এইচএসসি বাংলা ১ম পত্র। ময়মনসিংহ বোর্ড ২০২৫ । mcq সমাধান

এইচএসসি বাংলা ১ম পত্র। ময়মনসিংহ বোর্ড ২০২৫ । mcq সমাধান

১. যাদের তথাকথিত দন্ত আছে তারা কী করতে পারে?

ক. রাজ্যজয়

খ. দেশরক্ষা

গ. অসাধ্য সাধন

ঘ. দেশ শাসন

উত্তর: গ. অসাধ্য সাধন

২. 'মাঝে মধ্যে গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত' কী বিষয়ে?

ক. বিষ সংগ্রহ

খ. বিষদাঁত ভাঙা

গ. সাপধরা

ঘ. শিকড় বিক্রি

উত্তর: গ. সাপধরা

৩. 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

ক. নিষ্ক্রিয়তা

খ. দুঃখময়তা

গ. আচ্ছন্নতা

ঘ. অনুভূতিহীনতা

উত্তর: ঘ. অনুভূতিহীনতা

৪. পিরসাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়। সে জানায় যে সে মানুষের নিয়তি ও পরিণতি সম্পর্কে রুহানি শক্তির মাধ্যমে অবগত হতে পারে। উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের যে চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ-

ক. মজিদ

খ. আওয়ালপুরের পীর

গ. খালেক ব্যাপারী

ঘ. ধলা মিয়া

উত্তর: ক. মজিদ

৫. পিরসাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রতারণার আশ্রয় নেয়। সে জানায় যে সে মানুষের নিয়তি ও পরিণতি সম্পর্কে রুহানী শক্তির মাধ্যমে অবগত হতে পারে। উক্ত চরিত্রে প্রকাশ পেয়েছে-

i. ধর্ম ব্যবসা

ii. ধর্মান্ধতা

iii. রহস্যময়তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৬. কবিভক্তরা কবিকে প্রশ্ন করেছেন কেন?

ক. কবি অসুস্থ হওয়ায়

খ. কবি ভাবুক বলে

গ. কবি উন্মনা বলে

ঘ. কবি অভিমানী হওয়ায়

উত্তর: গ. কবি উন্মনা বলে

৭. 'প্রতিদান' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?

ক. ধানখেত

খ. বালুচর

গ. রাখালি

ঘ. রঙিলা নায়ের মাঝি

উত্তর: গ. রাখালি

৮. 'সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই।' উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের উন্মোচিত দিকটি হলো-

ক. সত্য

খ. বিশ্বাস

গ. সাম্যবাদ

ঘ. সম্প্রীতি

উত্তর: ঘ. সম্প্রীতি

৯. 'মাসি-পিসি' গল্পের খলনায়ক কে?

ক. কর্তা বাবু

খ. কৈলাস

গ. রহমান

ঘ. গোকুল

উত্তর: ঘ. গোকুল

১০. কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়?

ক. ক্ষমতা

খ. সহানুভূতি

গ. সমতা

ঘ. দান

উত্তর: ঘ. দান

১১. 'রেইন কোট' গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

ক. নুরুল হুদার দেশপ্রেম

খ. গেরিলা আক্রমণ

গ. রাজাকারদের প্রভাব

ঘ. পাক বাহিনীর নিপীড়ন

উত্তর: ঘ. পাক বাহিনীর নিপীড়ন

১২. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'উজ্জ্বল জানালা' কীসের প্রতীক?

ক. স্বাধীনতা

খ. মুক্ত জীবন

গ. আকাঙ্ক্ষা

ঘ. প্রত্যাশা

উত্তর: খ. মুক্ত জীবন

১৩. অপমানে তুমি জ্বলে উঠেছিলে

যেদিন বর্ণমালা

সেই থেকে শুরু, সেই থেকে শুরু

দিন বদলের পালা।

উদ্দীপকের 'দিন বদলের পালা' 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার যে বিষয়কে নির্দেশ করেছে-

ক. সংহতি

খ. ঐক্য

গ. সাহসিকতা

ঘ. সংগ্রাম

উত্তর: ঘ. সংগ্রাম

১৪. অপমানে তুমি জ্বলে উঠেছিলে

যেদিন বর্ণমালা

সেই থেকে শুরু, সেই থেকে শুরু

দিন বদলের পালা।

উদ্দীপকের উক্ত দিকটির ক্ষেত্রে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার নির্দেশনা-

i. গণজাগরণ

ii. দেশানুরাগ

iii. নেতৃত্ব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

১৫. পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে?

ক. মাসি-পিসি

খ. বিলাসী

গ. অপরিচিতা

ঘ. রেইন কোট

উত্তর: ক. মাসি-পিসি

১৬. 'লালসালু' উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল?

ক. বৈশাখ

খ. জ্যৈষ্ঠ

গ. আষাঢ়

ঘ. শ্রাবণ

উত্তর: ঘ. শ্রাবণ

১৭. 'কুহেলী উত্তরী তলে' কে চলে গেছে?

ক. কবির স্বামী

খ. ঋতুর রাজন

গ. মাঘের সন্ন্যাসী

ঘ. পুষ্পশূন্য দিগন্ত

উত্তর: খ. ঋতুর রাজন

১৮. আওয়ালপুরের পীরের কাছে মজিদ কেন গিয়েছিল?

ক. অস্তিত্ব সংকটের ভয়ে

খ. পিরের সাক্ষাৎ লাভ

গ. সমস্যার সমাধানে

ঘ. আধ্যাত্মিক উন্নতির আশায়

উত্তর: ক. অস্তিত্ব সংকটের ভয়ে

১৯. বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল?

ক. বাইশ

খ. তেইশ

গ. সাতাশ

ঘ. আটাশ

উত্তর: ঘ. আটাশ

২০. অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথাকাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মেরাজ। উদ্দীপকের মেরাজ 'সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করেছে তা হলো-

ক. মিরজাফর

খ. ঘসেটি বেগম

গ. মোহাম্মদি বেগ

ঘ. মিরণ

উত্তর: ঘ. মিরণ

২১. অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথাকাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মেরাজ। উক্ত চরিত্রটির প্রতিনিধিত্বের কারণ-

i. বিশ্বাসঘাতকতা

ii. লোভ

iii. চতুরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

২২. 'প্রতিদান' কবিতায় কবি অনিষ্টকারীকে কী করেছেন?

ক. দয়া

খ. অভিশাপ

গ. শান্তি

ঘ. ক্ষমা

উত্তর: ঘ. ক্ষমা

২৩. নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন?

ক. পাকিস্তানি বাহিনীর ভয়ে

খ. প্রিন্সিপালের ভয়ে

গ. আসমার জন্য

ঘ. মিন্টুর জন্য

উত্তর: ঘ. মিন্টুর জন্য

২৪. 'নাফরমানি করিওনা' কথাটি কে বলেছে?

ক. খালেক ব্যাপারী

খ. আক্কাস

গ. মজিদ

ঘ. পীর সাহেব

উত্তর: গ. মজিদ

২৫. নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়?

ক. চোখে

খ. বুকে

গ. পিঠে

ঘ. মাথায়

উত্তর: ঘ. মাথায়

২৬. 'সোনার ধান' বলতে কী বোঝানো হয়েছে?

ক. সম্পদ

খ. ফসল

গ. সৃষ্টিকর্ম

ঘ. সাধনা

উত্তর: গ. সৃষ্টিকর্ম

২৭. আঠার বছর বয়সের মূল বৈশিষ্ট্য-

ক. গতিশীলতা

খ. সাহস

গ. প্রগতি

ঘ. অভিযোজন

উত্তর: ক. গতিশীলতা

২৮. দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে

দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে

দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়

অস্থির অপারগতায়।

উদ্দীপকের বন্ধুত্ব না হওয়ার কারণ 'অপরিচিতা' গল্পের যে দিকটিকে উন্মোচন করেছে-

ক. ব্যক্তিত্বহীনতা

খ. কাণ্ডজ্ঞান

গ. বাস্তব জ্ঞান

ঘ. মনোবল

উত্তর: ক. ব্যক্তিত্বহীনতা

২৯. দেখা হবে, বন্ধু, কারণে আর অকারণে

দেখা হবে, বন্ধু, চাপা কোনো অভিমানে

দেখা হবে, বন্ধু, সাময়িক বৈরিতায়

অস্থির অপারগতায়।

উদ্দীপকের 'অস্থির অপারগতার' বিপরীত চিত্র আছে 'অপরিচিতা' গল্পে: তা হলো-

i. মনস্তাপ

ii. স্বীকারোক্তি

iii. আত্মবিবৃতি

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তর: গ. iii

৩০. 'প্রতিদান' কবিতায় কবি চেতনা বলতে কী বুঝিয়েছেন?

ক. উদারতা

খ. ন্যায্যটা

গ. জীবনমুখিতা

ঘ. বৈষম্যহীনতা

উত্তর: ঘ. বৈষম্যহীনতা