সালোকসংশ্লেষণ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

সালোকসংশ্লেষণ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

সালোকসংশ্লেষণ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
সালোকসংশ্লেষণ।৪র্থ অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৪ সালোকসংশ্লেষণ

(সালোকসংশ্লেষণ)

ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) : 

 

০১. সালোকসংশ্লেষণ কাকে বলে?

উত্তর: যে পদ্ধতিতে উদ্ভিদ আলোর উপস্থিতিতে বায়ুস্থ CO₂ ও কোষস্থ পানি জারণের ফলে শর্করা জাতীয় পদার্থ সৃষ্টি করে এবং উপজাত হিসেবে O₂ ও H₂O ত্যাগ করে তাকে সালোকসংশ্লেষষ্ণ বলে।

 ০২. Photosynthesis শব্দটির পারিভাষিক অর্থ কী?

 উত্তর: আলোর সাহায্যে একাধিক বস্তুর সমন্বয়ে কোনো যৌগ পদার্থের সৃষ্টি।'

০৩. কোয়ান্টাম বা ফোটন কী?

উত্তর: আলোকরশ্মির শক্তির কণা বা একক হচ্ছে ফোটন।

০৪. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়? 

উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে অক্সিজেন  উৎপন্ন হয়।

 ০৫. সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদানগুলো কী কী?

উত্তর: সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপাদানগুলো CO₂, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। 

 ০৬. উদ্ভিদের প্রধান সালোকসংশ্লেষণ অঙ্গের নাম কী?

উত্তর: উদ্ভিদের প্রধান সালোকসংশ্লেষণ অঙ্গের নাম ক্লোরোপ্লাস্ট।

০৭. ক্র্যাঞ্জ এনাটমি কী? 

উত্তর: C. উদ্ভিদের পরিবহণ কলাগুচ্ছের চারপাশে ঘনসন্নিবিষ্ট পুরুপ্রাচীর যুক্ত ক্লোরেনকাইমা দ্বারা গঠিত

সুস্পষ্ট বান্ডলশীথ মালার ন্যায় অবস্থান করে থাকে তাকে ক্রান্জ এনাটমি বলে।

[০৮. কিমোসিনথেসিস কী? 

 উত্তর: যে প্রক্রিয়ায় কিছু সংখ্যক ক্লোরোফিলবিহীন ব্যাক্টেরিয়া কতগুলো অজৈব পদার্থের জারণের মাধ্যমে শক্তি উৎপাদন করে ঐ শক্তির সহায়তায় CO₂ কে বিজারিত করে শর্করা খাদ্য এবং অন্যান্য জৈব যৌগ উৎপন্ন করে তাকে কিমোসিনথেসিস বলে।

 ০৯. সাইটোক্রোম কী? 

উত্তর: সাইটোক্রোম হলো লৌহঘটিত হিম (heme) গ্রুপ বিশিষ্ট প্রোটিন।

১০. ফটোসিস্টেম-১ কী কী দ্বারা গঠিত?

উত্তর: Chlolrophyll -a, 683 nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোক শক্তি, ক্যারোটিন, জ্যান্থোফিল এবং p-700 নামক একটি প্রতিক্রিয়া পিগমেন্ট দ্বারা ফটোসিস্টেম-১ গঠিত।

 ১১-প্লাস্টোসায়ানিন কী?

উত্তর: অত্যন্ত ক্ষুদ্র একটি চলনশীল মেমব্রেন প্রোটিন।

 ১২. ফেরিডক্সিন কী?

উত্তর: এটি একটি আয়রন সালফার (Fe-S) প্রোটিন।

 ১৩.সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে কয়টি অধ্যায়ে ভাগ করা যায় এবং কী কী?

উত্তর: দুটি। যথা: (ক) আলোক নির্ভর অধ্যায় এবং (খ) আলোক নিরপেক্ষ অধ্যায়।

১৪.আলোক জারণ কী? 

উত্তর: আলোর উপস্থিতিতে কোনো বস্তুর জারণকে আলোকজারণ বলে।

১৫. আলোকনির্ভর অধ্যায়ের বিক্রিয়াসমূহ কোথায় সংঘটিত হয়?

উত্তর: ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে।

১৬.আলোকনির্ভর অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়াটি লিখ।

উত্তর: 2ADP + Pi + 2NADP + 4H2O ক্লোরোফিল 2ATP + 2NADPH + H+2H2O+ 02

১৭.ফটোফসফোরাইলেশন কাকে বলে?  

উত্তর: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি ব্যবহার করে ATP তৈরি করার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।

১৮. ফটোফসফোরাইলেশন কত প্রকার ও কী কী?

উত্তর: দুই প্রকার। যথা:

(i) অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং

(ii) চক্রীয় ফটোফসফোরাইলেশন।

১৯.হিল বিক্রিয়াটি লেখ। 

উত্তর: রবিন হিল প্রথম (১৯৩৭) প্রমাণ করেন যে, সালোকসংশ্লেষণে- নির্গত ০₂ অবশ্যই পানি হতে আসে। তিনি-CO₂ এর অনুপস্থিতে পৃথকীকৃত ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখেন। এ বিক্রিয়ায় দেখা যায় যে, CO₂ অনুপস্থিতে শর্করা তৈরি হয় না, কিন্তু O₂ নির্গত হয় যা পানি হতে আসে। এ বিক্রিয়ার হাইড্রোজেন গ্রাহকটি (A) হাইড্রোজেন গ্রহণ করে বিজারিত হয়ে যায়। এই বিক্রিয়াকে হিল-বিক্রিয়া বলে।

2H2O + 2A আলো ক্লোরোপ্লাস্ট 2AH2 + O2।

২০.অচক্রীয় ফটোফসফোরাইলেশন কাকে বলে?

উত্তর: যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম-২ হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় সেখানে ফিরে না গিয়ে ফটোসিস্টেম-১ এ চলে আসে, তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলে।

২১. চক্রীয় ফটোফসফোরাইলেশন কাকে বলে?

উত্তর: যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম -১ হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহক ঘুরে একটি ATP উৎপাদক পূর্বক পুনরায় ফটোসিস্টেম-১ এ ফিরে আসে, তাকে চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে।

২২-বায়োলজিক্যাল কয়েন কি? 

উত্তর: ATP-কে বায়োলজিক্যাল কয়েন বলা হয়।

২৩. আলোক নিরপেক্ষ অধ্যায় কাকে বলে?

উত্তর: সালোকসংশ্লেষণের যে অধ্যায়ে কার্বন ডাই-অক্সাইড বিজারিত করে কার্বোহাইড্রেট উৎপাদন করতে আলোর প্রত্যক্ষ প্রয়োজন হয় না তাকে আলোক নিরপেক্ষ অধ্যায় বলে।

 ২৪. ক্যালভিন চক্রটি কে আবিষ্কার করেন?

উত্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার Melvin-Calvin এবং Benson & Basshem এ চক্রটি আবিষ্কার করেন।

২৫. CAM চক্র কী? 

উত্তর: Crassulaceae গোত্রের, Bryophyllum নামক উদ্ভিদে এ চক্র প্রথম আবিষ্কৃত হয় বলে একে CAM চক্র বলে।

২৬. CAM-এর পূর্ণরূপ লেখ।

উত্তর: CAM-এর পূর্ণরূপ হলো-Crassulacean Acid Metabolism.

 ২৭. CAM চক্র চলে এমন দুইটি গোত্রের নাম লিখ। 

উত্তর: CAM চক্র চলে এমন দুইটি গোত্রের নাম হলো-

(i) Cactaceae, (ii) Orchidaceae.

২৮-NADPH, এর পূর্ণনাম লিখ। 

উত্তর: NADP এর পূর্ণ নাম হলো- Nicotinamide Adenine Dinucleotide Phosphate Dihidride.

২৯. সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কী?

উত্তর: সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হলো পানি।

৩০.কার্যকর বর্ণালি (Action Spectrum) কি?

 উত্তর: সূর্যের বর্ণহীন আলোর মধ্যে যে সাতটি বর্ণালি পাওয়া যায় তার মধ্যে কমলা- লাল ৬১০-৭০০ ন্যানো. মি. এবং বেগুনি-নীল ৪০০-৫০০ ন্যানো. মি. অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বেশি কার্যকরী। এদেরকে কার্যকর বর্ণালি বলে।

 ৩১. হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন?

উত্তর: হিল বিক্রিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রবিন হিল।

৩২.ক্যাম্পারিয়ান ফিতা কী?  অথবা, ক্যাসপারিয়ান ফিতা (Casparian strip) কি?

 উত্তর: উদ্ভিদ দেহের অন্তত্বক বা এন্ডোডার্মাল কোষগুলোর ভেতরের প্রাচীর লিগনিন ও সুবেরিন গঠিত ফিতার ন্যায় আস্তরণ দিয়ে বেষ্টিত থাকে। এই ফিতাকে ক্যাসপারিয়ান ফিতা বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

১.সালোকসংশ্লেষণ কী? সালোকসংশ্লেষণে সহায়তাকারী বিভিন্ন রঞ্জক পদার্থের নাম লিখ।

০২-ATP এবং NADP কী? উদ্ভিদকোষে এরা কি ভূমিকা পালন করে? 

০৩-সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস বর্ণনা কর। 

০৪-সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের উপর আলোর ক্রিয়া ব্যাখ্যা কর। 

০৫.C3এবং CAM উদ্ভিদসমূহের বৈশিষ্ট্য আলোচনা কর। 

০৬.ফটোসিনথেটিক কুশেন্ট ও রেসপিরেটরি কুশেন্ট বলতে কি বুঝ? 

০৭.ফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বুঝ? 

০৮.CAM চক্রের বৈশিষ্ট্য লেখ। 

 টীকা লিখ: CAM উদ্ভিদের বৈশিষ্ট্য;

০৯.C4গতিপথের তাৎপর্য বর্ণনা কর। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

 ০১.ফটোফসফোরাইলেশন কী? ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার বিবরণ দাও। চক্রীয় ফটোফসটোরাইলেশন প্রক্রিয়া বর্ণনা কর। 

০২.CAM চক্র কী? এর বিস্তারিত বর্ণনা দাও।

৩.C3 গতিপথে CO₂আত্তীকরণ প্রক্রিয়া বর্ণনা কর। 

৪. ক্যালভিন চল্ফ কি? ক্যালভিন চক্রের ধাপসমূহ রাসায়নিক বিক্রিয়াসহ বর্ণনা কর।

০৫.ফটোফসফোরাইলেশন কী? অচক্রীয় ফটোফসফোরাইলেশনের বর্ণনা দাও। 

০৬.C3, C₁ ও CAM উদ্ভিদসমূহের মধ্যে পার্থক্য লেখ।

০৭.C4 চক্র কী? প্রাণরাসায়নিক বিক্রিয়াসহ C4 চক্রের ধাপসমূহের বর্ণনা দাও। 

 টীকা লিখ:

(ক) পানির আলোকবিভাজন 

অথবা, পানির ফটোলাইসিস;

(খ) ক্রানজ এনাটমি. 

টীকা লিখ:

(ক) ইমারসন প্রভাব;

(খ) হিল বিক্রিয়া।

Read more:3rd chapter