো টেলিমেডিসিন।
প্রশ্ন ১৯। ভিডিও কনফারেন্সিং কী?
উত্তর : অডিও ভিজুয়াল পদ্ধতিতে বিশ্বের যেকোনো শহর ও স্থানে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি, যেমন- কম্পিউটার, স্মার্টফোন, টেলিভিশন ব্যবহার করে সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলই হলো ভিডিও কনফারেন্সিং।
ভার্চুয়াল রিয়েলিটি
প্রশ্ন ২০। টেলিপ্রেজেন্স কী?
উত্তর : টেলিপ্রেজেন্স হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়া।
প্রশ্ন ২১। অগমেন্টেড রিয়েলিটি কী?
উত্তর : অগমেন্টেড রিয়েলিটি হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ, যেখানে বাস্তবজগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়।
প্রশ্ন ২২। ভার্চুয়াল রিয়েলিটি কী?
উত্তর : ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় ।
আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন (HSC ICT 1st Chapter)
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
প্রশ্ন ২৩। নিউরাল নেট কী?
উত্তর : নিউরাল নেট হলো ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি, যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে।
প্রশ্ন ২৪। কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
উত্তর : একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র (যেমন- কম্পিউটার) কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপণ পদ্ধতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।
প্রশ্ন ২৫। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে?
উত্তর : জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।
প্রশ্ন ২৬। রোবটিক্স কী?
উত্তর : বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।
প্রশ্ন ২৭। রোবট কী?
উত্তর : রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
ক্রায়োসার্জারি
প্রশ্ন ২৮। ক্রায়োজেনিক এজেন্ট কী?
উত্তর : ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে।
প্রশ্ন ২৯। ক্রায়োসার্জারি কী?
উত্তর : ক্রায়োসার্জারি এক ধরনের কাটা ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি,যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়।
প্রশ্ন ৩০। ক্রায়োপ্রোব কী?
উত্তর : ক্রায়োপ্রোব হলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্টাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়।
প্রশ্ন ৩১। অ্যাকচুয়েটর কী?
উত্তর : অ্যাকচুয়েটর হলো রোবটের অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার ও নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ
মহাকাশ অভিযান
প্রশ্ন ৩২। জিওস্টেশনারি স্যাটেলাইট কী?
উত্তর : জিওস্টেশনারি স্যাটেলাইট হলো সেইসব স্যাটেলাইট যেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
প্রশ্ন ৩৩। মহাকাশ অভিযান কী?
উত্তর : কোনো মহাকাশযান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাধন কাটিয়ে পৃথিবীপৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় তখন সেটাকে মহাকাশ অভিযান বলা হয়।
বায়োমেট্রিক্স
প্রশ্ন ৩৪। হ্যান্ড জিওমেট্রি কী?
উত্তর : মানুষের হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস ও আঙুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতিই হলো হ্যান্ড জিওমেট্রি।
প্রশ্ন ৩৫। বায়োমেট্রিক্স কী?
উত্তর : মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিই হলো বায়োমেট্রিক্স।
বায়োইনফরমেটিক্স
প্রশ্ন ৩৬। বায়োইনফরমেটিক্স কাকে বলে?
উত্তর : বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স,ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রশ্ন ৩৭। ক্রোমোজোম কী?
উত্তর : অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের নিউক্লিয়াস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এর মধ্যে প্যাঁচানো কিছু বস্তু রয়েছে; এগুলোই হলো ক্রোমোজোম।
প্রশ্ন ৩৮। জিন কী?
উত্তর : জিন হলো ডিএনএ-এর ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যা সেই প্রাণীর জীবনের বৈশিষ্ট্যকে বহন করে।
প্রশ্ন ৩৯। জিনোম কী?
উত্তর : মানবদেহে ২০ হাজার থেকে ৩০ হাজার জিন রয়েছে। এ ধরনের এক সেট জিনকে জিনোম বলে।
প্রশ্ন ৪০। DNA কাকে বলে?
উত্তর : ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো প্যাঁচানো কিছু পদার্থ রয়েছে। এগুলোকে ডিএনএ (DNA-Deoxyribonucleic Acid) বলা হয়।
প্রশ্ন ৪১। রিকম্বিনেন্ট ডিএনএ কী?
উত্তর : গবেষণার মাধ্যমে ব্যাকটেরিয়ার জিনে মানুষের জিন লাগিয়ে নতুন ডিএনএ আবিষ্কার করা হয়, যাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ RDNA I
প্রশ্ন ৪২। GMO কী?
উত্তর : রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)
প্রশ্ন ৪৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তর : জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন (HSC ICT 1st Chapter)
ন্যানোটেকনোলজি
প্রশ্ন ৪৪। ন্যানো-পার্টিকেল কাকে বলে?
উত্তর : 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো-পার্টিকেল বলে ।
প্রশ্ন ৪৫। ন্যানোটেকনোলজি কাকে বলে?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে । থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ন্যানোটেকনোলজি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা
প্রশ্ন ৪৬। হ্যাকার কাকে বলে?
উত্তর : সেই সকল ব্যক্তি/ব্যক্তিবর্গ যারা অন্যের কম্পিউটার সিস্টেম,নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার নিয়ে তথ্য বা সিস্টেমের ক্ষতিসাধন করে তাদের হ্যাকার বলে ।
প্রশ্ন ৪৭। স্প্যামিং কী?
উত্তর : অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানোই স্প্যামিং।
প্রশ্ন ৪৮। সফটওয়্যার পাইরেসি কী?
উত্তর : লাইসেন্স বিহীনভাবে বা সত্ত্বাধিকারের অনুমোদন ব্যতিরেকে কোনো সফটয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করে ব্যবহারের সুযোগ নেওয়াই হলো সফটওয়্যার পাইরেসি।
প্রশ্ন ৪৯। প্লেজিয়ারিজম কী?
উত্তর : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম,গবেষণাপত্র, সম্পাদনাকর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন, করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহারেও বেআইনি কাজ তথা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে।
প্রশ্ন ৫০। হ্যাকিং কী?
উত্তর : কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়ই হ্যাকিং।
প্রশ্ন ৫১। স্পুফিং কী?
উত্তর : Spoof শব্দের অর্থ হচ্ছে ধোকা দেওয়া, কৌশল অবলম্বন করা অথবা প্রতারণা করা। কোনো কম্পিউটার ব্যবহারকারী অথবা কম্পিউটার সিস্টেমের সাথে কৌশল অবলম্বন করে প্রতারণা করাই হলো স্পুফিং।
প্রশ্ন ৫২। ভিডিও টেক্সট কী?
উত্তর : টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যেকোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সট.
this আইসিটি ১ম অধ্যায় জ্ঞানমূলক (HSC ICT 1st Chapter) you can click