পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পাইনাসের জীবনচক্র।।৫.২তম অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ৫.২ পাইনাসের জীবনচক্র

(Life History of Pinus)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

 

০১. Pinus কোন বিভাগের অন্তর্গত?

উত্তর : Gymnospermophyta বিভাগের অন্তর্গত ।

 ০২. Pinus গণের সমস্ত প্রজাতি কি নামে পরিচিত?

উত্তর : পাইন বৃক্ষ নামে পরিচিত।

 ০৩. Pinus -এর প্রজাতি সংখ্যা কত?

উত্তর : প্রায় ৯০-১০০টি।

 ০৪- Pinus কি ধরনের উদ্ভিদ?

উত্তর : Pinus স্থলজ এবং সুউচ্চ পিরামিড আকৃতির চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ।

০৫. পাইনাস নিডল কী? 

উত্তর : পাইনাস নিডল বলতে পাইন গাছের সূচালো, পাতাকে বুঝায়। যা পাইন পরিবারের (Pinaceae) গোত্রের অন্তর্গত।

 ০৬. 'খাসিয়া পাইন' নামে পরিচিত কোনটি?

উত্তর : Pinus insularis.

০৭. Pinus -এর কাণ্ড কিরূপ?

উত্তর : Pinus -এর কাণ্ড খাড়া, বেলনাকার কাষ্ঠল, সোজা উঁচু ও দৃঢ় এবং শল্ক বাকল দ্বারা আবৃত।

০৮. Pinus-এর কাণ্ডের উচ্চতা কত ?

উত্তর : উচ্চতা প্রায় ২০-৬০ মিটার।

০৯. বাংলাদেশের কোথায় Pinus চাষ করা হয়?

উত্তর : সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে ।

১০. Pinus-এর পাতায় কোন ধরনের অভিযোজন দেখা যায়?

উত্তর : মরুজ অভিযোজন 

১১.Pinus-এর মূলে কি সৃষ্টি হয়? 

উত্তর : Ectotrophic mycorrhiza সৃষ্টি হয়।

১২. Pinus -এর পুংস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?

উত্তর : ১-১০ সে. মি. পর্যন্ত লম্বা।

১৩. Pinus -এর স্ত্রীস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?

উত্তর : ১৫-৬০ সে. মি. ।

১৪. Pinus -এর স্ত্রীস্ট্রোবিলাস কিরূপ প্রকৃতির?

উত্তর : শুষ্ক, কঠিন ও কাষ্ঠল প্রকৃতির।

১৫. Pinus-কে বহুবীজপত্রী উদ্ভিদ বলা হয় কেন? 

উত্তর : বীজে বহুসংখ্যক বীজপত্র থাকার কারণে ।

১৬. Pinus -এর স্ত্রী স্ট্রোবিলাস কতকগুলো মেগাস্পোরোফিল সজ্জিত থাকে?

উত্তর : অসংখ্য মেগাস্পোরোফিল সজ্জিত থাকে।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

 

০১.Gymnospermophyta বিভাগের বৈশিষ্ট্য লিখ ।

০২-Pinus -এর মুখ্য বৈশিষ্ট্যগুলো লিখ ।

০৩.Pinus -এর জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও। [

০৪.Pinus এর বর্হিগঠন ও অন্তর্গঠন সম্পর্কে টীকা লিখ । 

০৫-Pinus এর অর্থনৈতিক গুরুত্ব লিখ। 

০৬.Pinus-এর মরুজ বৈশিষ্ট্যগুলো লেখ।

 

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

   ০১-Pinus-এর পুংগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর। 

০২.-Pinus -এর স্ত্রীগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর। 

০৩-চিহ্নিত চিত্রসহ Pinus এর পাতার অন্তর্গঠন বিস্তারিত বর্ণনা কর। 

০৪-Pinus -এর রেণুধর উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা কর। 

০৫-Pinus -এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের সচিত্র বর্ণনা দাও। 

০৬-Pinus-এর Ovuliferous scale সম্পর্কে লিখ।

Read more:5.1th chapter