পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)
০১. Pinus কোন বিভাগের অন্তর্গত?
উত্তর : Gymnospermophyta বিভাগের অন্তর্গত ।
০২. Pinus গণের সমস্ত প্রজাতি কি নামে পরিচিত?
উত্তর : পাইন বৃক্ষ নামে পরিচিত।
০৩. Pinus -এর প্রজাতি সংখ্যা কত?
উত্তর : প্রায় ৯০-১০০টি।
০৪- Pinus কি ধরনের উদ্ভিদ?
উত্তর : Pinus স্থলজ এবং সুউচ্চ পিরামিড আকৃতির চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
০৫. পাইনাস নিডল কী?
উত্তর : পাইনাস নিডল বলতে পাইন গাছের সূচালো, পাতাকে বুঝায়। যা পাইন পরিবারের (Pinaceae) গোত্রের অন্তর্গত।
০৬. 'খাসিয়া পাইন' নামে পরিচিত কোনটি?
উত্তর : Pinus insularis.
০৭. Pinus -এর কাণ্ড কিরূপ?
উত্তর : Pinus -এর কাণ্ড খাড়া, বেলনাকার কাষ্ঠল, সোজা উঁচু ও দৃঢ় এবং শল্ক বাকল দ্বারা আবৃত।
০৮. Pinus-এর কাণ্ডের উচ্চতা কত ?
উত্তর : উচ্চতা প্রায় ২০-৬০ মিটার।
০৯. বাংলাদেশের কোথায় Pinus চাষ করা হয়?
উত্তর : সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে ।
১০. Pinus-এর পাতায় কোন ধরনের অভিযোজন দেখা যায়?
উত্তর : মরুজ অভিযোজন
১১.Pinus-এর মূলে কি সৃষ্টি হয়?
উত্তর : Ectotrophic mycorrhiza সৃষ্টি হয়।
১২. Pinus -এর পুংস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?
উত্তর : ১-১০ সে. মি. পর্যন্ত লম্বা।
১৩. Pinus -এর স্ত্রীস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৫-৬০ সে. মি. ।
১৪. Pinus -এর স্ত্রীস্ট্রোবিলাস কিরূপ প্রকৃতির?
উত্তর : শুষ্ক, কঠিন ও কাষ্ঠল প্রকৃতির।
১৫. Pinus-কে বহুবীজপত্রী উদ্ভিদ বলা হয় কেন?
উত্তর : বীজে বহুসংখ্যক বীজপত্র থাকার কারণে ।
১৬. Pinus -এর স্ত্রী স্ট্রোবিলাস কতকগুলো মেগাস্পোরোফিল সজ্জিত থাকে?
উত্তর : অসংখ্য মেগাস্পোরোফিল সজ্জিত থাকে।
খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :
০১.Gymnospermophyta বিভাগের বৈশিষ্ট্য লিখ ।
০২-Pinus -এর মুখ্য বৈশিষ্ট্যগুলো লিখ ।
০৩.Pinus -এর জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। [
০৪.Pinus এর বর্হিগঠন ও অন্তর্গঠন সম্পর্কে টীকা লিখ ।
০৫-Pinus এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
০৬.Pinus-এর মরুজ বৈশিষ্ট্যগুলো লেখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :
০১-Pinus-এর পুংগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
০২.-Pinus -এর স্ত্রীগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
০৩-চিহ্নিত চিত্রসহ Pinus এর পাতার অন্তর্গঠন বিস্তারিত বর্ণনা কর।
০৪-Pinus -এর রেণুধর উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা কর।
০৫-Pinus -এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের সচিত্র বর্ণনা দাও।
০৬-Pinus-এর Ovuliferous scale সম্পর্কে লিখ।
Read more:5.1th chapter