ফসলি উদ্ভিদের উৎপত্তি আবাদীকরণ । ২য় অধ্যায় । Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ফসলি উদ্ভিদের উৎপত্তি আবাদীকরণ । ২য় অধ্যায় । Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

ফসলি উদ্ভিদের উৎপত্তি আবাদীকরণ  । ২য় অধ্যায় । Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
ফসলি উদ্ভিদের উৎপত্তি আবাদীকরণ । ২য় অধ্যায় । Plant Breeding ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

২য় অধ্যায়:- ফসলি উদ্ভিদের উৎপত্তি আবাদীকরণ 

ক-বিভাগ 

 

০১. উদ্ভিদের আবাদীকরণ বলতে কী বুঝ? 

অথবা, আবাদীকরণ বলতে কী বুঝ?

অথবা, আবাধিকরণ কী?

উত্তর: কোনো উদ্ভিদ বা শস্যের জাতকে কোনো নির্দিষ্ট হানে আবাদ করাকে আবাদিকরণ বলা হয়।

০২. ওয়ার্ল্ড উৎপত্তির কয়েকটি উদ্ভিদের নাম লিখ।

উত্তর: আপেল, বার্লি, বঁটি, কফি, আলফা- আলফা ইত্যাদি ।

০৩. জিন ব্যাংক বলতে কী বুঝ? 

অথবা, জিন ব্যাংক কী?

উত্তর: কোনো জীবের সম্পূর্ণ দেহে বিদ্যমান মোট জিন এর একটি সেটকে বলা হয় জিন ব্যাংক। এক কথায় বলা যায়- ফসলি উদ্ভিদের জার্মপ্লাজম ভাণ্ডারকে জিন ব্যাংক বলে।

০৪. নিউ ওয়ার্ল্ড উৎপত্তির কয়েকটি উদ্ভিদের নাম লিখ।

উত্তর: ব্লু-বেরী, পেয়ারা, রাবার, প্লাম, স্ট্রবেরী ইত্যাদি।

০৫. ভ্যাভিলত (Vavilov) কে ছিলেন?

উত্তর: ভ্যাভিলত (Vavilov) ছিলেন সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)-এর কৃষি বিজ্ঞানী বা বিখ্যাত উদ্ভিদ প্রজননবিদ। যিনি আবাদি ফসলের উৎপত্তিকেন্দ্র সম্পর্কে ধারণা প্রদান করেন।

৬. Vaviloy আবাদি উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র কোন পুস্তকে প্রকাশ করেন?

উত্তর: The centre of origin of cultivated plants 1926 সালে।

০৭. ফসলি উদ্ভিদের উৎপত্তি কেন্দ্রকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: দুইভাগে। যথা- (ক) প্রাথমিক উৎপত্তি কেন্দ্র: খ)গৌণ উৎপত্তি কেন্দ্র ।

৮. অপ্রচলিত জাত কি? 

উত্তর: যে সকল জাত প্রাকৃতিকভাবে জন্মায় কিন্তু চাষাবাদ বা আবাদ করা হয় না, আবার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তাদের অপ্রচলিত জাত বলে।

৯. প্রাথমিক উৎপত্তি কেন্দ্র কী? 

অথবা, প্রাথমিক উৎপত্তি কেন্দ্র কাকে বলে?

উত্তর: যে স্থানে ফসলের বিভিন্ন জাতসমূহের অধিক সংখ্যক প্রকট জিন দেখা যায় এবং যে এলাকায় বুনো প্রজাতি থেকে ফসলের উৎপত্তি হয়েছে বলে সর্বাধিক বিভিন্নতা লক্ষ করা যায় সে এলাকাকে ঐ ফসলের প্রাথমিক উৎপত্তি কেন্দ্র বলা হয়।

১০. গৌণ উৎপত্তি কেন্দ্র কী? 

উত্তর : যে সকল এলাকায় দুই বা ততোধিক প্রজাতির মধ্যে আন্তঃসংকরায়ন এবং পুনঃপুনঃ প্রাকৃতিক ও কৃত্রিম নির্বাচন ক্রিয়াশীল বলে কিছু অধিক মাত্রায় বিভিন্নতা দেখা যায় এ সকল এলাকাকে গৌণ উৎপত্তি কেন্দ্র বলে।

১১.আবাদি উদ্ভিদের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় উৎপত্তি কেন্দ্র কোনটি?

উত্তর : চীন দেশীয় উৎপত্তি কেন্দ্র।

১২. উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র বলতে কী বুঝ? 

উত্তর : উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র বলতে এমন ভৌগোলিকঅঞ্চলকে বুঝায় যেখানে কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদপ্রথমে উদ্ভব হয়েছিল এবং এই অঞ্চলে প্রজাতিরজিনগত বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়।



খ-বিভাগ 

 

০১. প্রাথমিক ও গৌণ উৎপত্তি কেন্দ্র বলতে কী বুঝ?

০২. প্রাথমিক ও গৌণ উৎপত্তি কেন্দ্রের মধ্যে পার্থক্য লিখ।

০৩. ভারত-বাংলাদেশ উৎপত্তি কেন্দ্রের চারটি আবাদী উদ্ভিদ প্রজাতির বৈজ্ঞানিক নাম লিখ । 

০৪.কৃত্রিম উপায়ে পলিপ্লয়েডী সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।

গ-বিভাগ 

 

০১.ত্যাভিলতের প্রস্তাবিত প্রধান প্রধান আবাদী উদ্ভিসের উৎপত্তি কেন্দ্রগুলো বর্ণনা কর। । 

অথবা, ড্যাভিলব কর্তৃক ফালি উদ্ভিদের উৎপত্তি কেন্দ্রসমূহ বর্ণনা কর।

০২.আবাদী শস্যজাতের প্রাথমিক ও গৌণ উৎপত্তি কেন্দ্র সম্পর্কে 'ভ্যালিব' এর ধারণা বর্ণনা কর। 

অথবা, "ফসলের উৎপত্তি কেন্দ্র” বলতে কী বুঝ? আবাদি শস্যজাতের প্রাথমিক ও গৌণ উৎপত্তি কেন্দ্র সম্পর্কে জ্যাবিলন" এর ধারণা

লিখ। ভ্যাবিলভ -এর প্রস্তাবিত প্রধান প্রধান আবাদি উদ্ভিদের যে-কোনো দুটির উৎপত্তি কেন্দ্রের বর্ণনা কর।

অথবা, ফসলের উৎপত্তি কেন্দ্র বলতে কী বুঝ? আপনি শল্য জাতের প্রাথমিক ও গৌণ উৎপত্তি কেন্দ্র সম্পর্কে “ভ্যালিব এর ধারণা লিখ।

০৩. আবাদীকরণের ফলে সৃষ্ট উদ্ভিদের পরিবর্তনগুলো লেখ। 

অথবা, আবাসিকরণ কী? আবানিকরণের ফলে সৃষ্ট পরিবর্তনগুলো লিখ।

 ০৪. ফসলী উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র কাকে বলে? ত্যাবিলত এর সূত্রানুযায়ী আবাদী ফসলের উৎপত্তি কেন্দ্রগুলো বর্ণনা কর। 

অথবা, ফসলি উদ্ভিদের উৎপত্তি কেন্দ্র বলতে কী বুঝ? ফসলি উদ্ভিদের বিভিন্ন উৎপত্তি কেন্দ্র সংক্ষেপে বর্ণনা কর। 

অথবা, উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে ভ্যাভিলবের ধারণা কিভাবে সহায়ক?

০৫. টীকা লিখ।

(ক) ফসলের আবাদিকরণ।

(খ) ভ্যাভিলব এর উৎপত্তি কেন্দ্র।

Read More: